লকডাউন কাটিয়ে নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৪০ হাজার ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ১১ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭২৮জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮০ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৪৫: ২৪ ঘণ্টায় মুম্বইতে ৮৪৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।
রাত ১০.২৫: ত্রিপুরায় একদিনে ২৩ জনের শরীরে মিলল করোনার সন্ধান।
রাত ৯.২৫: ৪ জুলাই থেকে ব্রিটেনে রেস্তঁরা, পাব ও স্যাঁলো খুলে দেওয়া হবে বলে জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
রাত ৯.১৫: করোনার দোহাই ও ভারচুয়াল শুনানির সুযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বুদ্ধগয়া ও খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম মাস্টারমাইন্ড জঙ্গি আব্দুল মতিন।
রাত ৮.৩০: ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত ২৯ জন পাক ক্রিকেটারের মধ্যে ১০ জনের শরীকে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।
রাত ৮.১২: ২৪ ঘণ্টায় দিল্লিতে ৩৯৪৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৬, ৬০২।
সন্ধে ৭.২০: করোনা জেরে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বভারতীয় পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সন্ধে ৭.০৭: ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭০ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ হাজার ৭২৮। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৮০।
সন্ধে ৭.০০: দিল্লির আইটিবিপি জওয়ানদের জন্য ১০ হাজার শয্যা সম্পন্ন করোনা হাসপাতাল প্রস্তুত করছে কেন্দ্র। ২৬ জুনের মধ্যেই সেই কাজ শেষ হবে।
Dear Kejriwal ji, it has already been decided in our meeting 3 days back&MHA has assigned work of operating 10,000 bed COVID Care Centre at Radha Swami Beas in Delhi to ITBP. Work is in full swing&large part of facility will be operational by June 26:Union Home Minister Amit Shah pic.twitter.com/Q1H5x4tgqr
— ANI (@ANI) June 23, 2020
সন্ধে ৬.৩০: তামিলনাড়ুতে একদিনে ২,৫১৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।
Tamil Nadu reports 2,516 new cases, 1,227 discharges, and 39 deaths today. Total number of cases stands at 64,603 and death toll is at 833: State Health Department. pic.twitter.com/Uh82kF7ZOY
— ANI (@ANI) June 23, 2020
সন্ধে ৬.২৫: কেন্দ্রের আয়ুশমন্ত্রক যাচাই না করা পর্যন্ত পতঞ্জলীর করোনা কিট প্রচার বন্ধের নির্দেশ।
সন্ধে ৬.১৫: ২৪ঘণ্টায় কেরলে ১৪১ জনের শরীরে মিলল করোনার নমুনা।
141 fresh #COVID19 cases, one death, and 60 recoveries have been reported in Kerala today. Total number of positive cases stand at 3451 including 1620 active cases: Kerala CM Pinarayi Vijayan (File pic) pic.twitter.com/ILWuOYbmBn
— ANI (@ANI) June 23, 2020
বিকেল ৫.০০: হোটেল, রেস্তরাঁ ও ম্যারেজ হল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। তবে এক্ষেত্রে প্রতিটি জায়গায় যত লোক ধরে তার ৫০শতাংশের লোকের বেশি যেন ভিড় না করে, তা লক্ষ্য রাখতে হবে কর্তৃপক্ষকে।
বিকেল ৩.৩৫: ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
দুপুর ২.৪০: উত্তরাখণ্ডে নতুন করে করোনা আক্রান্ত ১০৩ জন। রাজ্যে মোট ২ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বেলা ১.১৫: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৩৫ জন।
বেলা ১টা: বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৫০ হাজার ভেন্টিলেটর পাঠাল কেন্দ্র। পিএম কেয়ার ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে।
বেলা ১২.০৪: এ বছর সৌদি আরবে ভারত থেকে কোনও হজযাত্রীকে পাঠানো হবে না। করোনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। বাতিল করা হয়েছে ২.৩ লক্ষ মানুষের আবেদনপত্র।
We have decided that Haj pilgrims from India will not be sent to Saudi Arabia for Haj 2020. Application money of more than 2.3 lakh pilgrims will be returned without cancellation deductions through direct transfer: Union Minister Mukhtar Abbas Naqvi#COVID19 pic.twitter.com/I5LdufNOhs
— ANI (@ANI) June 23, 2020
সকাল ১১.২৭: গত ২২ জুন পর্যন্ত দেশে ৭১ লক্ষ ৩৭ হাজার ৭১৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। শুধু গতকালই ১ লক্ষ ৮৭ হাজার ২২৩ জনের পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ICMR।
The total no.of samples tested up to 22 June is 71,37,716. including 1,87,223 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/MIwKy8Ks1C
— ANI (@ANI) June 23, 2020
সকাল ১০.৩০: ১৯৮ জন ভারতীয়কে নিয়ে মঙ্গলবার সকালে মালদ্বীপ থেকে তুতিকোরিন পৌঁছাল আইএনএস ঐরাবত।
#OperationSamudraSetu: Indian Navy Ship (INS) Airavat arrived in Tuticorin (Tamil Nadu) today, carrying 198 Indian citizens who were stranded in Maldives. All the passengers were screened and their luggage was disinfected, upon arrival. pic.twitter.com/kY5tINE6Ne
— ANI (@ANI) June 23, 2020
সকাল ১০.২০: কাল বিকাল থেকে ১১৪৩ জনের করোনার পরীক্ষা হয় পুরীর মন্দিরে। ভোরে রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের কোভিড পজিটিভ এসেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল ৯.৪৮: করোনা সংক্রমণ থেকে বাঁচতে এ বছর হজযাত্রীর সংখ্যা কমল মক্কায়।
সকাল ৯.৩২: ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯৩৩ জন করোনা আক্রান্ত হলেন। মৃতের সংখ্য়া ৩১২। দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ২১৫ জন। এর মধ্যে ২ লক্ষ ৪৮ হাজার ১৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।
সকাল ৯.০০: পুরীতে শুরু রথযাত্রার রীতিনীতি। মন্দিরে পৌঁছেছেন পুরোহিত। ৫০০ জনের বেশি একটি রথের দড়িতে টান দিতে পারবেন না। এই ৫০০ জনকে অবশ্যই করোনা নেগেটিভ হতে হবে।
সকাল ৮.১০: গুজরাটের আহমেদাবাদেও শুরু হয়েছে রথযাত্রা। জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।
Gujarat: Chief Minister Vijay Rupani arrives at Shree Jagannathji Temple in Ahmedabad for #RathYatra, to be held inside temple premises. pic.twitter.com/911BVjebW4
— ANI (@ANI) June 23, 2020
সকাল ৮.০৫: রথযাত্রা উপলক্ষে দুপুর পর্যন্ত শাটডাউন পুরীতে। যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে না পারেন, তার জন্য রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে, আজ, রথযাত্রার দিনই খুলল তারাপীঠ মন্দির।
Odisha: Preparations underway for #RathYatra at Puri Jagannath Temple. Supreme Court yesterday granted permission to hold the annual chariot festival this year amid #COVID19 pandemic. No more than 500 people will be allowed to pull the chariots as per SC’s order. pic.twitter.com/q9stqdPitO
— ANI (@ANI) June 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.