সোমবার থেকেই খুলল নানা অফিস, শপিং মল, ধর্মস্থান। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সাবধান না হলেই সর্বনাশ। তবে দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২, ৫৬,৬১১। মৃত্যু হয়েছে ৭১৩৫ জনের। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬১৩জন। এখন ও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.২০: বাংলায় আমফান পরিস্থিতি সামলাতে এসে করোনায় আক্রান্ত ১৭৮ জন NDRF জওয়ান। কাজ করে কটক ফেরার পর সংক্রমণ ধরা পড়ে।
Odisha: 49 NDRF personnel of 3rd Battalion, Mundali (Cuttack) tested positive for COVID-19. 178 NDRF personnel were tested for COVID19 on their return to Cuttack from West Bengal after cyclone restoration work.
— ANI (@ANI) June 8, 2020
রাত ৯.৪০: রাজ্যে অব্যাহত করোনা সংক্রমণের চড়া হার। গত ২৪ ঘণ্টায় ৪২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের। এনিয়ে মোট আক্রান্ত ৮৬১৩, মৃত ৩৩৩জন। মেডিক্যাল বুলেটিনে জানাল রাজ্যে স্বাস্থ্য দপ্তর।
রাত ৮.৪২: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ১০০৭ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। মেডিক্যাল বুলেটিনে জানাল দিল্লির স্বাস্থ্য দপ্তর।
1007 #COVID19 cases & 17 deaths reported in Delhi today. Total number of cases in the national capital is now at 29943, including 17712 active cases, 11357 recovered/discharged/migrated and 874 deaths: Delhi Health Department pic.twitter.com/1Pw7ak0MqE
— ANI (@ANI) June 8, 2020
রাত ৮.২০: ECMO সাপোর্টে থাকার পরও জীবনের পথে ফিরলেন কালীঘাটের করোনা আক্রান্ত রোগী। ১২ দিন ধরে কলকাতার বেসরকারি কোভিড হাসপাতালে ECMO সাপোর্টে ছিলেন এই মহিলা। ভারতে করোনা চিকিৎসায় এমন ঘটনা প্রথম, দাবি চিকিৎসকদের।
সন্ধে ৬.৫০: মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির জন্য উদ্ধব ঠাকরে সরকারের ভূমিকার সমালোচনা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। অভিনেতা সোনু সুদের পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা নিয়ে প্রশ্ন কেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রীর।
Maharashtra Govt should see how UP&Karnataka govts contained #COVID19. Isn’t it fair to say that COVID-19 situation in Maharashtra shows the govt’s incapability? I saw on TV that actor Sonu Sood, who is helping stranded workers in this crisis,is being criticised: Defence Minister https://t.co/wnA6b2f2YT
— ANI (@ANI) June 8, 2020
সন্ধে ৬.২৪: ভাইরাসের সঙ্গে লড়াইয়ের উপহার। জুনিয়র চিকিৎসক-ইনটার্নদের বেতন বাড়াল রাজ্য সরকার। একথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সন্ধে ৬.০৪: অফিস খোলার প্রথম দিন সল্টলেকের শিল্পতালুকে হাজিরার হার ৫০ শতাংশের কম ছিল। কয়েকটি বড় সংস্থার অফিস খোলেনি। বাকিরা খুললেও কর্মীদের হাজিরা ছিল কম। শিল্পতালুকের সরকারি ভবনগুলোতে কর্মী এসেছেন তুলনায় বেশি।
বিকেল ৫.৫৭: খড়গপুরে করোনায় মৃত ব্যক্তির পরিবারের দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ। খড়গপুর মহকুমা হাসপাতালের হেঁসেল পরিচালনার দায়িত্বে থাকা ঠিকাদারেরও করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট মিলেছে। গত ২৪ ঘন্টায় খড়গপুর শহরে তিনজন করোনায় আক্রান্ত হলেন।
বিকেল ৫.৩৬: সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, আগামিকাল থেকে মস্কোয় উঠছে লকডাউন।
Moscow to end #COVID19 lockdown from tomorrow says the city’s Mayor Sergei Sobyanin: AFP news agency #Russia
— ANI (@ANI) June 8, 2020
বিকেল ৪.৩৩: রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কেন্দ্র ৩০ জুন পর্যন্ত লকডাউনের কথাই বলেছিল। তবে বাংলায় লকডাউনের মেয়াদ ছিল ১৫ জুন। সংক্রমণ বাড়ার ফলে তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল।
We have decided to extend the lockdown till June 30 in West Bengal: Chief Minister Mamata Banerjee pic.twitter.com/LHl8tFxSmu
— ANI (@ANI) June 8, 2020
দুপুর ৩.২৮: দিল্লির বসন্তকুঞ্জে খুলল শপিং মল।
Delhi: Ambience Mall in Vasant Kunj reopens for public; Ministry of Home Affairs allowed opening of shopping malls from today with certain precautionary measures amid #COVID19 outbreak. pic.twitter.com/wcd76J1fKR
— ANI (@ANI) June 8, 2020
দুপুর ৩.২৪: উদ্বেগের মাঝে সুখবর, গত ৭ দিনে ধারাভিতে ভাইরাসের বলি হননি কেউ।
দুপুর ১.১৩: স্বাস্থ্যবিধি মেনে আনলক ওয়ানে দিল্লিতে খুলল রেস্তরাঁ।
Delhi: Restaurants reopen in the national capital as Delhi CM Arvind Kejriwal announced yesterday that all restaurants & malls are allowed to resume operations from today; Visuals from Bengali Market (pic 1&2) and Pandara Road (pic 3&4) pic.twitter.com/9X9rCUWQzz
— ANI (@ANI) June 8, 2020
দুপুর ১: শরীরে করোনার উপসর্গ! হোম আইসোলেশনে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার করোনা পরীক্ষা হবে দিল্লির মুখ্যমন্ত্রীর।
বেলা ১২.১৫: অফিস পৌঁছতে সময়ে মিলল না বাস, বারাকপুরে অবরোধ ভুক্তভোগী যাত্রীদের।
বেলা ১২: সোমবার থেকে খুলে গেল গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরের দরজা। জীবাণুমুক্ত করার পর শুরু হয় পূজার্চনা। স্থানীয় প্রশাসনের আধিকারিক বিধায়ক এবং ভক্তবৃন্দের উপস্থিতিতে চলে পুজোপাঠ।
সকাল ১১.২৬: শিলিগুড়িতে খুলল শপিং মল।
West Bengal: City Centre mall in Siliguri resumes operations from today as per government guidelines, amid #COVID19 outbreak.
Hotels, restaurants as well as shopping malls are allowed to operate from today across the state, except the containment zones. pic.twitter.com/BxWHMQ3eic
— ANI (@ANI) June 8, 2020
সকাল ১০: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক সিআরপিএফ জওয়ানের। গত ৫ জুন তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। জানা যায় তিনি করোনা আক্রান্ত। রবিবার গভীর রাতে মারা যান তিনি।
A Constable of Central Reserve Police Force (CRPF) who had tested positive for #COVID19 on 5th June passed away last night. He was posted in Srinagar: CRPF pic.twitter.com/2UTbvO4TpL
— ANI (@ANI) June 8, 2020
সকাল ৯.৪৪: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৯৯৮৩ জন। মৃত্যু হয়েছে ২০৬ জনের।
India reports the highest single-day spike of 9983 new #COVID19 cases; 206 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 256611, including 125381 active cases, 124095 cured/discharged/migrated and 7135 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/2PPinHr32A
— ANI (@ANI) June 8, 2020
সকাল ৯.২২: পুদুচেরিতে করোনা আক্রান্ত ১২৮ জন।
Total 128 #COVID19 positive cases have been reported in Puducherry till date, of which 75 are active cases and 52 have been treated/discharged: Government of Puducherry pic.twitter.com/DBWmFogQuj
— ANI (@ANI) June 8, 2020
সকাল ৯.১৬: বেঙ্গালুরুর শিবাজি নগরে খুলল চার্চের দরজা।
Karnataka: Devotees visit Saint Mary’s Church in Shivaji Nagar in Bengaluru to offer prayers.
Places of worship re-open from today amid #COVID19 outbreak, following the orders of the Ministry of Home Affairs. pic.twitter.com/BDRNTnGskz
— ANI (@ANI) June 8, 2020
সকাল ৮.১০: গুরুদ্বারেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হল প্রার্থনা।
Lucknow: Devotees offer prayers at Yahiyaganj Gurudwara as government has allowed reopening of religious places from today.
As per Ministry of Health guidelines, touching of idols/holy books, choir/singing groups, etc are not allowed. pic.twitter.com/Co4CkL29xm
— ANI UP (@ANINewsUP) June 8, 2020
সকাল ৭.৩৬: গোরক্ষনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Gorakhpur: Chief Minister Yogi Adityanath offers prayers at Gorakhnath Temple.
Government has allowed re-opening of places of worship from today. pic.twitter.com/tugUioZ59h
— ANI UP (@ANINewsUP) June 8, 2020
ভোর ৫.৩২: ১৭৫০ জন যাত্রী নিয়ে গোরক্ষপুর থেকে কেএসআর বেঙ্গালুরু স্টেশনে পৌঁছল শ্রমিক স্পেশ্যাল ট্রেন।
Karnataka: A ‘shramik special train’ carrying around 1750 passengers left for Gorakhpur in Uttar Pradesh from KSR Bengaluru railway station, yesterday. pic.twitter.com/YGf8KmDgYI
— ANI (@ANI) June 8, 2020
ভোর ৫.১৭: লখনউতে খুলল মসজিদ। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসেন বহু ধর্মপ্রাণ মুসলিম।
Lucknow: People offer prayers at Eidgah Mosque as Government has allowed places of worship to reopen from today.
As per Ministry of Health guidelines, touching of idols/holy books, choir/singing groups, etc are not allowed. pic.twitter.com/rtcyE7B3Dd— ANI UP (@ANINewsUP) June 7, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.