Advertisement
Advertisement
করোনা পরিস্থিতি

করোনা পরিস্থিতি: ফের পথ দুর্ঘটনা, বিহারে জখম ছয় পরিযায়ী শ্রমিক

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বাস।

Corona LIVE UPDATE 6 migrant labourer injured due to an accident in Bihar

ছবি:‌ প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:May 16, 2020 9:01 am
  • Updated:May 16, 2020 11:13 pm

সময়ের সঙ্গে সঙ্গে আরও নিজের মারণ ক্ষমতা বাড়িয়েই চলেছে  নোভেল করোনা ভাইরাস।  ভারত-সহ বিশ্বের একাধিক দেশে মৃত্যুমিছিল অব্যাহত। সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকার। এদিকে দেশে লকডাউনের হাফ সেঞ্চুরি পেরনোর পরও সংক্রমণ বাগে আসছে না। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ভারতে আক্রান্তের সংখ্যা  ৮৫,৯৪০। মৃত্যু হয়েছে ২৭৫২ জনের। পশ্চিমবঙ্গেও শনিবার পর্যন্ত ২৫৭৬ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। করোনায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.০০: বিশ্বের করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাল কলকাতাবাসী। বাংলার ঐতিহ্য হাওড়া ব্রিজে লাইট এন্ড সাউন্ড শো করা হয়। যেখানে  তাঁদের শ্রদ্ধা জানানো হয়। শনিবার ছিল বিশ্ব আলো দিবস। 

Advertisement


রাত ৯.৫৫:  ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকরা। বিহারের দানাপুরে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা। জখম অন্তত ছয় পরিযায়ী শ্রমিক। 

রাত ৯.৪০: মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার পার করল।

রাত ৯.৩০: রেশনের জন্য টানা ১১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক মহিলা। শেষপর্যন্ত কপালে জুটল পুলিশের লাঠিপেটা। ঘটনাস্থল নয়ডা। কাঠগড়ায় উত্তরপ্রদেশ পুলিশ।
রাত ৮.৪৩: ধারাভিতে করোনা আক্রান্ত আরও ৫৩ জন। ফলে এশিয়ার বৃহত্তম বসতি এলাকায় আক্রান্ত বেড়ে দাঁড়াল  ১১৯৮ জন।

রাত ৮.২০: এবার উলুবেড়িয়ার কুলগাছিয়ার প্রসাদপুরের বাসিন্দা এক পুলিশ কনস্টেবলের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেল।
রাত ৮.০০ : ফের করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল জেলার বেলদা থানার দাঁতন দুই নম্বর ব্লকের হরিপুর গ্ৰাম পঞ্চায়েতের বামনাসাই গ্ৰামে।
সন্ধে ৭.৫০: ভাটনগরে করোনা আক্রান্ত প্রসূতি যমজ সন্তানের জন্ম দিলেন। দুজনের সুস্থ।

সন্ধে ৭.৩০: গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও সাতজনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১৫ জন। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬০ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৭৬। সুস্থ হয়েছেন ৮৯২ জন।

সন্ধে ৭.১৩: সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষার সূচি আজও ঘোষণা করল না বোর্ড। টেকনিক্যাল কারণের জন্যই দিনক্ষণ ঘোষণা পিচিয়ে গেল বলে জানাল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
সন্ধে ৭.০০: পরিযায়ী শ্রমিকদের হেঁটে ফিরতে দেওয়া চলবে না। রাজ্যগুলিকে জানাল স্বরাষ্ট্র মন্ত্র্ক।

সন্ধে ৬.৩০: দিল্লিতে  রোহিনি জেলের ১৫ বন্দি করোনা আক্রান্ত।
সন্ধে ৬.১৫: তামিলনাড়ুর অসম ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের অসমে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছেন।

সন্ধে ৬.১০: দিল্লির ফ্লাইওভার ধরে যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরছিলেন, তাঁদের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

বিকেল ৫.৩৮: প্রতিরক্ষায় ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। নির্মলা সীতারমণের ঘোষণার পর প্রতিক্রিয়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। 

বিকেল ৫.০৯:  মহাকাশ গবেষণাতেও সরকারি নিয়ন্ত্রণ আংশিক ছাড়া হচ্ছে। PPP মডেলে কাজ হবে এবার, একই পদ্ধতি আণবিক গবেষণাও চলবে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বিকেল ৫.০৫: রাজ্যের বাস চালুর পক্ষে বাধা হচ্ছিল ভাড়া। কম যাত্রী নিয়ে বাস চালানোর জন্য বাড়তি ভাড়া নিয়ে মালিক ও যাত্রীদের দ্বিধাদ্বন্দ্বের মাঝে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন ঘোষণা – সরকারি ও বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া দিতে হবে না। 

বিকেল ৪.৫২: অসামরিক উড়ানের সময় ও জ্বালানি কমাতে জোর। আকাশপথ ব্যবহার নিয়ে নীতি সরলীকরণ করা হবে। আরও ৬টি বিমানবন্দরকে নিলাম করা হবে। আরও বিশ্বমানের বিমানবন্দ তৈরি হবে পিপিপি মডেলে। ১২ টি বিমানবন্দরে ১৩ হাজার কোটি বিনিয়োগ। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বিকেল ৪.৪০: প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ছে। ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ এফডিআইয়ের পক্ষে কেন্দ্র। সেইসঙ্গে আয় বাড়াতে বাজারে ছাড়া হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরির শেয়ার।

বিকেল ৪.৩০:  বেশ কিছু অস্ত্র  আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কেন্দ্র। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বিকেল ৪.২৪: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৭৬। মৃত্যু হয়েছে ২৩২ জনের। নবান্নে ভিডিও কনফারেন্সে ঘোষণা স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের।

বিকেল ৪: বিদেশি বিনিয়োগ টানতে কেন্দ্রীয় নীতি সংশোধনের পথে হাঁটছে কেন্দ্র। সাংবাদিক সম্মেলনে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উড়ান পরিষেবা,  কয়লাখনি-সহ ৮ ক্ষেত্রে সংস্কার। কয়লা উত্তোলনের কাজে সরকারি নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে বেসরকারি সংস্থাকে। পাশাপাশি বিভিন্ন খনিজ উত্তোলনে বেসরকারি ক্ষেত্রকে আহ্বান কেন্দ্রের। 

দুপুর ৩.৩০:  রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সমস্ত খরচ বহন করবে নবান্ন। আজ টুইটারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

দুুপুর ৩.১২: বাড়ছে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, চতুর্থ পর্যায়ে আরও দু’সপ্তাহর লকডাউনের পথে দেশ। বাড়বে ছাড়ের মাত্রাও। রবিবার বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রকের।

দুপুর ৩: ভেন্টিলেটর ও করোনা চিকিৎসা গবেষণায় ট্রাম্পের সাহায্য পেয়ে আপ্লুত মোদি। টুইটারে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২.৫০: প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকা প্যাকেজ পুনর্বিন্যাস করুন, সরাসরি গরিব মানুষের হাতে টাকা দিন। খিদে পেটে মানুষ ঋণ চান না, হাতে টাকা চান। সাংবাদিক বৈঠকে দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এড়িয়ে গেলেন মহারাষ্ট্রের প্রসঙ্গ। 

দুপুর ১২: মুর্শিদাবাদে নতুন করে করোনায় আক্রান্ত আরও ৩। এ নিয়ে জেলায় COVID-19 পজিটিভ মোট সাতজন।

বেলা ১১.৪৫:  উত্তরপ্রদেশে মৃত ২৪ জন শ্রমিকের মধ্যে চারজন পুরুলিয়ার, একজন মুর্শিদাবাদের। পুরুলিয়ার দুই শ্রমিক মফস্বল থানা এলাকার ছররা, দুমদুমির বাসিন্দা বলে জানা গিয়েছে। 

PRL-labourers-death-UP

বেলা ১১.১৭: দুর্ঘটনায় মৃত শ্রমিক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

বেলা ১১.০২: ফের পথ দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু। পরিযায়ী শ্রমিকদের বোঝাই একটি ট্রাক উলটে ৫ জনের মৃত্যু মধ্যপ্রদেশের সাগরের কাছে। আহত ২০জন। 

সকাল ১০.৫৫: উত্তরপ্রদেশের দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে শোকপ্রকাশ করেন তিনি।

সকাল ১০.৩৮: পথ দুর্ঘনটায় মৃত শ্রমিকদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, ২ পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।

সকাল ১০: করোনা মহামারির জন্য উত্তরপ্রদেশে এনপিআরের (NPR) কাজ পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

সকাল ৯.৫০: আমেরিকা থেকে ১২১ জন ভারতীয়কে নিয়ে হায়দরাবাদে নামল এয়ার ইন্ডিয়ার বিমান। আজ ভোর সাড়ে ৩টে নাগাদ তাঁরা পৌঁছন। সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর বিমানবন্দর থেকে ছাড়া হয়েছে। মার্কিন মুলুক থেকে এই প্রথম দেশে ফিরলেন ভারতীয়রা।

সকাল ৯.২৫: আজ বিকেলে ফের সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় নির্মলা সীতারমণ। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক।

 সকাল ৯.২৩: দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ৮৬ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্য়ুতে মৃতের সংখ্যা ২৭৫২। টুইটারে নতুন পরিসংখ্যান জানাল স্বাস্থ্যমন্ত্রক। 

সকাল ৮.৫৪: বাংলাদেশে বেড়েই চলেছে করোনায় মৃত্যুর হার। ৩০০ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা। মারণ ভাইরাসের বলি পুলিশ, চিকিৎসক, সাংবাদিকরাও।

সকাল ৮.৫০: পরিযায়ী শ্রমিকদের হাঁটতে দেখে এগিয়ে এলেন অন্ধ্রের মুখ্য সচিব। তাঁর নির্দেশে শ্রমিকদের বিশেষ ট্রেনে পৌঁছে দেওয়া হল বাড়িতে।

সকাল ৮.৪২: ঘরে ফেরার পর্ব চলছে নির্বিঘ্নেই। রেল মন্ত্রকের দেওয়া বিশেষ প্যাসেঞ্জার ট্রেনে বেঙ্গালুরু এবং আহমেদাবাদ থেকে সকালে দিল্লি ফিরলেন সেখান কাজ করতে যাওয়া বাসিন্দারা। সকলেই কেন্দ্রের ব্যবস্থাপনায় খুশি বলে জানালেন।

সকাল ৮.২২: করোনা চিকিৎসায় ভারতকে ভেন্টিলেটর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদিকে ‘ভাল বন্ধু’  বলে সম্বোধন করে ট্রাম্প জানিয়েছে, করোনা মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। 

সকাল ৮.১৫:  উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ার চার হাজার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ যোগী রাজ্যে। 

সকাল ৮.০৭: রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার পেরল। মস্কোয় শুরু বিনামূল্যে অ্যান্টিবডি টেস্ট।

সকাল ৮.০২: আউলিয়ার দুর্ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। 

সকাল ৭.৩০: ফের পথের বলি পরিযায়ী শ্রমিকের দল। উত্তরপ্রদেশের আউলিয়ায় ভোরবেলা  ট্রাক- লরি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২৩ জনের। আহত আরও অনেকে। এঁরা সকলে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement