বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৬৮,৬৯৭ জন। এখনওপর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৩৯ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১. ০৪: করোনা আক্রান্ত পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ভরতি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত আইসিইউতে রয়েছেন তিনি।
রাত ১০.৩২: করোনা আক্রান্ত প্যারিস সেন্ট জার্মানের তিন ফুটবলার।
Three Paris St Germain players have tested positive for COVID-19: Reuters
— ANI (@ANI) September 2, 2020
রাত ১০.৩০: ছত্তিশগড়ে একদিনে নতুন করে সংক্রমিত ১,৯১৬ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
রাত ১০. ২০: NEET-JEE পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানে ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
রাত ১০. ০৫: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৫১১ জন।
12 deaths and 1,511 fresh infections reported in Rajasthan today. The total number of positive cases in the state is now 84,674 including 70,674 recovered, 12,919 active cases and 1,081 deaths: State Health Department pic.twitter.com/ZwJoqqc4ZJ
— ANI (@ANI) September 2, 2020
রাত ৯. ৫০: অরুনাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ১৪৮ জন।
রাত ৯.৩৩: মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত ১৭, ৪৩৩ জন।
Maharashtra reports 17,433 new COVID-19 cases, 13,959 recoveries and 292 deaths, taking active cases to 2,01,703, recoveries to 5,98,496 & death toll to 25,195: State Health Department pic.twitter.com/sbjILVq0vK
— ANI (@ANI) September 2, 2020
রাত ৮. ৪০: উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীরা হোম আইসোলেশনে থাকতে পারেন, নির্দেশ পাঞ্জাব সরকারের।
রাত ৮.২০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ২৯৭৬, মৃত ৫৬
রাত ৮.০৫: উত্তরাখণ্ডে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৬ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ২৩৪। তার মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯১ জনের।
Uttarakhand reports 836 new coronavirus cases, taking total cases to 21,234 including 14,437 recoveries and 291 deaths: State Health Department pic.twitter.com/krDvHGM3pf
— ANI (@ANI) September 2, 2020
সন্ধ্যা ৭.৫৫: পাঞ্জাবে ফের আক্রান্ত ১,৫১৪।
1,514 fresh positive cases reported in Punjab today. The total number of positive cases in the state is now 56,989 including 15,629 active cases, 39,742 discharged patients and 1,618 deaths: Government of Punjab pic.twitter.com/b14xMG5CYA
— ANI (@ANI) September 2, 2020
সন্ধ্যা ৭.৪৫: করোনা আবহে কলকাতা মেট্রো সচল রাখতে মানতে হবে কিছু নিয়ম। এবিষয়ে কেন্দ্রের দেওয়া গাইডলাইন মেনেই চলতে হবে।
সন্ধ্যা ৭.৩০: আক্রান্ত হলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবলার নেইমার।
সন্ধ্যা ৭.১৫: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯,৮৬০ জন। মারা গিয়েছেন ১১৩। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৬১ হাজার ৩৪১।
9,860 new COVID-19 cases (3,420 in Bengaluru), 6,287 recoveries and 113 deaths reported in Karnataka in the last 24 hours, taking total cases to 3,61,341 including 2,60,913 recoveries and 5,950 deaths. Number of active cases stands at 94,459: State Health Department pic.twitter.com/aNOjp5Ou4r
— ANI (@ANI) September 2, 2020
সন্ধ্যা ৬.৪০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ১০ হাজার ৩৯২। মৃত্যু হয়েছে ৭২ জনের।
Andhra Pradesh reports 10,392 new coronavirus cases, 8,454 recoveries and 72 deaths, taking total cases to 4,55,531 including 3,48,330 recoveries and 4,125 deaths. Number of active cases stands at 1,03,076: State Health Department pic.twitter.com/EdAYmnZ0ab
— ANI (@ANI) September 2, 2020
সন্ধ্যা ৬.৩০: ভারত ও মার্কিন বিজ্ঞানীদের ১১টি দল যৌথভাবে করোনা মোকাবিলার জন্য গবেষণা চালাচ্ছে বলে জানাল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।
সন্ধ্যা ৬.২০: করোনাযুদ্ধে শহিদ দিল্লির ফার্মাসিস্ট রাজেশ কুমারের স্ত্রীর হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Chief Minister Arvind Kejriwal today met the family of Late Rajesh Kumar Bhardwaj & offered them a cheque of Rs 1 crore as financial assistance. Rajesh was posted as a pharmacist with the Delhi govt & had lost his life while on Corona duty: Delhi CMO pic.twitter.com/qTZ5QCVKfP
— ANI (@ANI) September 2, 2020
সন্ধ্যা ৬টা: কলকাতায় মেট্রো চলতে পারে ১৫ তারিখ থেকে। আগামীকাল রাজ্যের সঙ্গে বৈঠক রেলের।
বিকেল ৫.৩০: গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে আক্রান্ত হলেন ৬৪১ জন।
বিকেল ৫.১৫: করোনা আক্রান্ত ত্রিপুরার পাঁচজোন বিধায়ক ও একজন প্রাক্তন মন্ত্রী।
বিকেল ৫.১০: পরীক্ষার সময় করোনার সংক্রমণ রুখতে রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Health Ministry issues SOP on preventive measures to be followed while conducting examinations to contain the spread of #COVID19
SOPs state, arrangements for personal protection gears like masks, hand sanitizers etc. to be made available by the relevant authorities pic.twitter.com/8V2d7R0Ke4— ANI (@ANI) September 2, 2020
বিকেল ৪.৩০: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ৫,১৭৬ জন। জানালেন মুখ্য স্বাস্থ্যসচিব অমিত মোহন প্রসাদ।
5,716 fresh #COVID19 infections reported in the state in the last 24 hours: Principal Health Secretary Amit Mohan Prasad pic.twitter.com/YdwimPvGy5
— ANI UP (@ANINewsUP) September 2, 2020
বিকেল ৪টে: নাগাল্যান্ডে নতুন করে আক্রান্ত হলেন ১৪ জন।
দুপুর ৩.১৫: আগামী ৭ সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু করছে তামিলনাড়ু সরকার। ওইদিন থেকে ট্রেন পরিষেবা চালু করা হতেও পারে বলে জানা গিয়েছে।
Tamil Nadu CM Edappadi Palaniswami issues notice stating that Inter-district govt & private bus service would be resumed from Sept 7th in the state. Train service would also be resumed across the state on 7th September. All passengers advised to adhere to #COVID19 govt norms. pic.twitter.com/bUV08mFNtX
— ANI (@ANI) September 2, 2020
দুপুর ৩টে: আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্পেশাল ট্রেন ছাড়া বাড়তি কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না। খড়গপুর ডিভিশন নির্দিষ্ট বিভাগগুলিকে এই নির্দেশ দিয়েছে। রেলবোর্ডের এই নির্দেশ দেশজুড়ে হওয়ায় হাওড়া, শিয়ালদহে লোকাল ট্রেন চলবে না নির্ধারিত তারিখ পর্যন্ত।
দুপুর ২.৪৫: ইউজিসির কাছে আন্ডার ও পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষাগুলির সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১০ অক্টোবর করার আবেদন জানাল ওড়িশা সরকার।
Odisha Govt requests UGC to extend deadline of 30th Sep for completion of all UG & PG final semester/year examinations, till 10th Oct. This will ensure scheduling of exams with at least one day gap so that exam centres can be sanitized properly: Higher Education Dept. #COVID19
— ANI (@ANI) September 2, 2020
দুপুর ২.৩০: আক্রান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক, হোম কোয়ারেন্টাইনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat (in file photo) self-isolates for three days after his Officer on Special Duty (OSD) tested positive for #COVID19. State Cabinet meeting also postponed. pic.twitter.com/YnkElZUuQf
— ANI (@ANI) September 2, 2020
দুপুর ২টা: জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছেন গোরক্ষপুরের ল্যাব টেকনিশিয়ানরা।
দুপুর ১.৪৬: কোভিড আক্রান্ত পুণের সাংবাদিক পাণ্ডুরং রায়করের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন তাঁর পরিজনেরা।
Pune: Journalist Pandurang Raykar, who tested COVID19 positive, dies; family alleges lack of care at govt COVID centre
“There’s chaos, doctors aren’t trained. They made centres worth crores but couldn’t arrange cardiac ambulance to shift him, that’s why he died,” says his sister pic.twitter.com/LAHhBfC1Sm
— ANI (@ANI) September 2, 2020
দুপুর ১.২১: আনলক ফোরে চণ্ডীগড়ে খুলল রেস্তরাঁ, পানশালা।
Chandigarh: Restaurants & bars to reopen after Central govt & UT admin allow operations from as part of #UNLOCK4.
Ankit Gupta, President, Chandigarh Hospitality Association says, “We welcome the decision of reopening bars after 5 months. We are also getting some employees back” pic.twitter.com/QcaU3f1T6n
— ANI (@ANI) September 2, 2020
দুপুর ১.০৪: ভারতে করোনায় মৃতের হার কমে দাঁড়াল ১.৭৬ শতাংশ।
India’s Case Fatality Rate (CFR) stands at 1.76%, one of the lowest globally while global CFR stands at 3.3%. India is reporting 48 deaths/million population, also one of the lowest in the world while the global average is 110 deaths/million population: Ministry of Health pic.twitter.com/imhSzFzjq2
— ANI (@ANI) September 2, 2020
বেলা ১২.৩৭: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ২২ জন।
#HimachalPradesh reports 22 new #COVID19 cases taking the state’s total to 6,283, out of which 1,524 are active cases. The total number of recovered cases stands at 4,673 while the death toll is at 40. pic.twitter.com/ykUcJuhxfV
— ANI (@ANI) September 2, 2020
বেলা ১২.১৩: রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর করোনা আক্রান্ত।
Deputy leader of Opposition of the Rajasthan State Assembly, Rajendra Rathore tests positive for #COVID19 pic.twitter.com/5a3DPJJZOL
— ANI (@ANI) September 2, 2020
বেলা ১২.০৩: পুদুচেরিতে করোনা আক্রান্ত আরও ৩৯৭ জন।
397 new #COVID19 cases & 13 deaths reported in Puducherry today. Total number of cases stands at 15,157, including 4,936 active cases, 9,968 recovered cases & 253 deaths till date: UT Health Department pic.twitter.com/w8GMuP2gV5
— ANI (@ANI) September 2, 2020
বেলা ১১.৩০: ওড়িশায় করোনা আক্রান্ত আরও ৩২১৯ জন।
3219 new #COVID19 positive cases, 3484 recoveries and 11 deaths reported in Odisha as on September 1. Total number of cases now at 109780 including 80770 recoveries, 28443 active cases and 514 deaths: State Health Department
— ANI (@ANI) September 2, 2020
বেলা ১১.২৫: মহারাষ্ট্রে মোট ১৫ হাজার ৫৯১ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮ জনের।
A total of 15,591 #COVID19 cases reported so far in Maharashtra Police, including 12,640 recovered and 158 deaths. Active cases in the force stand at 2793: Maharashtra Police pic.twitter.com/aXMMVomtFc
— ANI (@ANI) September 2, 2020
সকাল ১০.৪৫: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত করোনা আক্রান্ত। সংক্রমণের কথা নিজেই জানালেন তিনি।
I wish to inform all that I have been detected COVID19 positive. I am asymptomatic and hence have opted for home isolation. I shall continue to discharge my duties working from home. Those who have come in my close contact are advised to take the necessary precautions.
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) September 2, 2020
সকাল ১০.৪০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯০ জন।
Rajasthan records 690 #COVID19 cases and 5 deaths today; 141 recovered and 141 discharged. Total cases in the state rise to 83,853 including 1074 deaths, 68,265 recoveries and 67,093 discharges. Active cases stand at 14,514: State Health Department pic.twitter.com/RDE7BOrCLw
— ANI (@ANI) September 2, 2020
সকাল ১০.২৭: বাংলাতেও চলছে JEE। দূরত্ববিধি মেনেই পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা।
West Bengal: Candidates arrive at Surendra Institute of Engineering & Management in Siliguri on second day of #JEEMain exam.
Announcements being made at the centre to observe social distancing. Candidates being provided sanitiser & their temperature being checked at entrance. pic.twitter.com/spS8qb2nlx
— ANI (@ANI) September 2, 2020
সকাল ১০.২২: দ্বিতীয় দিনে কোভিড বিধি মেনেই চলছে JEE।
Kerala: Candidates arrived at TCS Ion Digital Zone in Aluva, Kochi on the second day of their #JEEMain exam.
Students underwent temperature check & sanitization process at the entrance & instructed to follow social distancing norms in wake of #COVID19 pic.twitter.com/Lip2kkDyRQ
— ANI (@ANI) September 2, 2020
সকাল ৯.৪১: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৩৫৭ জন। মৃত্যু হয়েছে ১,০৪৫ জনের।
Single-day spike of 78,357 new positive cases & 1045 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 37,69,524 including 8,01,282 active cases, 29,019,09 cured/discharged/migrated & 66,333 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/MbdfCQtKbK
— ANI (@ANI) September 2, 2020
সকাল ৯.১১: গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জনের। তার ফলে কোভিড টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১ জনের।
The total number of samples tested up to 1st September is 4,43,37,201 including 10,12,367 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/D2ejjDbZLX
— ANI (@ANI) September 2, 2020
সকাল ৯.০৩: করোনা আক্রান্ত অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। সংক্রমণের কথা ইনস্টাগ্রামে নিজেই জানালেন তিনি।
View this post on Instagram
সকাল ৮.৪৪: আজই মেট্রোর গাইডলাইন প্রকাশ করতে পারে কেন্দ্র।
সকাল ৮.৩৬: মিজোরামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮ জন।
Eight new #COVID19 cases reported in Mizoram in the last 24 hours. Total cases in the state rise to 1020, including 610 discharged patients. Active cases stand at 410: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/ODyQGQ4DC7
— ANI (@ANI) September 2, 2020
সকাল ৮: জিম্বাবোয়েতে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল।
সকাল ৭.৩৮: করোনা পরিস্থিতিতে লিও পার্গিন পর্বতশৃঙ্গ জয় করলেন আইটিবিপির কয়েকজন পর্বতারোহী।
#WATCH Himachal Pradesh: mountaineers of ITBP successfully climbed Leo Pargil mountain (22,222 ft) on 31 Aug to record the first such ascent during #COVID19. Total 12 members of the 16 member team from Sector Head Quarters, ITBP Shimla climbed the peak successfully. (Source:ITBP) pic.twitter.com/0vJubO4TWN
— ANI (@ANI) September 2, 2020
সকাল ৭.১৬: উত্তরাখণ্ডের নৈনিতালে শুরু হল নৌকাবিহার।
Uttarakhand: Boating services have resumed in Nainital. Vikram Singh Bisht, Boat Operators Committee manager said, “There was lockdown during our peak profit season of May-June this year. Even now the tourists are afraid but we hope the situation will improve by October.” #COVID pic.twitter.com/jDhtajPyN8
— ANI (@ANI) September 2, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.