Advertisement
Advertisement
করোনা

বেডের পাশে অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে, দিল্লির কোভিড হাসপাতালের জন্য নয়া নির্দেশ

করোনা পরিস্থিতি জটিল হওয়ার ফলে এই সিদ্ধান্ত।

#COVID19 hospitals to make oxygen facility available
Published by: Paramita Paul
  • Posted:June 11, 2020 8:22 am
  • Updated:June 12, 2020 9:14 am

আনলক ওয়ানে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। তার মধ্যেই দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯। মৃত্যু হয়েছে ৮,১০২ জনের। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৭৬৮জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৪২ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩৫: কোভিড হাসপাতালের সমস্ত বেডের পাশেই রাখতে হবে অক্সিজেনের বন্দোবস্ত, নির্দেশ দিল্লির সরকারের। 

Advertisement

রাত ৯.০৯: স্নাতক এবং স্নাতকোত্তরের সমস্ত স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল ওড়িশা প্রশাসন। 

রাত ৮.৩৬: একদিনে সর্বোচ্চ সংক্রমণ মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬০৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭ হাজার ৬৪৮। 

রাত ৮.০৬: করোনা আক্রান্ত হলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়ানের চার কর্মী। তাঁরা আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কলকাতার বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলার কাজ করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাঁরা ছিলেন কোয়ারেন্টাইনে। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তা জানার পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়ানের নদিয়ার হরিণঘাটার ক্যাম্পের অন্যান্য কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। 

সন্ধে ৭.৫০: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৪০ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭৬৮। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪৪২ জন।

Corona

সন্ধে ৬.৩২: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত আইটিবিপির এক জওয়ান। এই নিয়ে মোট ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন।  

সন্ধে ৬.০২: মুম্বইয়ের ধারাভিতে করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত ২০ জন। 

বিকেল ৫.১৫: ৩০ জুন পর্যন্ত দিল্লির জামা মসজিদ বন্ধ থাকছে।

বিকেল ৫.০৫: কর্ণাটকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হল।

বিকেল ৫.০০: ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। তবে দেশে আরও কয়েক মাস করোনা থাকবে। তাই কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

বিকেল ৪.০৬: ভারতে সুস্থ হয়ে ওঠার হার ৪৯.২১ শতাংশ। জানাল আইসিএমআর।

বিকেল ৩.০৭: সোমবার থেকে বেলুড় মঠ খুলছে। ১০ জন মন্দিরে ঢুকতে পারবেন। তবে ভিতরে বসে ধ্যান করা যাবে না। ফুল-মিষ্টি নিয়ে ঢোকা চলবে না। 

দুপুর ২.৫০: করোনার জেরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ২৪৯ জন সাজাপ্রাপ্ত বন্দিকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে। ৫৮৬ জন বিচারাধীন বন্দিকে জামিন দেওয়া হয়েছে।

দুপুর ১.২০: কেরলে বাড়ছে সংক্রমণ। তাই শবরীমালা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুর ১২.৫৮: হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত।

দুপুর ১২.১৪: করোনায় আক্রান্ত এনআরএসের এক চিকিৎসক। বুধবার রাতেই তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তখনই হাসপাতালের তরফে তাঁকে বেলেঘাটা আইডিতে ভরতি করার কথা বলা হয়। কিন্তু রাজি হননি সেই চিকিৎসক। বৃহস্পতিবার সকালে পরিস্থিত খারাপ হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডিতেই ভরতি হতে হল তাঁকে।

বেলা ১১.২০: ৫৪০ সিআরপিএফ কর্মী করোনা আক্রান্ত।

সকাল ১০.৪০: সেপ্টেম্বরের শেষে আমেরিকায় মৃত্যুর সংখ্যা দুলক্ষ টপকে যেতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা।

সকাল ৯.৪৩ : গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৯৯৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।


সকাল ৯.৪০: মেক্সিকোতে মৃত্যু ছাড়াল ১৫ হাজারের গন্ডি।
সকাল ৯.৩৫: দীর্ঘ আড়াই মাস পর আজ থেকে খুলছে দীঘার হোটেলগুলি।
সকাল ৯.৩০: সোনু সুদের পর এবার অমিতাভ বচ্চন। মুম্বইয়ে আটকে থাকা উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের জন্য চারটি বিমানের ব্যবস্থা করলেন  বিগ বি।

সকাল ৯.২০: দিল্লির কাটুরবা হাসপাতালে রেসিডেন্ট ডাক্তারদের গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি।গত তিন মাস ধরে তাঁরা বেতন পায়নি বলে অভিযোগ। বেতন ছাড়া আর একদিন কাজ করতে তাঁরা রাজি নয় বলে জানিয়েছেন।

সকাল ৮.৩০: রাষ্ট্রসংঘের সদর দপ্তর খুলবে তিন ধাপে। গত মার্চ থেকে বন্ধ ছিল এই দপ্তর।
সকাল ৮.২০: বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লক্ষ ১৮ হাজার।
সকাল ৮.১০: করোনা পরিস্থিতিতে ভারতে কর আদায়ের ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ কোটি টাকার ক্ষতি হতে পারে।

সকাল ৮.০০: দিল্লিতে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়াল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement