ফাইল ছবি
বিশ্বে হত্যালীলা অব্যাহত করোনা ভাইরাসের। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। সংক্রমণ ঠেকানোর যুদ্ধ আরও কঠিন হচ্ছে। ইটালি ছাড়িয়ে মারণ জীবাণুর ভরকেন্দ্র এখন আমেরিকা। মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। ভারতেও দাপট অব্যাহত করোনার। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ১৪৯। পশ্চিমবঙ্গ সরকারের হিসাব অনুযায়ী, রাজ্যে মৃত এখনও পর্যন্ত ৫। আক্রান্ত ৭১ জন। এদিকে, মারণ ভাইরাসের উৎসস্থল চিনের ইউহানে ৭৬ দিন পর উঠল লকডাউন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.৩০: মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল ও উজ্জয়নির গোটা এলাকা সিল করা হল।
রাত ৯.০০: সিঙ্গাপুরে ভারতীয়র মৃত্যু।
রাত ৮.৩৫: দিল্লিতেও ২০টি হটস্পট চিহ্নিত করা হল। এই এলাকাগুলিও সিল করা হচ্ছে।
রাত ৮.১১: গত রবিবার থেকে বন্ধ ছিল এনআরএস হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ড। শনিবার ৩৪ বছরের এক যুবকের মৃত্যুর পরই বন্ধ করে দেওয়া হয়েছিল ওই ওয়ার্ড। কোভিড রিপোর্ট আসার আগেই মারা গিয়েছিলেন তিনি। তারপর থেকে এই কদিন স্যানিটাইজ করা হয় গোটা ওয়ার্ড। ৭৯ জন চিকিৎসক ও নার্সের করোনা পরীক্ষাও করা হয়। যাঁদের মধ্যে বেশিরভাগেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। কয়েকজনের রিপোর্ট আসা বাকি। বুধবার বিকেলে ফের চালু হয় সেই ওয়ার্ড।
রাত ৮.০৫: গুজরাটে নতুন করে করোনায় আক্রান্ত সাত। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৬। যার মধ্যে অ্যাকটিভ কেস ১৪৩।
সন্ধে ৭.৫০: জম্মু রেল স্টেশনে ট্রেনের কামরাতেই তৈরি হল ছ’টি আইসোলেশন। ট্রেনটির ৯টি কামরা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে একটিতে চিকিৎসকদের রাখার ব্যবস্থা থাকবে।
সন্ধে ৭.০৫: কাশ্মীরে নতুন করে ১৯ জনের শরীরে মিলল করোনার জীবাণু। জানাল রাজ্য প্রশাসন।
সন্ধে ৬.৪৫: পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়করের বকেয়া মেটাবে কেন্দ্র। নোটিস জারি করল আয়কর দপ্তর।
সন্ধে ৬টা: পুণেতে একদিন ৮ জনের মৃত্যু। শহরে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬।
Three more #COVID19 positive deaths reported in Pune today. Death toll rises to 16 in Pune, of which 8 deaths have been reported today: Health officials, Pune #Maharashtra
— ANI (@ANI) April 8, 2020
বিকেল ৫টা: তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৮, জানালেন রাজ্যের স্বাস্থ্যসচিব।
42 persons out of the 48 persons who tested positive for #COVID19 today are from “single source” event; 679 cases out of the total 738 cases in the state are from “single source” event: Beela Rajesh, Tamil Nadu Health Secretary https://t.co/yWxaatpo5d
— ANI (@ANI) April 8, 2020
বিকেল ৪.৩০: রাজ্যে আরও দুজন আক্রান্তের হদিশ পাওয়া গেল। বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১, বুধবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
108 of those who were in event (at Nizamuddin Markaz in Delhi) from various countries, we’ve kept them in quarantine&69 people who had attended it from Bengal, they are also in quarantine. State Health Ministry directly monitoring the situation: West Bengal CM Mamata Banerjee https://t.co/92lqVTqTbl
— ANI (@ANI) April 8, 2020
বিকেল ৪টে: দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১৯৪। মোট মৃতের সংখ্যা ১৪৯। বুধবার সাংবাদিক সম্মেলন করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
Till date total 402 people have been discharged, total 5194 positive confirmed case have been reported. In last one day 773 positive cases were reported. Total 149 deaths have been reported and around 32 people have died yesterday: Lav Aggarwal,Joint Secy,Health Ministry #COVID19 pic.twitter.com/JUaLNCT270
— ANI (@ANI) April 8, 2020
দুপুর ৩.৩০: দেশে বাড়তে পারে লকডাউন। রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাজ্যগুলি আবেদন করেছে লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। আগামী ১১ এপ্রিল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।
Situation in country is akin to a ‘social emergency’; it has necessitated tough decisions and we must continue to remain vigilant. States, District administrations and Experts have suggested extension of Lockdown to contain spread of the virus: PM during interaction with MPs https://t.co/UcFwyPlgQA
— ANI (@ANI) April 8, 2020
Prime Minister Narendra Modi will do a video conference with all Chief Ministers on 11th April. pic.twitter.com/Qz6XTtVXzv
— ANI (@ANI) April 8, 2020
দুপুর ৩টে: আগামী ১১ এপ্রিল সমস্ত প্রদেশ কমিটির সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী। মূলত সমস্ত রাজ্যে ত্রাণসামগ্রী বণ্টন ও করোনা মোকাবিলার পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বৈঠকে।
Congress Interim President Sonia Gandhi will interact with Presidents of all Pradesh Congress Committees (PCCs), through video conferencing, on April 11th to discuss relief work related to #COVID19 crisis. (file pic) pic.twitter.com/OGswp9Kzfm
— ANI (@ANI) April 8, 2020
দুপুর ১.৩০: লকডাউন পর্যন্ত রাজ্যের ১৫টি জেলা সম্পূর্ণ সিল করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার।
15 districts – including Noida, Ghaziabad, Meerut, Lucknow, Agra, Shamli, Saharanpur – which have viral load of #COVID19, to be sealed. Only home delivery & medical teams will be allowed there. It’s being done to prevent community spread,as numbers are high: RK Tiwari, Chief Secy pic.twitter.com/5x3xfkFoV4
— ANI UP (@ANINewsUP) April 8, 2020
দুপুর ১টা: লকডাউন নিয়ে সব রাজনৈতিক দলের সংসদীয় নেতার সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। সাংসদ তহবিলের টাকা যাতে সরাসরি রাজ্যগুলির হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতারা।
বেলা ১২.৩০: ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক সিদ্ধার্থ কুশওয়াহার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।
MP: FIR registered against Congress MLA Siddharth Kushwaha at Kolgawan Police station in Satna for violation of rules under Section 144 of CrPC. The MLA had staged a sit-in protest in Nai Basti area along with other people. FIR registered under sections of the Disaster Mgmt Act.
— ANI (@ANI) April 8, 2020
বেলা ১২.১৫: দিল্লির সব সাংসদদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
Delhi Chief Minister Arvind Kejriwal is holding a meeting via video-conferencing, with all the MPs (both Rajya Sabha and Lok Sabha) of Delhi, over #Coronavirus. pic.twitter.com/BZr1sb1VeJ
— ANI (@ANI) April 8, 2020
সকাল ১১.৩০: করোনা পরিস্থিতি আলোচনার জন্য সর্বদলীয় ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
Delhi: Prime Minister Narendra Modi held a meeting with floor leaders of parties whose combined strength in Lok Sabha and Rajya Sabha adds up to 5 MPs, via video conferencing today, on #COVID19 situation in the country. pic.twitter.com/62LkzLGhYE
— ANI (@ANI) April 8, 2020
সকাল ১১টা: রাজ্যের পুলিশকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমার সুবিধা করে দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
COVID-19: Yogi govt announces Rs 50 lakh insurance cover for UP police personnel
Read @ANI Story | https://t.co/RzMyCSMmuc pic.twitter.com/7M7zj2aXkR
— ANI Digital (@ani_digital) April 8, 2020
সকাল ১০.৪৫: মুম্বইয়ের ধারাভি বসতিতে আরও দুজন আক্রান্তের হদিশ পাওয়া গেল। ওই অঞ্চলে মোট আক্রান্ত বেড়ে হল ৯। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১৮। মৃত ৬৪।
Maharashtra: Number of #COVID19 cases rises to 9 in Mumbai’s Dharavi, with two more men testing positive at Mukund slum & Dhanwada Chawl. According to Union Health Ministry, total cases have surged to 1018 in the state while 64 people have succumbed to the disease.
— ANI (@ANI) April 8, 2020
সকাল ১০.৩০: ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৭৩। মৃত ৩৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৯। মোট আক্রান্ত ৫১৯৪। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
#UPDATE: A total of 35 new deaths and 773 new positive cases have been reported in the last 24 hours as India’s total number of #Coronavirus positive cases stand at 5194. https://t.co/I92ThAt5um
— ANI (@ANI) April 8, 2020
সকাল ৯.৪০: হাই কোর্টের নির্দেশে কর্ণাটকের ধর্মরায়া স্বামী মন্দিরের ঐতিহ্যবাহী কারাগা উৎসব স্থগিত করা হল। এবছর উৎসব পালন হবে না।
Dharmaraya Swamy Temple has agreed to cancel the celebration of Karaga festival after High Court directed not to assemble for any religious activity, and also to follow lockdown this year Karaga festival will not be celebrated: Dharmaraya temple trust (07.04.2020) #Coronavirus
— ANI (@ANI) April 8, 2020
সকাল ৯.৩০: তবলিঘি জামাতের যে সদস্যরা স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে না, তাদের গুলি করে মারলেও কোনও অপরাধ নেই। মন্তব্য কর্ণাটকের বিজেপি বিধায়ক এমপি রেণুকাচার্যের।
We are suffering because someone is not coming for check-up. I request them to come voluntarily to the doctors & District Magistrates. Not all minorities are terrorists, not all of them are anti-nationals: BJP MLA from Honnali constituency, MP Renukacharya (07.04) #Karnataka https://t.co/F6CwixfhPR
— ANI (@ANI) April 8, 2020
সকাল ৯.১৫: মহারাষ্ট্রের পুণেতে আরও দুই COVID-19 আক্রান্তের মৃত্যু। শহরে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।
One more person dies of #COVID19 at Sassoon General Hospital in Pune. He was suffering from comorbidity. Total number of deaths due to the disease stands at 10 in the city: Dr Deepak Mhaisekar, Divisional Commissioner, Pune region https://t.co/EltJzxzUol
— ANI (@ANI) April 8, 2020
সকাল ৮.৪৫: তবলিঘি জামাতের সঙ্গে যুক্ত ৮ জন বিদেশি ধর্ম প্রচারকের বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের নাগপুরে।
8 foreigners linked to Tablighi Jamaat have been booked for violating the Foreigners Act & the tourist visa norms in Nagpur, Maharashtra. They were staying at a mosque in the city & have been quarantined: Jayesh Bhandarkar, Senior Police Inspector, Tehsil Police Station in Nagpur pic.twitter.com/kY6rrm4UIG
— ANI (@ANI) April 8, 2020
সকাল ৮.৩০: মারণ ভাইরাসের উৎসস্থল চিনের ইউহানে ৭৬ দিন পর উঠল লকডাউন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
China lifts 76-day COVID-19 lockdown in Wuhan
Read @ANI Story | https://t.co/LsPh9wtLUI pic.twitter.com/U1yq0abrLJ— ANI Digital (@ani_digital) April 7, 2020
সকাল ৮টা: আমেরিকায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ২০০০ মানুষের। উদ্বেগজনক পরিস্থিতি মার্কিন মুলুকে।
United States reports nearly 2,000 #Coronavirus deaths in last 24 hours: AFP news agency quoting Johns Hopkins
— ANI (@ANI) April 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.