সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ (Coronavirus)। ফের রেকর্ড গড়ে দেশে একদিনেই করোনার কবলে পড়লেন ৯০ হাজার ৮০২ জন। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৪২ লক্ষ। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের নয়া বুলেটিনে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১৬ জনের।
India’s #COVID19 case tally crosses 42 lakh mark with a spike of 90,802 new cases & 1,016 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 42,04,614 including 8,82,542 active cases, 32,50,429 cured/discharged/migrated & 71,642 deaths: Ministry of Health pic.twitter.com/TKc9rQKwoc— ANI (@ANI) September 7, 2020\
দেশের মোট করোনার বলি এখনও পর্যন্ত ৭১ হাজার ৬৪২। আর সুস্থতার সংখ্যা সাড়ে ৩২ হাজার পেরিয়েছে। সেটাই একমাত্র আশার আলো। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতবাসী অনেকটাই এগিয়ে বলে মত বিশেষজ্ঞদের। গত সপ্তাহান্ত থেকেই ফি দিনের রেকর্ড সংক্রমণের নিরিখে বিশ্ব মানচিত্রে ভারত চলে এসেছিল দ্বিতীয় স্থানে, পিছনে ফেলে দিয়েছিল ব্রাজিলকে (Brazil)। নতুন সপ্তাহের শুরুতেও সেই ধারা অব্যাহতই রইল। রেকর্ড গড়ে একদিনে নতুন করে ৯০ হাজার ৮০২ জনের শরীরে থাবা বসাল করোনা ভাইরাস।
এদিকে, আজ থেকে দিল্লি-সহ দেশের বিভিন্ন মহানগরে চালু হয়েছে মেট্রো পরিষেবা। যদিও সামাজিক দূরত্ববিধি (Social Distance) বজায় রেখে এবং কেন্দ্রে বেঁধে দেওয়া গাইডলাইন মেনে মেট্রো চলাচল করছে, তা সত্ত্বেও সংক্রমণের আশঙ্কা থাকছেই। বেঙ্গালুরু, লখনউয়ের মেট্রো স্টেশনগুলিতে সাতসকালেই যাত্রীরা উপস্থিত হয়েছেন, গন্তব্যে পৌঁছনোর জন্য়। আনলক ফোর পর্বে যখন আরও স্বাভাবিকতার পথে এগোচ্ছে দেশ, সেখানে ফি দিন সংক্রমণের এই রেকর্ড চিন্তা বাড়াচ্ছে তো বটেই। তবে সুস্থতার হার এবং ভ্য়াকসিন নিয়ে একাধিক সম্ভাবনায় আশা বাড়ছে যে ভারত করোনা যুদ্ধে জয়ী হবেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.