Advertisement
Advertisement
করোনা

NEET-JEE পিছনোর দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

কোভিডের কারণেই পরীক্ষা স্থগিতের দাবি।

CORONA LIVE UPDATE: Tamil Nadu Covid case count tops 4 lakh mark
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 27, 2020 8:28 am
  • Updated:August 28, 2020 8:25 am  

লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫ জন। মৃত্যু হয়েছে ৬০ হাজার ৪৭২ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫০,৭৭২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩ হাজার ০১৭ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১১.০৩: ঝাড়খণ্ডে আক্রান্ত ১,৩৬৫ জন।

Advertisement

রাত ১০.৫৭: আন্দামান নিকোবরে নতুন করে আক্রান্ত ৩৩ জন।

রাত ১০.২৯: মুম্বইতে নতুন করে আক্রান্ত ১,৩৫০ জন।

রাত ৯.৪১: হিমাচল প্রদেশে আরও ৫৫ জন করোনা আক্রান্ত।

রাত ৯.৩৮: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৩৪৫ জন।

রাত ৯.২৫: হরিয়ানায় নতুন করে আক্রান্ত ১,২৯৩ জন।

রাত ৯.২০: NEET-JEE পিছনোর দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

রাত ৯.০২: তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৪ লক্ষের গণ্ডি।

রাত ৮.৪৫: গোয়ায় সংক্রমিত আরও ৪৫৬ জন।

রাত ৮.৩৭: পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ১,৭৪৬ জন।

রাত ৮.৩৬: পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৯৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের।

রাত ৮.৩১: কেরলে আক্রান্ত আরও ২,৪০৬ জন।

রাত ৮.২৫: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯,৩৮৬ জন।

রাত ৮.২৪: উত্তরাখণ্ডে আক্রান্ত আরও ৭২৮ জন।

রাত ৮.২১: দিল্লিতে নতুন করে মৃত্যু ২২ জনের। আক্রান্ত হয়েছেন আরও ১,৮৪০ জন।

রাত ৮.২০: জম্মু-কাশ্মীরের সাম্বায় আগামিকাল থেকে ১ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত জারি লকডাউন।

সন্ধে ৭.৫২: নীতিগত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার করোনাজয়ীদের বিভিন্ন করোনা হাসপাতাল তথা সেফ হোমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হল জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর আগে স্বাধীনতা দিবসের দিন জেলার অনুষ্ঠান মঞ্চ থেকে ৬ জন করোনাজয়ীর হাতে টোকেন নিয়োগপত্র তুলে দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল।

সন্ধে ৭.১৪: করোনা সংক্রমণ রুখতে পাঞ্জাবে আপাতত সন্ধে ৭ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি লকডাউন।

সন্ধে ৬.৫৫: উপসর্গ থাকলেও ভয়ে করোনা পরীক্ষায় মত দেননি। পাথরপ্রতিমায় আক্রান্তকে মাশুল দিতে হল প্রাণের বিনিময়ে।

সন্ধে ৬.৩০: সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন চালু হবে কি না, তা নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসছেন শিয়ালদহ ডিভিশনের রেলকর্তারা। 

সন্ধে ৬.১৭: করোনা নিয়ে বৈঠকে সচিবরা।

সন্ধে ৬.১৪: আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ  বাড়ানো হল, জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

সন্ধে ৬.১৩: জম্মু-কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৬৫৫ জন।

সন্ধে ৬.০৫: করোনা আক্রান্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা পল পোগবা।

বিকেল ৫.৫০: হিমাচল প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৪১০।

বিকেল ৫.৪২: অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ১০,৬২১ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের। 

বিকেল ৫.৩০: সন্ধে ৬.৩০-এর পর পাঞ্জাবের সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

বিকেল ৫.১৫: জেলার অধিকাংশ বাড়িতে শৌচাগার একটি। ফলে করোনা আক্রান্তকে হোম আইসোলেশনে রাখা বেশ সমস্যার। সেই কারণেই পশ্চিম মেদিনীপুরের সমস্ত ব্লকে সেফ হোম তৈরির আরজি জেলা প্রশাসনের। 

বিকেল ৪.৩২: উত্তরপ্রদেশের গোন্ডার নতুন কোভিড হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিকেল ৪.১৫: NEET-JEE পিছনোর দাবিতে সরব সুজন-মান্নানও।  একসঙ্গে চিঠি দিলেন কেন্দ্রীয়মন্ত্রী রমেশ পোখরিয়ালকে। 

দুপুর ৩.৪৫: করোনা আক্রান্ত উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।

দুপুর ৩. ২০: করোনা পরিস্থিতিতে বের করা যাবে না মহরমের শোভাযাত্রা। বৃহস্পতিবার মহরম আয়োজনের আবেদন খারিজ করে সাফ জানিয়েছিল সুপ্রিম কোর্ট। জনগণের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

দুপুর ৩.১৫: পূর্ব বর্ধমানে এই প্রথম করোনা প্রাণ কাড়ল এক পুলিশ আধিকারিকের। 

দুপুর  ২.১২: মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত ১০৬ জন পুলিশ।

দুপুর  ২.১০: করোনা থাবা বসালো গোয়ার হেলথ সার্ভিসেস ডিরেক্টরের শরীরে। 

দুপুর  ১.১০: করোনা আক্রান্ত পুঞ্চের বিজেপি সাংসদ জুগলকিশোর শর্মা। 

দুপুর  ১২.৪০: এবার করোনা থাবা বসাল কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের শরীরে।

দুপুর  ১২.২০: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩,৩৮৪জন। মৃত্যু হয়েছে ৭ জনের। 

দুপুর ১২.১২: রা্জস্থানে নতুন করে সংক্রমিত ৬৩৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। 

 

সকাল ১১.৫০: পুদুচেরিতে নতুন করে করোনা আক্রান্ত ৫১১ জন। 

 

সকাল ১১.০০: NEET-JEE ইস্যুতে এবার ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আবেদন করলেন পরীক্ষা পিছনোর।

 

সকাল ১০.২০: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ২,৭৯৫ জন।

সকাল ৯.৪০: ফের সংক্রমণের রেকর্ড। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৭৫,৭৬০ জন। মৃত্যু হয়েছে ১,০২৩ জনের। 

সকাল ৮. ৪০: করোনা রুখতে আজ গোটা বাংলায় জারি কমপ্লিট লকডাউন। সকাল থেকেই শুনশান পথঘাট। মোড়ে মোড়ে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সকাল ৮.২০: মিজোরামেও বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭। মোট আক্রান্তের সংখ্যা ৯৭৪। 

 

সকাল ৮.১৫: ‘স্পুটনিক ভি’ এর তৃতীয় দফা ট্রায়ালের জন্য মস্কোবাসীদের আহ্বান জানাল রাশিয়া। 

সকাল ৮.১০: করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে অভিনব ব্যবস্থা নিয়েছে তামিলনাড়ুর একটি শপিংমল। ক্রেতাদের সহযোগিতা করতে সেখানে ব্যবহার করা হচ্ছে রোবট। 

সকাল ৮.০০: বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। বর্তমানে ভারতের মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ জন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement