আনলক – ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৬ লক্ষ ৪৬ হাজার ০১১জন। মৃত্যু হয়েছে ৯০ হাজার ০২০জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫৪৪ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১০.৪৫: হরিয়ানায় একদিনে করোনা আক্রান্ত ১৯৮৬ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।
1,986 new cases and 27 deaths reported in Haryana today, taking the total number of cases to 1,16,856 including 19,276 active cases, 96,347 recoveries and 1,233 deaths: State Health Department pic.twitter.com/DN71o3I0ax
— ANI (@ANI) September 23, 2020
রাত ১০.৩০: অসমে একদিনে করোন আক্রান্ত ২ হাজার ৯৮ জন।
2098 #COVID cases detected today out of 29896 tests. Total number of cases now at 1,63,491 including 1,30,947 recoveries, 31,944 active cases and 597 deaths. Positivity rate is at 7.02%: Assam Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/TsHo1hjZ8F
— ANI (@ANI) September 23, 2020
রাত ৯.৫০: হিমাচল প্রদেশে একদিনে আক্রান্তের চেয়ে বেশি কোভিডজয়ীর সংখ্যা।
280 new #COVID19 cases,446 recoveries and 5 deaths have been reported in Himachal Pradesh, in last 24 hours. Total number of cases now at 13049 including 3952 active cases, 8937 recoveries and 135 deaths: State Health Department pic.twitter.com/ogZ3tmAltF
— ANI (@ANI) September 23, 2020
রাত ৯.৩৫: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজার ৩২৫ জন।
Tamil Nadu reports 5,325 new #COVID19 cases, 5,363 discharges and 63 deaths today, taking the total number of positive cases to 5,57,999 till date, including 5,02,740 discharged cases, 46,350 active cases and 9,010 deaths: State Health Department, Govt of Tamil Nadu pic.twitter.com/IotwkqgKm6
— ANI (@ANI) September 23, 2020
রাত ৯.১৫: করোনার কোপে কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যু। এইমসে মৃত্যু হল রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদির। শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Minister of State for Railways Suresh Angadi passes away in AIIMS, Delhi. He was tested positive for COVID19: AIIMS Top official
(file pic) pic.twitter.com/cE5VsqXEYb— ANI (@ANI) September 23, 2020
রাত ৮.৪৪: কাল দুর্গাপুজো নিয়ে ক্লাবগুলোর বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে এই বৈঠকে থাকার কথা শহর ও শহরতলি নামী, অনামী একাধিক পুজো কমিটির সংগঠনের সদস্যদের। এ বছর পরিস্থিতি ভিন্ন। স্বাভাবিকভাবেই কোভিড রীতি মেনেই এই বৈঠক হবে।
রাত ৮.৪০: করোনা মহামারীর জের। পাঞ্জাবের যে সমস্ত চিকিৎসকের বয়স ৫৮ বছরের ঊর্ধ্বে অথচ ৬০ বছরের কম তাঁদের আরও তিন মাস একস্টেনশন দেওয়া হল।
In wake of #COVID19, all doctors who are 58 years and plus below the age of 60 years are given a 3 months extension from October 1st, 2020 to December 31, 2020: Balbir Singh Sidhu, Health Minister of Punjab (File pic) pic.twitter.com/cfWKGGX3dC
— ANI (@ANI) September 23, 2020
রাত ৮.৩৫: গুজরাটে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৩৭২ জন।
1,372 new #COVID19 cases, 1,289 discharged cases & 15 deaths reported in Gujarat, in the last 24 hours. Positive cases tally rises to 1,27,541 till date, including 16,470 active cases, 1,07,701 cured/discharged & 3,370 deaths: State Health Department
— ANI (@ANI) September 23, 2020
রাত ৮.৩২: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্ত ৬ হাজার ৯৯৭ জন।
Karnataka reported 6,997 new #COVID19 cases, 5,460 discharges & 38 deaths today. The total number of cases in the state now stands at 5,40,847 including 94,652 active cases, 4,37,910 discharges & 8,266 deaths. 8033 new cases reported in Bengaluru Rural today: State Health Dept pic.twitter.com/9zgqkV7dcr
— ANI (@ANI) September 23, 2020
রাত ৮.১৭: মহামারীর জের। ১ অক্টোবর অবধি সংসদের বাদল অধিবেশন চলার কথা থাকলেও বুধবারই তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল।
Lok Sabha adjourned sine die; monsoon session scheduled to go on till October 1st, cut short in the wake of #COVID19 pandemic pic.twitter.com/i5NoL7grBJ
— ANI (@ANI) September 23, 2020
রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ৩ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের।
সন্ধে ৭.৪৫: কেন্দ্রের বড় ঘোষণা। এবার থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের ৫০ শতাংশ ব্যবহার করতে পারবে রাজ্যগুলি। আগে ৩৫ শতাংশ ব্যবহার করতে পারত। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্ধে ৭.১৫: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বুধবার তৃণমূল কর্মী সমর্থকরা হোমযজ্ঞ ও পূজার্চনার আয়োজন করলেন।
সন্ধে ৭.০০: জম্মু ও কাশ্মীরে দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি।
Jammu and Kashmir reports 1249 new #COVID19 cases and 2796 recoveries today, taking the total tally in the union territory to 67,510, including 46,530 recoveries and 1062 deaths. Active cases stand at 19,918: Government of Jammu and Kashmir pic.twitter.com/69jnJ17R6y
— ANI (@ANI) September 23, 2020
সন্ধে ৬.৩৩: মণিপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৬ জন। মৃত্যু হয়েছে দুজনের।
In the last 24 hours, 96 new #COVID19 positive cases, 221 recoveries and 2 deaths have been reported in Manipur today. Total number of cases now at 9376 including 7108 recoveries, 2206 active cases and 62 deaths. Recovery rate is at 75.81%: State Govt pic.twitter.com/pA9FEys9aZ
— ANI (@ANI) September 23, 2020
সন্ধে ৬.৩০: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১৯৪৬ জন।
Rajasthan reported 1,946 new #COVID19 cases, 1,553 recoveries & 15 deaths today, taking the total number of positive cases in the state to 1,20,739 till date, including 18,992 active cases, 98,986 discharged cases & 1,382 deaths: State Health Department, Govt of Rajasthan pic.twitter.com/mhOCCSjBDe
— ANI (@ANI) September 23, 2020
সন্ধে ৬.২০: গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত ৭ হাজার ২২৮ জন। তবে সুস্থ হয়েছে ৮ হাজার ২৯১ জন।
Andhra Pradesh reported 7,228 new #COVID19 cases, 8,291 recoveries & 45 deaths in the last 24 hours, taking total positive cases in the state to 6,46,530 till date, including 5,70,667 recoveries, 70,357 active cases & 5,506 deaths: State Health Department, Govt of Andhra Pradesh pic.twitter.com/XJ4T5D16o2
— ANI (@ANI) September 23, 2020
সন্ধে ৬.০৯: গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত ৫ হাজারেরও বেশি।
Kerala reported 5,376 new #COVID19 cases, 2,591 recovered cases & 20 deaths today, taking the total number of active positive cases in the state till date to 42,786 and the death toll to 592: Pinarayi Vijayan, Chief Minister, Kerala pic.twitter.com/HpGEuaDjR2
— ANI (@ANI) September 23, 2020
বিকেল ৫. ৪৫: যোগীরাজ্যে করোনাকে পরাস্ত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লক্ষের বেশি মানুষ।
বিকেল ৫. ৪০: করোনা আক্রান্ত মনীশ সিসোদিয়াকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যআওয়া হল দিল্লির এনএনজেপি হাসপাতালে।
বিকেল ৫. ২০: অন্ধপ্রদেশে নতুন করে আক্রান্ত ৭, ২২৮ জন।
বিকেল ৫.০০: উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্ত ৫, ২৩৪ জন।
বিকেল ৪. ২০: ভারতে হুহু করে বেড়ে চলছে সংক্রমণ। সেই কারণে ভারতের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। ওদেশের বিমানও আপাতত আসবে না এদশে।
বেলা ৩. ১১: পুদুচেরিতে নতুন করে করোনা আক্রান্ত ৫৪৩ জন।
543 new #COVID19 cases, 439 discharges, and 8 deaths reported in Puducherry today, taking the total number of positive cases to 24,227 so far, including 4853 active cases, 18,893 recovered cases & 481 deaths till date: State Health Department, Govt of Puducherry pic.twitter.com/WvjPaY7L4O
— ANI (@ANI) September 23, 2020
বেলা ২. ৫২: করোনা আক্রান্ত কেরলের কৃষিমন্ত্রী ভি.এস সুনীল কুমার।
Kerala Agriculture Minister VS Sunil Kumar confirms he has tested positive for #COVID19
— ANI (@ANI) September 23, 2020
বেলা ২. ১০: বিদ্যুৎ বিভ্রাটের জের। অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ায় তিরুপুরের হাসপাতালে মৃত্যু হল দুই করোনা রোগীর।
বেলা ১. ২৫: ৫ লক্ষ ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট’ কিনতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
বেলা ১২. ৪০: করোনা আবহে ২৩ তারিখ থেকে পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট।
বেলা ১২.০০: ফেস শিল্ডে করোনার কোনও সুরক্ষা মেলে না বলেই দাবি জাপানের সুপার কম্পিউটার ফুগাকুর৷
সকাল ১১. ৪০: করোনা পরিস্থিতি নিয়ে আজ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
সকাল ১১. ০০: করোনা আক্রান্ত গোবরডাঙা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান সুভাষ দত্ত। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সকাল ১০. ৪০: গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৬,৬২,৭৯,৪৬২ জনের।
6,62,79,462 samples tested up to 22nd September for #COVID19. Of these, 9,53,683 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/OR2esifAZw
— ANI (@ANI) September 23, 2020
সকাল ৯. ৫৫: টানা বৃষ্টিতে জলের নিচে মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতাল।
Maharashtra: Mumbai’s Nair Hospital flooded following heavy rainfall in the city. It is a COVID-19 dedicated hospital.
As per Brihanmumbai Municipal Corporation (BMC), Mumbai city received 173 mm rainfall in the last 24 hours. pic.twitter.com/Y2YdYXls9n
— ANI (@ANI) September 23, 2020
#WATCH Maharashtra: Mumbai’s Nair Hospital flooded following heavy rainfall in the city. It is a COVID-19 dedicated hospital.
As per Brihanmumbai Municipal Corporation (BMC), Mumbai city received 173 mm rainfall in the last 24 hours. pic.twitter.com/DLPOWe2gPc
— ANI (@ANI) September 23, 2020
সকাল ৯. ২০: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত ৮৩, ৩৪৭ জন।
India’s #COVID19 case tally crosses 56-lakh mark with a spike of 83,347 new cases & 1,085 deaths in last 24 hours.
The total case tally stands at 5,646,011 including 9,68,377 active cases, 45,87,614 cured/discharged/migrated & 90,020 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/ATrAJsPIhr
— ANI (@ANI) September 23, 2020
সকাল ৯.০০: করোনা সচেতনতায় অভিযান শুরু হল মহারাষ্ট্রের যোধপুরে।
সকাল ৮. ২২: করোনা সংক্রমণের জের, আজই শেষ হতে পারে সংসদের বাদল অধিবেশন
সকাল ৮. ২০: মিজোরামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১, ৭১৩।
22 new #COVID19 cases reported in Mizoram, taking the total tally to 1,713. The number of active cases is 690 while 1,023 people have been discharged. No death reported in the State till date: Government of Mizoram pic.twitter.com/hbPTX093GH
— ANI (@ANI) September 23, 2020
সকাল ৮. ০০: দৈনিক নমুনা পরীক্ষা আরও বাড়ছে দেশে।
India’s testing capacity has surged to more than 12L daily tests. Higher than 6.5 cr total tests have been conducted across the country. Higher testing leads to early identification of positive cases. As evidence revealed, eventually positivity rate will fall: Health Ministry pic.twitter.com/YoW0Bix201
— ANI (@ANI) September 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.