করোনা আতঙ্কে থরহরিকম্প গোটা বিশ্ব। পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে বলছেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। দুনিয়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছুঁইছুঁই। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি হয়েছে, যা মাথাব্যথা আরও বাড়াচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের (তিন বিদেশি-সহ সংখ্যাটা ৫৩)। মহারাষ্ট্রে মৃত্যুর হার সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে। অন্যদিকে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে আট লক্ষ। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার জনের। মৃতের সংখ্যা চিনকে টপকে গিয়েছে আমেরিকা। একদিনে সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী থেকেছে আমেরিকা। এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। আর ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.৪৫: কর্ণাটকে ২৪ ঘণ্টা নতুন করে করোনা আক্রান্ত ১৪ জন।
14 new #COVID19 positive cases confirmed in Karnataka in last 24 hrs, taking total number of cases to 124 including 3 deaths & 11 discharged. Of the active cases, 107 patients (including 1 pregnant woman) are in isolation at hospitals & are stable; 3 are in ICU: State Health Dept
— ANI (@ANI) April 2, 2020
সন্ধে ৮.৪৮: ইন্দোরে আশা কর্মীদের উপর হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ৭।
সন্ধে ৭.৩৬: লকডাউন পরবর্তী যে কোনও সময়ের জন্য় বিমানের টিকিট বুকিং করতে পারে এয়ারলাইন্স সংস্থাগুলি। জানিয়ে দিলেন অসামরিক বিমান প্রতিরক্ষা সচিব প্রদীপ সিং খারোলা।
সন্ধে ৭.১৬: নিজামুদ্দিনে তবলিঘির জমায়েতে থাকার কারণে স্বরাষ্ট্রমন্ত্রক ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করল।
गृह मंत्रालय द्वारा पर्यटक वीजा पर तब्लीगी गतिविधियों में लिप्त पाए जाने के कारण 960 विदेशियों को ब्लैक लिस्ट किया गया है और साथ ही उनका भारतीय वीजा भी रद्द कर दिया गया है।
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) April 2, 2020
সন্ধে ৭: নিজেদের একদিনের বেতন PM – CARES এ দিলেন বিএসএফ জওয়ানরা।
সন্ধে ৬.৪০: নিজামুদ্দিনের সমাবেশে অংশগ্রহণকারী ১৯০ জন চিহ্নিত হিমাচল প্রদেশে। সবাইকে পাঠানো হল কোয়ারেন্টাইনে।
সন্ধে ৬.১৫: অন্তত ২০০ কর্মীকে বরখাস্ত করতে পারে এয়ার ইন্ডিয়া, বাড়ছে আশঙ্কা।
সন্ধে ৬.১২: ফের নিজামুদ্দিনের সমাবেশের অন্যতম উদ্যোক্তা মৌলানা সাদকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ। আরও সাতজনকে পাঠানো হল নোটিস।
বিকেল ৫.৩০: লকডাউনের দশম দিনে ফের দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল ৯টা ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি। লকডাউনের নিয়ম কড়াভাবে মেনে চলার পরামর্শ দিতে পারেন জনগণকে।
বিকেল ৪.৪৮: রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যু বেড়ে ৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়ে ১৬ জন। যার জেরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। নবান্ন থেকে ঘোষণা চিকিৎসকদের।
বিকেল ৪.২০: লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে রাজ্যগুলির মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।
Union Home Secretary Ajay Bhalla has written to Chief Secretaries of all states asking them to take strict action on violation of lockdown measures. #Coronavirus pic.twitter.com/MAVAJzIQ14
— ANI (@ANI) April 2, 2020
বিকেল ৪.১৬: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিযায়ী শ্রমিকদের মানসিক সুস্থতার জন্য পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। রাজ্যগুলিকেও পরিষায়ী শ্রমিকদের সঠিক দেখভালের ব্যবস্থা করতে বলেছেম প্রধানমন্ত্রী নরেন্দ্র মে্াদি।
বিকেল ৪.১২: গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২৮ জন। ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৫১ জন। জানাল স্বাস্থ্যমন্ত্রক।
বিকেল ৪.১০: দেশে ১৫১ জন আক্রান্ত সুস্থ হয়েছেন। জানাল স্বাস্থ্যমন্ত্রক। গুজব রুখতেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। চালু হচ্ছে নয়া ইমেল আইডি।
দুপুর ৩.৫০: মহারাষ্ট্রকে ব়্যাপিড টেস্টের অনুমতি দিল কেন্দ্র। সে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা সর্বাধিক। বৃহস্পতিবার কেন্দ্র রাজ্যকে ব়্যাপিড টেস্টের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
দুপুর ৩.১৫: ‘দেশ করোনামুক্ত’, এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়ার মহামারি প্রতিরোধী দপ্তরের ডিরেক্টর পাক মায়ং সু। প্রসঙ্গত, প্রতিবেশি চিনে করোনা ছড়াতেই দেশে সীমান্ত সিল করে দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এমনকী আক্রান্তদের গুলি করে মেরে ফেরার খবরও এসেছিল সে দেশ থেকে।
দুপুর ৩.১০: স্পেনে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সে দেশে ৯৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেব প্রশাসনিক কর্তারা।
দুপুর ২.২০: স্বাস্থ্যবিমা ও গাড়ির বিমার রিনিউয়ালের জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।যাঁদের ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিমার টাকা জমা দেওয়ার দিন রয়েছে, তাঁদের সেই মেয়াদ বাড়িয়ে ২১ এপ্রিল করা হল।
দুপুর ২.১০: ধারাভিতে আক্রান্ত আরও এক। তিনি ওই এলাকায় সাফাইয়ের কাজে নিযুক্ত ছিলেন। বাড়ি ওরলি এলাকায়।
Second #COVID19 case confirmed in Dharavi, Mumbai. A 52-year-old BMC sanitization worker has been found positive for the virus, he resides in the Worli area but was posted at Dharavi for cleaning: Brihanmumbai Municipal Corporation (BMC) official #Maharashtra pic.twitter.com/mONNscpo81
— ANI (@ANI) April 2, 2020
দুপুর ১.১৫: সিবিএসই”র পথে হাঁটল রাজ্য।পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পরীক্ষা ছাড়াই সমস্ত পড়ুয়াকে পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিন্ধান্ত নেওয়া হয়েছে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দুপুর ১.০০: নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে রোহিঙ্গা যোগ। অনুষ্ঠানে হাজির ছিল ১০ রোহিঙ্গা। তাদের খোঁজ শুরু করেছে দিল্লি পুলিশ। এদিকে নিজামুদ্দিন এলাকা জীবাণুমুক্ত করলেন দিল্লির সাফাই কর্মীরা।
Delhi: Police personnel sanitize Nizamuddin Markaz area which emerged as a #coronavirus hotspot post Tablighi Jamaat event last month. 29 of those who attended this event have tested positive till now in the national capital as per Delhi Health minister, Satyendar Jain. pic.twitter.com/jhklP8VKdP
— ANI (@ANI) April 2, 2020
দুপুর ১২.৪৫: মার্চ মাসে যারা নিজামুদ্দিনে গিয়েছিলেন, তাঁদের নামের তালিকা তৈরি করছে দিল্লি পুলিশ।
দুপুর ১২.০৫: ভিডিও কনফারেন্সের মাধ্যমে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক চলছিল। সেখানে করোনা রুখতে লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এনিয়ে সোনিয়া গান্ধী বলেন, “লকডাউন অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু পরিকল্পনাহীনভাবে তা বাস্তবায়ন করেছে কেন্দ্র সরকার।”
We meet today in midst of an unprecedented health and humanitarian crisis. The magnitude of the challenge before us is daunting but our resolve to overcome it must be greater: Congress Interim President Sonia Gandhi at Congress Working Committee meeting (via video conferencing) pic.twitter.com/yhl6sycoP1
— ANI (@ANI) April 2, 2020
দুপুর ১২.০০: রাজ্যগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু প্রধানমন্ত্রীর। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
Prime Minister Narendra Modi holds meeting with Chief Ministers via video conferencing, on #COVID19 situation in the country. Home Minister Amit Shah & Defence Minister Rajnath Singh also present. pic.twitter.com/t0irTAXGc5
— ANI (@ANI) April 2, 2020
বেলা ১১.৪৫: ১৪ এপ্রিলের পরবর্তী সময়ে রেলের টিকিট অনেক আগেই বুক করা হয়েছে। এ নিয়ে নতুন কোনও ঘোষণা করা হয়নি বলে জানাল ভারতীয় রেলওয়ে।
Certain media reports have claimed that Railways has started reservations for the post-lockdown period. It is to clarify that reservations for journeys after 14th April were never stopped and is not related to any new announcement: Ministry of Railways #CoronaLockdown pic.twitter.com/zq1Tsq2Ljr
— ANI (@ANI) April 2, 2020
বেলা ১১.৪৩: চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সুরক্ষার দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
To fight #COVID19, there is no alternative to constant & reliable testing. Our doctors, nurses, & health workers need all the support. Personal Protection Equipment such as hazmat suits, N-95 masks must be provided to them on a war footing: Congress Interim President Sonia Gandhi https://t.co/nwYwcvyGKb
— ANI (@ANI) April 2, 2020
বেলা ১১.২৪: লাদাখে করোনায় আক্রান্ত আরও এক। সেখানকান সুনজাক গ্রামে আগেই দুজন আক্রান্ত হয়েছিলেন।গত ১৫ দিন ধরে কোয়ারান্টাইন রয়েছে গোটা গ্রাম। সেই গ্রামেই আক্রান্ত হলেন আরও একজন।
বেলা ১১.২০: মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্র। ধারাভিতে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ল আমজনতা।
বেলা ১১.০৫: ১৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তানেকর লকডাউন বাড়ানো হল।
বেলা ১১.০০: দি্ল্লিতে আরও ৩২ জন আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে ২৯ জন ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে এমনটাই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
32 people were tested positive yesterday in Delhi out of which 29 people had attended Tablighi Jamaat event in Nizamuddin. A total of 700 possibly infected & confirmed cases of #COVID19 are in different hospitals in Delhi: Health Minister Satyendar Jain pic.twitter.com/5u3blJwC3a
— ANI (@ANI) April 2, 2020
সকাল ১০.৪৫: রাজস্থানে আরও একজনের মৃত্যু হল। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল। কোমায় ছিলেন বলেও জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রোহিত কুমার সিং।
One person (85-year-old) from Alwar who had tested positive for #COVID19 has unfortunately died. He had a comorbid condition of brain stroke paralysis: Rohit Kumar Singh, Additional Chief Secretary, Rajasthan Health Department
— ANI (@ANI) April 2, 2020
সকাল ১০.৩০: করোনার গ্রাসে উত্তর-পূর্ব ভারতের আরও এক রাজ্য। অরুণাচলে প্রথম সংক্রমিতের হদিশ মিলল। তিনিও দিল্লির ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন বলে খবর। এই রাজ্যের আরও সাতজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁরাও দিল্লির নিজামুদ্দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
সকাল ১০.২০: গত ১২ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৩১টি। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৯৬৫। মৃত্যু হয়েছে ৫০ জনের।
Increase of 131 #COVID19 cases in the last 12 hours. Total number of #COVID19 positive cases rise to 1965 in India (including 1764 active cases, 151 cured/discharged/migrated people and 50 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/8WI0bQSz4T
— ANI (@ANI) April 2, 2020
সকাল ৯.৪৫: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শিখ ভক্তিগীতি গায়ক নির্মল সিং। বিদেশ যাত্রার রেকর্ড ছিল তাঁর। বুধবার সন্ধ্যে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটের সময় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।
সকাল ৯.৪০: গুজরাটে করোনা আক্রান্তের এক প্রৌঢ়ের (৫২) মৃত্যু হল। ১৯ মার্ট থেকে তিনি গুজরাটের এসএসজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিদেশযাত্রার রেকর্ড রয়েছে। ভাদোদরার কালেক্টর এস আগরওয়াল জানান, মৃতের পরিবারের চার সদস্যও আক্রান্ত হয়েছেন।
A 52-year-old #COVID19 patient lost his life today morning. He had a history of travel to Sri Lanka&was admitted to SSG Hospital, Vadodara on 19 March. 4 members of his family have also tested positive for the virus&are undergoing treatment: S Agarwal, Vadodara Collector #Gujarat
— ANI (@ANI) April 2, 2020
সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় আমেরি্কায় রেকর্ড মৃত্যু। একদিনে সে দেশে মৃত্যু হল ৮৮৪ জনের। যার জেরে মার্কিন মুলুকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ার পাঁচ হাজার।
সকাল ৯.২০: ভারতীয় নৌবাহিনী তরফে নতুন থার্মাল সেন্সর তৈরি করা হল।
Naval Dockyard, Mumbai has designed & developed its own handheld infrared-based temperature sensor. The instrument has been manufactured under Rs. 1000, through in-house resources (which is a fraction of the cost of the temperature guns in the market): Indian Navy pic.twitter.com/aDgcXxKLcF
— ANI (@ANI) April 2, 2020
সকাল ৯.১০: অসমে আরও তিনজন আক্রান্ত হলেন। তাঁরা সকলেই গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। এ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আক্রান্তরা সকলেই মার্চের মাঝামাঝি দিল্লিতে নিজামুদ্দিন এলাকায় ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন। উত্তরপূর্ব ভারতের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।
সকাল ৮.৫০: হরিয়ানায় আরও এক প্রৌঢ়ের (৬৭) মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত প্রৌঢ় পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে চিকিৎসাধীন ছিলেন। এমনটাই জানিয়েছেন আম্বালার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুলদীপ সিং।
A 67-year-old man from Ambala, Haryana who had tested positive for #COVID19 has lost his life at the Postgraduate Institute of Medical Education and Research (PGIMER) Chandigarh: Dr. Kuldeep Singh, Ambala Chief Medical Officer
— ANI (@ANI) April 2, 2020
সকাল ৮.১৫: মণিপুরে করোনায় আক্রান্ত হলেন আরও একজন। ফলে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। জানা গিয়েছে, তিনিও দিল্লির ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন। আক্রান্তদের সংস্পর্শে আসায় কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
One more #COVID19 positive case in Manipur who attended Tablighi Jamaat congregation at #NizamuddinMarkaz. The total number of positive cases in the state now stands at two. Some are at quarantine centres & under observation: N Biren Singh, Chief Minister of Manipur (file pic) pic.twitter.com/bjYKoJ9AxY
— ANI (@ANI) April 2, 2020
সকাল ৮.০০: মহারাষ্ট্রের ধারাভি এলাকায় কোভিড-১৯ (COVID-19) আক্রান্তের মৃত্যু হয়েছে। এটাই বসতি এলাকায় প্রথম মৃত্যু। এই ঘটনা মহারাষ্ট্র প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.