ছবি: প্রতীকী
আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫০ লক্ষ ২০ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৮৫ হাজার ০৯৯ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ১২ হাজার ৪৩৩ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,১২৩ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩০: করোনা যুদ্ধে এ পর্যন্ত দেশে ৩৮২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সরকারকে জানাল কেন্দ্র সরকার।
রাত ১০.০৩: অসমে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৩৯৪ জন।
Assam reported 2,394 COVID-19 cases today, taking total cases to 1,48,969 including 1,16,900 recoveries, 31,555
active cases and 511 deaths: State Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/C6N51FEUOy— ANI (@ANI) September 16, 2020
রাত ৯.৫৫: লাদাখে একদিনে করোনা আক্রান্ত ৩৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
The Union Territory of Ladakh reported 36 new COVID-19 cases and two deaths today; 19 patients cured and discharged: Department of Information & Public Relations, Ladakh pic.twitter.com/MTMMnN846y
— ANI (@ANI) September 16, 2020
রাত ৯.৩৭: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সে খবর জানালেন। গতকাল চেকআপের সময় তাঁর লালারস পরীক্ষা করা হয়। আপাতত সুস্থই রয়েছেন মন্ত্রী। রয়েছেন হোম আউসোলেশনে। তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
Yesterday, I was feeling weak and consulted my Doctor. During the course of my check up, I have been tested COVID 19 positive. I am at present doing well with the blessings and good wishes of all. I have isolated myself.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 16, 2020
রাত ৯.০০: করোনা আক্রান্ত হলেন খড়গপুর মহকুমা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি জানালেন বুধবার সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন শুকনো কাশি ছাড়া তাঁর অন্য কোনও উপসর্গ নেই।
রাত ৮.৪০: শ্মশানে সাব-রেজিস্টারের কাছে লিখিত আবেদন করলে দাহ হওয়ার পর মিলবে করোনার মৃতের অস্থিভস্ম। শুধু তাই নয়, দাহ হওয়ার আগেই পরিবারের তরফে আবেদনপত্র জমা দিতে হবে পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে। তবেই সৎকার সম্পূর্ণ হওয়ার পর মাটির স্যানিটাইজ হাড়িতে করে বিনামূল্যে পাওয়া যাবে প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্ন।
রাত ৮.৩০: করোনায় মৃত্যুতে শবদেহ সৎকারে কেন্দ্র ও রাজ্য সরকারের পৃথক গাইডলাইন রয়েছে। তা সত্ত্বেও এ রাজ্যে করোনা রোগীর মৃতদেহ সৎকার নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। সমস্যা নিরসনে এবার রাজ্যে করোনায় মৃত্যুতে শবদেহ সৎকারে গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাই কোর্ট।
রাত ৮.১৫: ওড়িশায় নজির গড়ে একদিনে সুস্থ হলেন ৪১২১ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট সুস্থ হলেন এক লক্ষ ২৯ হাজার ৮৫৯ জন।
Highest single-day #COVID19 recovery recorded in Odisha with 4121 discharges today. The total number of recovered cases now stands at 1,29,859: Health & Family Welfare Department, Odisha
— ANI (@ANI) September 16, 2020
রাত ৮.০৫: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৩৭ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের।
রাত ৮টা: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত ১৫৪০ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ৩৫,৯৪৭।
সন্ধ্যা ৭.৫০: পিপিই, মাস্ক ও স্যানিটাইজার-সহ একাধিক চিকিৎসা সরঞ্জাম রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্র। বুধবার একথা জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
সন্ধ্যা ৭.২০: কেরলে ৩৮৩০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল আরও ১৪ জনের।
3,830 new #COVID19 cases, 2,263 recoveries & 14 deaths reported in Kerala in the last 24 hours. Count of active cases now stands at 32,709, while 84,608 patients have recovered till now: Chief Minister’s Office, Kerala
— ANI (@ANI) September 16, 2020
সন্ধ্যা ৭টা: জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত ১৫৯০ জন।
সন্ধ্যা ৬.৪০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ৮,৮৩৫ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের।
8,835 new #COVID19 cases, 10,845 recoveries & 64 deaths reported in Andhra Pradesh today. Total number of cases now at 5,92,760 including 90,279 active cases, 4,97,376 recoveries and 5,105 deaths so far: State Health Department pic.twitter.com/nIk3oqPGmi
— ANI (@ANI) September 16, 2020
সন্ধ্যা ৬.২০: হিমাচল প্রদেশে ফের আক্রান্ত ১৭৮ জন।
বিকেল ৫.৫০: গুয়াহাটি করোনা যুদ্ধে জয়ী হলেন ১০০ বছরের বৃদ্ধা। এই খবর জানিয়ে টুইট করেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
100-year-old Mai Handique recovers from COVID19 with the help of doctors at Mahendra Mohan Choudhury Hospital, Guwahati
She gives us a lesson in having right will power, tweets Assam Health Minister Himanta Biswa Sarma
(Pic source: Himanta Biswa Sarma’s Twitter) pic.twitter.com/b2S4Cz32A1— ANI (@ANI) September 16, 2020
বিকেল ৫.৩০: মণিপুরে নতুন করে আক্রান্ত ৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৯২৯ জনে।
বিকেল ৫টা: চণ্ডীগড়ে আজ থেকে চালু হল বাস পরিষেবা।
বিকেল ৪.৩০: করোনা ও বন্যার কারণ ক্ষতিগ্রস্ত অসমের চা ব্যবসায়ীরা।
দুপুর ৩.৩০: ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে ছাড়পত্র পেলেই ডা. রেড্ডিস ল্যাবরেটরিকে ১০০ মিলিয়ন Sputnik-V ডোজ সরবরাহ করবে রাশিয়া।
দুপুর ৩.২০: আক্রান্ত হলেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা।
Delhi BJP Chief Adesh Gupta tests positive for #COVID19
(file pic) pic.twitter.com/CvnvMJAGtK— ANI (@ANI) September 16, 2020
দুপুর ২.৩০: অন্য রাজ্য থেকে হিমাচল প্রদেশে প্রবেশের ক্ষেত্রে কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
COVID-19 negative certificate is not needed to enter Himachal Pradesh: Chief Minister Jai Ram Thakur pic.twitter.com/plNClhmme9
— ANI (@ANI) September 16, 2020
বেলা ২.০০: প্লাজমা দিলেন করোনাজয়ী চিকিৎসক ফুয়াদ হালিম।
বেলা ১. ৩৬: মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত ২৪৭ জন পুলিশ কর্মী।
247 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 2 died in the last 24 hours, taking the total number of infections in the state force to 20,003 including 3,728 active cases, 16,071 recovered cases and 204 deaths: Maharasthra Police pic.twitter.com/AG0ZxSrMr4
— ANI (@ANI) September 16, 2020
বেলা ১.০০: হিমাচল প্রদেশে নতুন করে সংক্রমিত ৭৬ জন।
Himachal Pradesh records 76 new #COVID19 cases today, taking the total positive cases in the state to 10,411 so far, including 3,875 active cases, 6,481 recoveries and 89 deaths: State Health Department pic.twitter.com/rTsu5hyzaZ
— ANI (@ANI) September 16, 2020
বেলা ১২. ১০: করোনা আক্রান্ত এক SIT আধিকারিক।
One of the members of SIT has tested positive for #COVID19. We just received antigen test report. In view of that, other members will be tested & protocol will be followed. Accordingly, we’ve sent back Shruti Modi who had joined investigation today: Narcotics Control Bureau (NCB) https://t.co/pl0bXSpDcw pic.twitter.com/XIM2AcsSjW
— ANI (@ANI) September 16, 2020
সকাল ১১. ৪০: করোনা আক্রান্ত কর্ণাটকের মন্ত্রী বাসভারাজ বম্মাই। নিজেই টুইটে একথা জানালেন তিনি।
Karnataka Home Minister Basavaraj Bommai tweets that he tested positive for #COVID19 and is in home isolation, being asymptomatic. pic.twitter.com/uTfy54RxxR
— ANI (@ANI) September 16, 2020
সকাল ১১.০০: ওড়িশায় একদিন সংক্রমিত ৪, ২৭০ জন।
4,270 new #COVID19 cases, 3,714 recoveries and 11 deaths reported in Odisha yesterday. The total number of cases now stands at 1,62,920 so far, including 1,25,738 recoveries, 36,473 active cases and 656 deaths: State Health Department
— ANI (@ANI) September 16, 2020
সকাল ১০.২০: রাজস্থানে নতুন করে সংক্রমিত ৮০২ জন।
802 new COVID-19 cases, 15 recoveries 7 deaths reported in Rajasthan today, taking total cases to 1,06,700 including 1,271 deaths and 17,541 active cases: State Health Department pic.twitter.com/RCEc4SVoms
— ANI (@ANI) September 16, 2020
সকাল ১০.০০: মহারাষ্ট্রে মোট সংক্রমিত ১০ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৭,০০০ জন।
সকাল ৯. ৩০: গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৯০, ১২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা পেরল ৫০ লক্ষের গণ্ডি।
India’s #COVID19 case tally crosses 50-lakh mark with a spike of 90,123 new cases & 1,290 deaths in last 24 hours.
The total case tally stands at 50,20,360 including 9,95,933 active cases, 39,42,361 cured/discharged/migrated & 82,066 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/94CuzPAAUi
— ANI (@ANI) September 16, 2020
সকাল ৯. ১০: তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ২,২৭৩ জন।
Telangana recorded 2,273 COVID-19 cases, 2,260 recoveries and 12 deaths yesterday, taking total cases to 1,62,844 including 1,31,447 recoveries, 996 deaths and 30,401 active cases: State Health Department pic.twitter.com/aWADGnFGHq
— ANI (@ANI) September 16, 2020
সকাল ৮. ৫৬: ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে মোট ৫, ৯৪, ২৯, ১১৫ জনের।
5,94,29,115 samples tested up to 15th September for #COVID19. Of these, 11,16,842 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/xPF2EIUcuP
— ANI (@ANI) September 16, 2020
সকাল ৮. ৪৫: মৃত্যুর ২ মাস পর করোনায় মৃতের দেহের সন্ধান পেলেন পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
সকাল ৮. ৩৫: আনলক ৪-এ খুলে দিল্লিতে খুলে গেল জিম। তবে সেখানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
As soon as a client comes in, we give them sanitiser & check their temperature, only then they are allowed. We’re not allowing more than 8 people on a floor in an hour. After every 2-2.5 hours, there is a break when all equipment is sanitised & gym is cleaned: Udit, Gym trainer https://t.co/jhvnECbZjt pic.twitter.com/YsrPGHjPZ5
— ANI (@ANI) September 16, 2020
সকাল ৮. ২০: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। কিন্তু করোনার কারণে ব্যবসায় মন্দা প্রতিমা কারিগরদের।
Tripura: Business of idol makers in Agartala remains affected ahead of Vishwakarma Puja, due to #COVID19 pandemic.
An idol maker says, “We are facing difficulties as we depend on festivals for our livelihood. There is very less work. It has become difficult for us to sustain.” pic.twitter.com/PB24XCwj7Y
— ANI (@ANI) September 15, 2020
সকাল ৮. ১৫: করোনার কারণে আশ্রয় হারিয়েছে অনেকের। তাঁদের কথা চিন্তা করে নিজের নির্মীয়মাণ একটি আবাসন দিয়ে দিলেন গুজরাটের এক ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, সামান্য কিছু অর্থের বিনিময়ে যতদিন প্রয়োজন যে কেউ সেখানে আশ্রয় নিতে পারেন।
Gujarat: Prakash Bhalani, a Surat based builder has accommodated 42 families who are facing financial crisis due to #COVID19 & are unable to pay rent, at his constructed buildings. He says, “We are charging Rs 1500 as maintenance fee. People can stay here as long as they want.” pic.twitter.com/APFWHaSaFx
— ANI (@ANI) September 16, 2020
সকাল ৮.০০: হরিয়ানায় নতুন করে করোনা সংক্রমিত ২,৪৯৩ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
Haryana reports 2,493 new #COVID19 cases and 26 deaths on September 15, taking the total number of cases to 98,622 including 77,166 recoveries and 1,026 deaths. There are 20,430 active cases: State Health Department pic.twitter.com/rvsz6pm96n
— ANI (@ANI) September 15, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.