করোনার দাপটে টালমাটাল বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৫৯,৬৬২। মৃত্যু হয়েছে ১৯৮১ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৯৯ জনের মৃত্যু হয়েছে এ রাজ্যে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭৮৬। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৪০: PMCares তহবিলের অডিটের দাবিতে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
The #PmCares fund has received huge contributions from PSUs & major public utilities like the Railways.
It’s important that PM ensures the fund is audited & that the record of money received and spent is available to the public.
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2020
রাত ১০.২০: কাতার থেকে ১৭৫ জন ভারতীয় কোচিতে ফিরছেন।
Qatar: More than 175 Indians to fly back to Kerala’s Kochi from Qatar’s Doha today. #VandeBharatMission pic.twitter.com/GtH76QXmyl
— ANI (@ANI) May 9, 2020
রাত ৯.০০: ফের বাংলায় কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি এমন ১০টি রাজ্যে দল পাঠানো হবে। এই দল রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে সাহায্য করবে বলে খবর।
Ministry of Health&Family Welfare to deploy Central teams to 10 states that have witnessed/are witnessing high caseload and a high spurt of cases. The teams will assist the State Health depts of respective states to facilitate the management of COVID19 outbreak: Govt of India
— ANI (@ANI) May 9, 2020
Ministry of Health&Family Welfare to deploy Central teams to 10 States- Gujarat, Tamil Nadu, Uttar Pradesh, Delhi, Rajasthan, Madhya Pradesh, Punjab, West Bengal, Andhra Pradesh and Telangana: Government of India
— ANI (@ANI) May 9, 2020
রাত ৮.৪০: আরও ৩৫ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত ২৫০ জন জওয়ান আক্রান্ত হলেন।
রাত ৮.২০: করোনা পরীক্ষায় বাংলার কিট চেয়ে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। দক্ষিণ ২৪ পরগণার একটি বায়োটেক সংস্থা বিশ্বের সবচেয়ে সস্তা কিট তৈরি করেছে। মাত্র ৫০০ টাকায় ৯০ মিনিটের মধ্যে সেই কিট বলে দেয় কোনও ব্যক্তির শরীরে মারন কোভিড-১৯ আছে কি না।
রাত ৮.০০: ১৭ মে পর্যন্ত পুদুচেরিতে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।
সন্ধে ৭.৪০: কেন্দ্রের ক্যাবিনেট সচিব রবিবার সকাল ১০টায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।
সন্ধে: ৭.৪৫: নাসিকে করোনায় আক্রান্ত হয়ে এক হেড কনস্টেবলের মৃত্যু হল।
Head Constable Sahebrao Jhipru Khare from Police Headquarter, Nashik Rural lost his life due to #Coronavirus today: Maharashtra Police pic.twitter.com/QgfEJYm7I4
— ANI (@ANI) May 9, 2020
সন্ধে ৭.২০: কুয়ালালামপুর থেকে ১৭৭ জন ভারতীয় তামিলনাড়ুর ত্রিচিতে ফিরছেন।
#VandeBharatMission: A special flight carrying 177 Indians takes off from Malaysia’s Kuala Lumpur for Trichy, Tamil Nadu.#COVID19lockdown pic.twitter.com/WI86ly0TnL
— ANI (@ANI) May 9, 2020
সন্ধ্যে ৭.০০: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে ভুয়া টুইট করে গ্রেপ্তার চার।
বিকেল ৫.৩০: আহমেদাবাদের সিভিল হাসপাতাল পরিদর্শনের পর গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে কথা ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন এইমসের ডিরেক্টর।
Gandhinagar: All India Institute of Medical Sciences (AIIMS) Director Dr. Randeep Guleria meets Gujarat Chief Minister Vijay Rupani after visiting Ahmedabad Civil Hospital. #COVID19 pic.twitter.com/bk8xDKV1TJ
— ANI (@ANI) May 9, 2020
বিকেল ৪.৪৫: বিদেশ ফেরত দুই প্রবাসী কেরলে করোনায় আক্রান্ত হলেন। ফলে সে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭।
বিকেল ৪.৩০: দিল্লিতে ছয় আইটিবিপি আধিকারিক করোনা আক্রান্ত। তাঁদের সংস্পর্শে আসায় ১০০ জন কর্মীকে আইসোলেশনে পাঠানো হল।
বিকেল ৪.০৫: ‘আমি সম্পূর্ণ সুস্থ’, অসুস্থতার জল্পনা উড়িয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
Union Home Minister Amit Shah releases statement, says that the rumours about his ill health are wrong. He further states that he is completely healthy and is not suffering from any disease. pic.twitter.com/1RNUFD2Xh7
— ANI (@ANI) May 9, 2020
বিকেল ৪.০০: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে রাজ্য। বৃন্দাবন, মথুরা-সহ বিভিন্ন তীর্থক্ষেত্রে আটকে পড়া পুণ্যার্থীদের ফেরানোর তোড়জোড় চলছে। প্রবাসীদের বিশেষ বিমানে ফেরানোর উদ্যোগে সম্মতি দিচ্ছে রাজ্য। থার্মাল স্ক্রিনিংয়ের পর বাড়ি পাঠানো হবে তাঁদের। নবান্নে ঘোষণা স্বরাষ্ট্রসচিবের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৬ জন এবং মৃত ৯৯ জন।
বেলা ৩.৫৫: বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু। খাদ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকারের মৃত্যু।
বেলা ৩.৪০: বাংলাদেশ থেকে ১২৯ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে আসছে।
#VandeBharatMission: An Air India flight carrying 129 passengers from Dhaka, Bangladesh has landed at Delhi airport
— ANI (@ANI) May 9, 2020
বেলা ১.৪১: মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকে আরও চারজনের শরীরে করোনা সংক্রমণ। রাজস্থানের আজমের থেকে বিশেষ ট্রেনে মালদহে ফেরেন তাঁরা। অন্তত ২০ জন আধিকারিক তাঁদের সংস্পর্শে আসেন। ওই আধিকারিকদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মালদহে করোনা আক্রান্ত মোট ৭ জন।
বেলা ১.৩৯: করোনা আক্রান্ত আরও ১৩ জন সিআইএসএফ জওয়ান।
13 more Central Industrial Security Force (CISF) personnel tested positive for #COVID19 in last 24 hours; 48 CISF personnel have tested COVID19 positive till date: CISF
— ANI (@ANI) May 9, 2020
বেলা ১.১০: নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার দাবিতে সুরাটে বিক্ষোভে শামিল পরিযায়ী শ্রমিকেরা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই দাবি পুলিশকর্তার।
Gujarat: Migrant workers staged protest at Hazira industrial area in Surat today demanding they be sent back to their respective states, among other issues. #CoronaLockdown pic.twitter.com/EjGhUyIiax
— ANI (@ANI) May 9, 2020
বেলা ১২.৫৯: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ সেনা আধিকারিকের শরীরে থাবা বসিয়েছে কোভিড-১৯। তারপরই ট্রাম্প জানালেন, রোজ করোনার পরীক্ষা করাতে তিনি রাজি আছেন। যদিও ওই সেনা আধিকারিকের সঙ্গে তাঁর যোগাযোগ খুব কমই হয়েছে। আবার ইভাঙ্কা ট্রাম্পের আপ্ত সহায়কও করোনা আক্রান্ত। বেশ কয়েকদিন তাঁর সংস্পর্শে আসেননি ট্রাম্প কন্যা।
বেলা ১২.৪৫: কর্ণাটকের রেস্তঁরা এবং পানশালায় চলছে মদ বিক্রি।
Karnataka: Restaurants and bars have opened for liquor sale in Shivamogga after state government allowed sale of liquor on retail price at restaurants,&bars in take away form,till May 17. A bar owner says,”there is no benefit to our business. We are only clearing existing stock.” pic.twitter.com/XNqTjYl77G
— ANI (@ANI) May 9, 2020
বেলা ১২.২৫: পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা অধীররঞ্জন চৌধুরির। ফেরানোর বিষয়ে রাজ্য কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাঁর।
I had a discussion with Home Minister Amit Shah day before yesterday. He told me that he has been continuously asking West Bengal government how many trains they need to bring back migrant workers but till 2 days ago state government had not sent a list: AR Chowdhury, Congress pic.twitter.com/SrPj1iQtcF
— ANI (@ANI) May 9, 2020
সকাল ১১.৫১: দেশে বাড়ল সুস্থতার হার। ২৯.৯ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলেই জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
Our fatality rate in the country continues to be around 3.3% and the recovery rate has climbed up to 29.9%, these are very good indicators. Doubling rate for last 3 days has been about 11 days, for last 7 days it has been 9.9 days: Dr Harsh Vardhan, Union Health Minister #COVID19 pic.twitter.com/ZmvyxpHV9a
— ANI (@ANI) May 9, 2020
সকাল ১১.২৩: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত মোট ৭১৪ জন পুলিশকর্মী। মৃত অন্তত ৫ জন।
714 police personnel have tested positive for #COVID19 in the state, of which 648 are active cases, 61 recovered & 5 deaths. There have been 194 incidents of assault on police personnel during the lockdown period & 689 accused have been arrested for the same: Maharashtra Police pic.twitter.com/1xcxfUiXze
— ANI (@ANI) May 9, 2020
সকাল ১০.২৫: করোনা মোকাবিলায় রণকৌশল আরও জোরদার করতে আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে AIIMS-এর ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া।
Gujarat: Dr Randeep Guleria, Director of All India Institute of Medical Sciences (AIIMS) meets doctors at Ahmedabad Civil Hospital to give them advice on #COVID19 treatment. pic.twitter.com/GVSe8TOinl
— ANI (@ANI) May 9, 2020
সকাল ১০.২১: পরিযায়ী শ্রমিকদের ফেরানোর অনুমতি দিচ্ছে না রাজ্য, এই অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অমিত শাহের।
Home Minister Amit Shah sent a letter to West Bengal CM Mamata Banerjee, expressing his dismay over the state government stonewalling efforts by the Centre to facilitate transportation of migrant labourers back to State.
Read @ANI Story | https://t.co/8cS8KhRk3c pic.twitter.com/fqnAadCY8I
— ANI Digital (@ani_digital) May 9, 2020
সকাল ১০.১২: লকডাউন অগ্রাহ্য করে আলিগড়ে খুলল বেশ কয়েকটি স্কুল। কয়েকজন শিক্ষক ভুল করে এ কাজ করেছে বলেই দাবি আলিগড় জেলা বেসিক এডুকেশন অফিসার লক্ষ্মীকান্ত পাণ্ডে।
Some teachers got confused & mistakenly opened schools at some places. Clear directions have been given to the concerned officials to not allow any schools to open: Lakshmikant Pandey, Aligarh District Basic Education Officer #CoronaLockdown pic.twitter.com/NDCYl5YCHq
— ANI UP (@ANINewsUP) May 9, 2020
সকাল ৯.৫১: জম্মু কাশ্মীরের রাজৌরিতে শুরু রাস্তা নির্মাণের কাজ।
Jammu & Kashmir: Road construction work has resumed in areas under Rajouri Public Works Department (PWD) amid #CoronaLockdown. Mohd Qasim Choudhary, Assistant Executive Engineer PWD says, “Resumption of road construction work has again provided employment to migrant labourers”. pic.twitter.com/FyGDLd31te
— ANI (@ANI) May 9, 2020
সকাল ৯.২৮: সুস্থ হয়ে যাওয়া রোগীদের হাসপাতাল থেকে কত দিনে ছাড়া হবে, তা নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Ministry of Health & Family Welfare (MoHFW) issues revised discharge policy for #COVID19 patients. pic.twitter.com/6GpWbnAFFB
— ANI (@ANI) May 9, 2020
সকাল ৮.৫৬: গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩৩২০ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯ হাজার ৬৬২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৮১ জন।
3320 more #COVID19 cases & 95 deaths reported in last 24 hours. Total number of cases in India rises to 59662, including 39834 active cases, 17847 cured/discharged/migrated, and 1981 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/y9VX5xLu3l
— ANI (@ANI) May 9, 2020
সকাল ৮.২০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৩০ হাজার কোটি টাকার আর্থিক অনুদানের দাবি জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
Chhattisgarh CM Bhupesh Baghel wrote to PM Modi yesterday demanding Rs 30,000 crore package in coming 3 months for the state to curb economic crisis due to #COVID19 outbreak. He has urged the PM to release Rs 10,000 crore immediately out of Rs 30,000 crore. (File pics) pic.twitter.com/9N2S6UDvxP
— ANI (@ANI) May 9, 2020
সকাল ৬.৩২: কোয়ারেন্টাইন সেন্টারে মিলছে না খাবার এবং জল। এই অভিযোগে বিহারের বৈশালির ভগবানপুরে বিক্ষোভ। আমরা ঘটনা খতিয়ে দেখছি দাবি জেলাশাসক উদিতা সিংয়ের।
Bihar: People in quarantine at the quarantine centre in Bhagwanpur town of Vaishali dist created ruckus y’day, alleging that they are not being given proper food or water & food isn’t being given to them on time. DM Udita Singh (pic 3) says, “We’ll investigate the matter.”(08.05) pic.twitter.com/3RzIQ2pT7G
— ANI (@ANI) May 9, 2020
সকাল ৬.২২: ওড়িশার গজপতিতে বিভিন্ন এলাকায় ঘুরবে টেস্টিং ভ্যান। ওই ভ্যানেই হবে সোয়াব টেস্ট।
Odisha: Gajapati district administration yesterday launched a testing van, with the aim to collect swab samples from people by moving around the district for testing amid #COVID19 pandemic. (08.05.2020) pic.twitter.com/GrET6Uc4k2
— ANI (@ANI) May 9, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.