ফাইল ছবি
zআনলক ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৯ লক্ষ ৩ হাজার ৯৩৩ জন। মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৩৭৯ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৭২১ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১০.৩০: কোভিড চিকিৎসায় প্রয়োজনীয় তরল অক্সিজেনের দাম বেঁধে দিল কেন্দ্র সরকার। সরকার প্রতি ঘন মিটার অক্সিজেনের দাম বেঁধে দিচ্ছে ১৫ টাকা ২২ পয়সা।
রাত ১০.২১: ঝাড়খণ্ডে একদিনে করোনা আক্রান্ত ১২২৬ জন।
Jharkhand reported 1,226 new COVID-19 cases, 1,324 recoveries and 6 deaths today, taking total cases to 78,935 including 65,839 recoveries, 670 deaths and 12,426 active cases: State Health Department pic.twitter.com/gbi0KQYXJF
— ANI (@ANI) September 26, 2020
রাত ৯.৪০: হিমাচল প্রদেশে একদিনে আক্রান্ত ৩১৭ জন।
Himachal Pradesh reports 317 new coronavirus cases, taking the total number of cases to 13,996. Death toll rises to 159 after 7 deaths were reported today: State Health Department pic.twitter.com/dwi6cwwv5N
— ANI (@ANI) September 26, 2020
রাত ৯.১০: উৎসবের মরশুমে বড় ঘোষণা মমতার, দীর্ঘদিন পর খুলতে চলছে রাজ্যের সিনেমা হলগুলি।
রাত ৮.৫০: একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ২০ হাজার ৪১৯ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৪৪ জন।
Maharashtra reports 20,419 new #COVID19 cases, 23,644 recoveries & 430 deaths in the last 24 hours, taking total positive cases to 13,21,176 till date, including 2,69,119 active cases, 10,16,450 discharges & 35,191 deaths: State Health Department, Govt of Maharashtra pic.twitter.com/CxR0p9kb2i
— ANI (@ANI) September 26, 2020
রাত ৮.২০: সামাজিক দূরত্ব বাধ্যতামূলক বাড়াতে ওয়েস্টার্ন ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল।
In order to maintain social distancing & to avoid overcrowding, Western Railway has decided to increase the number of daily special suburban services from 500 to 506, by adding six more services including two ladies special trains from Monday, 28th September: Western Railway
— ANI (@ANI) September 26, 2020
রাত ৮.০০: একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৮১ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের।
সন্ধে ৭.৩২: চণ্ডিগড়ে একদিনে করোনা আক্রান্ত ২০৭ জন।
Chandigarh reports 207 new positive cases today. The total number of cases is now 11,380 including 2,298 active cases, 8,937 recoveries and 145 deaths: UT Government
— ANI (@ANI) September 26, 2020
সন্ধে ৭.২৯: উত্তরাখণ্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪৯ জন।
949 fresh COVID19 cases reported in Uttarakhand today, taking the total number of cases in the state to 46,281 including 34,649 recoveries, 10,856 active cases and 566 deaths: State Government pic.twitter.com/hBuHRpDTS4
— ANI (@ANI) September 26, 2020
সন্ধে ৭.১০: মণিপুরে একদিনে করোনা আক্রান্ত ২৬০ জন।
Manipur reported 260 new COVID-19 cases, 79 recoveries and 1 death today, taking total cases to 10,051 including 7,681 recoveries & 64 deaths. Recovery rate is at 76.42%: State Govt pic.twitter.com/s2eNufDYhQ
— ANI (@ANI) September 26, 2020
সন্ধে ৭.০০: মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ১৯১ জন পুলিশ কর্মী।
191 police personnel tested positive for #COVID19 in the last 24 hours, taking total cases to 22,460 in the force including 19,022 recoveries, 3,199 active cases and 239 deaths: Maharashtra Police
— ANI (@ANI) September 26, 2020
সন্ধে ৬.৫০: রাজস্থানে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার জনের বেশি।
Rajasthan reported 2,045 new #COVID19 cases, 1,706 recoveries & 14 deaths today, taking total positive cases to 1,26,775 including 1,05,994 recoveries, 19,355 active cases & 1,426 deaths: State Health Department, Government of Rajasthan pic.twitter.com/ysonxq0eoc
— ANI (@ANI) September 26, 2020
সন্ধে ৬.১৮: কাশ্মীরে একদিনে আক্রান্তের চেয়ে বেশি কোভিডজয়ীর সংখ্যা।
1,217 new #COVID19 cases (720 from Jammu & 497 from Kashmir), 1,937 recoveries (1154 from Jammu & 783 from Kashmir) & 20 deaths reported from J&K today. Total positive cases now at 71,049, including 18,430 active cases, 51,494 recoveries & 1,125 deaths: State Health Department pic.twitter.com/Qx0wYoOaNO
— ANI (@ANI) September 26, 2020
সন্ধে ৬.০৫: অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল ৬৫ হাজারের গণ্ডি।
বিকেল ৫.৪৭: অরুণাচল প্রদেশে আক্রান্ত আরও ২৫৩ জন।
বিকেল ৫.২৫: মণীশ সিসোদিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি।
দুপুর ৩.৫৫: আহমেদাবাদে বেসরকারি অফিসে কমপক্ষে ৯০০ জন করোনা আক্রান্ত।
দুপুর ৩.২০: এবার সস্ত্রীক কোভিড আক্রান্ত শিয়ালদহ রেল পুলিশ সুপার। দু’জনেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শুক্রবার রিপোর্ট পাওয়ার পরই দমদমে সুপারের দপ্তর স্যানিটাইজ করা হয়।
দুপুর ২.৩৫: বিহারে আক্রান্ত আরও ১,৪৫৭ জন।
1,457 fresh #COVID19 cases were detected in the state yesterday. The total count of active cases in Bihar is 14,963: Bihar Health Department
— ANI (@ANI) September 26, 2020
দুপুর ২.১২: ঔরঙ্গাবাদে আক্রান্ত আরও ৩৫১ জন।
দুপুর ১.৫৪: ওড়িশায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৪,৩৫৬ জন।
দুপুর ১.৪৭: ইন্দোরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই সপ্তাহান্তে একাধিক বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত।
দুপুর ১.১৭: ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৪০৮ জন।
বেলা ১২.৩০: ১ অক্টোবর থেকে পাঁচটি জনপ্রিয় ট্রেন চলাচলের শুরু করবে। ট্রেনগুলি সরাইঘাট এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস, শিয়ালদহ রাজধানী ও মালদহ থেকে দুটি দিল্লিগামী ট্রেন চলবে। আপাতত স্থির থাকলেও বিহারে নির্বাচনের জন্য জামালপুর এক্সপ্রেস চালানো যাবে কিনা, তা নিয়ে বিহার প্রশাসনের সঙ্গে কথা বলছে রেল। তিন দিন আগে পূর্ব রেলের তরফে ১৩টি যাত্রীবাহী ট্রেন চালানোর সুপারিশ করা হয়েছিল। ট্রেনগুলির জন্য আর্থিক ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। পুজোর মরশুমে ট্রেনগুলি চালানোর ছাড়পত্র চাওয়ার পর প্রাথমিকভাবে পাঁচটি ট্রেন চালানোর অনুমতি মিলেছে। শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেন, আগে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ, অমৃতসর ও ভুবনেশ্বরগামী তিনটি ট্রেন চলছিল। এবার সংযুক্ত হল রাজধানী এক্সপ্রেসটি। বিধিনিষেধ মেনে ট্র্রেন চালানোর ব্যবস্থা হবে। পূর্ব রেলের সিপিআরও নিখিল সরকার জানিয়েছেন অনুমতি মিলেছে। নির্ধারিত দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না।
বেলা ১২.১২: থানেতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬৭০।
বেলা ১১.৩০: চিনে আক্রান্ত আরও ১৫ জন। গতকালের তুলনায় যা দ্বিগুণ।
সকাল ১০: আগামী ৫ অক্টোবর থেকে ত্রিপুরায় খুলবে স্কুল। হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস।
সকাল ৯.২৬: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৫ হাজার ৩৬২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের।
India’s #COVID19 case tally crosses 59-lakh mark with a spike of 85,362 new cases & 1,089 deaths in last 24 hours.
The total case tally stands at 59,03,933 including 9,60,969 active cases, 48,49,585 cured/discharged/migrated & 93,379 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/fTL9qjTu8p
— ANI (@ANI) September 26, 2020
সকাল ৮.৪৭: গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৪১ হাজার ৫৩৫ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৭ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৯৭৫ জনের।
7,02,69,975 samples tested up to 25th September for #COVID19. Of these, 13,41,535 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/MVBHC2DfAg
— ANI (@ANI) September 26, 2020
সকাল ৮.১৮: জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন বাড়াচ্ছে প্রতিরোধ ক্ষমতা। পরীক্ষামূলক প্রয়োগে দাবি সংস্থার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.