ফাইল ছবি
লাগামহীন করোনা সংক্রমণ। ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ জন। মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৪৪,৮০১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯০৯ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.০০: একদিনে রাজস্থানে করোনায় ১ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সব মিলিয়ে ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৭০।
1,345 new COVID-19 positive cases and 12 deaths reported in Rajasthan till 8.30 pm today. Total number of cases now at 74,670 including 14,099 active cases and 992 deaths: State Health Department pic.twitter.com/wM7PbEFwzL
— ANI (@ANI) August 26, 2020
রাত ৯.১০: একদিনে ২৫ জন আধাসামরিক বাহিনীর জওয়ান-সহ করোনায় আক্রান্ত ১৪১ জন। সব মিলিয়ে ওই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৫ জন।
141 new #COVID19 cases reported in Manipur including 25 personnel from CAPF. The total number of cases in the State stands at 5,585 including 1,456 central security personnel. The recovery rate is 68.55%: State Health Department pic.twitter.com/3VNfSUw5QM
— ANI (@ANI) August 26, 2020
রাত ৮.৫০: করোনা আবহে রাজ্যে পর্যটকদের প্রবেশের জন্য নয়া নিয়ম আনল হিমাচল প্রদেশ সরকার। রাজ্যে প্রবেশ করেত হলে এবার থেকে করোনা পরীক্ষার রিপোর্ট দেখতে হবে পর্যটকদের।
Himachal Pradesh government issues guidelines for tourists entering the state: Apart from RT-PCR, TRU NAAT and CB NAAT tests from ICMR accredited labs will be acceptable. Tests on sample collected not earlier than 96 hours before entering the state border will also be valid. pic.twitter.com/zw6Si6tyrM
— ANI (@ANI) August 26, 2020
রাত ৮.৩৪: গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ৫৫৪ জন। তবে কলকাতার তুলনায় এদিন সামান্য কম উত্তর ২৪ পরগনার সংক্রমিতের সংখ্যা। সেখানে একদিনে সংক্রমিত ৫১২ জন। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের।
রাত ৮.১৮: গত চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১৪ হাজার ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের।
14,888 new #COVID19 cases and 295 deaths reported in Maharashtra today. The total number of positive cases now stands at 7,18,711 including 5,22,427 recoveries and 1,72,873 active cases: State Health department pic.twitter.com/Lx857OW4Qv
— ANI (@ANI) August 26, 2020
রাত ৮.০০: করোনা আবহে সংক্রমণ ঠেকাতে ওড়িশায় দুর্গাপুজো পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ও কলেজ।
Schools and colleges in #Odisha will remain closed till Durga Puja holidays, in view of ongoing #COVID19 pandemic: Chief Minister’s Office
— ANI (@ANI) August 26, 2020
সন্ধে ৬.৫০: দুদিন পরেই পাঞ্জাবের বিধানসভা অভিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই করোনা আক্রান্ত পাঞ্জাবের ২৩ জন বিধায়ক।
সন্ধে ৬.৯: কেরলে নতুন করে আক্রান্ত ২৪৭৬ জন।
2,476 fresh #COVID19 cases reported in #Kerala today. The total numbers of active and recovered cases are 22,344 and 41,694 respectively: State Government pic.twitter.com/dcq42vBFrv
— ANI (@ANI) August 26, 2020
সন্ধে ৬: হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৩১।
Himachal Pradesh’s #COVID19 case tally stands at 5,231 including 3,777 recoveries, 1,371 active cases and 30 deaths: State Health Department pic.twitter.com/esRjrddnjy
— ANI (@ANI) August 26, 2020
বিকেল ৫: ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাপ্তাহিক লকডাউন। ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন।
Current lockdown measures to remain in place in the state till 20th September. Complete lockdown to be observed on 7th, 11th and 12th September: West Bengal CM Mamata Banerjee#COVID19 pic.twitter.com/1gBRdKCrOY
— ANI (@ANI) August 26, 2020
বিকেল ৪.৫০: ৯৪ বছর বয়সি মহিলা এবং তাঁর মেয়ে করোনা মুক্ত।
Chennai: A 94-year-old woman and her 71-year-old daughter discharged from hospital after completely recovering from #COVID19.
So far, the total number of COVID19 cases in Tamil Nadu is 3,91,303 including 3,32,454 recoveries. pic.twitter.com/cSreaiS9n0
— ANI (@ANI) August 26, 2020
দুপুর ৩.৫৩: নিট পিছনোর দাবি যুক্তিহীন, জানালেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী।
Some states tried to prevent NEET exam last year too. People are working, economies are opening with unlockdown. We successfully held the CET examinations in Karnataka amidst #COVID19. I condemn people who are going against NEET and JEE: CN Ashwath Narayan, Deputy CM, Karnataka pic.twitter.com/pABk1OZR6T
— ANI (@ANI) August 26, 2020
দুপুর ৩.৪৭: করোনা আক্রান্ত অভিনেত্রী তামান্ন ভাটিয়ার বাবা এবং মা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানান অভিনেত্রী। তবে তামান্ন এবং তাঁর পরিবারের বেশ কয়েকজনের করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে।
দুপুর ৩.৪২: বিধি মেনে করা যাবে দুর্গাপুজো। পুজো কমিটিগুলিকে জানাল কটক প্রশাসন।
দুপুর ২.৪৯: নিট ও জয়েন্ট পিছনোর দাবিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জোটবদ্ধ হওয়ার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
This will be my request to all state govts, let us do it together, let us go to Supreme Court & postpone the exam for the time being until and unless the situation allows students to sit for exam (JEE/NEET): West Bengal CM at Sonia Gandhi’s virtual meet with CMs of 7 states. pic.twitter.com/uvBfsg1Eeu
— ANI (@ANI) August 26, 2020
দুপুর ২.১৩: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২০৬ জন।
Number of #COVID19 cases reaches 5,206 in Himachal Pradesh; active cases stand at 1,352: State Health Department pic.twitter.com/SEYLiuqJ4U
— ANI (@ANI) August 26, 2020
দুপুর ১.৪৯: বিহারে নতুন করে আক্রান্ত ২ হাজার ১৬৩ জন।
2,163 more #COVID19 positive cases have been reported so far on 25th August. Taking total count of active cases in Bihar to 21,814: State Health Department pic.twitter.com/trXaozu8SB
— ANI (@ANI) August 26, 2020
দুপুর ১.০৫: দিল্লিতে শেষ কয়েকদিনে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে সুস্থতার হার যথেষ্ট আশাব্যঞ্জক। রাজধানীতে করোনামুক্ত হয়েছেন ৯০ শতাংশ রোগী, জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
There has been an increase in #COVID19 cases in last few days. Recovery rate is more than 90% in the national capital. We are fully prepared. I have directed that number of tests will be doubled in coming days: Arvind Kejriwal, Delhi CM pic.twitter.com/yW4CMK7bh9
— ANI (@ANI) August 26, 2020
বেলা ১২.২৩: অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ করোনা আক্রান্ত।
Former Assam Chief Minister Tarun Gogoi tests positive for #COVID19. He asks people, who came in contact with him during the last few days, to immediately get themselves tested for Corona pic.twitter.com/Fmy7fvet3U
— ANI (@ANI) August 26, 2020
বেলা ১২.১৬: পুদুচেরিতে নতুন করে করোনা আক্রান্ত ৫১১ জন।
511 new #COVID19 cases, 213 discharged cases & 8 deaths reported in Puducherry today. Total number of cases in the state stands at 11,930, including 4,264 active cases, 7,486 recovered cases & 180 deaths till date: State Health Department, Government of Puducherry pic.twitter.com/jqEZchyhG7
— ANI (@ANI) August 26, 2020
বেলা ১২.০৬: কাঠমান্ডুতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ২ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে।
#COVID19 induced restrictions have been extended in Kathmandu Valley till September 2: Humkala Pandey, Chief District Officer, Bhaktapur. #Nepal
— ANI (@ANI) August 26, 2020
সকাল ১১.৩৩: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ১২২ জন পুলিশকর্মী।
122 more police personnel found #COVID19 positive & 2 died in the last 24 hours in Maharashtra. Total number of Corona positive police personnel in Maharashtra reaches 14,189 including 2,622 active cases, 11,423 recoveries & 144 deaths till date: Maharashtra Police pic.twitter.com/NnwxV4G4hY
— ANI (@ANI) August 26, 2020
সকাল ১১.২৬: ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ৩৭১ জন।
3371 new #COVID19 positive cases, 2546 recoveries and 13 deaths have been reported in Odisha. Total number of cases now at 87602 including 27638 active cases, 59470 recoveries and 441 deaths: State Health Department
— ANI (@ANI) August 26, 2020
সকাল ১১.২১: এখনও কোমাচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
Former President Pranab Mukherjee is being treated for lung infection. His renal parameters are slightly deranged since yesterday. He continues to be in deep coma and on ventilator support: Army Hospital (R&R), Delhi Cantt
(File pic) pic.twitter.com/OVwFmuMxps— ANI (@ANI) August 26, 2020
সকাল ১১.১৬: বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রী।
Delhi: Health Minister and other officials arrived at the residence of CM Arvind Kejriwal to attend the meeting over the increase in number of #COVID19 cases in the national capital. The meeting has started. https://t.co/o7MiuglzS2 pic.twitter.com/ZZopNkttHk
— ANI (@ANI) August 26, 2020
সকাল ১১: থানেতে করোনা সংক্রমিতের সংখ্যা পেরল ১ লক্ষের গণ্ডি।
সকাল ১০.৪১: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬১০ জন।
610 new COVID-19 positive cases and 6 deaths reported in Rajasthan. Total number of cases now at 73,935 including 14,607 active cases, 58,342 discharges and 986 deaths: State Health Department pic.twitter.com/VKi6rxFkdW
— ANI (@ANI) August 26, 2020
সকাল ১০.০২: আজ থেকে খুলল পদ্মনাভস্বামী মন্দির।
Thiruvananthapuram: Padmanabhaswamy temple opens for devotees from today since it was closed in March due to #COVID19 induced lockdown.
Devotees will be allowed inside the temple from 8 am to 11 am in the morning & from 5 pm till the time of Deep Aradhana in the evening. #Kerala pic.twitter.com/GmMdc6G35h
— ANI (@ANI) August 26, 2020
সকাল ৯.৩৩: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬৭ হাজার ১৫১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জন। তার ফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ লক্ষ।
India’s #COVID19 case tally crosses 32 lakh mark with 67,151 fresh cases and 1,059 deaths in the last 24 hours.
The COVID-19 case tally in the country rises to 32,34,475 including 7,07,267 active cases, 24,67,759 cured/discharged/migrated & 59,449 deaths: Ministry of Health pic.twitter.com/pfoJqCg2FY
— ANI (@ANI) August 26, 2020
সকাল ৯.০৬: ২৫ আগস্ট পর্যন্ত মোট কোভিড পরীক্ষা হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ ৫১ হাজার ৫১২ জনের।
The total number of samples tested up to 25th August is 3,76,51,512 including 8,23,992 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/xObww4q5aX
— ANI (@ANI) August 26, 2020
সকাল ৮.৫৬: দিল্লির বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Delhi CM Arvind Kejriwal (in file pic) has called for a meeting today over the increase in number of #COVID19 cases. Delhi Health Minister and other officials to attend the meeting. pic.twitter.com/eUXt5JaBe5
— ANI (@ANI) August 26, 2020
সকাল ৮.১৩: করোনা মোকাবিলায় ব্রহ্মাস্ত্রের কাজ করছে টেস্টিং, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India has exponentially scaled its testing from one in January to 10 lakhs/day in August 2020. With Positivity Rate progressively falling, testing has worked as an effective tool to limit the spread of #COVID19 infection: Ministry of Health, Govt of India
— ANI (@ANI) August 26, 2020
সকাল ৭.৫০: হরিয়ানায় আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন। তবে করোনা আক্রান্ত হওয়ায় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তাতে যোগ দেবেন না।
Haryana Assembly Session to begin today; Chief Minister Manohar Lal Khattar (in file pic) not to attend the session as he had tested positive for #COVID19. pic.twitter.com/HcXeuQFQ4a
— ANI (@ANI) August 26, 2020
সকাল ৭.১০: মিজোরামে নতুন করে করোনা আক্রান্ত ১৪ জন।
14 new #COVID19 cases reported in Mizoram taking the total cases in the state to 967, including 464 cured/discharged. Active cases stand at 503: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/esJj4bnyt4
— ANI (@ANI) August 26, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.