Advertisement
Advertisement

Breaking News

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, সামাল দিতে বেঙ্গালুরুতে বদলাচ্ছে লকডাউনের নিয়ম

বদল আসবে নাইট কারফিউয়ের সময়েও।

Corona LIVE UPDATE: Coronavirus cases spike, lockdown declared in Mirik

ছবি: প্রতীকী

Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 27, 2020 8:18 am
  • Updated:June 28, 2020 8:11 am  

দেশে আনলক ওয়ান পর্বের মধ্যেই বাড়ছে  করোনা আক্রান্তের সংখ্যা। ফলে উদ্বেগ বাড়ছে সকলেরই। এখনও পর্যন্ত দেশে ৫লক্ষ ৮হাজার ৯৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫হাজার ৬৮৫জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭১১ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২৯ জনের। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল মন্ত্রক। যদিও বিশেষ ট্রেন যেমন চলছিল, তেমনই চলবে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৩০: অসমে করোনা থেকে সুস্থতার হার ৭০ শতাংশ।

Advertisement

রাত ১০.২০: বিহারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২১ জন। ফলে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা ন’হাজার ছাড়াল।

রাত ১০.০০: গত ২৪ ঘণ্টায় লেহ-তে আক্রান্ত ১৪ জন। ফলে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৫।

রাত ৯.৩০: কর্ণাটকে করোনা আক্রান্ত ৯১৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

রাত ৯.০০: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমিত পাঁচ হাজারের বেশি। মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছুঁইছুঁই।

রাত ৮.৩০: ৫ জুলাই থেকে প্রতি রবিবার বেঙ্গালুরুতে সম্পূর্ণ লকডাউন থাকবে। সোমবার থেকে বদল হবে নাইট কারফিউতের সময় বদল হবে। রাত ৮ টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

সন্ধে ৭,১৫: দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল।

সন্ধে ৬.১৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৫২১ জন।  ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,৭১১ জন। এই একই সময়ের মধ্যে  মৃত্যু হয়েছে ১৩ রোগীর। ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬২৯ জন।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৪ জন। ফলে রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০.৭৮৯ জন।

বিকেল ৫.২০: দিল্লির ছত্তারপুরের কোভিড কেয়ার সেন্টার রাধাস্বামী বিস পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিকেল ৪.৩০: বিধাননগর সাইবার পুলিশ স্টেশনের ৫ জন কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।

দুপুর ৩.৫০: করোনা চিকিৎসায় কেন্দ্র স্বল্পমূল্যের স্টেরয়েড ডেক্সামিথাসোন ব্যবহারের অনুমতি দিল।

দুপুর ৩.৩০: সংক্রমণের জেরে মিরিকে এক সপ্তাহের জন্য লকডাউন জারি মহকুমা প্রশাসনের। আগামী শুক্রবার পর্যন্ত চলবে লকডাউন।

দুপুর ২.৩০: প্রতি রবিবার করে কেরলে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

দুপুর ২. ০০: দেশের প্রায় ৩ লক্ষ মানুষ করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এপর্যন্ত দেশে সুস্থতার হার ৫৮ শতাংশ।

দুপুর ১. ৩০: ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে ৭৯৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।

বেলা ১২. ৪৫: দিল্লির কোভিড রোগীদের জন্য় ৪ হাজার অক্সিজেনের মাত্রা বৃদ্ধির যন্ত্র আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বেলা ১২. ০৭: ২৪ ঘণ্টায় রাজস্থানে ১২৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।

বেলা ১১. ৪৫: চিনের করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপে ট্রায়াল শুরু হওয়ার সম্ভাবনা বাংলাদেশে।

বেলা ১১. ৩৫: করোনা আবহেই কর্নাটকে ভূমি পুজো করে কেম্পেগৌড়ার মূর্তি নির্মাণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

বেলা ১১. ২৫: দিল্লির ১২ টি ল্যাবে ৪.৭ লক্ষ আরটি পিসিআর টেস্ট কিট পাঠায় আইসিএমআর। 

বেলা ১১. ০৫: কর্নাটকের কালাবুরাগিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সার্টিফিকেট দিতে স্কুলে ডাকা হয়। স্কুলে প্রবেশের আগে প্রতিটি পড়ুয়ার থার্মাল স্ক্রিনিং করা হয়। 

সকাল ১০. ২০: সংক্রমণ রোধে দিল্লিতে শনিবার থেকে গণ-নমুনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। 

সকাল ৯. ১০: ২৪ ঘণ্টায় দেশে ১৮,৫৫২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩৮৪ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ হাজার ৬৮৫ জন।

 

সকাল ৮. ৪০: বন্দে ভারত মিশনে একটি বিশেষ বিমানে প্যারিস থেকে কেরলে ফিরলেন বিদেশে আটকে থাকা ভারতীয়রা।

সকাল ৮: ভারতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার রাতেই মোট আক্রান্তের সংখ্যা পেরোল ৫ লাখের গণ্ডি।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement