বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৬২,৭৭৮ জন। মোট মৃত্যু হয়েছে ৩,২২৮ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ৯.৫৩: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে দ্রোণাচার্য সম্মাননা প্রদান অনুষ্ঠান বাতিল করল কর্ণাটক সরকার।
Karnataka government postpones programme, scheduled tomorrow, to felicitate awardees of Dronacharya & other awards, in view of national mourning declared by the Centre: State govt #PranabMukherjee
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.৪৭: সেপ্টেম্বরেও ভুবনেশ্বর এবং কটকের সরকারি দপ্তরে ৫০ শতাংশ কর্মী নিয়েই হবে কাজ। শনি এবং রবিবার সরকারি দপ্তরে থাকবে ছুটি, জানাল ওড়িশা সরকার।
All departments of Odisha govt & sub-ordinate offices in Bhubaneswar & Cuttack will function with 50% strength of employees (including Group A officers) during September & ensuring that the office work does not suffer. Govt offices to remain shut on Saturdays: Odisha govt
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.৪৩: নতুন করে রাজস্থানে করোনা আক্রান্ত ১৪৬৬ জন।
1466 new #COVID19 positive cases and 13 deaths reported in Rajasthan. Total number of cases now at 81693 including 13825 active cases,65619 discharges and 1056 deaths: State Health Department pic.twitter.com/W7ZU6TDzO4
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.৩৬: JEE-NEET পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা লকডাউন বিধির আওতার বাইরে, জানাল রাজস্থান সরকার।
Lockdown will not be applicable to students appearing in JEE and NEET exams and their parents in Rajasthan. Students’ admit cards will be considered as the pass (hard/soft copy) for them: State govt pic.twitter.com/n2odxhHd8K
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.৩১: হরিয়ানায় রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫০ জন।
Haryana recorded 1,450 new COVID-19 cases, 1,052 recoveries and 7 deaths in the last 24 hours, taking active cases to 11,371, recoveries to 52,672 and death toll to 689: State Health Department pic.twitter.com/y35fTD8klE
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.২৯: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১১,৮৫২ জন।
Maharashtra reports 11,852 new COVID-19 cases, 11,158 recoveries and 184 deaths, taking active cases to 1,94,056, recoveries to 5,73,559 to death toll to 24,583: State Health Department pic.twitter.com/WYeZR2Gp2t
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.২৮: হিমাচল প্রদেশ করোনা আক্রান্ত আরও ১৭১ জন।
171 new #COVID19 positive cases & 65 recoveries reported in Himachal Pradesh today. Total number of cases now at 6116 including 1563 active cases and 4473 recoveries: State Health Department pic.twitter.com/pW8xnUT7eh
— ANI (@ANI) August 31, 2020
রাত ৯.২৪: এবার থেকে পানশালায় বসেও করা যাবে মদ্যপান, জানাল পশ্চিমঙ্গ সরকার।
West Bengal government permits serving of liquor in service areas of bars. #Unlock4 pic.twitter.com/mMAlsJsDoM
— ANI (@ANI) August 31, 2020
রাত ৮.৫০: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৯৩, মৃত ৫২।
রাত ৮.২৭: ১৬৭টি মিউনিসিপ্যাল এলাকায় লকডাউন জারি করল পাঞ্জাব সরকার। সন্ধে ৭টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কার্ফুও।
Punjab government today announced to continue with restrictions in urban areas, including weekend lockdown in all 167 municipal towns of the state, along with 7 pm – 5 am curfew in all cities till the end of September: State government
— ANI (@ANI) August 31, 2020
সন্ধে ৭.৫০: ত্রিপুরায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, শোচনীয় অবস্থা রাজধানী আগরতলার।
সন্ধে ৭.৩০:কর্ণাটকে আক্রান্ত হলেন ৬৪৯৫ জন। মৃত ১১৩।
সন্ধে ৬.৫০:গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ১৩৫৮ ও মৃত ১৮।
সন্ধে ৬.৩০: চণ্ডীগড়ে ফের আক্রান্ত ১৯১ জন ও মৃত ৪।
সন্ধে ৬.১০: জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
বিকেল ৫.৫৮: নাইট কারফিউ তুলে নিল চন্ডিগড় সরকার।
Chandigarh administration decides to lift night curfew in compliance with the Central government’s directives under #Unlock4.
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৫.৫৬: এশিয়ার বৃহত্তম বসতি ধারাভিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৫ জন।
15 new #COVID19 cases reported in Dharavi area of Mumbai today. With this, total number of positive cases rises to 2,775 including 2,416 discharges and 94 active cases: Brihanmumbai Municipal Corporation (BMC), Maharashtra
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৫.৫৪: অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজারের বেশি।
Andhra Pradesh records 10,004 new coronavirus cases, 8,772 recoveries and 85 deaths, taking active cases to 1,00,276, recoveries to 3,30,526 and death toll to 3,969: State Health Department pic.twitter.com/lYGKPn8uA0
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৫.৫২: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। টুইট করে সেই খবর দিলেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
Former President Pranab Mukherjee passes away, announces his son Abhijit Mukherjee. pic.twitter.com/3SFxmRE21j
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৫.৪৮: এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতেক জিডিপি কমল ২৩ শতাংশ ।
India’s GDP growth falls by 23.9% in April-June quarter. pic.twitter.com/EFbPkBJqWI
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৫.২৩: বর্ষাকালীন অধিবেশনে শুরুর আগে সাংসদদের স্বাস্থ্যবিধি নিয়ে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক।
Rajya Sabha Chairman, M Venkaiah Naidu, held discussions on ensuring health safety of members with Union Secretaries of Home, Health & Defence Research besides DG, ICMR. He raised several issues & sought clarifications on health safety & hassle-free travel of MPs. #MonsoonSession pic.twitter.com/fpc3TX1P7d
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৫.০০: দেশে করোনায় অধিকাংশ মৃত্যু হয়েছে মাত্র তিন রাজ্যে। তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ।
বিকেল ৪.৫১: লোকাল ট্রেন চালাতে রাজ্যের গাইড লাইন নিতে তাদের সঙ্গে বৈঠকে বসবেন রেলকর্তারা। হাওড়া, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন কি ভাবে চলবে, সম্পর্কিত বিষয়টি পুরোপুরি নির্ভর করছে রাজ্যের উপর। তারপরই স্বরাষ্ট্র মান্ত্রক থেকে ছাড়পত্র আদায়ের চেষ্টা করবে বোর্ড।
বিকেল ৪.২৯: পাঞ্জাবে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ গাইডলাইনস জারি।
They should also give an undertaking on the portal that they would undergo mandatory quarantine for 14 days i.e. 7 days paid institutional quarantine at their own cost, followed by 7 days of isolation at home with self-monitoring of health: Punjab Government https://t.co/CnymhQtRRc
— ANI (@ANI) August 31, 2020
বিকেল ৪.২৬: বাংলায় ওপেন বুক এক্সাম পদ্ধতিতে সিলমোহর। ক্যাম্পাসে নয়, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা হবে কলেজগুলিতে। ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা, সেই মাসের মধ্যেই ফলপ্রকাশ করতে হবে। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভারচুয়াল বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হল।
বিকেল ৪.২৫: ৭, ১১, ১২ সেপ্টেম্বর রজ্যে লকডাউন হচ্ছেই। বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন। কেন্দ্রের সঙ্গে কথা বলেই লকডাউন করা হবে।
বিকেল ৪.১৭: বাংলায় লকডাউনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল। মেট্রো পরিষেবা চালুতে ছাড়।
West Bengal government extends lockdown till September 30. Metro rail service to resume in graded manner with effect from September 8. pic.twitter.com/twLRa3Lv5B
— ANI (@ANI) August 31, 2020
দুপুর ৩.৫৬: করোনামুক্ত কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমাপর। হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
Karnataka Congress president DK Shivakumar discharged from Suguna Hospital in Bengaluru after recovering from COVID-19: Hospital administration pic.twitter.com/MzRC5m3dnx
— ANI (@ANI) August 31, 2020
দুপুর ৩.১৭: একদিনে পুদুচেরিতে করোনা আক্রান্ত ২৯১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
291 new #COVID19 cases & 7 deaths reported in Puducherry today. Total number of cases stands at 14,411, including 4,849 active cases, 9,334 recovered cases & 228 deaths till date: UT Health Department pic.twitter.com/29ZZ6f3rlI
— ANI (@ANI) August 31, 2020
দুপুর ৩.০০: দেশে সুস্থতার হার বেড়ে ৭৬.৬২ শতাংশ। নয়া তথ্য দিল স্বাস্থ্য মন্ত্রক। মৃত্যু হার কমে ১.৭৮ শতাংশ।
দুপুর ২.৪৫: ছন্দে ফিরছে হংকং। সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্কুল।
দুপুর ১.২৪: তামিলনাড়ুতে কাল থেকে খুলে যাচ্ছে সমস্ত ধর্মীয়স্থান। তার আগে চলছে স্যানিটইজেশনের কাজ।
Tamil Nadu: Premises of Meenakshi Amman temple in Madurai being sanitised, in view of #COVID19. All places of worship to reopen in the state from tomorrow as part of #Unlock4. pic.twitter.com/yU4L34RCAG
— ANI (@ANI) August 31, 2020
দুপুর ১.১১: আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র।
Ban on international commercial passenger flights to and from India extended till 30th September, barring exceptions mentioned by the government pic.twitter.com/vbvRZSTJsr
— ANI (@ANI) August 31, 2020
দুপুর ১.০০: কোভিড স্বাস্থ্যবিধি মেনে রাঁচির JEE পরীক্ষাকেন্দ্রে সাফাই চলছে।
Jharkhand: Preparations to ensure #COVID19 protocols underway, at an exam centre in Ranchi, for the Joint Entrance Exam (JEE) Main 2020 examination to be held from 1st to 6th September pic.twitter.com/14zBMlTyjE
— ANI (@ANI) August 31, 2020
বেলা ১২.৫০: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত প্রায় পনেরোশো জন।
Total number of #COVID19 cases in the state is now 5,983 including 1,475 active cases, 4,431 recoveries and 33 deaths: Himachal Pradesh Health Department pic.twitter.com/QMrHO6dUEt
— ANI (@ANI) August 31, 2020
বেলা ১২.১৫: লক্ষ্য আরও করোনা পরীক্ষার বাড়ানো। তাই কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থেকে বাজার থেকে কোভিড টেস্ট কিনবে দিল্লি সরকার।
#Correction We don’t need specific support from Centre as long as they don’t object to more testing. Instead of taking kits from centre, we’re buying from the market*. Like Union Health Minister said, we also hope #COVID19 ends till Diwali: Satyendra Jain, Delhi Health Minister pic.twitter.com/sjg0cPu99z
— ANI (@ANI) August 31, 2020
বেলা ১২.০০: অসমে চারদিনের জন্য বিধানসভা অধিবেশন শুরু হল আজ।
Guwahati: The four-day autumn session of the Assam Legislative Assembly, begins from today. pic.twitter.com/GcDjJPmasn
— ANI (@ANI) August 31, 2020
সকাল ১১.৫০: রাজস্থানে একদিনে করোনা আক্রান্ত ৬৪৫ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।
5 deaths & 645 fresh #COVID19 cases take Rajasthan’s case tally to 80,872. The numbers of active and recovered cases in the state are 14,515 and 65,309, respectively. Death toll 1,048: State Health Department pic.twitter.com/2gOwvBN0DK
— ANI (@ANI) August 31, 2020
সকাল ১১,৪০: মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৩৪১ জন পুলিশ কর্মী।
341 more Maharashtra police personnel tested #COVID19 positive while 2 died in the last 24 hours. Total number of positive cases in the police force rise to 15,294 including 2,832 active cases, 12,306 recoveries & 156 deaths till date: Maharashtra Police pic.twitter.com/44FlEuF0kk
— ANI (@ANI) August 31, 2020
সকাল ১১.১৫: কো-ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তুতি শুরু করল ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স।
সকাল ১১.০০: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নওদা ব্লক আধিকারিক কৃষ্ণচন্দ্র দাসের। গত ৮ আগস্ট নওদা ব্লক আধিকারিক করোনা আক্রান্ত হন। এরপর তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। রবিবার রাত্রে মৃত্যু হয় ওই বিডিওর। সোমবার তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Grieved to know about the untimely demise of Krishna Chandra Das, who was posted as BDO Nowda in Murshidabad. A dedicated WBCS(Exe) Officer, Das was at forefront of our fight against COVID-19 & displayed great sense of sincerity & commitment in his work during the pandemic.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 31, 2020
সকালে ১০.২৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি।
There is a decline in the medical condition of Former President Pranab Mukherjee since yesterday. He is in septic shock due to his lung infection & is being managed by a team of specialists. He continues to be in deep coma & on ventilator support: Army Hospital (R&R), Delhi Cantt pic.twitter.com/wRlCCT0s6v
— ANI (@ANI) August 31, 2020
সকাল ১০.২০: পূর্ব মেদিনীপুরে কড়াভাবে পালিত হচ্ছে লকডাউন।
West Bengal: Complete lockdown being observed in Purba Medinipur, in order to contain the spread of #COVID19.
The state is observing complete lockdown for 2 days every week until end of Aug. There are total 1,59,785 COVID19 cases in the state, as per the latest health bulletin. pic.twitter.com/7AKosTsbe2
— ANI (@ANI) August 31, 2020
সকাল ১০.০২: করোনা আবহেও ওনমে কেরলেন মন্দিরে পুন্যার্থীদের ভীড়।
Kerala: Devotees visit Sree Padmanabhaswamy Temple in Thiruvananthapuram, on the occasion of #Onam.
The temple reopened for the public from August 26, with #COVID19 precautionary measures in place for the people. pic.twitter.com/1MdAsIlwiO
— ANI (@ANI) August 31, 2020
সকাল ৯.৫০: সম্পূর্ণ সুস্থ হয়ে দিল্লির AIIMS থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Union Home Minister Amit Shah discharged from AIIMS, Delhi. He was admitted here on August 18 for post-COVID care: Government Sources
(file pic) pic.twitter.com/cfzxVECuxU— ANI (@ANI) August 31, 2020
সকাল ৯.৪৪: ফের বাঁধ ভাঙা সংক্রমণ। একদিনে দেশে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৫১২ জন। মোট সংক্রমিতের সংখ্যা ৩৬ লক্ষের গণ্ডি ছাড়াল। মৃত্যু হয়েছে ৯৭১ জনের।
India’s #COVID19 case tally crosses 36 lakh mark with a spike of 78,512 new cases & 971 deaths in the last 24 hours.
COVID-19 case tally in the country stands at 36,21,246 including 7,81,975 active cases, 27,74,802 cured/discharged/migrated & 64,469 deaths: Health Ministry pic.twitter.com/Pwfn1x4RjT
— ANI (@ANI) August 31, 2020
সকাল ৯.৩১: রাজস্থানের কনটেনমেন্ট জোনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লকডাউন। ২১ সেপ্টেম্বর থেকে খুলবে মুক্তমঞ্চ। জানাল অশোক গেহলটের সরকার।
Lockdown to remain implemented in containment zones till 30th September. Under relaxed norms, open-air theatres will be allowed to open from September 21. Inter-state and within state travel of individuals and movement of goods permitted: Rajasthan Government
— ANI (@ANI) August 31, 2020
সকাল ৯.২০: দেশে এখনও পর্যন্ত আট কোটির বেশি করোনা পরীক্ষা করা হয়েছে। তথ্য দিয়ে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
Total number of samples tested up to 30th August is 4,23,07,914 including 8,46,278 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/CMISedWUF8
— ANI (@ANI) August 31, 2020
সকাল ৯.০০: লকডাউনে শুনশান কলকাতার রাস্তাঘাট।
Kolkata: Streets wear a deserted look as complete lockdown is being observed in West Bengal today amid #COVID19 pandemic.
Visuals from Em Bypass, Park Circus crossing & Deshapriya Park in Kolkata pic.twitter.com/qlcoh4XxPx— ANI (@ANI) August 31, 2020
সকাল ৮.৫৩: দক্ষিণ কোরিয়াতে একদিনে করোনা আক্রান্ত ২৪৩ জন।
সকাল ৮.৪৬: আনলকের চতুর্থ পর্বে উত্তরপ্রদেশে উইকএন্ড লকডাউন চলবে।
সকাল ৮.৪৪: আজ বাংলায় ২৪ ঘণ্টার সম্পূর্ণ লকডাউন। মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং।
সকাল ৮.৩০: কলম্বিয়ায় করোনা আক্রান্ত প্রায় ছয় লক্ষ। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪০০ জনের।
সকাল ৮.২৫: গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি। এর মধ্যে জুলাইয়ের মাঝামাঝি থেকে ভারতেই করোনা আক্রান্ত হয়েছে ১০ লক্ষের বেশি।
সকাল ৮.২০: মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার।
সকাল ৮.১২: আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লক্ষ।
সকাল ৮.০০: আগস্ট মাসে ভয়াবহ হারে দেশে বেড়েছে করোনা সংক্রমণ। গত সপ্তাহে দেশে করোনা আক্রান্ত হওয়ার হার বেড়ে দাঁড়িয়ছে ১৩.১ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.