Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

আনলক ফোরে পানশালায় বসেই করা যাবে মদ্যপান, জানাল রাজ্য সরকার

সুরাপ্রেমীদের জন্য সুখবর।

Corona LIVE UPDATE : WB gov permits liquor in service areas of bars
Published by: Paramita Paul
  • Posted:August 31, 2020 8:33 am
  • Updated:October 5, 2020 9:20 pm  

বেলাগাম করোনা সংক্রমণ।  ভারতে আক্রান্ত  ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৬২,৭৭৮ জন। মোট মৃত্যু হয়েছে ৩,২২৮ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ৯.৫৩: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে দ্রোণাচার্য সম্মাননা প্রদান অনুষ্ঠান বাতিল করল কর্ণাটক সরকার।

Advertisement

রাত ৯.৪৭: সেপ্টেম্বরেও ভুবনেশ্বর এবং কটকের সরকারি দপ্তরে ৫০ শতাংশ কর্মী নিয়েই হবে কাজ। শনি এবং রবিবার সরকারি দপ্তরে থাকবে ছুটি, জানাল ওড়িশা সরকার। 

রাত ৯.৪৩: নতুন করে রাজস্থানে করোনা আক্রান্ত ১৪৬৬ জন।

রাত ৯.৩৬: JEE-NEET পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা লকডাউন বিধির আওতার বাইরে, জানাল রাজস্থান সরকার।

রাত ৯.৩১: হরিয়ানায় রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫০ জন।

রাত ৯.২৯: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১১,৮৫২ জন।

রাত ৯.২৮: হিমাচল প্রদেশ করোনা আক্রান্ত আরও ১৭১ জন।

রাত ৯.২৪: এবার থেকে পানশালায় বসেও করা যাবে মদ্যপান, জানাল পশ্চিমঙ্গ সরকার।

রাত ৮.৫০: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৯৩, মৃত ৫২।

রাত ৮.২৭:  ১৬৭টি মিউনিসিপ্যাল এলাকায় লকডাউন জারি করল পাঞ্জাব সরকার। সন্ধে ৭টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে কার্ফুও।

সন্ধে ৭.৫০: ত্রিপুরায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, শোচনীয় অবস্থা রাজধানী আগরতলার।

সন্ধে ৭.৩০:কর্ণাটকে আক্রান্ত হলেন ৬৪৯৫ জন। মৃত ১১৩।

সন্ধে ৬.৫০:গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ১৩৫৮ ও মৃত ১৮।

সন্ধে ৬.৩০: চণ্ডীগড়ে ফের আক্রান্ত ১৯১ জন ও মৃত ৪।

সন্ধে ৬.১০: জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৫৩৫ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।

বিকেল ৫.৫৮: নাইট কারফিউ তুলে নিল চন্ডিগড়  সরকার। 

বিকেল ৫.৫৬: এশিয়ার বৃহত্তম বসতি ধারাভিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৫ জন। 

বিকেল ৫.৫৪: অন্ধ্রপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজারের বেশি।

বিকেল ৫.৫২: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। টুইট করে সেই খবর দিলেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

বিকেল ৫.৪৮: এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতেক জিডিপি কমল ২৩ শতাংশ ।

বিকেল ৫.২৩: বর্ষাকালীন অধিবেশনে শুরুর আগে সাংসদদের স্বাস্থ্যবিধি নিয়ে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক। 

বিকেল ৫.০০: দেশে করোনায় অধিকাংশ মৃত্যু হয়েছে মাত্র তিন রাজ্যে। তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ।

বিকেল ৪.৫১: লোকাল ট্রেন চালাতে রাজ্যের গাইড লাইন নিতে তাদের সঙ্গে বৈঠকে বসবেন রেলকর্তারা। হাওড়া, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন কি ভাবে চলবে, সম্পর্কিত বিষয়টি পুরোপুরি নির্ভর করছে রাজ্যের উপর। তারপরই স্বরাষ্ট্র মান্ত্রক থেকে ছাড়পত্র আদায়ের চেষ্টা করবে বোর্ড।

বিকেল ৪.২৯: পাঞ্জাবে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ গাইডলাইনস জারি।

বিকেল ৪.২৬: বাংলায় ওপেন বুক এক্সাম পদ্ধতিতে সিলমোহর। ক্যাম্পাসে নয়, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা হবে কলেজগুলিতে। ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা, সেই মাসের মধ্যেই ফলপ্রকাশ করতে হবে। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভারচুয়াল বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হল।

বিকেল ৪.২৫: ৭, ১১, ১২ সেপ্টেম্বর রজ্যে লকডাউন হচ্ছেই। বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন। কেন্দ্রের সঙ্গে কথা বলেই লকডাউন করা হবে। 

বিকেল ৪.১৭: বাংলায় লকডাউনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল। মেট্রো পরিষেবা চালুতে ছাড়।

দুপুর ৩.৫৬: করোনামুক্ত কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমাপর। হাসপাতাল থেকে ছাড়া পেলেন।

দুপুর ৩.১৭: একদিনে পুদুচেরিতে করোনা আক্রান্ত ২৯১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। 

দুপুর ৩.০০: দেশে সুস্থতার হার বেড়ে ৭৬.৬২ শতাংশ। নয়া তথ্য দিল স্বাস্থ্য মন্ত্রক। মৃত্যু হার কমে ১.৭৮ শতাংশ।

দুপুর ২.৪৫: ছন্দে ফিরছে হংকং। সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্কুল। 

দুপুর ১.২৪: তামিলনাড়ুতে কাল থেকে খুলে যাচ্ছে সমস্ত ধর্মীয়স্থান। তার আগে চলছে স্যানিটইজেশনের কাজ। 

দুপুর ১.১১: আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র। 

দুপুর ১.০০: কোভিড স্বাস্থ্যবিধি মেনে রাঁচির JEE পরীক্ষাকেন্দ্রে সাফাই চলছে।

বেলা ১২.৫০: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত প্রায় পনেরোশো জন। 

বেলা ১২.১৫: লক্ষ্য আরও করোনা পরীক্ষার বাড়ানো। তাই কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থেকে বাজার থেকে কোভিড টেস্ট কিনবে দিল্লি সরকার। 

বেলা ১২.০০: অসমে চারদিনের জন্য বিধানসভা অধিবেশন শুরু হল আজ। 

সকাল ১১.৫০: রাজস্থানে একদিনে করোনা আক্রান্ত ৬৪৫ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।

সকাল ১১,৪০: মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ৩৪১ জন পুলিশ কর্মী।

সকাল ১১.১৫: কো-ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের প্রস্তুতি শুরু করল ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স। 

সকাল ১১.০০: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নওদা ব্লক আধিকারিক কৃষ্ণচন্দ্র দাসের। গত ৮ আগস্ট নওদা ব্লক আধিকারিক করোনা আক্রান্ত হন। এরপর তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। রবিবার রাত্রে মৃত্যু হয় ওই বিডিওর।  সোমবার তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকালে ১০.২৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। 

সকাল ১০.২০: পূর্ব মেদিনীপুরে কড়াভাবে পালিত হচ্ছে লকডাউন।

সকাল ১০.০২: করোনা আবহেও ওনমে কেরলেন মন্দিরে পুন্যার্থীদের ভীড়। 

সকাল ৯.৫০: সম্পূর্ণ সুস্থ হয়ে দিল্লির AIIMS থেকে ছাড়া পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

সকাল ৯.৪৪: ফের বাঁধ ভাঙা সংক্রমণ। একদিনে দেশে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৫১২ জন। মোট সংক্রমিতের সংখ্যা ৩৬ লক্ষের গণ্ডি ছাড়াল। মৃত্যু হয়েছে ৯৭১ জনের।

সকাল ৯.৩১: রাজস্থানের কনটেনমেন্ট জোনে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লকডাউন। ২১ সেপ্টেম্বর থেকে  খুলবে মুক্তমঞ্চ। জানাল অশোক গেহলটের সরকার। 

সকাল ৯.২০: দেশে এখনও পর্যন্ত আট কোটির বেশি করোনা পরীক্ষা করা হয়েছে। তথ্য দিয়ে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

সকাল ৯.০০: লকডাউনে শুনশান কলকাতার রাস্তাঘাট।

সকাল ৮.৫৩: দক্ষিণ কোরিয়াতে একদিনে করোনা আক্রান্ত ২৪৩ জন। 

সকাল ৮.৪৬: আনলকের চতুর্থ পর্বে উত্তরপ্রদেশে উইকএন্ড লকডাউন চলবে।

সকাল ৮.৪৪: আজ বাংলায় ২৪ ঘণ্টার সম্পূর্ণ লকডাউন। মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং।

সকাল ৮.৩০: কলম্বিয়ায় করোনা আক্রান্ত প্রায় ছয় লক্ষ। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪০০ জনের।

সকাল ৮.২৫: গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি। এর মধ্যে জুলাইয়ের মাঝামাঝি থেকে ভারতেই করোনা আক্রান্ত হয়েছে ১০ লক্ষের বেশি।

সকাল ৮.২০: মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার। 

সকাল ৮.১২: আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লক্ষ। 

সকাল ৮.০০: আগস্ট মাসে ভয়াবহ হারে দেশে বেড়েছে করোনা সংক্রমণ। গত সপ্তাহে দেশে করোনা আক্রান্ত হওয়ার হার বেড়ে দাঁড়িয়ছে ১৩.১ শতাংশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement