Advertisement
Advertisement
করোনা

করোনা পরিস্থিতি: ‘PMCares তহবিলের অডিট করা প্রয়োজন’, দাবি রাহুলের

প্রধানমন্ত্রীর তহবিলের তথ্য জনসমক্ষে আনার দাবি জানান তিনি।

Corona Live Update: Rahul Gandhi asks for PMCares fund audit
Published by: Sayani Sen
  • Posted:May 9, 2020 8:46 am
  • Updated:May 9, 2020 10:49 pm  

করোনার দাপটে টালমাটাল বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৫৯,৬৬২। মৃত্যু হয়েছে ১৯৮১ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৯৯ জনের মৃত্যু হয়েছে এ রাজ্যে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭৮৬। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৪০: PMCares তহবিলের অডিটের দাবিতে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Advertisement

রাত ১০.২০: কাতার থেকে ১৭৫ জন ভারতীয় কোচিতে ফিরছেন।

রাত ৯.০০: ফের বাংলায় কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি এমন ১০টি রাজ্যে দল পাঠানো হবে। এই দল রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে সাহায্য করবে বলে খবর।

রাত ৮.৪০: আরও ৩৫ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত ২৫০ জন জওয়ান আক্রান্ত হলেন।

রাত ৮.২০: করোনা পরীক্ষায় বাংলার কিট চেয়ে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দক্ষিণ ২৪ পরগণার একটি বায়োটেক সংস্থা বিশ্বের সবচেয়ে সস্তা কিট তৈরি করেছে। মাত্র ৫০০ টাকায় ৯০ মিনিটের মধ্যে সেই কিট বলে দেয় কোনও ব্যক্তির শরীরে মারন কোভিড-১৯ আছে কি না।

রাত ৮.০০: ১৭ মে পর্যন্ত পুদুচেরিতে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।

সন্ধে ৭.৪০: কেন্দ্রের ক্যাবিনেট সচিব রবিবার সকাল ১০টায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। 

সন্ধে: ৭.৪৫: নাসিকে করোনায় আক্রান্ত হয়ে এক হেড কনস্টেবলের মৃত্যু হল।

সন্ধে ৭.২০: কুয়ালালামপুর থেকে ১৭৭ জন ভারতীয় তামিলনাড়ুর ত্রিচিতে ফিরছেন। 

সন্ধ্যে ৭.০০: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে ভুয়া টুইট করে গ্রেপ্তার চার।

বিকেল ৫.৩০: আহমেদাবাদের সিভিল হাসপাতাল পরিদর্শনের পর গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে কথা ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন এইমসের ডিরেক্টর।

বিকেল ৪.৪৫: বিদেশ ফেরত দুই প্রবাসী কেরলে করোনায় আক্রান্ত হলেন। ফলে সে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭।

বিকেল ৪.৩০: দিল্লিতে ছয় আইটিবিপি আধিকারিক করোনা আক্রান্ত। তাঁদের সংস্পর্শে আসায় ১০০ জন কর্মীকে আইসোলেশনে পাঠানো হল।

বিকেল ৪.০৫: ‘আমি সম্পূর্ণ সুস্থ’, অসুস্থতার জল্পনা উড়িয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

বিকেল ৪.০০: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে রাজ্য। বৃন্দাবন, মথুরা-সহ বিভিন্ন তীর্থক্ষেত্রে আটকে পড়া পুণ্যার্থীদের ফেরানোর তোড়জোড় চলছে। প্রবাসীদের বিশেষ বিমানে ফেরানোর উদ্যোগে সম্মতি দিচ্ছে রাজ্য। থার্মাল স্ক্রিনিংয়ের পর বাড়ি পাঠানো হবে তাঁদের। নবান্নে ঘোষণা স্বরাষ্ট্রসচিবের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৬ জন এবং মৃত ৯৯ জন।   

বেলা ৩.৫৫: বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু। খাদ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকারের মৃত্যু।

বেলা ৩.৪০: বাংলাদেশ থেকে ১২৯ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে আসছে।

বেলা ১.৪১: মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকে আরও চারজনের শরীরে করোনা সংক্রমণ। রাজস্থানের আজমের থেকে বিশেষ ট্রেনে মালদহে ফেরেন তাঁরা। অন্তত ২০ জন আধিকারিক তাঁদের সংস্পর্শে আসেন। ওই আধিকারিকদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মালদহে করোনা আক্রান্ত মোট ৭ জন। 

বেলা ১.৩৯:  করোনা আক্রান্ত আরও ১৩ জন সিআইএসএফ জওয়ান।

বেলা ১.১০: নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে সুরাটে বিক্ষোভে শামিল পরিযায়ী শ্রমিকেরা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই দাবি পুলিশকর্তার।

বেলা ১২.৫৯: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ সেনা আধিকারিকের শরীরে থাবা বসিয়েছে কোভিড-১৯। তারপরই ট্রাম্প জানালেন, রোজ করোনার পরীক্ষা করাতে তিনি রাজি আছেন। যদিও ওই সেনা আধিকারিকের সঙ্গে তাঁর যোগাযোগ খুব কমই হয়েছে। আবার ইভাঙ্কা ট্রাম্পের আপ্ত সহায়কও করোনা আক্রান্ত। বেশ কয়েকদিন তাঁর সংস্পর্শে আসেননি ট্রাম্প কন্যা।

বেলা ১২.৪৫: কর্ণাটকের রেস্তঁরা এবং পানশালায় চলছে মদ বিক্রি। 

বেলা ১২.২৫: পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা অধীররঞ্জন চৌধুরির। ফেরানোর বিষয়ে রাজ্য কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাঁর।

সকাল ১১.৫১: দেশে বাড়ল সুস্থতার হার। ২৯.৯ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলেই জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

সকাল ১১.২৩: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত মোট ৭১৪ জন পুলিশকর্মী। মৃত অন্তত ৫ জন।

সকাল ১০.২৫: করোনা মোকাবিলায় রণকৌশল আরও জোরদার করতে আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে AIIMS-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া।

Gujarat: Dr Randeep Guleria, Director of All India Institute of Medical Sciences (AIIMS) meets doctors at Ahmedabad Civil Hospital to give them advice on #COVID19 treatment. pic.twitter.com/GVSe8TOinl

সকাল ১০.২১: পরিযায়ী শ্রমিকদের ফেরানোর অনুমতি দিচ্ছে না রাজ্য, এই অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অমিত শাহের। 

সকাল ১০.১২: লকডাউন অগ্রাহ্য করে আলিগড়ে খুলল বেশ কয়েকটি স্কুল। কয়েকজন শিক্ষক ভুল করে এ কাজ করেছে বলেই দাবি আলিগড় জেলা বেসিক এডুকেশন অফিসার লক্ষ্মীকান্ত পাণ্ডে। 

সকাল ৯.৫১: জম্মু কাশ্মীরের রাজৌরিতে শুরু রাস্তা নির্মাণের কাজ।

সকাল ৯.২৮: সুস্থ হয়ে যাওয়া রোগীদের হাসপাতাল থেকে কত দিনে ছাড়া হবে, তা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল স্বাস্থ্যমন্ত্রক। 

সকাল ৮.৫৬: গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩৩২০ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯ হাজার ৬৬২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৮১ জন। 

সকাল ৮.২০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৩০ হাজার কোটি টাকার আর্থিক অনুদানের দাবি জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

সকাল ৬.৩২: কোয়ারেন্টাইন সেন্টারে মিলছে না খাবার এবং জল। এই অভিযোগে বিহারের বৈশালির ভগবানপুরে বিক্ষোভ। আমরা ঘটনা খতিয়ে দেখছি দাবি জেলাশাসক উদিতা সিংয়ের। 

সকাল ৬.২২: ওড়িশার গজপতিতে বিভিন্ন এলাকায় ঘুরবে টেস্টিং ভ্যান। ওই ভ্যানেই হবে সোয়াব টেস্ট। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement