ভারতে আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকে করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে। দেশে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৭৩জনের। বাংলায় করোনা আক্রান্ত ১৩,০৯০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২৯ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: জলপাইগুড়িতে করোনার প্রথম করোনার বলি এক বৃদ্ধ। কয়েকদিন ধরে শ্বাসকষ্ট-সহ করোনার একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
রাত ৯.১০: এবার কলকাতা পুরসভার সদর দফতর পুরভবনেই করোনার থাবা। আক্রান্ত হলেন পুরসভার এক কর্মী।সন্ধে ৮.৩০: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৩ হাজারের গণ্ডি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০২ জন।
সন্ধে ৭.৩০: হাওড়া পুলিশ কমিশনারটে কর্মরত আরও এক পুলিশ কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। কোয়ারেন্টাইনে পরিবারের ১১ জন সদস্য।
সন্ধে ৬.১৫: একসময়ে বউবাজারে পরপর বাড়ি ভেঙে পড়ার জেরে আটকে গিয়েছিল কাজ। পরে করোনার জন্য কাজ আটকে যায়। অবশেষে তিন মাস পরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ।
বিকেল ৫.৪৫:কনজাংটিভাইটিসও করোনার উপসর্গ হতে পারে। বলছে কানাডার নতুন এক গবেষণা। এর ফলে চোখের বর্ণ বদলে যেতে পারে।
বিকেল ৫.০০: হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় মহারাষ্ট্রে আটক এক মহিলা।
বিকেল ৪.২০: চিন্তা বাড়াচ্ছে পুণে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫১৫ জন। ফলে ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩,৭৫০ জন।
দুপুর ৩.২০: জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ১৫ দিনের শিশুর। ফলে ভূস্বর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭৫।
দুপুর ২.৪৪: করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি।
Delhi Health Minister Satyendar Jain, who has tested positive for COVID19, put on oxygen support after his lung infection increases: Office of Delhi Health Minister
(file pic) pic.twitter.com/RLnOeky0W4— ANI (@ANI) June 19, 2020
দুপুর ২.০০: গোটা দেশে করোনা পরীক্ষার খরচ এক হওয়া উচিৎ। কেন্দ্র সরকারের উচিৎ এই মূল্য নির্ধারণ করা। মত সুপ্রিম কোর্টের।
দুপুর ১২.৩০: দিল্লিতে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিতে নীতি আয়োগের নেতৃত্বে নতুন কমিটি গঠন হয়েছে। কমিটি তৈরির নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কয়েকদিনে কনটেনমেন্টে জোনের প্রায় আড়াই লক্ষ মানুষের সমীক্ষা করা হয়েছে। জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।
দুপুর ১২.০০: মুম্বইয়ের ঘাটকাপোরে দই-হান্ডির অনুষ্ঠান করা হবে না। জানালেন বিজেপি নেতা তথা অনুষ্ঠানের মূল আয়োজক রাম কদম।
বেলা ১১.৪৫ : আজ থেকে চেন্নাইতে কড়াভাবে লকডাউন জারি। পরিস্থিতির উপর নজর রাখতে উড়ছে ড্রোন।
বেলা ১১.২০: উত্তরপ্রদেশের সমস্ত জেলায় করোনা পরীক্ষার ল্যাবরেটরি তৈরির ব্যবস্থা করার নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
বেলা ১১.০০: জম্মু কাশ্মীরে আরও দুজনের মৃত্যু।
সকাল ১০.৩০: ওড়িশায় আক্রান্ত আরও ১৬৫ জন। সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪,৬৭৭
সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১৩, ৫৮৬ জন। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৮০,৫৩২। একই সময় মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২,৫৭৩।
India reports the highest single-day spike of 13,586 new #COVID19 cases and 336 deaths in last 24 hours. Total number of positive cases now stands at 3,80,532 including 1,63,248 active cases, 2,04,711 cured/discharged/migrated & 12,573 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/JuwHD8X6OE
— ANI (@ANI) June 19, 2020
সকাল ৮.২০: গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে। হিসেব বলছে, এক দিনে ১৪ হাজার জন সংক্রমিত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে। যোগীর রাজ্য ক্রমাগত হটস্পট হয়ে উঠছে।
সকাল ৮.১৫: ছন্দে ফিরছে জীবন। পাঁচমাস পরে খুলল হংকংয়ের ডিজনিল্যান্ড। মানতে হবে কড়া বিধি নিষেধ।
সকাল ৮.১০: দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ। তাই মোবাইল ল্যাবরেটরিতে হবে করোনা পরীক্ষা। জানাল কেন্দ্র।
সকাল ৮.০০: চিনে দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩২ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.