ফাইল ছবি
করোনার ছোবলের মাঝে দেশে লকডাউন অনেকটাই শিথিল। চলছে আনলক ওয়ান। আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে আরও বেশ কিছু জায়গা ছাড় পেতে চলেছে। এই মুর্হূতে হু হু করে বাড়ছে সংক্রমণ। ইটালি, স্পেনকে পেরিয়ে বিশ্বের করোনা তালিকায় ভারতের স্থান আপাতত পঞ্চম। আক্রান্তের সংখ্যা ২, ৪৬,৬২৮। মৃত্যু হয়েছে ৬৯২৯জনের। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮৭ জন। এখন ও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৪ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.১৫: ওড়িশায় এখনই খুলছে না ধর্মস্থান। ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে মন্দির-মসজিদ-সহ সমস্ত ধর্মস্থান। বন্ধ থাকবে শপিং মলও।
রাত ৯.৪০ : করোনা আক্রান্ত বারাসতের চক্রবর্তী পাড়ার বাসিন্দা এক তরুণী। তিনি পেশায় বেসরকারি ব্যাংকের কর্মী। ব্যাংকে কর্মরত অবস্থায় জ্বর আসে। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে ওষুধ খান। জ্বর কমে যায়। তিনদিন পর আবারও জ্বর আসে। সঙ্গে প্রবল মাথা যন্ত্রণা। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কোভিড ১৯ টেস্ট হয়। রবিবার রিপোর্ট আসার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। আপাতত বারাসতের কদম্বগাছির কোভিড হাসপাতালে ভরতি রয়েছেন তরুণী। তাঁর পরিজনেরা কোয়ারেন্টাইনে। এই ঘটনায় আতঙ্কিত ওই বেসরকারি ব্যাংকের অন্যান্য কর্মীরা।
রাত ৮.৪০: জেএনইউ স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মী করোনা আক্রান্ত।
সন্ধে ৭.৪০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৭ জন। মৃত্যু হয়েছে ৯১ জনে। এর মধ্যে এশিয়ার বৃহত্তম বসতি ধারাভিতে নতুন ১৩ আক্রান্তের হদিশ মিলেছে। ফলে সেখানে মোট আক্রান্তের বেড়ে দাঁড়াল ১৯১২।
সন্ধে ৬.৫৫: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৪৯জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। টানা তিনদিন ধরে রাজ্যে একদিনে আক্রান্তের হার চার শতাধিক। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১৮৭। বাড়ছে উদ্বেগ।
বিকেল ৪.৪৬: কেন্দ্রের অধীনস্ত দেশের ৮২০ টি মিনার, ঐতিহাসিক ও ধর্মীয় স্থান খুলে যাচ্ছে আগামিকাল থেকে।
বিকেল ৪.১২: বিশ্বের করোনায় মৃতের সংখ্যা পেরল ৪ লক্ষ, হিসেব দিল জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।
দুপুর ২.৩৩: সোমবার খুলছে না জম্মুর বৈষ্ণোদেবী মন্দির। নতুন দিনক্ষণ স্থির হয়নি এখনও।
দুপুর ১.৪৩: তামিলনাড়ুতে ৮৬ শতাংশ করোনা আক্রান্তই উপসর্গহীন। জানালেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।
দুপুর ১.৩৩: করোনা আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু হায়দরাবাদে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পর অসুস্থতা বাড়তে থাকে। ভেন্টিলেশনে রাখার ঘণ্টাখানেকের মধ্যে মৃত্যু। হায়দরাবাদে মোট ১৯ জন সাংবাদিক করোনায় আক্রান্ত।
দুপুর ১২.৪০: সোমবার থেকে গোয়ায় খুলে যাচ্ছে চার্চ, মসজিদ। বন্ধ থাকছে মন্দির। তবে চার্চে জমায়েতে জারি থাকছে নিষেধাজ্ঞা।
দুপুর ১২.২৭: শিশু এবং বয়স্কদের সংক্রমণের আশঙ্কা বেশি। তাই তাঁদের বাড়ির বাইরে একেবারেই বেরতে নিষেধ করলেন কেজরিওয়াল। প্রয়োজনে বাড়িতে আলাদা ঘরে রাখার পরামর্শ। সোমবার থেকে লকডাউন শিথিল হচ্ছে দিল্লিতে। তার আগে সতর্কতামূলক পদক্ষেপ কেজরি প্রশাসনের।
As a precautionary measure, the elderly people should have minimum interaction with their family members & others, especially children, as senior citizens are most vulnerable to #COVID19. Try & remain in a single room of your house: Delhi CM Arvind Kejriwal. pic.twitter.com/5rmn2cFbn9
— ANI (@ANI) June 7, 2020
দুপুর ১২.১৪: দিল্লি হাসপাতালে আপাতত শুধু দিল্লির বাসিন্দাদেরই চিকিৎসা হবে। সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দুপুর ১২.০৫: সোমবার থেকে দিল্লিতে খুলে যাচ্ছে সমস্ত মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান। সাংবাদিক বৈঠকে জানালেন কেজরিওয়াল।
All restaurants, malls and places of worship to open in the national capital from tomorrow: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/gS2yk2MErI
— ANI (@ANI) June 7, 2020
বেলা ১১.৩০: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। একসঙ্গে ২৭ জন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত। চিন্তা বাড়ছে প্রশাসনের।
বেলা ১১: লে থেকে রাজ্যের শ্রমিকদের ফেরাতে আরও দুটি বিমান পাঠাচ্ছে ঝাড়খণ্ড সরকার। ৮ ও ৯ তারিখ দুটি বিমানে ফিরছেন ১১৫ জন শ্রমিক। জানাল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দপ্তর।
Jharkhand Govt initiates 2nd&3rd airlift from Leh starting today; flights will land at Ranchi Airport on 8th & 9th June. 115 workers stranded in BRO (Border Roads Organisation) projects in far off places at Nubra Valley, Diskit&Chunthug valley are being flown back: Jharkhand CMO pic.twitter.com/wF2rWyQWnY
— ANI (@ANI) June 7, 2020
সকাল ১০.৫০: জলপাইগুড়ির মালবাজারে মেটেলিতে আরও ছ জনের দেহ মিলল করোনার জীবাণু। জানা গেছে, এদের মধ্যে ৯ বছরের বালক রয়েছে। তাঁরা করোনা পজিটিভ কারও সংস্পর্শে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।
সকাল ১০: লকডাউনে খাবারের অভাব মেটাতে উদ্যোগী দমদম তরুণ দল। আজ দমদমের ২০০০ জনকে বিনামূল্যে সবজি তুলে দিলেন তরুণ দলের সদস্যরা।
সকাল ৯.৩৭: ফের রেকর্ড সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া ৯৯৭১। মোট আক্রান্ত ২, ৪৬,৬২৮। মৃত্যু হয়েছে ৬৯২৯ জনের। নয়া পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রকের।
India reports the highest single-day spike of 9971 new #COVID19 cases; 287 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 246628, including 120406 active cases, 119293 cured/discharged/migrated and 6929 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/x1YQDTqWPb
— ANI (@ANI) June 7, 2020
সকাল ৯.২০: করোনা আক্রান্ত দিল্লির এক আইএএস অফিসার। দিল্লি স্বাস্থ্য দপ্তরের ওএসডি (OSD) পদে কর্মরত তিনি। এছাড়া বিপর্যয় মোকাবিলা বিভাগের সিইও-র দায়িত্ব সামলাচ্ছেন। দুই গুরুত্বপূর্ণ পদের কারণে সম্প্রতি বহু বৈঠকে অংশ নিয়েছিলেন। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ চলছে।
সকাল ৮.৫০: চিকিৎসকদের প্রতি কেজরিওয়ালের হুঁশিয়ারির ঘটনায় তীব্র নিন্দা জানাল দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়শন। গঙ্গারাম হাসপাতালের বিরুদ্ধে FIR-এর ঘটনা কিছুতেই সমর্থনযোগ্য নয়, মনে করছেন সদস্যরা।
Delhi Medical Association strongly condemns the way Delhi CM is warning the doctors & threatening hospitals about #COVID19 patients’ admissions&tests. FIR on Sir Ganga Ram Hospital is highly condemnable and demoralizing for the whole medical fraternity: Delhi Medical Association pic.twitter.com/SsirANUdVC
— ANI (@ANI) June 7, 2020
সকাল ৮.১০: ভারতে করোনার সর্বাধিক প্রভাব এখনও সময়ের অপেক্ষা। সতর্কবার্তা AIMS’এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার।
সকাল ৭.৫৫: আচমকাই হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক প্রয়োগ থামিয়ে দিল আমেরিকা। ‘অপ্রয়োজনীয়’ তকমা দিয়ে ওষুধটি বন্ধ করে দেওয়া হল।
সকাল ৭.৪০: বিশ্বজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে তা পেরিয়ে গেল ৭০ লক্ষ।
সকাল ৭.১৫: সপ্তাহান্তে দিল্লি-গাজিপুর সীমানায় ফের সকাল থেকে ভিড়। বাজার এবং অন্যান্য কাজের জন্য শুরু হয়েছে যাতায়াত। সীমানা পুলিশের কড়া নজর। গাড়ির কাগজপত্র পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে।
Police check vehicles at Delhi-Gurugram border as people commute through the route.
Delhi CM Arvind Kejriwal on June 1 had announced that the national capital borders will be sealed for the next one week and only essential services will be exempted. pic.twitter.com/q8ZfMQy1op
— ANI (@ANI) June 7, 2020
সকাল ৭. ০৫: কেরলে ফের বাড়ছে করোনা সংক্রমণ। তা রুখতে কোচির একটি কনভেনশন সেন্টারকে রাতারাতি বদলে ফেলা হল COVID হাসপাতালে। ২০০ শয্যার হাসপাতালচি চালু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই। জানিয়েছেন কেরলের মন্ত্রী ভিকে সুনীল কুমার। এর আগে করোনা রুখতে ‘কেরল মডেল’ দেশের কাছে শিক্ষণীয় হয়ে উঠেছিল।
Kerala: Adlux Convention Centre at Angamaly in Kochi has been converted into a 200-bed #COVID19 care centre, in the wake of increase in the number of cases in the state. The centre will start functioning from next week. State Minister VS Sunil Kumar inspected the facility y’day. pic.twitter.com/Ou2EOsVzpu
— ANI (@ANI) June 7, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.