এখনও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। দ্রুততার সঙ্গে চলছে ভ্য়াকসিন তৈরির কাজও। ভারতে আক্রান্ত ৩১ লক্ষ ৬ হাজার ৩৪৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৫৪২ জনের। রাজ্যে সংক্রমিত ১,৪১,৮৩৭ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৫১ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: করোনা জয়ী স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। আগামিকাল থেকে ফের কাজে যোগ দিচ্ছেন তিনি। প্রসঙ্গত, ১৪ আগস্ট তিনি আক্রান্ত হয়েছিলেন।
রাত ১০.২৭: লকডাউনে কোনও পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হবে না পরীক্ষার্থীর। ওই পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই হবে। সোমবার পুলিশের তরফ থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। আগামী ২৭ আগস্ট একটি প্রবেশিকা পরীক্ষা ধার্য করা হয়েছে। সল্টলেকে ওই পরীক্ষাকেন্দ্র। কিন্তু বহু পরীক্ষার্থীকে কলকাতা হয়েই সল্টলেকে যেতে হবে।
রাত ১০.১৯: করোনা আক্রান্ত উসেইন বোল্ট। নিজেই টুইট করে এই খবর দিয়েছেন এই ক্রীাড়াবিদ।
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
রাত ৯.৩০: অরুনাচলে করোনা আক্রান্ত আরও ৪৯ জন।
49 new #COVID19 cases detected in Arunachal Pradesh today, taking the total number of cases to 3312: Directorate of Health Services, Arunachal Pradesh pic.twitter.com/UONepx2m1p
— ANI (@ANI) August 24, 2020
রাত ৯.১০: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২ হাজার ৯৬৭ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।
রাত ৯.০৫: বীরভূমে পঞ্চায়েত পরিদর্শনে এসে কেন্দ্রীয় দুই আধিকারিক কোয়ারেন্টাইনে। সরকারি নিয়ম অনুসারে বীরভূম জেলা প্রশাসন দুই আধিকারের অ্যান্টিজেন টেস্ট করালে একজনের পজেটিভ আসে। এর পরেই বোলপুরের একটি হোটেলে তাদের ১৫ দিনের কোয়ারেন্টাইন করা হয়।
রাত ৮.৩৬: রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন বসছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। মাত্র দু’দিনের জন্য প্রস্তাবিত অধিবেশনে কোভিডের স্বাস্থ্যবিধি মেনে সদস্যদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সোমবারই অধিবেশন কক্ষ ও গ্যালারি-সহ সমস্ত ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করে চূড়ান্ত করেছেন স্পিকার বিমান বন্দে্যাপাধ্যায়। সিদ্ধান্ত হয়েছে, ৬০ বছরের বেশি বয়স্ক বিধায়কদের সবাইকেই অধিবেশন কক্ষে নির্দিষ্ট দূরত্ব মেনেই বসবেন। কমবয়সী বিধায়কদের গ্যালারিতে বসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী, পরিষদীয় নেতা এবং বিরোধী দলের নেতৃবৃন্দ, ক্যাবিনেট মন্ত্রীরা অধিবেশন কক্ষেই বসবেন।
রাত ৮.২২: কর্ণাটকে আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে নিয়মনীতি বদল করা হল। বাতিল হল বিশেষ অনুমতি নেওয়ার নিয়মও।
Karnataka government issues revised guidelines for the inter-state travellers; discontinues registration on Seva Sindhu portal, hand stamping, 14-day quarantine and medical check-up at State borders, bus stations, railway stations and airports. #COVID19 pic.twitter.com/BlNsVGNkDX
— ANI (@ANI) August 24, 2020
রাত ৮.১৫: মুম্বইতে নতুন করে করোনা আক্রান্ত আরও ৭৪৩ জন।
743 new #COVID19 cases, 1,025 recoveries & 20 deaths reported in Mumbai today. The total number of positive cases increases to 1,37,091 in Mumbai, including 18,263 active cases, 1,11,084 recovered cases & 7,439 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC), Maharashtra pic.twitter.com/wkTmpB84pC
— ANI (@ANI) August 24, 2020
রাত ৮.১০: পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্ত পনেরো শোর বেশি।
1,516 new #COVID19 cases reported in Punjab today. The total number of cases rises to 43,284 including 13,798 active cases, 28,357 recovered cases & 1,129 deaths so far: State Health Department, Government of Punjab pic.twitter.com/QXER256hMU
— ANI (@ANI) August 24, 2020
রাত ৮.০১: হরিয়ানায় একদিনে করোনা আক্রান্ত ১০৭৪ জন।
1074 new #COVID19 positive cases have been reported in Haryana today, taking the total number of cases to 55460: State Health Department pic.twitter.com/R8K6n9Aodo
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৭.৫২: মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ হাজারেরও বেশি।
11,015 new #COVID19 cases and 212 deaths reported in Maharashtra today. The total number of positive cases now stands at 6,93,398 including 5,02,490 recoveries and 1,68,126 active cases: State Health department pic.twitter.com/QtERiuzQoL
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৭.৩৯: মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১২৯২ জন।
1,292 new #COVID19 cases and 17 deaths reported in Madhya Pradesh today. The total number of cases now at 54,421 including 11,944 active cases, 41,231 recoveries and 1,246 deaths: State Health Department. pic.twitter.com/fRVNVK9KSW
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৭.৩২: দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১,০৬১ জন।
Delhi reports 1,061 new #COVID19 cases, 1,200
discharges/recoveries/migrated and 13 deaths today.Total number of cases now at 1,62,527 including 1,46,588 recovered cases, 11,626 active cases & 4,313 deaths: Delhi Government pic.twitter.com/UEkd5dZouf
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৭.১৫: উত্তরখণ্ডে করোনা আক্রান্ত আরও ৪১২ জন।
Uttarakhand reports 412 new #COVID19 positive cases, taking the total number of cases to 15529. pic.twitter.com/ixh5Y6I5Yd
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৭.১২: করোনা আক্রান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। নিজেই টুইট করে সে খবর দিয়েছেন তিনি।
Haryana Chief Minister Manohar Lal Khattar tests positive for #COVID19. pic.twitter.com/Qn5kJ024Aa
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৬.৫০: দেশের একমাত্র করোনায় মৃত্যুহীন রাজ্য মিজোরাম। সে রাজ্যেও করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই।
Total number of cases now at 918 in Mizoram including 461 discharges, 457 active cases. No deaths reported in the state so far: Department of Information and Public Relations, Mizoram Govt pic.twitter.com/xRAWQ1nXV9
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৬.০৪: মনিপুরে ৪২ জন আধা সামরিক বাহিনীর জওয়ান-সহ নতুন করে করোনায় আক্রান্ত ১১৬জন। তবে সুস্থতার হার ভাল, ৬৯ শতাংশের বেশি।
116 new #COVID19 cases reported in Manipur including 42 personnel from CAPF. The total number of cases in the State stands at 5,362 including 1,423 central security personnel. The recovery rate is 69.24%: State Health Department pic.twitter.com/MXzuRWMTVb
— ANI (@ANI) August 24, 2020
সন্ধে ৬:সেপ্টেম্বরে সর্বভারতীয় JEE, NEET নিয়ে আপত্তি ডিএমকের। পড়ুয়াদের জীবনে ঝুঁকি আছে, জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি তামিলনাড়ুর ডিএমকে সভাপতি স্ট্যালিনের।
No decision shall be made in haste putting lives of students at stake. Govt shall act keeping well-being &future of students in mind. I request you to postpone JEE, NEET exams until #COVID19 is brought under control: DMK President MK Stalin in a letter to Union Education Minister
— ANI (@ANI) August 24, 2020
বিকেল ৫.৫৪: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত শিবু সোরেনকে ভরতি করা হল রাঁচির মেদান্ত হাসপাতালে।
Jharkhand Mukti Morcha (JMM) Chief and former Jharkhand CM, Shibu Soren admitted to Medanta hospital, Ranchi. (file pic) pic.twitter.com/P2xDWj3f1O
— ANI (@ANI) August 24, 2020
বিকেল ৫.৪৭: করোনা আবহে NEET, JEE নেওয়া হলে বিপদের মুখে পড়বে ছাত্রছাত্রীরা। সেপ্টেম্বরে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার দিন পুনর্বিবেচনার আরজি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিকেল ৫.৩৫: ধারাভিতে করোনা আক্রান্ত আরও দু’জন।
Today 2 new #COVID19 positive cases reported in Dharavi area of Mumbai today, taking the total number of cases to 2713. Number of active cases now at 83: Brihanmumbai Municipal Corporation (BMC) #Maharashtra
— ANI (@ANI) August 24, 2020
বিকেল ৪.৫৬: নাগাল্যান্ডে করোনা আক্রান্ত আরও ২৮ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।
28 new #COVID19 positive cases have been reported out of 587 samples tested. Also, state reports 102 recoveries of COVID-19 patients: S Pangnyu Phom, Health Minister of Nagaland
— ANI (@ANI) August 24, 2020
বিকেল ৪.৪০: আহমেদাবাদে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই সেখানকার কোভিড হাসপাতালগুলিকে ফের পুরনো অবস্থা ফেরাতে শুরু করল পুরসভা। এবার সেখানে সমস্ত রোগীরই চিকিৎসা হবে।
বিকেল ৪.১৮: করোনা আক্রান্ত আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েকের শারীরিক অবস্থার অবনতি। সকাল থেকে কমছে অক্সিজেনের মাত্রা। উদ্বেগপ্রকাশ করে টুইট গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। অন্য হাসপাতালে স্থানান্তরের ভাবনা।
Union Minister for AYUSH Shripad Naik is admitted to Manipal Hospital for last 10 days. From today morning his oxygen saturation has dropped. A team of doctors from AIIMS, Delhi will come here & decide on whether to shift Naik to Delhi for further treatment: Goa CM Pramod Sawant pic.twitter.com/TPFoCDN0Xc
— ANI (@ANI) August 24, 2020
দুপুর ৩.২৮: আগামী ১ সেপ্টেম্বর পুলিশ দিবস। ওই দিন মাস্ক নিয়ে জনগণকে সচেতনতা প্রচারে নামুক পুলিশ, পরামর্শ মুখ্যমন্ত্রীর।
দুপুর ৩.২৪: উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না কেন? প্রশাসনিক আধিকারিকদের প্রশ্ন মমতার। করোনা পরীক্ষা নিয়ে প্রকাশ করলেন উদ্বেগ।
দুপুর ৩.১৮: হুগলির জেলাশাসকের প্রতি অসন্তোষ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজ ঠিকমতো হচ্ছে না, পারফরম্যান্স সবচেয়ে খারাপ, বলে ভর্ৎসনা করেন। ক্ষোভ প্রকাশ HRBC’র ভূমিকা নিয়েও।
দুপুর ৩.১০: করোনা আবহে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। রয়েছেন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির প্রশাসনিক কর্তারা।
দুপুর ৩: সময়মতো বেতনের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ চুক্তিভিত্তিক কর্মীদের। মূলত এলাকার বাড়ি বাড়ি ঘুরে করোনা সমীক্ষা চালাচ্ছেন এঁরা।
West Bengal: Contractual health workers, working under Siliguri Municipal Corporation, who conduct door to door #COVID19 survey, protest outside civic body office in Siliguri, demanding the immediate release of their delayed salaries & the honorarium announced by the state govt pic.twitter.com/OrL0CZVHYq
— ANI (@ANI) August 24, 2020
দুপুর ২.৩০:মহারাষ্ট্র পুলিশে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে ১২০ জনের শরীরে মিলল জীবাণু। গত ২৪ ঘণ্টায় পুলিশ মহলে মৃত্যু হয়েছে একজনের।
120 more police personnel found #COVID19 positive & one died in the last 24 hours in Maharashtra. Total number of Corona positive police personnel in Maharashtra reaches 13,716 including 2,528 active cases, 11,049 recoveries & 139 deaths till date: Maharashtra Police pic.twitter.com/8P0qf3SfZj
— ANI (@ANI) August 24, 2020
দুপুর ১.৪২: পুদুচেরিতে করোনা পজিটিভের সংখ্যা ১০, ৮৫৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
#COVID19 cases in Puducherry at 10,859, including 3,753 active cases, 6,942 recoveries and 164 deaths. pic.twitter.com/a46W9gnkaD
— ANI (@ANI) August 24, 2020
দুপুর ১.৩০: হরিয়ানার বিধানসভার স্পিকার জ্ঞানচাঁদ গুপ্ত করোনায় আক্রান্ত। শারীরিক অবস্থা স্থিতিশীল, রয়েছেন হোম আইসোলেশনে।
Haryana Assembly Speaker Gian Chand Gupta has tested positive for COVID-19. He is in home isolation and his health is stable: Panchkula Civil Surgeon Jasjeet Kaur pic.twitter.com/yMlkKj4gRW
— ANI (@ANI) August 24, 2020
দুপুর ১.২২: বিজেপি রাজ্য সভাপতির গাড়িচালক করোনা পজিটিভ। আরও ৩ নিরাপত্তারক্ষীর জ্বর। চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত নিউটাউনের বাড়িতে কোয়ারেন্টাইনে দিলীপ ঘোষ।
দুপুর ১২.১০: নিউজিল্যান্ডের অকল্যান্ডে লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। বুধবার পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। প্রধানমন্ত্রীর আবেদন, বাড়িতে থেকেই সংক্রমণ কমান।
বেলা ১১.৫৮: পাটনায় আজ ৫০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতালের উদ্বোধন। মুজফ্ফরপুরেও তৈরি হবে একই হাসপাতাল। থাবে ১২৫ টি ICU বেড। খবর পিএমও সূত্রে।
500 bed hospital at Bihta, Patna to be inaugurated today & a 500-bed hospital at Muzaffarpur to be inaugurated soon. These hospitals have 125 ICU beds with ventilators & 375 normal beds each. Each bed has oxygen supply. Staff will be provided by Armed Forces Medical Services: PMO https://t.co/S4Z9eRBq0F pic.twitter.com/rAUzhZsnQI
— ANI (@ANI) August 24, 2020
বেলা ১১.৪৯: পাঞ্জাবের লুধিয়ানায় জোড়-বিজোড় ফর্মুলায় দোকানপাট খোলার সিদ্ধান্ত নিল পুলিশ। নিয়ম ভাঙলে ৫০০০ টাকা জরিমানা।
Punjab: Police mark shops with numbers in Ludhiana as the odd-even formula for opening of shops on weekdays kicks-in. “The odd and even-numbered shops will open on alternative days. A fine of Rs 5,000 will be imposed on the violators,” says sub-inspector Pawan Kumar. #COVID19 pic.twitter.com/dZRwzIymty
— ANI (@ANI) August 24, 2020
বেলা ১১.০৮: কর্ণাটকের উদুপির হাসপাতালে করোনায় মৃতদেহ বদল ঘিরে উত্তেজনা। পরিবারের হাতে তুলে দেওয়া হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের।
Karnataka: Family members of a patient protest at a hospital in Kundapura, Udupi after they allegedly received the wrong body of a person who died due to #COVID19
Patient’s brother Ravi says, “My brother’s body was given to a family from Kundapura & unknown body was given to us.” pic.twitter.com/d1sM8018o9— ANI (@ANI) August 24, 2020
সকাল ১০. ৪৩: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৫৮৫ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে মরুরাজ্যে কোভিড পজিটিভের সংখ্যা ৭১ হাজার পেরল।
Rajasthan reports 585 fresh #COVID19 cases and 6 deaths today till 1030 hours, taking the total cases to 71,194 including 961 deaths, 55,443 recoveries and 14,790 active cases: State Health Department pic.twitter.com/p92T8hEFvj
— ANI (@ANI) August 24, 2020
সকাল ১০:জম্মু-কাশ্মীরের বাইরের যে সব পূূণ্যার্থী বৈষ্ণোদেবী যাত্রা করছেন, তাঁদের কোভিড টেস্ট রিপোর্টে নেগেটিভ থাকা বাধ্যতামূলক। রিপোর্ট ছাড়া যাত্রা করা যাবে না, জানিয়ে দিল কর্তৃপক্ষ।
All devotees coming from outside J&K for Vaishno Devi Yatra require valid #COVID19 negative test report not more than 48 hours older at the time of arrival. Without negative test report, they won’t be allowed for the yatra: Ramesh Kumar, CEO, Mata Vaishno Devi Shrine Board, J&K pic.twitter.com/xGmiGHtGGm
— ANI (@ANI) August 24, 2020
সকাল ৯.৩৮: গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনা আক্রান্ত ৬১,৪০৮ জন। মৃত্যু হয়েছে ৮৩৬ জনের। বুলেটিনে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India reported 61,408 new COVID-19 cases, 57,468 recoveries and 836 deaths in the last 24 hours. With this, the total COVID-19 tally rises to 31,06,349 including 23,38,036 cured/discharged/migrated cases & 57,542 deaths: Union Ministry of Health pic.twitter.com/jzYnnHjTzt
— ANI (@ANI) August 24, 2020
সকাল ৯.২৫:কোভিড পজিটিভ হলেই থাকতে হবে কোভিড কেয়ার সেন্টারে। পাঞ্জাবের সাংরু জেলার এক গ্রামের বাসিন্দাদের সতর্ক করতে এভাবেই বোঝানো হল। এ নিয়ে গ্রামে সাময়িক উত্তেজনা।
#Punjab: We have convinced the villagers of Chathaa Nanhera in #Sangrur district that positive patients need to be kept at #COVID19 care centre. COVID19 sampling will also be done in the village, says Tajinder Singh, Senior Medical Officer (SMO) Kohrian pic.twitter.com/OIvtDHYoo8
— ANI (@ANI) August 24, 2020
সকাল ৯.১৭: মধ্যপ্রদেশে হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বছর চল্লিশের করোনা রোগীর। কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা। তিনি সম্প্রতি মানসিক সমস্যাতেও ভুগছিলেন বলে পরিবারের দাবি।
সকাল ৮.৩০: করোনা আবহে ৫ মাস পর ফের জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। আজ থেকে দু’দিন নবান্ন থেকেই ভারচুয়াল বৈঠকে ৯ টি জেলার কাজের খতিয়ান নেবেন তিনি।
সকাল ৮.০২: প্রতিষেধক তৈরির কাজ এখনও চলছে। তার মধ্যেই আপৎকালীন পরিস্থিতিতে তা প্রয়োগে সম্মতি দিল চিনের ভ্যাকসিন তৈরি সংক্রান্ত টাস্ক ফোর্স।
সকাল ৭: সপ্তাহ তিনেকেরও বেশি সময় পর ফের খুলে গেল তারাপীঠ মন্দির। সকাল থেকে ভক্তসমাগম হলেও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে তাঁদের প্রবেশ করানো হচ্ছে। হয়েছে মঙ্গল আরতি, পুজো দেওয়া চলছে দূরত্ব মেনে। লকডাউনে মন্দির বন্ধের পর রথযাত্রায় তা খুললে, সংক্রমণ বাড়ায় ফের তা বন্ধ করে দেওয়া হয়।
সকাল ৬.৩৮: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা। করোনা আবহে আসানসোলের রেলপাড়ের অনুষ্ঠানে ভিড়, শিকেয় দূরত্ববিধি। এ নিয়ে শুরু সমালোচনা।
West Bengal: A large number of people gathered amid COVID-19 pandemic at Railpar area of Asansol yesterday, for an event wherein state’s Law Minister, Moloy Ghatak felicitated toppers of Madhyamik Pariksha and Higher Secondary exams this year. pic.twitter.com/aUXoleSfEO
— ANI (@ANI) August 23, 2020
সকাল ৬.০৫: করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্লাজমা থেরাপিতে সবুজ সংকেত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের ‘চিনা ভাইরাস’ বলে উল্লেখ করলেন তিনি। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ছাড়পত্র দিলেন। করোনার দাপটে সবচেয়ে বিধ্বস্ত মার্কিন মুলুক।
Today I am pleased to make a truly historic announcement, in our battle against China virus, that will save countless lives. The FDA (Food and Drug Administration) has issued an emergency use authorisation for a treatment known as convalescent plasma: US President Donald Trump pic.twitter.com/n6H86nEwTf
— ANI (@ANI) August 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.