Advertisement
Advertisement
করোনা

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪২৭, মৃত ১১

মোট আক্রান্তের সংখ্যা পেরল ৭ হাজারের গণ্ডি।

CORONA LIVE UPDATE: 24 hours state new Corona cases 427, died 11

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:June 5, 2020 8:22 am
  • Updated:June 5, 2020 11:22 pm  

দেশের লকডাউন ৫.০ চলছে। তবে কনটেনমেন্ট জোন ছাড়া অন্যত্র শুরু হয়েছে আনলক ওয়ানের প্রথম পর্যায়। এই মুর্হূতে ভারতেও আক্রান্তের সংখ্যা  ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪৮ জনের।পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭,৩০৩জন। মৃতের সংখ্যা ২৯৪। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০. ১৫:  হরিয়াণায় শুক্রবার ৩১৬ জনের শরীরে মিলল করোনার সন্ধান। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩৫৯৭। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ১২০৯ জন।

Advertisement

রাত ৯. ৫৫: শুক্রবার ঝাড়খণ্ডে করোনায় আক্রান্ত হলেন ৭৯ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৯২২জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন।

রাত ৯. ৪৫: মুম্বইতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ১১৫০ জন, মৃত ৫৩ জন। ফলে মুম্বইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫ হাজার ৮৫৪।

রাত ৯. ২০: রাজস্থানে নতুন করে ২২২ জনের শরীরে মিলল করোনার ভাইরাসের উপস্থিতি। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ৮৪ জন।

রাত ৯.০০: প্রতিষেধকের অভাবে দরিদ্র দেশের মানুষদের করোনায় আক্রান্ত হয়ে মরতে দিতে চান না মাইক্রোসফট কর্তা বিল গেটস। করোনার ভ্যাকসিন প্রস্তুতির পর তা বিশ্বের দরিদ্র দেশগুলির কাছে পৌঁছে দিতে চান তিনি।  

রাত ৮.১৫: গুজরাটের পোরবন্দরে ১৬ জন নৌ সেনার শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি।  সকল নিয়ম মেনে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।  

রাত ৮.১৫: করোনা আবহে নয়া আবিষ্কার আসানসোলের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ার। স্পর্শ না করেই আলো-পাখা জ্বালানোর উপায় বের করলেন তিনি।

রাত ৮.০০: সল্টলেকের ৪০ নং ওয়ার্ডের একটি বড় আবাসনে নতুন করে ৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়।

সন্ধে ৭.৫০: বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০ হাজারের গণ্ডি। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৮১১ জন।

সন্ধে ৭.৪০: টানা দুদিন অভুক্ত থাকার পর ত্রিপুরা থেকে মালদা ফিরলেন ২৫ জন পরিযায়ী শ্রমিক।

সন্ধে ৭.৩০:করোনার সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হলেন  দুইজন নার্স। শুক্রবার বিকেলে  নাগরাকাটার সুলকাপাড়া স্বাস্থকেন্দ্রে ফিরে এলেন তাঁরা । ব্লকস্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্যকর্মীরা তাঁদের  হাত তালি ও ফুল দিয়ে সম্বর্ধনা জানান।

সন্ধে ৭.২০: ১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে খুলছে কলকাতা হাই কোর্ট। আগাম জামিন-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে হাই কোর্টে। আগামী সপ্তাহে ১ দিনের জন্যই খোলা হবে আদালত। করোনা বিধি মেনেই হবে শুনানি।

সন্ধে ৭.০৫:  শিলিগুড়ির অন্তঃসত্ত্বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের শরীরে মিলল করোনার নমুনা। তার বাড়িতে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা।

সন্ধে ৬.৫০: ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪২৭  জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,৩০৩। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২৯৪।

সন্ধে ৬.৪০: ২৪ ঘণ্টায় নতুন করে কেরলে ১১১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬৯৭।

সন্ধে ৬.২০: মুম্বইয়ের ধারাভিতে নতুন করে ২০ জনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস।

সন্ধে ৬.০০:  উত্তরপ্রদেশে এক পুলিশ আধিকারিকের বিদায় অনুষ্ঠানে চলল গাড়ি ও বাইকের ব়্যালি। লকডাউনের বিধিকে শিকেয় তুলে  এই শোভাযাত্রা করায় বরখাস্ত করা হল বাসখারি পুলিশ স্টেশনের এসএইচওকে।

বিকেল ৫.৪০:  মহারাষ্ট্রে গৃহপালিত পশুদের রাস্তায় বের করতে পারবেন মালিকরা। জানাল উদ্ধব ঠাকরের সরকার।

বিকেল ৫.১৫: অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল ও পরিবহণের ব্যবস্থা না করে অফিস খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলায় কেন্দ্র ও রাজ্যের রিপোর্ট তলব করল হাই কোর্ট।

বিকেল ৪.৪৫ : মনামী বিশ্বাসের পর, সোমনাথ দাস। রাজ্যের দ্বিতীয় প্লাজমাদাতা। সোমনাথ বাবুও করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। ২৭এপ্রিল ছুটি দেওয়া হয়। এদিন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাজমা দান করলেন। 
বিকেল ৪.০০: 
পরিবেশ দূষণ রুখতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়ে  করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। অভিযোগ, “কেন্দ্র সরকার অপরিকল্পিতভাবে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পাঠাচ্ছে। তাঁদের সমস্ত দায়ভাবর রাজ্য নিয়েছে। তারপরেও রাজ্যের নিন্দা করছেন কেউ কেউ।”

দুপুর ৩.৩০:  ২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চাইছেন না, শীর্ষ আদালতে জানাল দিল্লি সরকার।
দুপুর ৩.২০:
১৫ দিনের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 
দুপুর ২.১৫:
ইএনটি  ডাক্তারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক।

দুপুর ২.১০: স্বাস্থ্যমন্ত্রকের তিন আধিকারিক করোনা আক্রান্ত।
দুপুর ২.০০:
উত্তরবঙ্গে আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল। শুক্রবার সকালেই রিপোর্ট পজিটিভ আসে। অন্য হাসপাতালে পাঠানোর আগেই মৃত্যু হয় তার। এ নিয়ে উত্তরবঙ্গে তিন করোনা আক্রান্তের মৃত্যু হল।
দুপুর ১২.৩০: 
বিশ্বব্যাপী মহামারির জের। আগামী এক বছর নতুন কোনও প্রকল্প শুরু করবে না অর্থ মন্ত্রক। শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্য মন্ত্রকগুলিকেও নতুন প্রকল্পের আবেদন জানাতে নিষেধ করা হয়েছে।


দুপুর ১২.১৫:
DRDO’তে করোনার হানা। এক কর্মী আক্রান্ত। এরপরই  দিল্লিতে ডিআরডিওয়ের হেড কোয়ার্টার বন্ধ করে দেওয়া হয়েছে। স্যানিটাইজেশনের পর তা খোলা হবে।
দুপুর ১২.১০:
পুরুলিয়াতে একদিনে ৪৩ জন করোন পজিটিভ। সকলেই পরিযায়ী  শ্রমিক। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৬১।

দুপুর ১১.৪৫: মহারাষ্ট্রের করোনায় আক্রান্ত ২৫১৬ জন পুলিশ কর্মী।
সকাল ১১.১৫: দিল্লি মেট্রোর ২০ কর্মী করোনা আক্রান্ত। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সকাল ১০.০০: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯১ হাজাপ মানুষের।

সকাল ৯.২০: রেকর্ড সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৮৫১ জন। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৭৩ জনের। দেশে মৃতের  সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৪৮ জন। শুক্রবার এমনটাই জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।


সকাল ৮.৪৮:
উত্তর দিল্লির পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। 
সকাল ৮.৩০:
হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে ঝুঁকি রয়েছে, এই সংক্রান্ত গবেষণাপত্র সরালো ল্যাঞ্চেট। অভিযোগ, একটি সংস্থার তরফে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তারা এই গবেষণাপত্র তৈরি করেছিলেন। সেই তথ্য নিয়ে প্রশ্ন ওঠায় ওই গবেষণাপত্র সরিয়ে দেওয়া হয়েছে।
সকাল ৮.১৫:
করোনা রোখার দাওয়াইয়ের খোঁজে হন্যে গোটা বিশ্ব। সেই ভ্যাকসিনের খোঁজে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করল চিন। 

সকাল ৮.১০: দেশের রাজধানীতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে ১০টি রেল কোচকে কোভিড ওয়ার্ড বানানো হল।

সকাল ৮.০০: ৮ জুন থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অফিস, শপিং মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান খুলে যাচ্ছে। তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম কানুন। তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement