Advertisement
Advertisement
Corona live update

চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা, দৈনিক করোনা সংক্রমণে কলকাতাকে টেক্কা

বাড়ছে মৃত্যুও।

corona live update: Record single day spike in Bengal
Published by: Soumya Mukherjee
  • Posted:August 18, 2020 8:47 am
  • Updated:August 19, 2020 8:04 am  

দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লক্ষ ৪৭ হাজার ৮৮৬ জন। মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জনের। ভারতে আক্রান্ত ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ জন। মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯৭ জনের। রাজ্যে সংক্রমিত ১,২২, ৭৫৩ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫২৮ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.৩০: গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় কলকাতার চেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলল।

Advertisement

রাত ১০.২৫: অবশেষে ময়দান খোলার অনুমতি দিল রাজ্য সরকার। তবে জানিয়ে দেওয়া হল, যাবতীয় সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। 

রাত ১০.০০: দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত তেরশোর বেশি। 

রাত ৯.০৯: কর্ণাটকের একদিনে করোনা আক্রান্ত সাড়ে সাত হাজারের বেশি।

রাত ৯.০০: গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত।

রাত ৮.৪০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ। একদিনে বাংলায় সংক্রমিত ৩ হাজার ১৭৫ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। 

রাত ৮.৩০: সিকিমে করোনায় দ্বিতীয় মৃত্যু হল। সংক্রমিত আরও ২০ জন।

সন্ধ্যা ৮.০০: গোয়ায় করোনা আক্রান্ত আরও ৩৩৯ জন। 

>

সন্ধ্যা ৭.৩০: অস্ট্রেলিয়ার নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। জানালেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

সন্ধ্যা ৭.০০: অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে।

সন্ধ্যা ৬.৩০: তামিলনাড়ুতে আক্রান্ত ৫ হাজার ৭০৯ ও মৃত ১২১।

সন্ধ্যা ৬টা: কেরলে আজ ১৭৫৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে।

বিকেল ৫.৪০: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত ৪৩৪ জন।

বিকেল ৫.২০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ৯ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৮৮ জনের।

বিকেল ৫টা:ফের বদলাচ্ছে করোনা ভাইরাসের চরিত্র। বিজ্ঞানী ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা মানুষরা পুরো বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানালেন নীতি আয়োগের চেয়ারম্যান।

বিকেল ৪.৪০: এখনও পর্যন্ত দেশজুড়ে ১৯ লক্ষ ৭০ হাজারের বেশি আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

দুপুর ৩.৪০: বিহারে ১৭ তারিখ আক্রান্ত হয়েছেন ৩,২৫৭ জন।

দুপুর ২.৫০: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে নির্বাচন করা যেতে পারে? তার জন্য রাজ্যগুলির মুখ্য নির্বাচন কমিশনারদের পরিকল্পনা তৈরি করতে বলল জাতীয় নির্বাচন কমিশন।

দুপুর ১.৫০: কলকাতা থেকে চালু হল দিল্লি-মুম্বইমুখী উড়ান পরিষেবা। গো এয়ার ও ভিস্তারা সরাসরি দমদম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে যাবে এই দুই শহরে। সোম, বুধ, শনি, রবি ১টি করে বিমান যাবে। ৩১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই-সহ ৬ শহর থেকে বিমান কলকাতায় আসায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

দুপুর ১.৪৫: রেল স্টেশনগুলিতে ভিড় কমাতে ডিভিশনাল ম্যানেজারদের প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াতে নির্দেশ দিল রেলওয়ে বোর্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।

দুপুর ১.৩৫: দেশজুড়ে নজির গড়ে একদিনে সুস্থ হলেন ৫৭ হাজার ৫৮৪ জন।

দুপুর ১.২৫: বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটি। এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে থাকবেন এইমসের অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়াও।

দুপুর ১২.৫৫: সংক্রমণ বৃদ্ধির কারণে জাতীয় স্পোটর্স অ্যাওয়ার্ড ভারচুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হতে পারে।

দুপুর ১২.৪০: আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অতুল গর্গ। নিজেই টুইট করে একথা জানান তিনি।

সকাল ১১.৫৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন পুলিশকর্মী ও মৃত ২।

সকাল ১১.৩৫: সংক্রমণ বৃদ্ধির জেরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২১ সালে হবে বলে জানিয়ে দিল আয়োজক সংস্থা।

সকাল ১১.১৫:কোভিড-১৯ নিয়ে গবেষণার জন্য ভারত ও আমেরিকার গবেষক দলকে পুরস্কৃত করা হল।

সকাল ১১টা: রাজস্থানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নতুন করে আক্রান্ত ৬৯৪ জন।

সকাল ১০.৪৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে জানালেন চিকিৎসকরা।

সকাল ১০.৩৫: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৩৭০ জন ও মৃত্যু হয়েছে ৯ জনের। এর ফলে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯৬ জন।

সকাল ১০.১৫: ১৭ তারিখ তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৮২ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ৯৩ হাজার ৯৩৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১১ জনের।

সকাল ১০টা: সংক্রমণ বৃদ্ধির জেরে লুধিয়ানা, পাতিয়ালা ও জলন্ধরে অতিরিক্ত বিধিনিষেধ জারি করল পাঞ্জাব সরকার।

সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৫৫ হাজার ৭৯। মৃত ৮৭৬। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৯৭ জনের।

সকাল ৮.৪০: আক্রান্ত হলেন বেঙ্গালুরুর বায়োকন কোম্পানির চেয়ারপার্সন ও ম্যানেজিং ডায়রেক্টর কিরণ মজুমদার শ। সোমবার তাঁর নমুনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে বলে টুইট করে জানিয়েছেন তিনি।

সকাল ৮.২০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৮ লক্ষ ৯৯ হাজার ৮৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক। এর ফলে ১৭ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪টি নমুনা।

সকাল ৮টা: ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে দেখা করলেন সরকারি প্রতিনিধি দলের সদস্যরা। উৎপাদন ও ট্রায়াল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement