সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় দিন দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় স্বস্তি। দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টার তুলনায় প্রায় ১১০০০ কমল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল।
India reports 30,941 fresh COVID-19 cases, 36,275 recoveries, and 350 deaths in the last 24 hours
Active cases: 3,70,640
Total recoveries: 3,19,59,680
Death toll: 4,38,560Vaccination: 64,05,28,644 pic.twitter.com/dVyKCg4cep
— ANI (@ANI) August 31, 2021
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান বলছে, দেশে এই মুহূর্তে মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৬৮০। আর করোনার বলি ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০। দেশের দৈনিক করোনা সংক্রমণের সিংহভাগই কেরলের। পরিসংখ্য়ান অনুযায়ী, কেরলের গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। মৃত্যু হয়েছে ১৩২ জনের।
Out of 30,941 fresh COVID-19 cases & 350 deaths, Kerala reported 19,622 cases & 132 deaths yesterday
— ANI (@ANI) August 31, 2021
কেরলের (Kerala) পরিস্থিতিত দেখে অনেকেরই ধারণা, করোনার তৃতীয় ধাক্কা সেখানে পৌঁছেছে। এর নেপথ্যে নতুন এক স্ট্রেন – C.1.2 দায়ী বলে মনে করা হচ্ছে। যা আগের স্ট্রেনগুলির তুলনায় সংক্রামক বেশি। তার জেরেই সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। তবে কেরল প্রশাসন সংক্রমণ রুখতে নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউন জারি রয়েছে। আর দেশেও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি কোভিড সংক্রান্ত কঠোর বিধিনেষেধ।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে (Vaccination)। ইতিমধ্যে দেশেকর ৬৪ কোটি ৫ লক্ষ ২৮ হাজার ৬৪৪ মানুষকে ইতিমধ্য়ে টিকা দেওয়া হয়েছে। এই বছরের মধ্য়ে দেশের সমস্ত নাগরিককে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। উৎসবের মরশুমে সেই কাজে গতি আরও বাড়ানো হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.