ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে নোভেল করোনা ভাইরাস (Coronavirus)। তার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা দশা ভারতের (India)। স্বাস্থ্যমন্ত্রকের নয়া পরিসংখ্যান বলছে, নতুন সপ্তাহের প্রথম দিন দেশে দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষ ৬৮ হাজার ৯১২। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লক্ষ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। সুস্থতার হার তুলনায় অনেক কম। একদিনে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৭৫ হাজার ৮৬ জন।
India reports 1,68,912 new #COVID19 cases, 75,086 discharges, & 904 deaths in last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,35,27,717
Total recoveries: 1,21,56,529
Active cases: 12,01,009
Death toll: 1,70,179Total vaccination: 10,45,28,565 pic.twitter.com/yMz5ddShPt
— ANI (@ANI) April 12, 2021
দৈনিক করোনা সংক্রমণ লক্ষ পেরিয়েছিল গত সপ্তাহেই। এবার তা এগোচ্ছে ২ লক্ষের দিকে। জোড়া ভ্যাকসিন (Corona vaccine) দিয়ে গণটিকাকরণের পরও কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না তাতে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে ইতিমধ্যে ১০ কোটি ৪৫ লক্ষের বেশি দেশবাসী করোনার টিকা পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কতটাই বা এগোতে পারছে ভারত? এই প্রশ্ন উঠছে। দেশে এই মুহূর্তে যে ক’টি করোনা টিকা কাজ করছে, তাতে যুক্ত হতে চলেছে রাশিয়ার স্পুটনিক ভি (Sputnik V)। জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ ওষুধ রেমডেসিভির রপ্তানি বন্ধ করেছে কেন্দ্র।
এদিকে, কোভিড (COVID-19) সংক্রমণের জেরে এবার আতঙ্ক ছড়িয়ে পড়ল দেশের শীর্ষ আদালতে। বহু কর্মী আক্রান্ত হয়েছে সুপ্রিম কোর্টের। তাই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবার থেকেই বিচারপতিরা নিজেদের বাড়ি থেকেই শুনানি করবেন।
Many staff members of the Supreme Court are believed to be infected with #COVID19 hence SC judges today will conduct hearings, from their respective residences: Supreme Court sources pic.twitter.com/ZDt4F3VPcu
— ANI (@ANI) April 12, 2021
এদিকে, করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। তিনি দিন দুই আগেই বাংলায় ভোটের প্রচারে এসেছিলেন। ফলে সেই সভায় যাঁরা হাজির ছিলেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.