Advertisement
Advertisement
করোনা আপডেট

করোনা আতঙ্ক: চেন্নাই ও বেঙ্গালুরুতে লকডাউন, সোমবার মুলতুবি লোকসভা

রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭।

Corona LIVE UPDATE : Parliament to be adjouned on Monday
Published by: Paramita Paul
  • Posted:March 22, 2020 8:23 am
  • Updated:March 22, 2020 9:23 pm  

ভারতে  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কে  কাঁপছে গোটা দেশ। সময়ের সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে করোনা বিপর্যয়ের ছবিটা। করোনার বলি এখনও পর্যন্ত ৮। আক্রান্তের সংখ্যা  ৪০০ ছুঁই ছুঁই। গত দু দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। বাইরে থেকে আসা বিদেশিদের থেকেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে বলে দেখা গিয়েছিল বিভিন্ন রাজ্যে। কিন্তু দুজন সংক্রামিতের হদিশ পাওয়া গিয়েছে যাদের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। এরপরেই  আতঙ্ক  আরও জাঁকিয়ে বসেছে। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রবিবার জনতা কারফিউয়ের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রাত ৯.১০: দেশে লকডাউন পরিস্থিতিতে সোমবার লোকসভা মুলতুবি রাখা হল। 
রাত ৮.৪৪:
৩১ মার্চ পর্যন্ত চেন্নাই ও বেঙ্গালুরুতে লকডাউনের ঘোষণা। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬।
সন্ধে ৮.০৫:
বালিগঞ্জে একই পরিবারের তিনজন আক্রান্ত। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭। লন্ডনফেরত তরুণ আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার তাঁর বাবা-মা এবং বাড়ির পরিচারিকার শরীরেও মিলল করোনার জীবাণু। তাঁদের রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। কিন্তু শনিবার বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয় তাঁদের। ফের তাঁদের লালার নমুনা পরীক্ষা করা হয়। তারপরই বাবা-মা এবং পরিচারিকার শরীরে মেলে ভাইরাস। 
সন্ধে ৭.৪৯: ৩১ মার্চ পর্যন্ত অন্ধ্রপ্রদেশেও লকডাউনের সিদ্ধান্ত।
সন্ধে ৭.৩৫:
বিহারে তৃতীয়জনের শরীরে হদিশ মিলল করোনা ভাইরাসের।
সন্ধে ৭.২০:
নয়ডার আরও দু’জনের শরীরে মিলল করোনার জীবাণু।
সন্ধে ৭.১০:
মেঙ্গালুরুতে প্রথম আক্রান্ত ২২ বছরের যুবক। গত ১৯ মার্চ দুবাই থেকে ফিরেছেন তিনি। এই নিয়ে কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ২১। 
সন্ধে ৬.৪৬:
গোটা তেলেঙ্গানা লকডাউনের সিদ্ধান্ত সরকারের। ৩১ মার্চ পর্যন্ত পর্যন্ত থাকবে এই পরিস্থিতি। 
সন্ধে ৬.৩০:
হরিয়ানার সাতটি জেলাতেও লকডাউন ঘোষণা করা হল। ৩১ মার্চ পর্যন্ত লকডাউন থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। 
সন্ধে ৬.২২:
সোমবার থেকে উত্তরপ্রদেশের ১৫টি জেলায় লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া তিনদিন সব বন্ধ। 
সন্ধে ৬.১০: আগামিকাল সকাল ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত দিল্লিতে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সমস্ত সীমান্ত সিল দেওয়া হল। 

Advertisement


বিকেল ৫.০৭: দিল্লিতে কাসর বাজালেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

বিকেল ৫.০৫: কাঁসর বাজালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

বিকেল ৫.০০: রাজভবনের বাইরে দাঁড়িয়ে রাজ্যপাল ও তাঁর স্ত্রী করতালি দেন। তারপর রাজ্যপাল জগদীপ ধনকড় ড্রামও বাজান। শাঁখ বাজান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বিকেল ৪.২০: করোনা মোকাবিলায় সোমবার বিকেল ৪টে থেকে লকডাউন গোটা রাজ্যে। প্রথমে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এবার জানানো হল, ২৭ তারিখ পর্যন্ত লকডাউন থাকবে গোটা রাজ্য। পরিস্থিতি বুঝে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে। ৭ জনের বেশি জমায়েতের উপরও জারি নিষেধাজ্ঞা।

দুপুর ৩.৫০: ভারতে আরও একজনের মৃত্যু। এবার সুরাটে। মোট মৃতের সংখ্যা আট। ভাদোদরায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরিক পরীক্ষার রিপোর্ট আসেনি।

দুপুর ৩.৪০: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪১।

দুপুর ২.৪৭: কলকাতা ও উত্তর ২৪ পরগণা লকডাউনের ভাবনা।রাজ্যের একাধিক জেলাও লকডাউন করার ভাবনাচিন্তা চলছে। কেন্দ্র সরকার দেশজুড়ে ৭৫টি জেলায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আগামী এক সপ্তাহ লকাডাউন জারি থাকবে। মিলবে অত্যাবশকীয় পরিষেবা মিলবে।

দুপুর ২.০০: মাস্ক ও স্যানিটাইজারের দাবিতে মালদহ মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি।

দুপুর ১.৪০: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪০।

দুপুর ১.৩৬: পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হল। 

দুপুর ১.০০: ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করল ভারতীয় রেল। 

দুপুর ১২.০০: আরও একজনের মৃত্যু। বিহারের মুঙ্গেরের ওই বাসিন্দা দুদিন আগে কলকাতা থেকে ফিরেছিলেন। প্রাথমিকভাবে কিডনি বিকল হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু হল। কিন্তু ওই ৩৮ বছরের যুবকের দেহে করোনার জীবাণু মিলেছে।

সকাল ১১.২০: ম্যাঞ্চেস্টারে মিড ফিল্ডার মৌরিনি ফেলানি করোনা আক্রান্ত।

সকাল ১১.১০: রাজস্থানের পর পাঞ্জাবেও লকডাউন ঘোষণা।

সকাল ১০.৫০: শাহিনবাগ লক্ষ্য করে ছোঁড়া হল পেট্রল বোমা।

সকাল ১০.৩৫: মহারাষ্ট্রে আরও একজনের মৃত্যু হল। বয়স ৫৭ বছর। তিনি গত কয়েকদিন ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মহারাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৪।

সকাল ১০.২০: জনতা কারফিউ অগ্রাহ্য করে মেদিনীপুরের কঙ্কাবতী পঞ্চায়েতে ১০০ দিনের কাজে যোগ দিলেন কর্মীরা। 

সকাল ১০.১৫: অল্পদামে মুরগি কিনতে আরামবাগে ভিড়। জমায়েত হটাল পুলিশ।

সকাল ৯.৫৭: ইতালিতে আটকে পড়া ২৬৩ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান।

সকাল ৯.৪৬: ২৩ মার্চ থেকে ভারতীয় সেনাবাহিনীর ৩৫ শতাংশ অফিসার ও জুনিয়র কমিশনড অফিসারদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ।আগামী এক সপ্তাহ এই নিয়ম কার্যকর থাকবে।

সকাল ৯.৪৪: সংক্রমণ রুখতে উত্তর কোরিয়ার পাশে দাঁড়াতে চায় আমেরিকা। কিম জংকে চিঠি পাঠালেন ডোনাল্ড ট্রাম্প।

সকাল ৯.২০: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩২। 

সকাল ৮.২০: চণ্ডিগড়ে আরও একজনের দেহে মিলল করোনার জীবাণু। সেখানকার প্রথম সংক্রামিতর সংস্পর্শে এসেই আক্রান্ত হয়েছেন তিনি। 

সকাল ৭.৪০: জুভেন্তাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডর সতীর্থ পাওলো দিবালা ও তাঁর বান্ধবীর দেহে মিলল করোনার জীবাণু।

সকাল ৭.২০: রাজস্থানে লক ডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

সকাল ৭.১৫: দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩১৬।

সকাল ৭.০০: দেশজুড়ে শুরু জনতা কারফিউ। শুনশান রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না মানুষজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement