আনলক ওয়ানে চলছে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা। তবে দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২, ৬৬,৫৯৮। মৃত্যু হয়েছে ৭৪৬৬ জনের। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৮৫ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৫ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১১: করোনা আক্রান্ত এক শীর্ষ আধিকারিক। সিল নিজাম প্যালেসের সিবিআই দপ্তর।
রাত ১০.৪৯: সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির দু’জন ট্রেনি অফিসার এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট করোনা আক্রান্ত।
Two trainee IPS officers&a library assistant at Sardar Vallabhbhai Patel National Police Academy have tested positive for #COVID19. They’ve been shifted to home quarantine as only one of them is mild symptomatic:Sardar Vallabhbhai Patel National Police Academy official #Hyderabad
— ANI (@ANI) June 9, 2020
রাত ৯: মিলেছে ICMR-এর অনুমোদন, এবার থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালেও হবে করোনা পরীক্ষা। মাত্র একদিনেই হাতে পাওয়া যাবে রিপোর্ট।
রাত ৮.৫১: সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, আগামী ২৫ জুন থেকে খুলছে আইফেল টাওয়ার।
Eiffel Tower to reopen for public on June 25: AFP news agency pic.twitter.com/svL9XgodzK
— ANI (@ANI) June 9, 2020
সন্ধে ৭.৪১: করোনা পরিস্থিতি নিয়ে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
Prime Minister Narendra Modi spoke on telephone today with Philippines President Rodrigo Duterte and discussed the steps being taken by the two Governments to address the challenges arising out of the #COVID19 pandemic: Prime Minister’s Office (file pics) pic.twitter.com/WbwktTnmc7
— ANI (@ANI) June 9, 2020
সন্ধে ৭.২৫: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৮৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। মৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৪১৫ জন।
সন্ধে ৬.২৬: করোনা হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবারই রিপোর্ট আসার পর স্বস্তির খবর জানা যায়।
Delhi Chief Minister Arvind Kejriwal tests negative for #COVID19 pic.twitter.com/mVeSpEcMtO
— ANI (@ANI) June 9, 2020
বিকেল ৫.১৫: কেরলে ২৪ ঘণ্টায় ৯১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। রাজ্যে মোট আক্রান্তের সমখ্যা বেড়ে হল ১২৩১। মোট মৃতের সংখ্যা ৮৪৮।
বিকেল ৪.৪৫: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে তথ্যপ্রযুক্তি কর্মীদের কথা ভেবেই চালু হল কর্মভূমি ওয়েব পোর্টাল। মঙ্গলবার টুইটে সেকথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.৩৫: রাজ্যের দেওয়া শেষ তথ্য অনুযায়ী ৪০৫ জনের মধ্যে করোনায় মৃত ১৩৯ জন। বাকি ২৬৬ জনের মৃত্যুর কারণ কোমর্বিডিটি, এমনটাই জানাল স্বাস্থ্য দপ্তর।
বিকেল ৪.২৫: রাজস্থানের জয়পুরে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে একটি পরিবারের ২৬ জন সদস্য। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভরতি করা হয়েছে।
বিকেল ৪.০৫: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ের কাছে যাতায়াত রয়েছে করোনা আক্রান্ত গাড়ি চালকদের। জারি করা হল সতর্কতা।
দুপুর ৩.৩০: ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে ৩৮৯ জনের শরীরে মিলল করোনার নমুনা।
দুপুর ৩.০০: করোনা আবহে পুদুচেরিতে বাতিল করা হল দশম শ্রেণির পরীক্ষা।
দুপুর ২.৩০: মুর্শিদাবাদের কান্দি মহকুমা ব্লকে নতুন করে ১১ জনের শরীরে মিলল করোনার সন্ধান।
দুপুর ২.০৫: কুসংস্কার বশে করোনা মাতা-র পুজো করলেন দক্ষিণ ২৪পরগনার জয়রামখালির কয়েকশো আদিবাসী মহিলা। পরে তা কবর দিয়ে কাজে যোগ দিলেন তাঁরা।
দুপুর ১.৪৫: করোনা রুখতে ঢাকায় শুরু হলো লাল, সবুজ ও হলুদ জোন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৯৩২জন।
দুপুর ১.৩০: করোনায় আক্রান্ত CISF-এর হেড কনস্টেবল।
A Central Industrial Security Force head constable succumbed to #COVID19. He was posted in CISF 1st reserve Battalion in Barwaha (Madhya Pradesh). He was admitted in hospital for anaemic issue and a major surgery was also done: CISF pic.twitter.com/NK6iMVpcah
— ANI (@ANI) June 9, 2020
দুপুর ১.১০: দিল্লিতে এখনও গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলে আশ্বাস দিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।
Officers of Central Government were present at the meeting and they said that there is no community spread in Delhi as of now so it need not be discussed: Delhi Deputy Chief Minister Manish Sisodia after State Disaster Management Authority meeting on #COVID19 pic.twitter.com/Vo7tLZc5ve
— ANI (@ANI) June 9, 2020
বেলা ১২.৩০: করোনা পরীক্ষা করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। স্থিতিশীল রয়েছেন তিনি।
Delhi Chief Minister Arvind Kejriwal’s sample has been collected for #COVID19 test. (file pic) pic.twitter.com/ReUDShVMfa
— ANI (@ANI) June 9, 2020
বেলা ১২.১২: সরকারি কর্মীদের সংক্রমণ রোধে নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র।
Government of India issues fresh guidelines for officials and staffers of Central Government to prevent spread of #COVID19, after several officials in various Central Government Ministries/Departments have tested positive . pic.twitter.com/A3ZbF2unbB
— ANI (@ANI) June 9, 2020
বেলা ১১.৪৫: পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে দ্রুত তাঁদের বাড়ি ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয় কেন্দ্র ও রাজ্যগুলিকে।
বেলা ১১.৩০: “ক্ষমতায় এলে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে”, ভারচুয়াল সভায় ঘোষণা অমিত শাহের।
বেলা ১১.০০: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি নেতা সম্বিত পাত্র।
সকাল ১০.৩০: দেশের হটস্পট এবং কন্টেনমেন্ট জোনগুলির প্রায় ৩০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত হয়েছেন বলে সমীক্ষায় দাবি আইসিএমআর বিশেষজ্ঞদের।
সকাল ১০.০০: সংক্রমণ এড়াতে এবার থেকে রেস্তরাঁয় ব্যবহৃত প্লেট-বাটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত রেস্তরাঁর মালিকদের।
সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৯,৯৮৭ জন। মৃত্যু হয়েছে ৩৩১ জনের। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন।
India reports the highest single-day spike of 9987 new #COVID19 cases & 331 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 266598, including 129917 active cases, 129215 cured/discharged/migrated and 7466 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/plj2Vg693d
— ANI (@ANI) June 9, 2020
সকাল ৯.২০: করোনা আতঙ্কেও মহারাষ্ট্রে আশা দেখাচ্ছে ধারাভি। সংক্রমণ কমে এখানে বাড়ছে সুস্থতার হার।
সকাল ৮.৪৫: উপসর্গহীন রোগীদের থেকে করোনা সংক্রমণের আশঙ্কা কম। স্বস্তির আশ্বাস দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
সকাল ৮.৩০:করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
সকাল ৮.০০: করোনা আবহেও দিল্লির গাজিপুর সবজি বাজারে ভিড়।
Delhi: People arrive at Ghazipur fruit and vegetable market to make purchases, amid #COVID19 pandemic. pic.twitter.com/0dBD9MsjBR
— ANI (@ANI) June 9, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.