বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৬৬ জনের। রাজ্যে সংক্রমিত ১,২৯, ১১৯ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৩৪ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩২: পাঞ্জাবে নতুন করে সংক্রমিত ১৭৪১ জন। মৃতের সংখ্যা ৯৫৭।
1,741 new #COVID19 cases reported in Punjab today. Total number of cases rises to 37,824, including 13,830 active cases, 23,037 recovered cases & 957 deaths so far: State Health Department, Government of Punjab pic.twitter.com/KSv4hzIhmk
— ANI (@ANI) August 20, 2020
রাত ১০. ২৫: মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১৩৩০জন।
রাত ৯. ১৪: মধ্যপ্রদেশে নতুন করে করোনা আক্রান্ত ১,১৪২ জন।
রাত ৯.০৪: ওড়িশায় মোট আক্রান্তের সংখ্যা পেরল ৭০ হাজারের গণ্ডি।
সন্ধে ৮. ৪০: গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত রাজ্যের ৩,১৯৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। সুস্থ হয়েছেন ৩,১২৬ জন।
3,197 new #COVID19 cases, 3,126 recovered cases & 53 deaths reported in West Bengal today. Total number of COVID cases stands at 1,29,119 in the state, including 27,696 active cases, 98,789 discharged cases & 2,634 deaths so far: Department of Health, Govt. of West Bengal pic.twitter.com/BHgZVtBiEa
— ANI (@ANI) August 20, 2020
সন্ধে ৭. ৫৭: গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৭,৩৮৫ জন।
7,385 new #COVID19 cases, 6,231 recovered cases & 102 deaths reported in Karnataka in the last 24 hours. Total number of positive cases stands at 2,56,975 including 82,149 active cases, 1,70,381 recovered cases & 4,429 total deaths till date: State Health Department, Karnataka pic.twitter.com/dY34DNXqNR
— ANI (@ANI) August 20, 2020
সন্ধে ৭. ৩০: জম্মু কাশ্মীরে নতুন করে আক্রান্ত ৬৮৩ জন।
সন্ধে ৭. ২০: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত ৪১১ জন।
411 new #COVID19 cases reported in Uttarakhand today, 301 patients treated/cured. Total cases in the state rise to 13,636 including 187 deaths and 9433 recovered patients. Active cases stand at 3966: Uttarakhand State Control Room COVID-19 pic.twitter.com/7015kR2nPR
— ANI (@ANI) August 20, 2020
সন্ধে ৬. ৪০: করোনার জের। আগামী তিন মাস প্রতি মাসে ১ সপ্তাহ করে মেঘালয়ের সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
সন্ধে ৬.১৬: কেরলে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৯৮৬ জন।
1,968 new #COVID19 cases & 9 deaths reported in Kerala today. Total COVID cases in the state rise above 52,000, with 18,123 active cases till date: Pinarayi Vijayan, Kerala CM
— ANI (@ANI) August 20, 2020
সন্ধে ৬: মণিপুরে নতুন করে করোনা আক্রান্ত ৪৯ জন।
Manipur reports 49 new #COVID19 cases, including 9 Central Armed Police Forces personnel, in the last 24 hours.
Total cases now at 4,925, including 1,905 active cases and 3,002 recoveries. The death toll stands at 18. pic.twitter.com/L0fG8jRPSg
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.৫৮: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত ৪ হাজার ৪৭২।
Himachal Pradesh #COVID19 positive cases tally rises to 4,472 cases in the last 24 hours, including 1,343 active cases, 3,066 recoveries and 21 deaths till date: State Health Department, Govt of Himachal Pradesh pic.twitter.com/bzSZFGFQnd
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.৫৭: নতুন করে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ৫ হাজার ৯৮৬ জন।
5,986 new #COVID19 cases, 5,742 recoveries & 116 deaths reported today in Tamil Nadu. The total tally of COVID cases rises to 3,61,435 including 53,283 active cases, 3,01,913 recovered cases & 6,239 deaths till date: State Health Department, Tamil Nadu pic.twitter.com/cVj4Yhf95n
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.৪৪: দিল্লিতে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৯৪ জনের।
6,010 RTPCR/CBNAAT/TrueNat tests and 10,994 Rapid antigen tests conducted today. So far, 13,75,193 tests have been conducted so far & Tests Per Million (TPM) stands at 72378: Health Department, Government of Delhi https://t.co/48TtYpaApa pic.twitter.com/MEbBea2b6b
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.৪৩: বিয়েবাড়ি এবং শ্রাদ্ধানুষ্ঠান ছাড়া পাঞ্জাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত জমায়েতে না।
Punjab CM has also ordered a total ban on all gatherings except weddings & funerals across the state till August 31. Government & private offices will work at 50% capacity till the end of this month: Punjab CMO. #COVID19 https://t.co/tJybtqCmlN
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.২৫: মিজোরামে নতুন করে আক্রান্ত ১ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭৪ জন।
1 new #COVID19 case, 18 recovered cases reported in Mizoram today. The total number of cases stands at 874, including 472 active cases & 402 cured cases in the state till date. There has been zero death in the state so far: State Health Department, Mizoram pic.twitter.com/DHSH08mUSS
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.১৮: পাঞ্জাবের কনটেনমেন্ট জোনের ২৭.৭ শতাংশ মানুষের শরীরে মিলেছে অ্যান্টিবডি। মনে করা হচ্ছে তাঁরা কোনও সময়ে আক্রান্ত হয়েছিলেন। তবে বর্তমানে তাঁরা সুস্থ।
A total of 27.7% of the people in #Punjab’s containment zones are found to be positive for Covid antibodies, indicating that they have already been infected and recovered from the #COVID19: State government
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৫.১৭: বেসরকারি হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিল বিহার সরকার।
Bihar government puts a cap on charges of private hospitals treating #COVID19 patients.
Different rates notified as per area – Category A applicable to Patna; Category B to Bhagalpur, Muzaffarpur, Gaya, Purnia and Darbhanga; Category C applies to other parts of the state. pic.twitter.com/YW05CrHioz
— ANI (@ANI) August 20, 2020
বিকেল ৪.২৯: ভারতীয় সেনার তরফে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় সাবান, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।
In order to facilitate civil population, Indian Army today distributed 350 #COVID19 kits comprising of soaps, face masks & sanitisers for Gujjars & Bakarwals at Kotranka, Khawas, Samote, Budhal, Chasana & Makhidhar areas of Rajouri & Reasi districts in J&K: PRO (Defence),Udhampur pic.twitter.com/I3q4EjGOAD
— ANI (@ANI) August 20, 2020
দুপুর ৩.৪৬: স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ৪৭০ জনের। সুস্থতার হার ৭৪ শতাংশ। সুস্থ হয়েছেন ২১ লক্ষ মানুষ।
A record number of 9,18,470 #COVID19 tests conducted in a single day in the last 24 hours. Tests Per Million (TPM) continue to rise, stand at 23668 today. India’s total recoveries reach nearly 21 lakhs as recovery rate rises to nearly 74%: Ministry of Health and Family Welfare pic.twitter.com/3JoTP2WFLW
— ANI (@ANI) August 20, 2020
দুপুর ৩.৩৪: নাগাল্যান্ডে নতুন করে করোনা আক্রান্ত ২৫ জন।
25 new #COVID19 reported in Nagaland today. State also reports 215 recoveries in the last 24 hours: S Pangnyu Phom, Minister for Health & Family Welfare, Govt of Nagaland
— ANI (@ANI) August 20, 2020
বেলা ১.৪০: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত করোনা আক্রান্ত। নিজেই করোনা সংক্রমণের কথা জানান তিনি। ভরতি রয়েছেন হাসপাতালে।
Jal Shakti Minister Gajendra Singh Shekhawat announces he is #COVID19 positive, to be admitted to hospital. pic.twitter.com/xhS7KcS4qC
— ANI (@ANI) August 20, 2020
বেলা ১.২৫: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ২ জনের।
117 more police personnel found #COVID19 positive & 2 died in the last 24 hours in Maharashtra. Total number of Corona positive police personnel in Maharashtra reaches 12,877, including 2,255 active cases, 10,491 recoveries & 131 deaths till date: Maharashtra Police pic.twitter.com/pZjOmGw8ar
— ANI (@ANI) August 20, 2020
বেলা ১২.৪০: কোভিড পরিস্থিতিতে বেশ কয়েকমাস বন্ধ ছিল কেরলের ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তার ফলে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে।
Kerala: Eravikulam National Park, known for the habitat of Nilgiri tahr reopens for the public in Idukki. Wildlife Warden R Lakshmi says, “It used to reopen in mid-March, but due to #COVID19 it could not open. We have suffered a loss of approx Rs 4 crores due to the shutdown.” pic.twitter.com/Rw3oPaHBTG
— ANI (@ANI) August 20, 2020
বেলা ১২.৩১: হিমাচল প্রদেশে নতুন করে করোনা আক্রান্ত আরও ২৯ জন।
Himachal Pradesh records 29 new #COVID19 positive cases in the last 24 hours, pushing the state’s COVID tally to 4,440 cases including 1,340 active cases, 3,039 recoveries and 19 deaths: State Health Department pic.twitter.com/pQlFvHEzIt
— ANI (@ANI) August 20, 2020
বেলা ১২.০৫: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি।
The respiratory parameters of Former President Pranab Mukherjee have shown slight improvement though he continues to be on ventilatory support. His vital & clinical parameters remain stable and are being closely monitored by a team of specialists: Army Hospital (R&R), Delhi Cantt pic.twitter.com/fOCUjJP7PT
— ANI (@ANI) August 20, 2020
সকাল ১১.২৬: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত ২ হাজার ৮৯৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।
8 deaths and 2,898 fresh #COVID19 cases reported in Odisha in the last 24 hours, taking the total number of confirmed cases in the state to 70,020 including 22,651 active cases, 46,935 recovered cases and 380 deaths: State Health Department
— ANI (@ANI) August 20, 2020
সকাল ১১.১১: পুদুচেরিতে নতুন করে আক্রান্ত ৫৫৪ জন।
554 new #COVID19 positive cases and 8 deaths recorded in Puducherry in the last 24 hours, taking the total cases and deaths to 9,292 and 137 respectively: Union Territory Health Department pic.twitter.com/HPCIwy8mdm
— ANI (@ANI) August 20, 2020
সকাল ১১.১০: সেরোলজিক্যাল সার্ভেতে দেখা গিয়েছে ২৯.১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
The second serological survey which was conducted between 1-7 August shows that 29.1% of people have developed antibodies against #COVID19. A total of 15,000 samples were collected during the survey: Delhi Health Minister Satyendra Jain pic.twitter.com/D3DVR5nFZA
— ANI (@ANI) August 20, 2020
সকাল ১১.০২: ক্রমশই কমছে চাহিদা। কর্ণাটকে কোভিড পরিস্থিতিতে মার খাচ্ছে ফুলের ব্যবসা।
Karnataka: Flower sellers in Shivappa Nayaka flower market in Shivamogga say that their business is affected due to #COVID19 ahead of Ganesh Chaturthi.
A seller says, “Demand is low. We’re struggling to earn our livelihood & were hoping this festival would boost our business.” pic.twitter.com/80L8ywdJXh
— ANI (@ANI) August 20, 2020
সকাল ১০.৪৪: রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৯৭৯ জন।
Rajasthan’s #COVID19 case tally now stands at 65,979 with 690 new infections reported today till 1030 hours. The total numbers of active and recovered cases in the state are 14,671 & 50,393 respectively. Death toll 915: State Health Department pic.twitter.com/UgEVwRKnk7
— ANI (@ANI) August 20, 2020
সকাল ১০.১৮: বাড়িতে বসেই সারুন গণেশ পুজো, রাজ্যবাসীকে জানাল অন্ধ্রপ্রদেশ প্রশাসন।
Government of Andhra Pradesh issues guidelines for the celebration of Ganesh Chaturthi on 22nd August; advises citizens to perform ‘pooja’ in their houses instead of public places.
— ANI (@ANI) August 20, 2020
সকাল ৯.৪২: ১৯ আগস্ট পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৬১ হাজার ২৫২।
Total number of samples tested up to 19th August is 3,26,61,252 including 9,18,470 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/lEsfNeIOWR
— ANI (@ANI) August 20, 2020
সকাল ৯.৩১: নিম্নমুখী সেনসেক্স। ৩৩৩ পয়েন্ট পড়ল সেনসেক্স।
Sensex down by 333 points, currently at 38,281; Nifty at 11,323 pic.twitter.com/cuinI3VWRN
— ANI (@ANI) August 20, 2020
সকাল ৯.২৭: গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৬৯ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৯৭৭ জনের।
Spike of 69,652 cases and 977 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 28,36,926 including 6,86,395 active cases, 20,96,665 cured/discharged/migrated & 53,866 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/1RWro1WWpE
— ANI (@ANI) August 20, 2020
সকাল ৭.২০: স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।
More than 9 lakh #COVID19 tests conducted in the last 24 hours: Ministry of Health pic.twitter.com/L0bsOwpnsP
— ANI (@ANI) August 20, 2020
সকাল ৬.১৭: কোভিড পরিস্থিতিতে চণ্ডীগড়ে বিয়েবাড়িতে বাজনা বাদকরাও আর্থিক সংকটে ভুগছেন।
Chandigarh: Wedding band service providers say their businesses have been adversely affected due to #COVID19.
Vijay,owner of a wedding band party says, “We’re out of business since March,we didn’t get a single booking since then. It has become difficult for us to sustain” (19.8) pic.twitter.com/9dMPkz4kEd— ANI (@ANI) August 20, 2020
সকাল ৬.০০: আজ ও কাল রাজ্যজুড়ে ফের সাপ্তাহিক লকডাউন।
সকাল ৫.০৬: করোনা পরিস্থিতিতে গণেশ চতুর্থীর ব্যবসায় মন্দা। মাথায় হাত প্রতিমা বিক্রেতাদের।
West Bengal: Business of idol makers in Siliguri remains affected ahead of Ganesh Chaturthi, due to #COVID19 pandemic.
An idol maker says, “Usually I get orders for at least 45 idols, but this year I have received 3-4 orders. People are afraid of stepping out.” (19.8) pic.twitter.com/zXkN0xrZpS
— ANI (@ANI) August 19, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.