Advertisement
Advertisement
Coronavirus

Corona Virus: ১১১ দিনে দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, সুস্থতার হার ৯৭ শতাংশেরও বেশি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩৪,৭০৩।

Corona in India: 34,703 new cases in last 24 hours, 553 death | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 6, 2021 9:45 am
  • Updated:July 6, 2021 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন করোনার (Corona Virus) তৃতীয় ঢেউ। আগস্টেই তা দেশে আছড়ে পড়বে বলে সম্প্রতি এক সমীক্ষার দাবি। তবে তার আগে দেশের কোভিড (COVID-19) গ্রাফ বেশ স্বস্তিসূচক। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। ১১১ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। 

গত সপ্তাহে টানা দেশে দৈনিক সংক্রমণ ছিল ৫০ হাজারের নিচে। নতুন সপ্তাহের শুরুতেই তা ৪০ হাজারের নিচে নেমে যায়। আর সপ্তাহের দ্বিতীয় দিন তা ৩৫ হাজারেরও কম। ১১১ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন সংক্রমণ, বলছে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। আর সুস্থতার হার ঊর্ধ্বমুখী, এই মুহূর্তে তা ৯৭.১৭ শতাংশ। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫১ হাজার ৮৬৪ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৫৩ জন, এই হারও অনেকটা কম। 

এক বছরেরও বেশি সময় পেরিয়ে মহামারী রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অতিরিক্ত সংক্রমণপ্রবণ এলাকায় লকডাউন, নাইট কারফিউ, কড়া বিধিনিষেধ জারির মাধ্য়মে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি টিকাকরণে জোর দেওয়া হয়েছে। প্রথম সারির কোভিড যোদ্ধা, প্রবীণ নাগরিকদের পর এখন তৃতীয় দফায় মধ্যবয়সিদের টিকাদান কর্মসূচি চলছে। ইতিমধ্য়ে দেশের ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জন নিয়েছেন করোনা ভ্যাকসিন (Corona vaccine)। এভাবে এগোতে থাকলে করোনা যুদ্ধে ভারতে দ্রুতই জয়লাভ করবে বলে আশাবাদী স্বাস্থ্যমহল।  

[আরও পড়ুন: করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ২০২২ সালে বোর্ড পরীক্ষার রূপরেখা স্থির করল CBSE]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement