Advertisement
Advertisement
Corona LIVE UPDATE

করোনা পরিস্থিতিতে বাংলার কলেজগুলিতে ভরতির সময়সীমা বাড়ানো হল

২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সময়সীমা।

Corona LIVE UPDATE: Bengal extends admission date for colleges । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:September 20, 2020 8:41 am
  • Updated:October 5, 2020 9:02 pm  

আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৪ লক্ষ ৬২০ জন। মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ২৫ হাজার ১৩৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৩৫৯ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.৪০: ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল রাজ্যের কলেজে ভরতির সময়সীমা, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সময়সীমা। অনেক কলেজে আসন ভরতি না হওয়ায় দ্বিতীয় দফায় এটা বাড়ানো হল।

Advertisement

রাত ১০.৩০: অসমে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৭৯৫ জন। 

রাত ১০.০০: আগামিকাল থেকে খুলছে তাজমহল। মহামারী আবহে ছ’মাস বন্ধ ছিল সৌধ। 

রাত ৯.৪৫: পিএম কেয়ার্স তহবিল থেকে প্রায় ৮৯৪ কোটি টাকা খরচ করে ৫০ হাজার মেক ইন ইন্ডিয়া ভেন্টিলেটর কেনা হয়েছে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

রাত ৯.৩০: কেন্দ্র ৩০টি ভ্যাকসিনকে সহায়তা করছে। এর মধ্যে তিনটি অ্যাডভান্স স্টেজে পরীক্ষা চলছে। লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। 

রাত ৯.০০: দুবাইয়ের পর এবার হংকংয়ে বন্ধ হল এয়ার ইন্ডিয়ার উড়ান। সে দেশের প্রশাসনের দাবি, হংকংয়ে নতুন ২৩জন আক্রান্তের মধ্যে বেশিরভাগই এয়ার ইনিডায়ার বিমানে এসেছেন। অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাত ৮.৩৬: গোটা দেশে দ্বিতীয় দফার সেরো সার্ভে শেষ হল। রিপোর্ট তৈরি হচ্ছে। জানাল আইসিএমআর।

রাত ৮.১৯: করোনা পরিস্থিতির জেরে বিচারব্যবস্থা কার্যত থমকে গিয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন আদালতে মূলত জরুরি মামলাগুলি নিষ্পত্তি হচ্ছে। আদালতগুলি চালু হলেও স্বাভাবিক হতে এখনও ঢের সময় লাগবে বলে মনে করছে আইনি মহল। এই পরিস্থিতিতে এবার জন প্রতিনিধিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির শুনানিতে জোর আনতে একটি বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।

রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৭৭ জন। মৃত্যু হয়েছে ৬১ জনের।

সন্ধে ৭.৪৯: চলতি মাসেই শেষ হচ্ছে করোনার বিমা। সেই বিমার মেয়াদ এক বছর বাড়ানোর আরজি জানালেন টিডিপি সাংসদ জয়দেব গাল্লা।

সন্ধে ৭.৪০: কাল থেকে মধ্যপ্রদেশে খুলছে স্কুল। স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের জন্য নিয়মাবলি জারি করল মধ্যপ্রদেশ সরকার।

সন্ধে ৭.৩২: গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে করোনা আক্রান্ত ৮৭৮ জন।

সন্ধে ৭.১৮: কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ৮ হাজার ১৯১ জন।

সন্ধে ৬.৫৫: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত  আরও ১৯৮ পুলিশ কর্মী। 

সন্ধ্যা ৬.২০: কেরলে নতুন করে আক্রান্ত ৪,৬৯৬ জন।

সন্ধ্যা ৬.১০:  আক্রান্ত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা।

বিকেল ৫.২০: প্রয়াত হলেন অভিনেতা আদিত্য শীলের বাবা রবি শীল।

বিকেল ৪.৪০: উত্তরপ্রদেশে নতুন করে আক্রান্ত ৫,৮০৯ জন। মৃত্যু হয়েছে ৯৪ জনের।

বিকেল ৪.২০: সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় স্বশস্ত্র পুলিশ বাহিনীগুলির মোট ৩২ হাজার ২৩৮ সদস্য আক্রান্ত হয়েছে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। মৃত্যু হয়েছে ১০৫ জনের।

দুপুর ৩.৫০: আক্রান্ত হলেন উত্তরাখণ্ড বিধানসভার অধ্যক্ষ প্রেমচাঁদ আগরওয়াল।

দুপুর ৩.৪০: দেশ থেকে অপুষ্টি দূর করতে নিজেদের মধ্যে একটি মউ চুক্তি করল নারী ও শিশুকল্যাণ মন্ত্রক এবং আয়ুষ মন্ত্রক।

দুপুর ২.২০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে সুস্থ হলেন ৯৪ হাজার ৬১২ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা পেরল ৪৩ লক্ষের গণ্ডি। সুস্থতার হার ৭৯.৬৮ শতাংশ।

দুপুর ২টো: করোনা মোকাবিলায় মালদ্বীপকে ২৫০ মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা করল ভারত।

দুপুর ১.৪৫: ইংল্যান্ডে সেলফ্ আইসোলেশন না মানলে ১০ হাজার পাউন্ড জরিমানা, নির্দেশ বরিস জনসনের।

দুপুর ১.২৫: মহারাষ্ট্রে করোনাকে কুপোকাত করে সুস্থ হলেন ১০৬ বছরের বৃদ্ধা আনন্দীবাই পাটিল।

দুপুর ১২.৪৫: মারাঠাদের সংরক্ষণে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর প্রতিবাদে মুম্বইয়ের লালবাগ এলাকার রাস্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখাচ্ছে মারাঠা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

সকাল ১১.৪৫: করোনা আবহের মধ্যেই শ্রীনগরে পুলিশ ক্রিকেট লিগের উদ্বোধন করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।

সকাল ৯.৪৫: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত ৯২,৬০৫ জন, মৃত ১১৩৩।

সকাল ৮.৪৫: গোটা দেশে নজির গড়ে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হল ১২ লক্ষ নমুনা। এর ফলে এখনও পর্যন্ত মোট ৬.৩৭ কোটির বেশ নমুনা পরীক্ষা হয়েছ বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

সকাল ৮.৩০: ১৮৩ দিন বাদে খুলল বারাণসীর সঙ্কটমোচন মন্দিরের দরজা। একসঙ্গে ১০ জনের বেশি দর্শনার্থীকে মন্দিরে ঢুকতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

সকাল ৮.১৫: এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত ছত্তিশগড়ের রায়পুরে লকডাউন জারি করা হল। গোটা জেলাকেই কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করলেন। রায়পুরের কালেক্টার

সকাল ৮টা: সংক্রমণ রুখতে রাজস্থানের জয়পুর ও যোধপুর-সহ ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement