ছবি: প্রতীকী
আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৪ লক্ষ ৬২০ জন। মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ২৫ হাজার ১৩৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৩৫৯ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৪০: ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল রাজ্যের কলেজে ভরতির সময়সীমা, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সময়সীমা। অনেক কলেজে আসন ভরতি না হওয়ায় দ্বিতীয় দফায় এটা বাড়ানো হল।
রাত ১০.৩০: অসমে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৭৯৫ জন।
1227 new #COVID19 cases and 1795 discharges reported in Assam today. The total cases in the state rise to 1,56,680 including 1,25,540 recoveries and 562 deaths. Active cases stand at 30,575: State Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/Ij8tdv575l
— ANI (@ANI) September 20, 2020
রাত ১০.০০: আগামিকাল থেকে খুলছে তাজমহল। মহামারী আবহে ছ’মাস বন্ধ ছিল সৌধ।
রাত ৯.৪৫: পিএম কেয়ার্স তহবিল থেকে প্রায় ৮৯৪ কোটি টাকা খরচ করে ৫০ হাজার মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর কেনা হয়েছে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
My ministry got Rs 893.93 crores from PM-CARES Fund for 50,000 made in India ventilators: Union Health Minister Harsh Vardhan in Lok Sabha during the discussion on COVID-19 pandemic https://t.co/07x1mKCMG6 pic.twitter.com/m8SCkaGWvj
— ANI (@ANI) September 20, 2020
রাত ৯.৩০: কেন্দ্র ৩০টি ভ্যাকসিনকে সহায়তা করছে। এর মধ্যে তিনটি অ্যাডভান্স স্টেজে পরীক্ষা চলছে। লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
145 vaccine candidates across the world are under pre-clinical evaluation, around 35 under clinical trials. In India we gave all support to 30 vaccine candidates -3 of these are in advanced trials of phase 1, 2 & 3; over 4 in advanced stages of pre-clinical trial: Health Minister pic.twitter.com/szYtzrYZQh
— ANI (@ANI) September 20, 2020
রাত ৯.০০: দুবাইয়ের পর এবার হংকংয়ে বন্ধ হল এয়ার ইন্ডিয়ার উড়ান। সে দেশের প্রশাসনের দাবি, হংকংয়ে নতুন ২৩জন আক্রান্তের মধ্যে বেশিরভাগই এয়ার ইনিডায়ার বিমানে এসেছেন। অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাত ৮.৩৬: গোটা দেশে দ্বিতীয় দফার সেরো সার্ভে শেষ হল। রিপোর্ট তৈরি হচ্ছে। জানাল আইসিএমআর।
রাত ৮.১৯: করোনা পরিস্থিতির জেরে বিচারব্যবস্থা কার্যত থমকে গিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন আদালতে মূলত জরুরি মামলাগুলি নিষ্পত্তি হচ্ছে। আদালতগুলি চালু হলেও স্বাভাবিক হতে এখনও ঢের সময় লাগবে বলে মনে করছে আইনি মহল। এই পরিস্থিতিতে এবার জন প্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির শুনানিতে জোর আনতে একটি বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।
রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৭৭ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের।
সন্ধে ৭.৪৯: চলতি মাসেই শেষ হচ্ছে করোনার বিমা। সেই বিমার মেয়াদ এক বছর বাড়ানোর আরজি জানালেন টিডিপি সাংসদ জয়দেব গাল্লা।
The insurance cover for COVID warriors is going to expire by end of this month. As many scientists, epidemiologists & doctors have been saying that the virus is going to stay for 1 or 2 years more, I urge that the insurance scheme be extended for 1 more year: TDP MP Jayadev Galla pic.twitter.com/J5Ls02uR6I
— ANI (@ANI) September 20, 2020
সন্ধে ৭.৪০: কাল থেকে মধ্যপ্রদেশে খুলছে স্কুল। স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের জন্য নিয়মাবলি জারি করল মধ্যপ্রদেশ সরকার।
Madhya Pradesh government issues standard operating procedure (SOP) for reopening of schools for students of Class 9 to Class 12 for taking guidance from teachers, starting tomorrow. pic.twitter.com/iqunhbz8dk
— ANI (@ANI) September 20, 2020
সন্ধে ৭.৩২: গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে করোনা আক্রান্ত ৮৭৮ জন।
Uttarakhand reports 878 new #COVID19 cases and 855 cured cases today. Total cases in the state rise to 40,963, including 27,828 recoveries and 491 deaths: State Control Room pic.twitter.com/yrNuERcKrw
— ANI (@ANI) September 20, 2020
সন্ধে ৭.১৮: কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ৮ হাজার ১৯১ জন।
Karnataka reports 8,191 new coronavirus cases, 8,611 discharges and 101 deaths, taking total cases to 5,19,537 including 4,13,452 discharges, 8,023 deaths and 98,043 active cases: State Health Department pic.twitter.com/micRnd1ivf
— ANI (@ANI) September 20, 2020
সন্ধে ৬.৫৫: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১৯৮ পুলিশ কর্মী।
198 police personnel tested positive for COVID-19 in Maharasthra in the last 24 hours, taking total infections in the police to 21,152 including 17,295 recoveries & 217 deaths: Police pic.twitter.com/NDxr6qVgNU
— ANI (@ANI) September 20, 2020
সন্ধ্যা ৬.২০: কেরলে নতুন করে আক্রান্ত ৪,৬৯৬ জন।
সন্ধ্যা ৬.১০: আক্রান্ত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা।
বিকেল ৫.২০: প্রয়াত হলেন অভিনেতা আদিত্য শীলের বাবা রবি শীল।
বিকেল ৪.৪০: উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্ত ৫,৮০৯ জন। মৃত্যু হয়েছে ৯৪ জনের।
Uttar Pradesh reports 5,809 new COVID-19 cases, 6,584 discharges and 94 deaths, taking active cases to 65,954, discharges to 2,83,274 and death toll to 5,047: State Health Department
— ANI UP (@ANINewsUP) September 20, 2020
বিকেল ৪.২০: সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীগুলির মোট ৩২ হাজার ২৩৮ সদস্য আক্রান্ত হয়েছে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। মৃত্যু হয়েছে ১০৫ জনের।
দুপুর ৩.৫০: আক্রান্ত হলেন উত্তরাখণ্ড বিধানসভার অধ্যক্ষ প্রেমচাঁদ আগরওয়াল।
Uttarakhand: State Assembly Speaker Premchand Aggarwal has tested positive for #COVID19.
The session of Uttarakhand Legislative Assembly is scheduled to be held on 23rd, 24th, and 25th September in Dehradun.
— ANI (@ANI) September 20, 2020
দুপুর ৩.৪০: দেশ থেকে অপুষ্টি দূর করতে নিজেদের মধ্যে একটি মউ চুক্তি করল নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এবং আয়ুষ মন্ত্রক।
Delhi: Ministry of Women and Child Development & Ministry of AYUSH sign a memorandum of understanding (MOU) for joint management of malnutrition. Women & Child Development Minister Smriti Irani also present. pic.twitter.com/v3KNKnVuCW
— ANI (@ANI) September 20, 2020
দুপুর ২.২০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সুস্থ হলেন ৯৪ হাজার ৬১২ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা পেরল ৪৩ লক্ষের গণ্ডি। সুস্থতার হার ৭৯.৬৮ শতাংশ।
India has reported high recoveries of over 94,000 for two successive days. 94,612 recoveries registered in the last 24 hours. With this, total recoveries crossed 43 lakh, Recovery Rate now touching 79.68%: Ministry of Health pic.twitter.com/g7V8CAiKYg
— ANI (@ANI) September 20, 2020
দুপুর ২টো: করোনা মোকাবিলায় মালদ্বীপকে ২৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা করল ভারত।
Today, India provided financial assistance of USD 250 million as budgetary support to the Government of Maldives to mitigate the economic impact of the COVID-19 pandemic: Embassy of India in Male pic.twitter.com/h7iDSVajTE
— ANI (@ANI) September 20, 2020
দুপুর ১.৪৫: ইংল্যান্ডে সেলফ্ আইসোলেশন না মানলে ১০ হাজার পাউন্ড জরিমানা, নির্দেশ বরিস জনসনের।
দুপুর ১.২৫: মহারাষ্ট্রে করোনাকে কুপোকাত করে সুস্থ হলেন ১০৬ বছরের বৃদ্ধা আনন্দীবাই পাটিল।
Maharashtra: A 106-year-old woman Anandibai Patil discharged today after recovery from Savlaram Kalyan-Dombivli Municipal Corporation (KDMC) COVID Hospital. pic.twitter.com/aEkRIjqAME
— ANI (@ANI) September 20, 2020
দুপুর ১২.৪৫: মারাঠাদের সংরক্ষণে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর প্রতিবাদে মুম্বইয়ের লালবাগ এলাকার রাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখাচ্ছে মারাঠা সম্প্রদায়ের প্রতিনিধিরা।
Mumbai: Members of Maratha Community stage protest in Lalbaug area against Supreme Court’s stay order on Maratha reservation; social distancing norms being followed during protest. pic.twitter.com/19hHuxrtV2
— ANI (@ANI) September 20, 2020
সকাল ১১.৪৫: করোনা আবহের মধ্যেই শ্রীনগরে পুলিশ ক্রিকেট লিগের উদ্বোধন করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
সকাল ৯.৪৫: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত ৯২,৬০৫ জন, মৃত ১১৩৩।
India’s #COVID19 case tally crosses 54-lakh mark with a spike of 92,605 new cases & 1,133 deaths in last 24 hours.
The total case tally stands at 54,00,620 including 10,10,824 active cases, 43,03,044 cured/discharged/migrated & 86,752 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/03PoM35kdm
— ANI (@ANI) September 20, 2020
সকাল ৮.৪৫: গোটা দেশে নজির গড়ে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হল ১২ লক্ষ নমুনা। এর ফলে এখনও পর্যন্ত মোট ৬.৩৭ কোটির বেশ নমুনা পরীক্ষা হয়েছ বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
In the last 24 hours, 12 lakh tests were conducted across the country which is an all-time record high. Total #COVID19 tests more than 6.37 crore: Ministry of Health pic.twitter.com/iB8yCcUVHD
— ANI (@ANI) September 20, 2020
সকাল ৮.৩০: ১৮৩ দিন বাদে খুলল বারাণসীর সঙ্কটমোচন মন্দিরের দরজা। একসঙ্গে ১০ জনের বেশি দর্শনার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
সকাল ৮.১৫: এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত ছত্তিশগড়ের রায়পুরে লকডাউন জারি করা হল। গোটা জেলাকেই কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করলেন। রায়পুরের কালেক্টার
Chhattisgarh: Raipur District Administration to impose lockdown from 21st September, 09.00 pm till 28th September, due to rising COVID19 cases. Raipur Collector S Bhartidasan has declared Raipur as a containment zone
— ANI (@ANI) September 20, 2020
সকাল ৮টা: সংক্রমণ রুখতে রাজস্থানের জয়পুর ও যোধপুর-সহ ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
In view of the increasing number of #COVID19 cases, Section 144 of the CrPC has been imposed in Jaipur, Jodhpur, Kota, Ajmer, Alwar, Bhilwara, Bikaner, Udaipur, Sikar, Pali and Nagaur districts. Ban on social or religious functions to continue till October 31: Rajasthan Govt
— ANI (@ANI) September 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.