সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বেশ কয়েকটি দেশের কোভিড (COVID-19) গ্রাফ চিন্তা বাড়িয়ে তুলেছিল। দৈনিক সংক্রমণ কিছুতেই ৪০ হাজারের নিচে নামছিল না। তবে এ সপ্তাহের শুরুতে সেই গ্রাফে বেশ খানিকটা পতন। দৈনিক সংক্রমণ নেমে এল প্রায় ৩৯ হাজারের কাছাকাছি। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি ২১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন।
India reports 38,948 new #COVID19 cases, 43,903 recoveries and 219 deaths in the last 24 hours, as per Health Ministry
Active cases: 4,04,874
Total cases: 3,30,27,621
Total recoveries: 3,21,81,995
Death toll: 4,40,752Total vaccination: 68,75,41,762 pic.twitter.com/lo0wQdgsNS
— ANI (@ANI) September 6, 2021
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ (Active cases) করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪, যা গত ২৪ ঘণ্টার তুলনায় অন্তত ৬ হাজার কম। মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন। আর মহামারীর কোপে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, কেরলে (Kerala) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৬ হাজার ৭০১ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণের সিংহভাগই কেরলের। সে রাজ্যে গত একদিনে করোনার বলি ৭৪ জন। মৃত্যুহার সামান্য কমলেও মাথাব্যথা থাকছেই সংক্রমণের গ্রাফে।
#COVID19 | Of 38,948 new cases and 219 deaths reported in India in the last 24 hours, Kerala recorded 26,701 cases and 74 deaths yesterday.
— ANI (@ANI) September 6, 2021
করোনার তৃতীয় ঢেউ রুখতে দেশজুড়ে আরও জোরদার হয়েছে টিকাকরণ (Corona vaccine) প্রক্রিয়া। এখনও পর্যন্ত দেশে মোট ৬৮ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৭৬২ জন টিকা পেয়েছেন। রাজ্যে রাজ্যে টিকা সরবরাহ নিয়ে তৎপরতা বেড়েছে কেন্দ্রের। এ রাজ্য়ের স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সোমবারই রাজ্যে ২৪ লক্ষ ডোজ কোভিশিল্ড আসছে। তিনটি বিমানে পুনে থেকে আসবে কোভিশিল্ড ভ্যাকসিন। বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হবে টিকা। তাই সেখানকার কোল্ড চেন ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এখনই সেন্ট্রাল স্টোরে প্রায় ৮ লক্ষ ডোজ ভ্যাকসিন রয়েছে। তার মধ্যে ২৪ লক্ষ ডোজ এলে মোট ৩২ লক্ষ ডোজের ভ্য়াকসিন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.