লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩১ লক্ষ ৬৭ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৯০ জনের। রাজ্যে সংক্রমিত ১,৪৪,৮০১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯০৯ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০. ২০: ঝাড়খন্ডে নতুন আক্রান্ত ১,০৫৬ জন।
রাত ১০.০০: অসমে একদিনে নতুন করে সংক্রমিত ১,৯৭৩ জন।
রাত ৯.১৭: হরিয়ানায় নতুন করে আক্রান্ত ১,১৪৮ জন।
সন্ধে ৮.৩৮: গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত বাংলায় ২,৯৬৪ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। সুস্থ হয়েছেন ৩,২৫১ জন।
সন্ধে ৮.১০: মারণ ভাইরাস এবার থাবা বসালো করোনা টেষ্টিং ল্যাবে। টেকনিসিয়ানদের কয়েকজনের করোনা সংক্রমিত হওয়ায় মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে গেল মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভিআরডিএল ল্যাব। এদিন থেকেই সমস্ত নমুনা পাঠানো হচ্ছে কলকাতার এসএসকেএমের টেষ্টিং ল্যাবে।
সন্ধে ৭.৪৫: অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ৯, ৯২৭ জন।
সন্ধে ৭. ৪০: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে নতুন করে সংক্রমিত ৮, ১৬১ জন।
8,161 new #COVID19 positive cases, 6,814 discharges and 148 deaths reported in Karnataka today. With this, total cases now at 2,91,826 including 2,04,439 discharges, 82,410 active cases and 4,958 deaths: State Health Department pic.twitter.com/kXQDhOCAr9
— ANI (@ANI) August 25, 2020
সন্ধে ৭.০১: মণিপুরে নতুন করে করোনা আক্রান্ত ৮২ জন।
সন্ধে ৬. ৪৫: করোনা আক্রান্ত শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ভরতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
সন্ধে ৬.১৩: কপিলমুনির দেশে করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ। বিধায়ক কোটার টাকায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে বসানো হল দু-দু’টি অটোমেটিক স্যানিটাইজার টানেল। টানেল দু’টির একটি বসানো হয়েছে মুড়িগঙ্গা নদী পেরিয়ে দ্বীপে প্রবেশের ঠিক আগেই কচুবেড়িয়া ঘাটের কাছে। অন্যটি বিডিও অফিসে ঢোকার মুখেই।
বিকেল ৫.৪০: পাঞ্জাবে করোন আক্রান্ত আরও এক মন্ত্রী ও পাতিয়ালার দুই বিধায়ক। এনিয়ে পাঞ্জাবের চার মন্ত্রী করোনা আক্রান্ত হলেন।
বিকেল ৫.৩০: ভিড় রুখতে মণিপুরে আরও কড়া প্রশাসন। নিয়ম ভেঙে জমায়েতে করলেই ১০ হাজার টাকা জরিমানা। মাস্ক না পরলেও গুনতে হবে জরিমানা।
Manipur Home Dept instructs deputy commissioners/SPs to impose Rs 10,000 fine for gathering in excess of authorized number of people in ceremonies, Rs 200 each for failing to wear mask & maintain social distance in public &Rs 1,000 for ‘any other violation of COVID-19 guidelines’
— ANI (@ANI) August 25, 2020
বিকেল ৫.২৫; পুদুচেরির হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করোনা রোগীর।
A #COVID19 patient admitted at the hospital tried to commit suicide by hanging today. He is currently under treatment and his condition his critical: Jawaharlal Institute of Post Graduate Medical Education & Research, Puducherry
— ANI (@ANI) August 25, 2020
বিকেল ৪.৫০: নিট ও JEE পিছিয়ে দেওয়ার দাবিতে ফের কেন্দ্রকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal CM Mamata Banerjee writes to PM Narendra Modi, asking the Central govt to file a review petition in the Supreme Court against its order to hold NEET and JEE examinations, ‘so that students are free from mental agony and mental disaster’. pic.twitter.com/7jW1KfYD3o
— ANI (@ANI) August 25, 2020
বিকেল ৪.৩৬: নভেম্বর পর্যন্ত কোভিড স্বাস্থ্যবিমার মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এর মেয়াদ ছিল নভেম্বর পর্যন্ত।
বিকেল ৪.১২: দেশে করোনায় মৃত্যুর হার মাত্র ১.৫৮ শতাংশ।
The COVID-19 mortality rate in India stands at 1.58% which is one of the lowest in the world. In the last 24 hours, the number of active cases has reduced by 6,400: Rajesh Bhushan, Secretary, Union Health Ministry pic.twitter.com/yE1Ss71AvK
— ANI (@ANI) August 25, 2020
বিকেল ৪.০৮: মহামারীর অজুহাতে কোনও কাজ ফেলে রাখা যাবে না। পুজোর আগেই টার্গেট পূরণ করতে হবে। জনপরিষেবায় জোর দিয়ে দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।
বিকেল ৪.০৪: দেশে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৭৫ শতাংশ।
Active cases are only 22.2% of the total cases. The recovery rate is now more than 75%: Rajesh Bhushan, Secretary, Union Health Ministry on #COVID19 cases https://t.co/cPF7wIkkCz pic.twitter.com/qHgmmIWlTm
— ANI (@ANI) August 25, 2020
দুপুর ৪.০০: দেশে সক্রিয় করোনা আক্রান্তের চেয়ে ৩.৪ শতাংশ বেশি সুস্থ হয়ে উঠেছেন।
Today, the recovered cases are 3.4 times more than the active cases in the country: Rajesh Bhushan, Secretary, Union Health Ministry on #COVID19 situation in the country pic.twitter.com/nKQmKrwekT
— ANI (@ANI) August 25, 2020
দুপুর ৩.২২: অন্য রাজ্য থেকে এ রাজ্যে এলে তাঁদের চিকিৎসা করুন। কিন্তু তাঁদের রাজ্যের আক্রান্তের সংখ্যায় কাউন্ট করবেন না। নির্দেশ রাজ্য প্রশাসনের।
দুপুর ৩.২০: পূর্ব ও পশ্চিম বর্ধমানে কেন করোনা বাড়ছে? জেলাশাসকদের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।
দুপুর ৩.০০: করোনা আবহে পাঁচ জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া।
দুপুর ২.৩৭: করোনা আবহে বন্ধ যাত্রার বুকিং। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ জানে না। তাই সরকারি সাহায্যের দাবিতে বাগবাজারের যাত্রা মঞ্চের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শিল্পীরা।
দুপুর ২.৩৩: করোনা আক্রান্ত উইসেন বোল্টের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ক্রিস গেইলও। আটবারের অলিম্পিকের পদকজয়ী করোনা আক্রান্ত হতেই তড়িঘড়ি নিজের পরীক্ষা করার গেইলও। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।
দুপুর ২.৩২: করোনা আবহে NEET ও JEE আয়োজন করা উচিৎ নয় বলে মনে করেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও।
দুপুর ২.২৫: টলিউডের অভিনেতা তথা সাংসদ দেবের ম্যানেজার করোনা আক্রান্ত। কোয়ারেন্টাইনে অভিনেতাও।
দুপুর ১.০৮: করোনা আবহে NEET ও JEE পিছিয়ে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এর আগে কেরল, বাংলার মুখ্যমন্ত্রীও কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন।
It would be unsafe for students to visit test centres physically amid #COVID19 for JEE (Main) & NEET tests. Therefore, it is requested that exams scheduled to be held in September may be postponed to a later date: Odisha CM Naveen Patnaik in a letter to Union Education Minister pic.twitter.com/uTqHh3A8cl
— ANI (@ANI) August 25, 2020
দুপুর ১.০৩: করোনা আবহেই ছত্তিশগড়ের বিধানসভা অধিবেশন শুরু হল। সংক্রমণ এড়াতে বিধায়কদের আসনের মাঝে কাঁচের দেওয়াল রাখা হয়েছে।
Raipur: Chhattisgarh Assembly Session commenced from today, CM Bhupesh Baghal addressed the assembly. Arrangements, including marking of seats and glass partitions, in place to ensure social distancing. #COVID19 pic.twitter.com/uODa59GGPp
— ANI (@ANI) August 25, 2020
দুপুর ১.০০: মহারাষ্ট্র পুলিশের আরও ৩৫১ জন কর্মী করোনা আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও তিনজনের।
351 more police personnel found #COVID19 positive & 3 died in the last 24 hours in Maharashtra. Total number of Corona positive police personnel in Maharashtra reaches 14,067 including 2,569 active cases, 11,356 recoveries & 142 deaths till date: Maharashtra Police pic.twitter.com/RHdzQkHfrM
— ANI (@ANI) August 25, 2020
বেলা ১২.৫৯: কর্ণাটক কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার করোনা আক্রান্ত। বেঙ্গালুরু বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন তিনি।
Karnataka Congress State President DK Shivakumar says he has tested positive for #COVID19.
He has been admitted to a private hospital in Bengaluru. pic.twitter.com/j3kWTLxS4X
— ANI (@ANI) August 25, 2020
বেলা ১২.৩০: চলতি বছরের জন্য জনপ্রিয় পর্যটনস্থল বালির দরজা বন্ধ বিদেশি পর্যটকদের জন্য। সেখানকার গভর্নর ঘোষণা করেছেন, ২০২০-র ডিসেম্বর পর্যন্ত কোনও বিদেশি পর্যটককে বালি দ্বীপে আসার অনুমতি দেওয়া হবে না। প্রথমে ঠিক ছিল, অগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ার এই দ্বীপে বিদেশিদের জন্য নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। সেপ্টেম্বর থেকে বিদেশি পর্যটককে পুনরায় বালিতে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইন্দোনেশিয়া সরকার ঝুঁকি নিতে পারছে না।
বেলা ১২.১০: থমকে ইয়ে রিসতা ক্যায়া কহেলতা হ্যায়ের শুটিং। আক্রান্ত তিন অভিনেতা অভিনেত্রী। সংক্রমিত স্বাতী চিটিনস, সমীর ওঙ্কার ও শচীন ত্যাগী।
বেলা ১২.০০: NEET ও JEE পিছনের বিপক্ষেই বিএসপি নেত্রী মায়াবতী।
I would like to tell the lakhs of students appearing for NEET & JEE to put in their best efforts and prepare well for exams. Also, I would like to ask the concerned authorities to take all precautions & ensure safe conduct of exams amid #COVID19 pandemic: BSP chief Mayawati pic.twitter.com/Xp61pY0Jaz
— ANI UP (@ANINewsUP) August 25, 2020
সকাল ১১.৪৫: তেলেঙ্গানায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৫৭৯ জন।
Telangana reported 2,579 new #COVID19 positive cases, 1,752 recoveries and 9 deaths on August 25, taking the total number of positive cases to 1,08,670 in the state.
Total number of cases includes 23,737 active cases, 84,163 recoveries & 770 deaths: Health Department, Telangana pic.twitter.com/myWi7s7hRU
— ANI (@ANI) August 25, 2020
সকাল ১১.৩০: বিহারে চালু হল বাস পরিষেবা।
Bihar: Bus services in the state resumed from today following a State Transport Department directive.
“It’s good the govt has resumed bus services. Social distancing measures are hard to follow but we are trying. Sanitisers need to be made compulsory,” says a passenger. pic.twitter.com/vjboEMqRO0
— ANI (@ANI) August 25, 2020
সকাল ১১.১৬: চিনে প্রথমবার তিন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিনের চিয়াংশি প্রাদেশিক স্বাস্থ্য কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গিয়েছে। বর্তমানে তারা সেখানে সরকারি পর্যবেক্ষণে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সকাল ১১.০০: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭৫১ জন। মৃত্যু হয়েছে নয় জনের।
2751 new #COVID19 positive cases, 2519 recoveries and 9 deaths reported in Odisha as on August 24. Total number of cases now at 84231 including 56924 recoveries, 26826 active cases and 428 deaths: Information & Public Relations Department, Odisha Govt
— ANI (@ANI) August 25, 2020
সকাল ১০.৪০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৯৫ জন। মৃত্যু হয়েছে ছয়জনের।
695 new #COVID19 positive cases and 6 deaths reported in Rajasthan today. Total number of cases rise to 72650 including 14883 active cases, 973 deaths and 56091 discharges: State Health Department
— ANI (@ANI) August 25, 2020
সকাল ১০.২১: সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) যেতে হলে বিশেষ নিয়ম মানতে হবে বিমানযাত্রীদের। জানানো হয়েছে, যাত্রীদের বিমানে চড়ার আগে ৯৬ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। তাও আবার সরকারি ল্যাব থেকেই। ফল নেগেটিভ এলে তা প্রিন্ট করিয়ে নিয়ে তবে যাত্রী বিমানে উঠতে পারবেন।
For passengers travelling to UAE (12 yrs & above), a valid negative #COVID19 PCR test report in printed form, from a govt-approved lab in India (ICMR/verified designated lab), is required. Passengers are required to take PCR test not more than 96 hrs before departure: AI Express pic.twitter.com/qF0ObDnR2D
— ANI (@ANI) August 25, 2020
সকাল ৯.৪৭: রাশ টানা গিয়েছে সংক্রমণে। বিহারে ফের চালু গচ্ছে গণ পরিবহণ। ২৫ আগস্ট থেকে বিহারে বাস-সহ সমস্ত গণ পরিবহণ চালুর অনুমতি দিল নীতীশ কুমারের সরকার।
In a meeting of Crisis Management Group, it has been decided to resume public transport system, including bus service in the state from 25 Aug. Standard Operating Procedures (SOP) to be followed to prevent the spread of #COVID19: Sanjay Kumar Aggarwal, Secy, Transport Dept, Bihar pic.twitter.com/qK0uSpPRd8
— ANI (@ANI) August 25, 2020
সকাল ৯.২৫: দেশে ফের একদিনে করোনা আক্রান্ত ৬০ হাজার ৯৭৫ জন। মৃত্যু হয়েছে ৮৪৮ জনের।
India’s #COVID19 case tally crosses 31 lakh mark with 60,975 fresh cases and 848 deaths in the last 24 hours.
The #COVID19 case tally in the country rises to 31,67,324 including 7,04,348 active cases, 24,04,585 cured/discharged/migrated & 58,390 deaths: Ministry of Health pic.twitter.com/X0tb6dYInC
— ANI (@ANI) August 25, 2020
সকাল ৯.০০: হংকংয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্তের হদিশ মিলল। সে দেশে এটাই প্রথমবার।
সকাল ৮.৪৮: বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ছাড়াল।
সকাল ৮.২৫: আর্জেন্টিনায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ৮ হাজার ৭১৩ জন। মৃত্যু হয়েছে ৩৮১ জনের।
সকাল ৮.১৫: দেশে ইতিমধ্যে সাড়ে তিন কোটি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
India has tested more than 3.5 crore people for #COVID19 so far, resolutely following its ‘Test Track Treat’ strategy: Ministry of Health and Family Welfare pic.twitter.com/ko07vU2TKs
— ANI (@ANI) August 25, 2020
সকাল ৮.১০: মিজোরামে আরও ৩৫ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই।
35 new #COVID19 cases confirmed in Mizoram. Total cases in the state rise to 953 and 461 cured/discharged. Active cases stand at 492: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/qyft80JtMO
— ANI (@ANI) August 25, 2020
সকাল ৮.০৫: ক্যার্লিফোর্ণিয়ায় করোনায় মৃত্যু গণ্ডি বারো হাজারের গণ্ডি ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় মৃত্যু হয়েছে আরও ১০৬ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২,২৫৯ জন।
সকাল ৮.০০: ভয় ধরাচ্ছে আগস্টে দেশের করোনা সংক্রমণের গ্রাফ। পরিসংখ্যান বলছে, চলতি মাসে বিশ্বের ২৬ শতাংশ করোনা আক্রান্তই ভারতের নাগরিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.