Advertisement
Advertisement
করোনা ভাইরাস

করোনা আতঙ্ক: কলকাতায় প্রথম আক্রান্তের হদিশ, বেলেঘাটা আইডিতে ভরতি তরুণ

করোনা মোকাবিলায় সমস্ত ছুটি বাতিল করল দিল্লির RML হাসপাতাল।

Corona Effect LIVE1: Kolkata found it's first corona patient
Published by: Sucheta Sengupta
  • Posted:March 17, 2020 9:14 am
  • Updated:March 20, 2020 5:44 am

সময়ের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে তৈরি হচ্ছে আরও উদ্বেগজনক পরিস্থিতি। সংক্রমণ রুখতে যত চেষ্টাই হোক, তা ব্যর্থ করে আরও ছড়াচ্ছে মারণ জীবাণু। ইউরোপের একাধিক দেশে থাবা বসিয়েছে COVID-19. ইটালিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় জনজীবন কার্যত স্তব্ধ। করোনা কাঁটায় ফ্রান্সে বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহণ। আমেরিকায় কারফিউ জারি হয়েছে। ভারতেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে  ৩ জনের। বিশ্বজুড়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল – মৃত ৭১৫৮ জন । সবমিলিয়ে, উদ্বেগ বাড়ছে বই কমছে না। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট:

রাত ৯.৫১: কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ। ইংল্যান্ড ফেরত তরুণের শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে। বেলেঘাটা আইডিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তরুণের মা-বাবা এবং গাড়ির চালককেও কোয়ারেন্টাইন করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইংল্যান্ডে থাকাকালীন জন্মদিনের পার্টি করেছিলেন ওই তরুণ। যেখানে হাজির ছিলেন করোনায় আক্রান্তরা। তরুণের বান্ধবীও করোনায় আক্রান্ত। সেখান থেকেই ভাইরাস শরীরে ঢোকে বলে অনুমান। তবে প্রাথমিকভাবে এই রোগের কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে। তা সত্ত্বেও সোমবারই তাঁকে পরীক্ষা করাতে বলা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু গতকাল তিনি আসেননি। এদিন সকালেই ওই তরুণকে ভরতি করা হয়। সন্ধেয় রিপোর্ট পাওয়ার পর করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। করোনার দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই তরুণ। তাঁর রিপোর্ট পুনরায় খতিয়ে দেখার জন্য পুণেতে পাঠানো হবে। আপাতত তরুণকে আলাদা করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 

Advertisement

রাত ৯.৩৫:  করোনা মোকাবিলায় সমস্ত ছুটি বাতিল করল দিল্লির RML হাসপাতাল।
রাত ৯.২৬:
৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে চণ্ডীগড়ের রক গার্ডেন।
রাত ৯.১৫: 
৩১ মার্চ পর্যন্ত যে কোনওরকম জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি প্রশাসন।
রাত ৮.৪৬:
পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৮।
রাত ৮.৩০:
১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দিল্লি-ইস্তানবুল এবং চেন্নাই-কুয়ালা লামপুরের সমস্ত বিমান বাতিল করল ইন্ডিগো বিমান সংস্থা।
রাত ৮.১৫: সমস্ত সরকারি সফর নিষিদ্ধ করল কর্ণাটক সরকার।
সন্ধে ৭.৫৬:
পাকিস্তানের সিন্ধ প্রদেশে ১৫ দিনের জন্য বন্ধ করা হল সমস্ত মল ও রেস্তরাঁ।
সন্ধে ৭.৫০:
জম্মু ও কাশ্মীরে বৈষ্ণদেবী দর্শনে না যাওয়ার অনুরোধ জানাচ্ছে মন্দির কমিটি।
সন্ধে ৭.৪৩: মুম্বই পশ্চিম ও মধ্য রেলের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হল মুম্বইয়ের সমস্ত পাব।
সন্ধে ৭.২৫:
ইরানে প্রত্যেককে নিয়ম মেনে চলতে সতর্ক করা হয়েছে। নাহলে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াতে পারে বলে অনুমান।
সন্ধে ৬.৫৫:
করোনা মোকাবিলায় ভাল কাজ করছেন চিকিৎসকরা। তাঁদের ধন্যবাদ জানালেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সন্ধে ৬.২৮: পুদুচেরিতে একজনের শরীরে মিলল করোনার জীবাণু। সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ করে দেওয়ার তোড়জোড়। 

সন্ধে ৬.১৮: তেলেঙ্গানায় আরও ৫ জন করোনা আক্রান্ত। COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ।

সন্ধে ৬.১২: করোনা সংক্রমণ সন্দেহে ৫৭০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক।

সন্ধে ৬.১০:  কেন্দ্রের প্রতিটি মন্ত্রকে থার্মাল স্ক্যানার লাগানোর সিদ্ধান্ত। প্রবেশের সময়েই যাতে প্রাথমিক পরীক্ষা করা যেতে পারে।

বিকেল ৫.২৮: ইটালি থেকে দেশে ফেরা ১২৮ জনের মধ্যে দু’জনের শরীরে মিলল COVID-19 জীবাণু।

বিকেল ৫.১৬: দিল্লির স্কুলগুলিতে বার্ষিক পরীক্ষার ফলাফল জানানো হবে হোয়াটসঅ্যাপ, ইমেলে।

বিকেল ৫.১১: বাছাই করা রেজিস্টার্ড বেসরকারি ল্যাবরেটরিতে COVID-19 পরীক্ষা শুরু হওয়ার মুখে। ইঙ্গিত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের। 

বিকেল ৪.৫৪: মহারাষ্ট্রে ৭ দিনের জন্য বন্ধ সমস্ত স্কুল-কলেজ-অফিস।

বিকেল ৪.৩০: করোনার প্রভাবে বিশ্ববাজারে ব্যাপক প্রভাব। ইতিহাসে প্রথম এতটা মন্দার মুখে  আন্তর্জাতিক বাজার।

বিকেল ৪.৫৫: প্ল্যাটফর্ম টিকিটের দামবৃদ্ধি ৫ গুণ। রেল স্টেশনে জমায়েত এড়াতে ১০ টাকা থেকে একলাফে বেড়ে দাঁড়াল ৫০টাকা। 

বিকেল ৪.১৬: পোল্যান্ডের এক মন্ত্রীর শরীরে করোনার জীবাণু মেলার পর সরকারের সব সদস্যকে পাঠানো হল কোয়ারেন্টাইনে।

দুপুর ৩.৫৫: জানুয়ারির পর করোনা আক্রান্ত দেশগুলি থেকে ভারতে ফেরা বাসিন্দাদের চিহ্নিত করতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। স্বাস্থ্যপরীক্ষার প্রয়োজনে NGO-র সাহায্য নেওয়ার পরামর্শ। 

দুপুর ৩.৪০: শাহিনবাগে CAA আন্দোলনকারীদের বড় জমায়েত তুলে নেওয়ার আবেদন পুলিশ ও সমাজকল্যাণ বিভাগের আধিকারিকদের। মানতে নারাজ প্রতিবাদীরা।

দুপুর ৩.১৬: রাজ্যের পরিবহণ দপ্তরের উদ্যোগে কর্ণাটকের সমস্ত বাস ডিপোয় সাফাই অভিযান।  

দুপুর ২.৩৪: জ্বর-কাশিতে আক্রান্ত, এমন কর্মীদের খাদ্যসামগ্রী বহনে নিষেধাজ্ঞা জারি করল রেল।

দুপুর ২.২০: করোনা সন্দেহে জাহাজ থামিয়ে মহিলা নাবিককে ভরতি করা হল বেলেঘাটা আইডিতে। ওই মহিলার কাশি এবং জ্বর রয়েছে। জানা গিয়েছে,  সিঙ্গাপুর থেকে চট্টগ্রামগামী জাহাজে ছিলেন ইটালি, ইন্দোনেশিয়া, কোরিয়ার নাগরিকরা। 

দুপুর ১.৩৫: উত্তরপ্রদেশের সমস্ত স্কুল-কলেজ ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত যোগী সরকারের।

দুপুর ১.৩০: করোনা আক্রান্ত বৃদ্ধের চিকিৎসা করে নিজেই COVID-19 পজিটিভ কর্ণাটকের ডাক্তার। ভারতে প্রথম মৃত্যু কর্ণাটকের এই বৃদ্ধই।

দুপুর ১.২২: মহারাষ্ট্রে তিন বছরের এক শিশুর শরীরে বাসা বেঁধেছে করোনা। এ নিয়ে দেশে দ্বিতীয় শিশু করোনা আক্রান্ত। 

দুপুর ১.১৫: পাকিস্তানে প্রথম করোনা বলি, ইরান থেকে ফেরার পর মৃত্যু।

দুপুর ১২.৫০: রাজ্যের করোনা পরিস্থিতি কী, জানতে চেয়ে রাজ্যপাল চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীর কাছে। মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে।

দুপুর ১২.৪২: পাকিস্তানের সিন্ধ প্রদেশে ১৯৩ জন আক্রান্ত করোনা ভাইরাসে।

দুপুর ১২.৩৫: লাদাখে আরও ৩ জন আক্রান্ত করোনা ভাইরাসে। এনিয়ে লাদাখে করোনা আক্রান্তের সংখ্যা ৬।

দুপুর ১২.১৬: গুরুগ্রামে এক মহিলার শরীরে মিলল নোভেল করোনা ভাইরাসের জীবাণু। হরিয়ানায় এই প্রথম করোনার থাবা। আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৮।

দুপুর ১২: স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত দেশে করোনা আক্রান্তদের তালিকা। সরকারি হিসেব অনুযায়ী, আক্রান্ত ১২৬ জন। সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে।

বেলা ১১. ৫৩:  সেল্‌ফ কোয়ারেন্টাইনে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীরন এবং অভিনেতা দিলীপ কুমার।

বেলা ১১.৫০: বেসরকারি ল্যাবরেটরিতেও COVID-19  পরীক্ষার পরিকাঠামো তৈরি হবে? এনিয়ে প্রাথমিক আলোচনা কেন্দ্রে।

বেলা ১১.৪৫: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

বেলা ১১. ২৭: স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি হওয়ায় আমেরিকার ওহাইয়োতে আজকের মতো বাতিল প্রেসিডেন্ট নির্বাচন। 

বেলা ১১.২৫: নিউ ইয়র্কে কর্মরত রাষ্ট্রসংঘের আধিকারিক করোনা আক্রান্ত। তাঁর COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ।

বেলা ১১.১৮:করোনা আক্রান্তদের শনাক্তকরণে হাতে স্ট্যাম্প দেওয়ার সিদ্ধান্ত মহারাষ্ট্র প্রশাসনের। এ রাজ্যেই করোনা সবচেয়ে বেশি থাবা বসিয়েছে।

বেলা ১১. ১২: সংক্রমণ এড়াতে উত্তরাখণ্ডে কংগ্রেস সহ-সভাপতি চলে গেলেন সেল্‌ফ কোয়ারেন্টাইনে।

সকাল ১০.৫০: ভারতের বাড়ল মৃতের সংখ্যা। মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে ৬৪ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুতে তা বেড়ে দাঁড়াল তিনে।  সম্প্রতি তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন বলে খবর।

সকাল ১০.৩৫: করোনা মোকাবিলায় ভারতের ভূমিকা, তৎপরতার প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সকাল ১০.২৯: নয়ডায় আরও দু’জনের শরীরে COVID-19। দুই পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হল।

সকাল ৯.৫৫: আমেরিকায় করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। প্রথম ডোজ গ্রহণ করলেন এক স্বেচ্ছাসেবী।

সকাল ৯.৫২: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ১২৫। মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত, ৩৬।  

[আরও পড়ুন: নিজের ঘোষণা অমান্য করে বিয়েবাড়িতে ইয়েদুরাপ্পা, গুঞ্জন রাজনৈতিক মহলে]

সকাল ৯.৩১: আইআইটি-কানপুরের পড়ুয়াদের হস্টেল খালি করার নির্দেশ।

সকাল ৯.২৭: একদিনে ইটালিতে করোনার বলি ৩৪৯ জন। ইউরোপীয় দেশগুলির মধ্যে করোনার থাবায় সবচেয়ে বিধ্বস্ত এই দেশ।

সকাল ৯.১৫:   মারণ জীবাণুর মার খেয়েও ঘুরে দাঁড়াচ্ছে চিন। খুলল স্কুল, কলেজ। ছন্দে ফিরছে ইউহান।

সকাল ৯.০০: করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে আমেরিকায় শুরু পরীক্ষামূলক প্রয়োগ।

সকাল ৮.৫৩: স্বাস্থ্যমন্ত্রকের তরফে জনসাধারণের জন্য গাইডলাইন্স প্রকাশিত।

সকাল ৮.৪৬: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা দেশের সমস্ত সৌধ দর্শন বন্ধ। তাজমহল, লালকেল্লা-সহ ৩৬০০টি ঐতিহাসিক স্থানে প্রবেশ নিষিদ্ধ।

[আরও পড়ুন: রাজ্যসভার সদস্য মনোনীত হলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, তুঙ্গে বিতর্ক]

সকাল ৮.৩৩: ব্রিটেন ফেরত কর্ণাটকের এক তরুণী শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাসের জীবাণু। কালবুর্গির ৬০ বছরের বৃদ্ধার COVID-19 পরীক্ষার রিপোর্টও পজিটিভ। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৯।

 

সকাল ৮.২৬: করোনা সংক্রমণের আশঙ্কায় ফিলিপিন্সে বন্ধ হয়ে গেল সমস্ত বাণিজ্যকেন্দ্র, মার্কেট। বিশ্বের প্রথম দেশ এমন একটা সিদ্ধান্ত নিল।

সকাল ৮.১৩: আজ থেকে উত্তরবঙ্গের সমস্ত অভয়ারণ্যের দরজা বন্ধ পর্যটকদের জন্য।

সকাল ৮.০০: লক-ডাউনের মুখে গোটা ইউরোপ। ফ্রান্স এবং ইউক্রেনে বন্ধ গণপরিবহণ।

সকাল ৭.৫৫: সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমেরিকায় কারফিউ জারি। একই সময়ে নির্দিষ্ট স্থানে অতিরিক্ত জনসমাগমে রাশ টানতে এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের।

সকাল ৭.৫০: মহারাষ্ট্র পুলিশকে ব্রিদ অ্যানালাইজার ব্যবহারে উর্ধ্বতন কর্তৃপক্ষের। এর মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বলে সতর্ক করা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement