Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Corona Virus: দেশের কোভিড গ্রাফে বড়সড় পতন, ১০২ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত ৩৭, ৫৬৬ জন।

Corona in India: 37,566 new cases in last 24 hours, 907 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 29, 2021 9:45 am
  • Updated:July 6, 2021 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শতাধিক দিন পেরিয়ে অনেকটা স্বস্তিসূচক দেশের কোভিড (COVID-19) গ্রাফ। বড়সড় পতন দৈনিক সংক্রমণ, মৃত্যুর হারে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Corona Virus) আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। পরিসংখ্যান বলছে, ১০২ দিন পর দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নিচে। সোমবারও দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজারের বেশি। তুলনায় মঙ্গলবার প্রায় ৯ হাজার কেস কমে গেল। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেশের ৯০৭ জন। আর একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮৬ শতাংশ।

দ্বিতীয় ঢেউ বিদায় নেওয়ার পথে শক্তি ক্রমশ কমছে করোনার। ডেল্টা কিংবা ডেল্টা প্লাস (Delta Plus) ভ্যারিয়েন্ট যতই চোখ রাঙাক, তার বিরুদ্ধে লড়াইতেও বেশ সাফল্য মিলছে। মঙ্গলবারের করোনা পরিসংখ্যানই তার প্রমাণ। একদিনে করোনা সংক্রমণ কমল ৮৫৮২। কমল অ্যাকটিভ রোগীর সংখ্যাও। তা নেমে দাঁড়াল ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯এ। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১। আর করোনার কামড়ে প্রাণহানি হয়েছে মোট ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। কমেছে দৈনিক মৃত্যুও। সোমবার তা ছিল ৯৭৯। আর মঙ্গলবার ৭২ কমে দাঁড়িয়েছে ৯০৭এ। এ নিয়ে চলতি সপ্তাহে পরপর দু’দিনই মৃতের সংখ্যা রইল হাজারের নিচে।

[আরও পড়ুন: অর্থনীতিকে চাঙ্গা করতে ফের আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের, মিলবে স্বল্প সুদে ঋণ

চলতি বছরের মধ্যে দেশবাসীর টিকাকরণ শেষ করার লক্ষ্য়ে দ্রুত গতিতেই চলছে কাজ। সপ্তাহের প্রথম দিনই দেখা গিয়েছিল, দৈনিক টিকাকরণে ভারত (India) ছাপিয়ে গিয়েছিল আমেরিকাকেও। সেই ধারা অব্য়াহত সপ্তাহের দ্বিতীয় দিন। 

[আরও পড়ুন: জেহাদি নেটওয়ার্কে বড়সড় আঘাত, কাশ্মীরে নিহত লস্করের শীর্ষ কমান্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement