করোনা ভাইরাসের তাণ্ডবে চারিদিকে হাহাকার চলছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৬ লক্ষ ৪ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৭ লক্ষ ৬৮ হাজার ৭৩৯ জনের। ভারতেও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জন।তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯৮০ জনের। রাজ্যেও আক্রান্ত হয়েছেন ১,১৬, ৪৯৮ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪২৮। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: বলিউডের অভিনেতা দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান করোনা আক্রান্ত। তাঁদের লীলাবতি হাসপাতালে ভরতি করা হয়েছে।
রাত ১০.১৪: ইটালিতে বন্ধ হল ডিস্কো। রাতে প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক।
রাত ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত আরও ৩, ০৬৬ জন।
রাত ৯.১২: মহানগরে করোনার সংক্রমণ রুখতে হোম আইসোলেশনে থাকা রোগীর ব্যবহার্য নিয়ে ‘হলুদ প্যাকেট’-এর উপরেও বিশেষ নজরদারি শুরু করছে কলকাতা পুরসভা। কারণ, পুরসভা রোগীর বাড়িতে সংক্রমণ প্রতিরোধী হলুদ প্যাকেট পৌঁছে দিলেও অধিকাংশ ক্ষেত্রে বর্জ্য ভর্তি প্যাকেটটি নির্দিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে না।
রাত ৮.৫৬: নতুন লক ডাউনের দিনক্ষণ ও সময়সীমা জানানো হলনা বালুরঘাট শহরের ব্যবসায়ীদের। সোমবার বেলা ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট ব্যবসায়ী সমিতি।
রাত ৮.০০: করোনা আক্রান্ত হলেন নারায়ণগড়ের বিডিও বিশ্বজিৎ ঘোষ। এর আগে জেলায় চন্দ্রকোনা এক ও কেশিয়াড়ির বিডিও করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে এই দুই প্রশাসনিক আধিকারিক সুস্থ রয়েছেন।
সন্ধ্যা ৭.৩০: গত ২৪ ঘণ্টায় মুজাফফরনগরে করোনা আক্রান্ত আরও ৩৭ জন।
সন্ধ্যা ৬.৫০: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এপ্রসঙ্গে তিনি টুইট করেন, ‘চেতন চৌহানজি একজন অসাধারণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করার পর রাজনীতিতেও প্রচুর সম্মান অর্জন করেছিলেন। উত্তরপ্রদেশে বিজেপির সংগঠন বৃদ্ধির পিছনে ওনার প্রচুর অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। পরিবারের সদস্য ও অনুগামীর প্রতি সমবেদনা জানাই।’
Chetan Chauhan Ji distinguished himself as a wonderful cricketer & later as a diligent political leader. He made effective contributions to public service & strengthening BJP in UP. Anguished by his passing away. Condolences to his family & supporters: PM Narendra Modi (File pic) pic.twitter.com/mWGUgjndnA
— ANI (@ANI) August 16, 2020
সন্ধ্যা ৬.৪০: কেরলে আক্রান্ত ১৫৩০ জন ও মৃত ১০।
1530 new #COVID19 positive cases, 1099 recoveries and 10 deaths reported in Kerala today. Number of active cases now at 15310, so far 28878 patients have recovered: Kerala Chief Minister’s Office (CMO)
— ANI (@ANI) August 16, 2020
সন্ধ্যা ৬.২০: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত হলেন ৪৪৯ জন।
সন্ধ্যা ৬টা: দিল্লিতে নতুন করে ৬৫২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেল। মৃত্যু হল আটজনের।
449 new #COVID19 cases reported from Jammu and Kashmir today; 100 from Jammu division and 349 from Kashmir division, taking the total number of cases in the Union Territory to 28,470. Death toll rises to 542 after 15 deaths were reported today: Govt of J&K pic.twitter.com/zhuKt0aLFT
— ANI (@ANI) August 16, 2020
বিকেল ৫.৪৫: তামিলনাড়ুতে আক্রান্ত ৫,৯৫০ জন আর মৃত ১২৫। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৩৮ হাজার ৫৫ জন।
5,950 new #COVID19 positive cases, 6,019 discharges and 125 deaths reported in Tamil Nadu today. Total number of cases rise to 3,38,055 including 54,019 active cases, 2,78,270 discharges and 5,766 deaths: State Health Department pic.twitter.com/EZtuFXQDjL
— ANI (@ANI) August 16, 2020
বিকেল ৫.৩০: প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান।
বিকেল ৪টে: আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে বর্ষাকালীন অধিবেশন শুরু করার নির্দেশ দিলেন রাজ্যসভার চেয়ারম্যান। স্বাস্থ্যবিধি মেনে সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানাল রাজ্যসভার সচিবালয়।
RS Chairman directs full preparedness by third week of August for Monsoon session of Parliament. Work is in progress at fast pace for ensuring several additional installations in prescribed time like four large display screens in the chamber of the House: Rajya Sabha Secretariat pic.twitter.com/rpZ2RSV9Pb
— ANI (@ANI) August 16, 2020
দুপুর ৩টে: জনসমক্ষে করা যাবে না গণেশ পুজো। অনুমতি দেওয়া হবে না মহরমের শোভাযাত্রারও। রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছে এই নির্দেশই পাঠাল দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।
Delhi Disaster Management Authority issues instructions to Dist Magistrates ahead of forthcoming festivals, in the wake of #COVID19. During Ganesh Chaturthi, no idol of Lord Ganesha to be set up in public places. No permission to be granted for procession during Moharram. pic.twitter.com/2sF18vGwER
— ANI (@ANI) August 16, 2020
দুপুর ২.৩০: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ১,১০২ ও মৃত ৯। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ৯১,৩৬১।
দুপুর ২টো: বিহারে গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে ২১৮৭ জন।
2,187 new #COVID19 cases reported on 15th August in Bihar, taking the total count of active cases in the state to 35,056: State Health Department, Bihar pic.twitter.com/FJg4znoKuZ
— ANI (@ANI) August 16, 2020
দুপুর ১.৪০: হিমাচল প্রদেশে মোট আক্রান্তে সংখ্যা হল ৩ হাজার ৯৯৫ জন।
দুপুর ১২.৪০: সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়াল মণিপুর সরকার।
দুপুর ১২টা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আগের থেকে ভাল আছে বলে জানালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
He is much better & stable than the preceding days. All his vital parameters are stable & he is responding to treatment. We firmly believe that he will be back among us soon: Abhijit Mukherjee, son of former President Pranab Mukherjee on his father’s health. pic.twitter.com/FUMEePDJwI
— ANI (@ANI) August 16, 2020
সকাল ১১.৫০:মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৩০৩ জন পুলিশকর্মী আর মৃত্যু হল একজনের।
303 new positive cases and one death recorded in Maharashtra Police force, in the last 24 hours. Total positive cases stand at 12,290 including 9,850 recoveries, 2,315 active cases & 125 deaths: Maharashtra Police pic.twitter.com/szADTeTmcO
— ANI (@ANI) August 16, 2020
সকাল ১১.৩০: রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬৮৭। মৃত ১৩। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৬৬৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৭৫ জনের।
687 new #COVID19 cases and 13 deaths reported in Rajasthan. Total number of cases now at 60,666 including 14,265 active cases, 44,048 recoveries and 875 deaths: State Health Department pic.twitter.com/gv3t3GTZun
— ANI (@ANI) August 16, 2020
সকাল ১১.১০: গত ২৪ ঘণ্টায় ওড়িশাতে আক্রান্ত ২,৯২৪ জন।
সকাল ১১টা: ৯৮ বছর বয়সে করোনাকে কুপোকাত করে জয়ী হলেন প্রাক্তন সেনাকর্মী সেপাই রামু লক্ষ্ণণ সকপাল। ভারতের হয়ে যুদ্ধে অংশ নেওয়া ওই সৈনিককে অভিনন্দন জানাচ্ছেন নৌ সেনার সদস্যরা।
Sepoy Ramu Laxman Sakpal (Retd) was accorded a warm farewell at INHS Asvini, the primary naval healthcare centre in the war against COVID-19 & managing the care of serving & retired COVID-19 patients from Navy, Army, Air Force & Coast Guard: Indian Navy https://t.co/2CwfjMdrlw
— ANI (@ANI) August 16, 2020
সকাল ১০.৪০: কর্ণাটকের একটি এলাকায় ফ্ল্যাগ মার্চ করছেন RAF-এর সদস্যরা।
সকাল ১০টা: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমেরিকায় যেখানে মাত্র ২৩ দিনে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ব্রাজিলে ৯৫ ও মেক্সিকোয় ১৪১ দিনে। সেখানে ভারতে মৃতের সংখ্যা ৫০ হাজারে পৌঁছতে সময় লাগল ১৫৬ দিন।
সকাল ৯.৫০: ১৫ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৪৬ হাজার ৬০৮টি।
2,93,09,703 samples tested up to 15th August for #COVID19. Of these, 7,46,608 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/5K6RLnWEu8
— ANI (@ANI) August 16, 2020
সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হলেন ৬৩ হাজার ৪৮৯। মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জন। মৃত্যু হল ৪৯ হাজার ৯৮০ জনের।
Spike of 63,489 cases and 944 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 25,89,682 including 6,77,444 active cases, 18,62,258 discharged & 49,980 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/55ZQrgdo0P
— ANI (@ANI) August 16, 2020
সকাল ৯টা: রবিবার থেকে খুলে গেল বৈষ্ণোদেবী মন্দিরের দরজা, প্রতিদিন দর্শন করতে পারবেন মাত্র ২ হাজার মানুষ।
সকাল ৮.৩০: দেশজুড়ে ঘোষিত জাতীয় বিপর্যয়ের সময়সীমা সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করল দক্ষিণ আফ্রিকার সরকার।
সকাল ৮.১৫: আক্রান্ত হলেন রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি।
সকাল ৮টা: বিহারে আক্রান্ত হলেন এক লক্ষের বেশি মানুষ। এর আগে দেশের সাতটি রাজ্যে আক্রান্তের সংখ্যা এক লক্ষের গণ্ডি পেরিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১৫ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.