Advertisement
Advertisement
করোনা

আগামী সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়াবে, সতর্ক করল WHO

জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স (CBDT)।

Corona Live Update: 484 patients recover from Covid-19
Published by: Sayani Sen
  • Posted:June 24, 2020 8:24 am
  • Updated:June 24, 2020 10:27 pm  

লকডাউন কাটিয়ে নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ। এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৭৬ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৭৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯১ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.২০: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন।

Advertisement

রাত ১০.০০: আগামী সপ্তাহের মধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়াবে। আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)-এর প্রধানের। 

রাত ৯.১৫: ২০১৮-১৯ আর্থিকবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বেড়ে হল ৩১ জুলাই। বুধবার এমনটা জানাল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স (CBDT)।

রাত ৯.০০: শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রী, ক্রদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট আনার দাবি জানাল  ইন্ডিয়ান মোশন পিকচারের প্রোডিউসার অ্যাসোসিয়েশন। এ নিয়ে তাঁরা মহারাষ্ট্র সরকারকে চিঠিও দিয়েছে বলে খবর।

রাত ৮.১৫: রথযাত্রার সঙ্গে যুক্ত ৫০০০ জনের লালারসের নমুনা পরীক্ষা করল ওড়িশা সরকার।

রাত ৮.০০: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ৪৪৫ জন। ফলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,১৭৩ জন। একই সময়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু বেড়ে দাঁড়াল ৫৯১ জন। তবূে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। একই সময়ে প্রায় ৪৮৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

সন্ধে ৭.০০: নির্ধারিত দিনেই উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা হবে। জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্ধে ৬.৪৫ : ৩১ জুলাই পর্যন্ত বাংলায় বাড়ছে লকডাউন। সর্বদলীয়  বৈঠকে ঐক্যমত শাসক-বিরোধী।

সন্ধে ৬.৩০: কলেজের শেষবর্ষের পড়ুয়াদের পরীক্ষা বাতিল করার পরামর্শ দিল ইউজিসির কমিটি। 

সন্ধে ৬.১৩: মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের চিড়িয়াখানায় এক বাঘিনীর মৃত্যু। করোনা হয়েছে তাঁর কোভিড ১৯ পরীক্ষা। এখনও হাতে আসেনি রিপোর্ট।

সন্ধে ৬.০২: দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৭০ হাজারের গণ্ডি।

বিকেল ৫.৫১:  করোনা আক্রান্ত আরও চারজন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশকর্মী। 

বিকেল ৪.৫০:  গোপালনগর থানার নহাটা চৌবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়

বিকেল ৪.৪৫: গত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ১৮৫ জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ২ জনের। 

বিকেল ৪.৩৯: বাংলাদেশে করোনায় একদিনে মৃত্যু ৩৭ জনের।

বিকেল ৪.২৯: মুম্বইয়ের মহালক্ষ্মী রেস কোর্সে তৈরি হল ১০০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার। 

বিকেল ৪.২২:করোনার জেরে বাতিল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, জানাল আইসিসি। আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজটি হওয়ার কথা ছিল।

বিকেল ৪.১৯: করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে শুরু সর্বদল বৈঠক।

বেলা ৩.৩৫: আগামী ৬ জুলাই থেকে দিল্লিতে প্রতিটি বাড়িতে হবে করোনা পরীক্ষা।

বেলা ৩.০৮: এবার করোনা আক্রান্ত পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বড় ছেলে। এর আগে বিধায়কের ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষ করোনা আক্রান্ত হন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তারপর পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা হয়েছিল। সেই সময় সবার রিপোর্ট নেগেটিভ এলেও, নির্মল ঘোষের রিপোর্ট পজিটিভ আসে। এবার নির্মল ঘোষের বড় ছেলেও করোনা আক্রান্ত। 

দুপুর ২.৪৩: দিল্লির শকুর বস্তিতে রেলের তৈরি কোভিড কেয়ার সেন্টারে প্রথম রোগীর চিকিৎসা শুরু হল।  

দুপুর ২.৪০: পাঞ্জাবের মোহালিতে খুলল রেস্তরাঁ।

দুপুর ১: রাশিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭১৭৬ জন। করোনা সংক্রমিতের মোট সংখ্যা পেরল ৬ লক্ষের গণ্ডি।

সকাল ১১.০৫:  এবারে করোনায় আক্রান্ত হলেন খড়গপুর পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান তথা প্রশাসক কমিটির সদস্য শেখ হানিফ। তার সাথে খড়গপুর শহরের আরও দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। তিনজনের বাড়ি খড়গপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পাঁচবেরিয়া এলাকায়। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা শহরে। চাপে প্রশাসন।

সকাল ১০.০৩: শিকেয় সামাজিক দূরত্ববিধি। লুধিয়ানার সবজি মান্ডিতে ভিড় অগণিত মানুষের।

সকাল ৯.৪৮: বারাণসীতে প্রায় ৩ মাস পর শুরু ফেরি পরিষেবা।

সকাল ৯.২১: ফের ভারতে সর্বোচ্চ করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ হাজার ৯৬৮ জন। মৃত্যু হয়েছে ৪৬৫ জনের।  

সকাল ৯.১৫: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়েরও।

সকাল ৮.২০: করোনা মোকাবিলায় আজ সর্বদল বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

রাত ১.২৫: করোনা সংক্রমণ রুখতে লকডাউন প্রভাব ফেলছে স্কুল পড়ুয়াদের পড়াশোনা, দাবি ইউনিসেফের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement