আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪২ লক্ষ ৮০ হাজার ৪২৩ জন। মৃত্যু হয়েছে ৭২ হাজার ৭৭৫ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১ লক্ষ ৮৬ হাজার ৯৫৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৬৭৭ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০. ৩৫: করোনা মোকাবিলায়ে নেমে মৃত অস্থায়ী কর্মীদের পরিজন বা নিকট আত্মীয়কে স্থায়ী চাকরি দিল কলকাতা পুরসভা। অন্য পুরসভার অস্থায়ী কর্মীদের মৃত্যু হলেও নিকট আত্মীয়কে স্থায়ী চাকরি দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি মেনেই বাস্তাবায়িত হবে বলে জানা গিয়েছে।
রাত ১০.০০: দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা ছাড়াল ৫ কোটির গণ্ডি।
#COVID19 tests in India crossed 5 crore mark on 7th September 2020. With average testing of more than 10 lakhs per day in the last 10 days, India has tested 5,06,50,128 samples across the country till 7th September 2020: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/ynuhwcpXqk
— ANI (@ANI) September 8, 2020
রাত ৯. ৪৫: রাজস্থানে নতুন করে সংক্রমিত ১,৫৯০ জন।
1,590 new COVID-19 positive cases and 13 deaths reported in Rajasthan till 8.30 pm today. Total number of cases now at 94,126 including 15,090 active cases and 1,164 deaths: State Health Department pic.twitter.com/PwrzBYBd2r
— ANI (@ANI) September 8, 2020
রাত ৯. ২৭: গোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ৬৩০।
#COVID19 positive cases in Goa rise to 21,630 including 4,499 active cases, 16,875 recovered cases and 256 deaths: State Health Department pic.twitter.com/bZXEqyoPNV
— ANI (@ANI) September 8, 2020
রাত ৯.১২: ২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে স্কুল। তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইনস জারি করল স্বাস্থ্যমন্ত্রক।
Students of class 9-12 will be permitted to visit their school on voluntary basis for taking guidance from teachers. It’ll be subject to written consent of their parents/guardians. Such visits & teacher-student interaction must be organized in a staggered manner: Health Ministry pic.twitter.com/QfTItiANxw
— ANI (@ANI) September 8, 2020
রাত ৮.৫৪: কর্ণাটকে একদিনে আক্রান্ত ৭ হাজার ৮৬৬ জন।
7,866 new #COVID19 cases and 146 deaths reported in Karnataka in the last 24 hours. There are 4,12,190 cases in the State now, including 3,08,573 discharges and 96,918 active cases: State Health Department pic.twitter.com/FX5x1n780I
— ANI (@ANI) September 8, 2020
রাত ৮.৪৫: ফের উর্ধ্বমুখী দিল্লির করোনার গ্রাফ। একদিনে সংক্রমিত ৩ হাজারের বেশি।
Delhi records 3609 new #COVID19 cases, 1756 cases that were recovered/discharged/migrated and 19 deaths. The total cases in the national capital rise to 1,97,135including 1,70,140 that were recovered/discharged/migrated and 4,618 deaths. Active cases stand at 22377: Delhi Govt pic.twitter.com/RtwjDAg1Cb
— ANI (@ANI) September 8, 2020
রাত ৮.২৩: একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৯১ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।
রাত ৮.০০: মধ্যপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১৮৬৪ জন।
1,864 new COVID-19 cases and 20 deaths reported in Madhya Pradesh today. Total cases now at 77,323 including 1,609 deaths and 17,205 active cases: State Health department pic.twitter.com/a7ZOtxeRrq
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৭.৫০; পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২ হাজার জন।
Punjab reports 1964 new #COVID19 cases, 67 deaths and 2307 discharges today. The total cases in the state rise to 67,547, including 1990 deaths and 49,327 cured: Government of Punjab pic.twitter.com/VwLQ29hPlC
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৭.৪০: উত্তরাখণ্ড একদিনে করোনা আক্রান্ত ৬৫৮ জন।
Uttarakhand records 658 new #COVID19 cases; 427 patients treated/cured today. The total COVID tally in the state rises to 26,094, including 17,473 recoveries and 360 deaths. Active cases stand at 8,184: Uttarakhand State Control Room pic.twitter.com/NsTO7gfart
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৭.১৫: অন্ধ্র প্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজারের বেশি।
10,601 new #COVID19 positive cases and 73 deaths reported in Andhra Pradesh today. Total number of cases now at 5,17,094 including 96,769 active cases, 4,15,765 recoveries and 4,560 deaths: State COVID-19 nodal officer pic.twitter.com/Ybr7kecseC
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৭.১০: মণিপুরে একদিনে করোনা আক্রান্তে ৯৬ জন।
Manipur reports 96 new #COVID19 positive cases, 126 recoveries & 1 death, in the last 24 hours. Total number of cases now at 7202 including 5484 recoveries, 1679 active cases and 39 deaths. The recovery rate is 76.14%: State Govt pic.twitter.com/OkHxTwkA4k
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৭.০০: পিছিয়ে গেল জম্মু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনক্ষণ। ৯, ১০ ও ১১ তারিখ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলেও খবর।
The main campus of University of Jammu shall remain closed on September 9, 10 and 11, so all examinations of the University scheduled on these dates stand postponed. Fresh dates for holding such exams will be notified separately: University of Jammu #COVID19 pic.twitter.com/DCG9FAiH1r
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৬. ৪৯: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজারেরও বেশি।
Tamil Nadu records 5,684 new #COVID19 cases and 87 deaths today; 6,599 people discharged. The total positive cases in the state rise to 4,74,940, including 4,16,715 discharged and 8,012 deaths: State Health Department pic.twitter.com/Nw0vhv97Kj
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৬.২৪: জম্মু কাশ্মীরে একদিনে করোনা আক্রান্ত ১৩৫৫ জন।
J&K records 1355 new #COVID19 cases today – 570 in Kashmir & 785 in Jammu division; 491 recoveries also recorded – 417 in Kashmir & 74 in Jammu division. Total cases in the UT rise to 45,925, including 33,251 cases of recovery & 815 deaths. Active cases stand at 11,859: J&K Govt pic.twitter.com/9k593HQcKi
— ANI (@ANI) September 8, 2020
সন্ধে ৬.০৫; কেরলে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার জনের বেশি।
Kerala reports 3,026 new #COVID19 positive cases and 1,862 recoveries. Active number of cases now at 23,217; so far 68,863 patients have recovered. pic.twitter.com/c8csGjw2pB
— ANI (@ANI) September 8, 2020
বিকেল ৫.০০: দেশের পাঁচটি রাজ্যে ৮০ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটছে। দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু।
বিকেল ৪.৪০: মিলছে না বেতন। এমনকী, অন্যান্য সুযোগ-সুবিধাও অমিল। এই অভিযোগ তুলে পুণের কোভিড কেয়ার সেন্টারের ৮০ জন করোনা যোদ্ধা ইস্তাফা দিলেন মাত্র ১৪ দিনে।
বিকেল ৪.২০: দেশে করোনায় মৃত্যুহার নিম্নমুখী। দাবি স্বাস্থ্যমন্ত্রকের। এদিন জানানো হয়েছে, আগস্টের প্রথম সপ্তাহে এই হার ছিল ২.১৫ শতাংশ। বর্তমানে সেই হার দাড়িয়েছে ১.৭০ শতাংশে।
Case fatality rate is continuously declining. It was at 2.15% in the first week of August, now it stands at 1.70%: Rajesh Bhushan, Secretary, Union Health Ministry #COVID19 pic.twitter.com/9g7cIoJOHG
— ANI (@ANI) September 8, 2020
বিকেল ৪.০০: দিল্লিতে প্রেসক্রিপশন ছাড়া করোনা পরীক্ষা করাতে বিশেষ ব্যবস্থার নির্দেশ দিল হাই কোর্ট। বেসরকারি ল্যাবে প্রতিদিন এ ধরণের ২ হাজার নমুনা পরীক্ষা করতে পারবে।
দুপুর ৩.১৭: মরক্কোর কাসাব্ল্যাংকাতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হল স্কুলও।
দুপুর ৩.০৩: মহামারীর মধ্যে পাখির চোখ নির্বাচন। বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকে বসেছেন তামিলনাড়ুর মন্ত্রী তথা এআইডিএমকে নেতা ডি জয়াকুমার।
Tamil Nadu Minister & All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) leader D Jayakumar today convened a party meeting to begin booth level election preparation amidst #COVID19 pandemic, at Otteri in Chennai. pic.twitter.com/97au0EGL7i
— ANI (@ANI) September 8, 2020
দুপুর ২.৫০
দুপুর ২.০০: সড়ক টু সিনেমার তুম সে হি গানের শিল্পী লীনা বোস করোনা আক্রান্ত।
দুপুর ১.১২: গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ২৮ জন।
Himachal Pradesh reports 28 new #COVID19 positive cases in the last 24 hours, taking the total number of positive cases in the state to 7,703 including 2,267 active cases, 5,366 recoveries and 57 deaths: State Health Department pic.twitter.com/PMGJZQS5mw
— ANI (@ANI) September 8, 2020
বেলা ১১.১৫: করোনা আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। ভরতি বেসরকারি হাসপাতালে।
বেলা ১১.১৩: করোনা সংক্রমণের জেরে উত্তরাখণ্ডে বন্ধ ৮টি সরকারি দপ্তর।
Uttarakhand: Eight departments including health, agriculture and horticulture at the Uttarakhand Secretariat sealed, after four people including a secretary and a joint secretary tested positive for COVID19.
— ANI (@ANI) September 8, 2020
বেলা ১১.০৫: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ৩৪৮ জন পুলিশকর্মী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের।
348 more Maharashtra police personnel tested #COVID19 positive while 1 died, in the last 24 hours. Total number of positive cases in the police force rise to 17,439 including 3,225 active cases, 14,037 recoveries & 177 deaths till date: Maharashtra Police pic.twitter.com/nogwUwckkR
— ANI (@ANI) September 8, 2020
সকাল ১০.৪২: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২১ জন।
Rajasthan reports 721 new #COVID19 cases and 7 deaths in the last 24 hours, taking the total number of positive cases in the state to 93,257 including 1,158 deaths, 76,467 recoveries and 15,632 active cases: State Health Department pic.twitter.com/i4KKlCHt4L
— ANI (@ANI) September 8, 2020
সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৫ হাজার ৮০৯ জন। মৃত্যু হয়েছে ১,১৩৩ জনের।
Single-day spike of 75,809 new #COVID19 cases & 1,133 deaths reported in India, in the last 24 hours.
The total case tally stands at 42,80,423 including 8,83,697 active cases, 33,23,951 cured/discharged/migrated & 72,775 deaths: Ministry of Health pic.twitter.com/3H9bu3Ygis
— ANI (@ANI) September 8, 2020
সকাল ৮.৫৯: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫ কোটি ৬ লক্ষ ৫০ হাজার ১২৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। সোমবার ১০ লক্ষ ৯৮ হাজার ৬২১ জনের কোভিড টেস্ট হয়েছে, জানাল ICMR।
A total of 5,06,50,128 samples tested up to 7th September 2020. Of these, 10,98,621 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/xuZVwX7bU8
— ANI (@ANI) September 8, 2020
সকাল ৮.৩৭: সেফটি ট্রায়াল এবং কোয়ালিটি টেস্টে নেই কোনও ত্রুটি। প্রথম দফায় করোনার টিকা নিয়ে এল রাশিয়া।
সকাল ৮.০৮: আনলক ফোরে সোমবারই শুরু হল দিল্লি মেট্রো পরিষেবা। প্রথম দিনে অন্তত ১৫ হাজার যাত্রী মেট্রো চড়েছেন।
সকাল ৭.০৬: মিজোরামে আক্রান্ত আরও ৯ জন।
Mizoram reported nine COVID-19 cases yesterday, taking total cases to 1,123 including 732 discharges and 391 active cases. No death due to the disease has been reported in the state so far: State Health Department pic.twitter.com/73Nv37SjLs
— ANI (@ANI) September 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.