ছবি: প্রতীকী
সবরকম চেষ্টা চালিয়েও রোখা যাচ্ছে না সংক্রমণ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯। মৃত্যু ৩৪ হাজার ১৯৩ জন। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২৫৮জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯০ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: মহারাষ্ট্রে সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। ফলে সেই রাজ্যে লকডাউন ৩১ আগস্ট অবধি বাড়ানো হল।
Govt of Maharashtra issues directions to extend the lockdown, with amendments, to operationalize MISSION BEGIN AGAIN for easing of restrictions and phase-wise opening, till 31 August, 2020. pic.twitter.com/Dg13hUTPBe
— ANI (@ANI) July 29, 2020
রাত ১0.২৬: করোনা পরিস্থিতি মোকাবিলায় লাগাতার অব্যবস্থার অভিযোগ উঠছিল বারবার। এমন আবহে সরিয়ে দেওয়া হল সাগরদত্ত মেডিক্যাল কলেজের সুপার পলাশ দাসকে। তাঁর বদলে সুপার হচ্ছেন সুজয় মিস্ত্রি।
রাত ৯.৫২: কেরলে করোনা জয়ী শতায়ু মহিলা। জুলাই মাসের ২০ তারিখ থেকে জ্বর, বুকে কফ জমে যাওয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০৫ বছরের ওই মহিলা।
রাত ৯.৩০: ১ আগস্ট থেকে Unlock-3এর নির্দেশিকা কার্যকর হবে। কিন্তু সেসময়ও হংকং থেকে কোনও বিমানকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে না। এমনকী ভারত থেকে হংকংয়ে বিমান যাওয়ার অনুমতি দিচ্ছে না অসামরিক উড়ান মন্ত্রক। এই রুটে বিমান চালানোর জন্য এযার ইন্ডিয়া আবেদন জানিয়েছিল বলে খবর।
Civil aviation access is a matter of reciprocal bilateral arrangements. As far as flights to & from Hong Kong are concerned, HK is not allowing flights from certain places of origin including India.Air India has applied for permission with the authorities: Civil Aviation Ministry pic.twitter.com/am33xnhK9h
— ANI (@ANI) July 29, 2020
রাত ৯.২০: গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুঁই।
14 deaths & 917 new #COVID19 cases reported today, taking the total number of positive cases in the state to 30,134 including 20,934 recovered cases, 8,356 active cases & 844 deaths: Madhya Pradesh Health Department pic.twitter.com/Jz6xpP9IqP
— ANI (@ANI) July 29, 2020
রাত ৯.১০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪৪ জন।
1,144 #COVID19 cases, 992 recovered & 10 deaths reported in Rajasthan today, as of 8:30 pm. Total number of cases in the state is now at 39,780, including 28,309 recovered, 10,817 active cases & 654 deaths: State Health Department pic.twitter.com/g2DjJ3RHOk
— ANI (@ANI) July 29, 2020
রাত ৮.৫০: ইদের আগে কাশ্মীরের বিধিনিষেধ শিথিল করা হল। তবে সামাজিক দূরত্ব, মাস্ক পরার মতো নিয়মগুলো মেনে চলার আবেদন জানালেন কাশ্মীর প্রশাসন।
রাত ৮.৪৩: গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ২২৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। ফলে বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫,২৫৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে ১,৪৯০। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৯৪ জন। সুস্থতার হার বেড়ে ৬৭.৬০ শতাংশ।
রাত ৮.১৯: গত ২৪ ঘণ্টায় গুজরাটে সংক্রমিত ১১৪৪ জনের।
1,144 #COVID19 cases and 24 deaths reported in Gujarat in the last 24 hours. Total cases increase to 59,126, including 13,535 active cases, 43,195 cured/discharged and 2,396 deaths: State Health Department
— ANI (@ANI) July 29, 2020
রাত ৮.০৯: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ১০ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ২৯৮ জনের।
298 deaths and 9,211 new #COVID19 cases reported in the state today. The total number of positive cases is now 4,00,651 including 2,39,755 recovered cases, 1,46,129 active cases and 14,463 deaths. Recovery rate in the state is at 59.84%: Maharashtra Health Department pic.twitter.com/rnGWCkIXaA
— ANI (@ANI) July 29, 2020
রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় গোয়ায় সংক্রমিত ২০২ জন। সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫৪৮৯ জন।
Goa’s #COVID19 tally reaches 5,489 with 202 new cases reported today. The number of active and recovered cases in the state is 1,666 and 3,784 respectively. Death toll 39: State Health Department pic.twitter.com/lfxXiBFNRB
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৭.৫৫: মণিপুরেও বাড়ছে সংক্রমণ। উত্তর-পূর্বে সেই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ১৪১ জন।
Manipur reports 141 new #COVID19 cases today, taking the total number of cases in the state to 2,458. The number of active and recovered cases are 805 and 1,653 respectively: State Government pic.twitter.com/U7ZnOEjGZC
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৭.৪০: চেন্নাইতে ৫০০টি মেডিক্যাল ক্যাম্প চলছে। বাড়ি-বাড়িতে গিয়েও পরীক্ষা করা হচ্ছে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
Over 500 medical camps operating in Chennai, due to which 14,50,000 ppl being benefited. Door-to-door check-up drive boosted in Chennai with over 20,000 members on duty. 70 mobile hospitals started in Chennai & 1,126 mobile hospitals in other districts: Tamil Nadu CM. #COVID19 pic.twitter.com/Mdxncd95aj
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৭.৩০: ত্রিপুরাতে বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ৪ আগস্ট সকাল ৫ টা পর্যন্ত লকডাউন চলবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
CM Biplab Kumar Deb has decided that the lockdown in the state will be extended till 5 AM on 4th Aug: Tripura Minister Ratanlal Nath. #COVID19 pic.twitter.com/5RRxJXimsw
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৭.০২: Unlock-3 নিয়ে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। কী কী সুবিধা মিলবে তার বিস্তারিত জানানো হল।
Ministry of Home Affairs (MHA) issues #Unlock3 guidelines. Restrictions on the movement of individuals during night have been removed. Yoga institutes and gymnasiums will be allowed to open from August 5, 2020. pic.twitter.com/eTTJwWei0K
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৬.৩৭: হিমাচল প্রদেশে মোট করোনা আক্রান্ত ২৩৬৪ জন।
Himachal Pradesh’s #COVID19 case tally rises to 2,364 There are 1,012 active cases, 1,323 recovered cases and 12 deaths: State Health Department pic.twitter.com/FcQHx2k2up
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৬.১৯: গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৬ হাজার ৪২৬ জন।
6,426 new #COVID19 cases and 82 deaths reported in Tamil Nadu in the last 24 hours, taking the total to 2,34,114.
5,927 patients were discharged today. 57,490 cases still active in the state: Health & Family Welfare Department, Tamil Nadu pic.twitter.com/jllYBBM4NP— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৬.০৬: কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজার ৫০৩ জন।
5,503 #COVID19 cases, 2,397 discharged, & 92 deaths reported in Karnataka in the last 24 hours. Total number of cases in the state is now at 1,12,504, including 42,901 discharged, 67,448 active cases & 2,155 deaths (8 due to non-COVID causes): State Health Department pic.twitter.com/C1vHYbQwmK
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৬.০৫: ধারাভিতে নতুন করে সংক্রমিত ২ জন।
2 new #COVID19 positive cases reported in Dharavi area of Mumbai today, taking the total number of cases in Dharavi to 2,545 including 83 active cases: Brihanmumbai Municipal Corporation (BMC). #Maharashtra pic.twitter.com/tLomCMnJOT
— ANI (@ANI) July 29, 2020
সন্ধে ৬.০১: জম্মু-কাশ্মীরে নতুন করে করোনা আক্রান্ত ৫৪০ জন।
540 #COVID19 cases reported in J&K today, 151 from Jammu division & 389 Kashmir division. Total number of cases in the Union Territory is now at 19,419, including 7,749 active cases, 11,322 recovered & 348 deaths: J&K Government pic.twitter.com/M2lrB8bCZ3
— ANI (@ANI) July 29, 2020
বিকেল ৫.৪৬: করোনা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের।
Delhi: Union Health Minister Dr Harsh Vardhan called on President Ram Nath Kovind today. He briefed President about #COVID19 situation in the country & the efforts to combat it. pic.twitter.com/ZGudCQcUIl
— ANI (@ANI) July 29, 2020
বিকেল ৪.০২: দেশে সুস্থতার হার ৬৪.৫১ শতাংশ, জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
Total number of recovered cases fast approaching 1 million. Recovery rate reaches another high of 64.51% amongst #COVID19 patients.
The recoveries/deaths ratio is 96.6% : 2.23% now: Ministry of Health & Family Welfare pic.twitter.com/poAGQKbS9q— ANI (@ANI) July 29, 2020
দুপুর ২.৪৭: বিহারে লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার।
#Correction: This notice stands withdrawn. A meeting to decide on lockdown extension in Bihar to be held this evening. Error regretted. pic.twitter.com/6MrxpiI7Sz
— ANI (@ANI) July 29, 2020
দুপুর ২.৪৭: তামিলনাড়ুর রাজভবনে আক্রান্ত ৩ কর্মী। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে রাজ্যপাল।
দুপুর ২.৩৬: বিহারে লকডাউন চলাকালীন ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ চলবে।
Offices of the Government of India, its Autonomous/Subordinate offices and
Public Corporation shall work with 50% sub-ordinate staff, officers to attend office. Commercial and private offices allowed to operate at 50% strength: Bihar lockdown guidelines https://t.co/wTepjXksTa— ANI (@ANI) July 29, 2020
দুপুর ২.২৮: ইন্দোনেশিয়ায় নতুন করে আক্রান্ত ২৩০০ জন।
দুপুর ২.২৮: হংকংয়ে পিছোতে পারে নির্বাচন।
দুপুর ২.২৭: বিহারে ১ আগস্ট থেকে ১৬ দিনের লকডাউন।
Lockdown extended in Bihar for a period of 16 days effective from 1st August in wake of #COVID19 pic.twitter.com/sTJSijo5OT
— ANI (@ANI) July 29, 2020
দুপুর ১.৩০: মণিপুরে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু।
বেলা ১২.৫১: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমিত ২৩৬ জন পুলিশকর্মী।
236 more Maharashtra Police personnel test positive for #COVID19 while 1 died in the last 24 hours, taking the death toll to 98.
Total number of police personnel infected with Corona at 8958, out of which 6,962 have recovered and 1,898 are active cases: #Maharashtra Police pic.twitter.com/A28SCk08eX
— ANI (@ANI) July 29, 2020
বেলা ১২.৩৯: হিমাচল প্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৩৪।
Himachal Pradesh’s #COVID19 case tally rises to 2,334 There are 1,043 active cases, 1,262 recovered cases and 12 deaths: State Health Department pic.twitter.com/1KTXXyuQXV
— ANI (@ANI) July 29, 2020
বেলা ১২.১২: রাজভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করলেন রাজস্থানের রাজ্যপাল।
Rajasthan Governor Kalraj Mishra cancels Independence Day ‘At Home’ event, due to COVID19 situation in the state: Raj Bhavan
(file pic) pic.twitter.com/VfgTTKoBSM— ANI (@ANI) July 29, 2020
বেলা ১২.০৭: করোনা সংক্রমণের জেরে আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দির।
Uttarakhand:Gangotri Temple to remain closed till 15th August for devotees, due to COVID19 pandemic situation.
We’ve decided to keep Gangotri Dham & adjoining areas completely closed & entry for devotees will be blocked 2kms away, says Suresh Semwal, Pres, Gangotri Temple Samiti pic.twitter.com/71gjaaWnrg
— ANI (@ANI) July 29, 2020
বেলা ১২.০৬: কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
Tamil Nadu CM Edappadi K Palaniswami holds a virtual review meeting with district collectors on #COVID19 situation. He says, “So far, the state has recorded 3,659 deaths. The fatality rate in the state at 1.6%.” pic.twitter.com/WIe0H6kFvg
— ANI (@ANI) July 29, 2020
সকাল ১১: লকডাউন অমান্য করে মধ্যমগ্রামে দোকান খোলার অভিযোগ। ১০ জনকে আটক করেছে পুলিশ।
সকাল ১০.৪১: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৬৮ জন।
1068 new #COVID19 cases reported in Odisha in the last 24 hours, taking the total number of cases to 29,175. The number of recovered cases is 18,060 and active cases are 10,920: State Health Department
— ANI (@ANI) July 29, 2020
সকাল ১০.৩০: ভারতে মোট করোনা আক্রান্ত ১৫.৩১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৬৮ জনের।
Total number of #COVID19 cases in India is now 15.31 lakh; 768 deaths in the last 24 hours pic.twitter.com/4eNV6BNPjq
— ANI (@ANI) July 29, 2020
সকাল ১০.২৭: মধ্যপ্রদেশের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তুলসি সিলাওয়াত এবং তাঁর স্ত্রী করোনা আক্রান্ত।
Madhya Pradesh Water Resources Minister Tulsi Silawat, his wife test coronavirus positive.
— Press Trust of India (@PTI_News) July 29, 2020
সকাল ১০.১৫: লকডাউন সফল করতে শিলিগুড়িতে কড়া পুলিশি নজরদারি।
West Bengal: Lockdown imposed in Siliguri to control the spread of Coronavirus.
The state government has extended bi-weekly lockdown till August 31. pic.twitter.com/mtQs8Yi555
— ANI (@ANI) July 29, 2020
সকাল ১০.০৪: কেরলের ইত্তুমানুরে করোনা সংক্রমণ রুখতে জারি লকডাউন।
Kottayam: One-day lockdown imposed in Ettumanoor city due to rising COVID19 cases in the city. #Kerala pic.twitter.com/4110LBIMrh
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৯.৫৫: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ২৭ জন।
27 new #COVID19 cases reported in Andaman & Nicobar Islands taking the total cases here to 390, including 1 death and 196 cases of discharge: Andaman and Nicobar Islands Administration pic.twitter.com/MWooomxEf0
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৯.২৮: সেনসেক্স উর্ধ্বমুখী ১০২ পয়েন্ট।
Sensex 102 points up, currently at 38,595; Nifty at 11,340 pic.twitter.com/zox6ncGYjP
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৯.২৬: লকডাউন সফল করতে হাওড়া ব্রিজ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ।
West Bengal: Police check commuters travelling during #COVID19 lockdown in Kolkata.
The state government has extended bi-weekly lockdown till August 31. pic.twitter.com/En1ozFsAiF
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৯.১৩: মধ্যপ্রদেশে চলছে ১০ দিনের টানা লকডাউন। কেউ অকারণে বাইরে বেরিয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে জারি পুলিশি নজরদারি।
Madhya Pradesh: Police check IDs of commuters as 10-day complete lockdown is imposed in #Bhopal till August 4, in view of rise in #COVID19 cases pic.twitter.com/XUbcM31X54
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৯.০৪: মধ্যপ্রদেশের ছাতারপুরে কোভিড সেন্টারে আত্মহত্যা এক রোগীর।
Madhya Pradesh: A patient died allegedly by suicide at a #COVID19 centre in Chhatarpur last night. Police says, a probe is being conducted. pic.twitter.com/8uLonSPKkH
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৮.৫৯: গত ২৮ জুলাই পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৭৭ লক্ষ ৪৩ হাজার ৭৪০ জনের, জানাল ICMR।
The total number of #COVID19 samples tested up to 28th July is 1,77,43,740 including 4,08,855 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/zc0336B7Z8
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৭.৩৪: স্কুলছুট কমাতে উদ্যোগ। দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের অনলাইনে পড়াশোনার জন্য ৫০ হাজার স্মার্টফোন দেওয়ার উদ্যোগ পাঞ্জাব সরকারের।
50,000 smartphones ready for distribution. They’ll be given to girl students of government schools of class XI & XII to facilitate online learning on priority during #COVID19 crisis: Punjab Chief Minister’s Office (CMO)
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৭.১১: মিজোরামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১১ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৫ জন।
11 new #COVID19 positive cases have been reported in Mizoram in last 24 hours. The total number of #COVID19 positive cases is 395 including 198 cured/discharged cases and 197 active cases: Department of Information and Public Relations, State Govt pic.twitter.com/rQwXvLXf4B
— ANI (@ANI) July 29, 2020
ভোর ৬.২৩: আমেরিকায় একদিনে মৃত্যু প্রায় ১৬০০-র কাছাকাছি।
US daily virus death toll reaches nearly 1,600, highest rate in 2.5 months, reports AFP news agency quoting Johns Hopkins #COVID19
— ANI (@ANI) July 29, 2020
ভোর ৫.৫১: সেন্ট্রাল সায়েনটিফিক ইনস্ট্রুমেন্টস অর্গানাইজেশন (CSIO) এবং AMESYS INDIA ‘সুরক্ষা’ নামে একটি যন্ত্র তৈরি করেছে। ওই বাক্সের ভিতরে থাকা ইউভিসি আলো এবং তাপ যেকোনও বস্তুকে মাত্র ১০-১৫ মিনিটে জীবাণুমুক্ত করতে পারবে। করোনা আবহে এই যন্ত্র যথেষ্ট কার্যকর হবে বলেই আশা।
Chandigarh: Central Scientific Instruments Organisation (CSIO), along with AMESYS INDIA has developed ‘Suraksha’, a microorganism decontamination box. Both UVC light and heat are used in the box and it can sanitize an object in 10-15 minutes. #COVID19 pic.twitter.com/7REoZFm728
— ANI (@ANI) July 29, 2020
সকাল ৬: সংক্রমণ রুখতে আজ ফের বাংলায় সম্পূর্ণ লকডাউন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.