যশবন্তপুর হামসফর এক্সপ্রেসকে ধাক্কা মেরে মালগাড়ির উপর শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৬১ জন। নিহত এবং আহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। করমণ্ডল ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন LIVE UPDATE-এ।
রাত ৯.২৪: দুর্ঘটনাগ্রস্তদের পাশে এলআইসি। তাঁরা যাতে দ্রুত বিমার টাকার পান, সেই ব্যবস্থা করবে বিমা সংস্থাটি। একথা জানিয়েছে LIC।
সন্ধে ৮.৪০: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খড়গপুর-ভদ্রক লাইন। ওই শাখা দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগামী সোমবার বিকেলের আগে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয় বলে ইঙ্গিত দক্ষিণ পূর্ব রেলের।
সন্ধে ৬.৪৫: তৃণমূলের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের।
সন্ধে ৬.০৫: ওড়িশার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮। আহত ৭৪৭। তাঁদের মধ্যে সংকটজনক অন্তত ৫৬ জন।
সন্ধে ৬.০০: তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গিয়েছিলেন হুগলি পোলবা গোটু গ্রামের ৯ মহিলা। যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তাঁদের মধ্যে তিনজন। বালাসোরের কাছে দুর্ঘটনায় আহত হন তিনজনই।বালেশ্বরের হাসপাতালে চিকিৎসা হয় তিনজনের।
বিকেল ৫.৫৭: জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা চাবাগানের এক যুবকের মৃত্যু হোলো। আহত দুইজন। মৃতের নাম সাগর খেরিয়া (৩০)। বাড়ি চাবাগানের ফুটবল লাইনে।আহতদের নাম ধরমনাথ সিং(১৯)ও আমন উরাও (২৪)। জানা গিয়েছে এই তিনজন সহ ১৪ জন গত বৃহস্পতিবার বাড়ি আসার উদ্দেশ্য যসবন্ত হাওড়া এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিল।
বিকেল ৫.৫৫: দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন জলপাইগুড়ি র ময়নাগুড়ির মাধবডাঙা ১ এর বাসিন্দা তপন রায় (৩৩)।গুরুতর জখম হয়ে বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন শৈলেন রায় (৩৪) নামে আরও এক যুবক। দুজনে ময়নাগুড়ির মাধবডাঙা এলাকার বাসিন্দা।সম্পর্কে শালা,জামাইবাবু।
বিকেল ৫.৩৮: রবিবার সকাল ৮ টায় হেদুয়ায় একটি রক্ত সংগ্রহ অভিযানের আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরের উদয়ের পথে। যে রক্ত পৌঁছে দেওয়া হবে বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়া আহতদের জন্য। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনায় শোকবার্তা লিখে পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে।
বিকেল ৫.১৫: ওড়িশার দুর্ঘটনায় মৃত বাংলার ৩১ জন। আহত ৫৪৪ জন। তাঁদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন। ১১ জন রাজ্যের হাসপাতালে ভরতি।
#OdishaTrainTragedy | As of 4:30 PM today, 31 casualties from West Bengal have been reported and identified so far. 544 persons were injured. 25 persons of West Bengal are admitted in hospitals in Odisha and 11 persons in West Bengal: WB Govt
— ANI (@ANI) June 3, 2023
বিকেল ৫.১৪: বালেশ্বরের হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সার্জারি ও অর্থপেডিক বিভাগে যান তিনি। সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী। আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন তিনি। নিচ্ছেন খোঁজখবর।
#WATCH | Odisha: PM Narendra Modi visits a hospital in Balasore to meet the injured victims of #OdishaTrainTragedy. pic.twitter.com/vP5mlj1lEC
— ANI (@ANI) June 3, 2023
বিকেল ৪.৪৫: দুর্ঘটনায় আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্ঘটনায় আহত ৪ জনকে এই হাসপাতালে ভরতি করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হলেও একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বসিরহাটের বাসিন্দা ফতেমা বিবির শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে। তাঁকে দেখতে বিকেলে হাসপাতালে এলেন রাজ্যপাল। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আনন্দ বোস। রাজভবনের তরফে ফতেমা বিবিকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
#WATCH | Kolkata: “This tragedy has shocked and disturbed all of us. We will try to provide all possible help to the victims and their families. Raj Bhavan is in touch with all the hospitals in Balasore and Cuttack,” says WB Governor Dr CV Ananda Bose on #BalasoreTrainAccident pic.twitter.com/LJcN8RuMBJ
— ANI (@ANI) June 3, 2023
বিকেল ৪.৩৩: করমণ্ডল এক্সপ্রেসে কেরলে কাজে যাচ্ছিলেন হুগলির হরিপাল থানার পানিসেওলা জোতমাধব গ্রাম থেকে রোহিত হেমব্রম ,অতনু কিস্কু ,গোপাল হেমব্রম,তাপস কিস্কুরা। এদের মধ্যে গোপাল হেমব্রমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুপুর ৩.৫৯: দুর্ঘটনাস্থল ঘুরে দেখছেন মোদি। সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
#WATCH | Odisha: Visuals from the site of #BalasoreTrainAccident where PM Modi has reached to take stock of the tragic accident that has left 261 people dead and over 900 people injured so far.#OdishaTrainAccident pic.twitter.com/fkcASxgZu1
— ANI (@ANI) June 3, 2023
দুপুর ৩.৪১: হেলিকপ্টারে চড়ে বালেশ্বরের হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the site of #BalasoreTrainAccident to take stock of the situation. #OdishaTrainAccident pic.twitter.com/mxwehPzsZZ
— ANI (@ANI) June 3, 2023
দুপুর ৩.২৮: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যুমিছিল। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বাগনানে পদযাত্রা করছেন তিনি।
দুপুর ২.৫৩: জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর। প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিলেন তিনি। বিশেষ দায়িত্ব পশ্চিম মেদিনীপুরকে।
দুপুর ২.০৯: বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন অধীররঞ্জন চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের সঙ্গেও দেখা করার কথা তাঁর।
দুপুর ১.৩৮: আহতদের দেখতে বালেশ্বরের সোরো হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অ্যান্টি কলিশন ডিভাইস আমি করে দিয়েছিলাম। এই ট্রেনটিতে ছিল না। তাই ভয়াবহ দুর্ঘটনা।”
দুপুর ১.৩২: হাওড়ায় ফিরল যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। আতঙ্কিত যাত্রীরা।
দুপুর ১.২৪: জেলাশাসককে সঙ্গে নিয়ে টাউন হলে মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বললেন তিনি।
#WATCH | At the site of #BalasoreTrainAccident, West Bengal CM and former Railways Minister Mamata Banerjee says, “Coromandel is one of the best express trains. I was the Railway Minister thrice. From what I saw, this is the biggest railway accident of the 21st century. Such… pic.twitter.com/aOCjfoCbvF
— ANI (@ANI) June 3, 2023
দুপুর ১২.৫২: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৬১ জন।
#BalasoreTrainAccident | As per the information received till now, there are 261 casualties. Injured passengers have been taken to the Hospitals of Gopalpur, Khantapara, Balasore, Bhadrak and Soro: South Eastern Railway#OdishaTrainAccident pic.twitter.com/s3ax03jr3n
— ANI (@ANI) June 3, 2023
দুপুর ১২.৪৫: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বাংলার বহু। স্বজনহারা পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেল কর্তৃপক্ষকে তোপ দেগে তিনি আরও জানান, বালেশ্বরের এই দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে বড়। প্রয়োজনে আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
#WATCH | West Bengal CM Mamata Banerjee reaches Odisha’s #Balasore where a collision between three trains left 261 dead pic.twitter.com/2q4KSNksum
— ANI (@ANI) June 3, 2023
দুপুর ১২.৪৪: দুর্ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বাংলার মুখ্যমন্ত্রীর।
দুপুর ১২.৩৫: বালেশ্বরের হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা বললেন তিনি।
দুপুর ১২.২৬: ট্রেন দুর্ঘটনাস্থলে এইমসের চিকিৎসকদের দু’টি দল।
#BalasoreTrainAccident | “Two teams of doctors from AIIMS Bhubaneswar have been dispatched for Balasore & Cuttack to assist in relief operations at the rail accident site in Odisha..,” tweets Union Health Minister Mansukh Mandaviya pic.twitter.com/M9NcQVDLoW
— ANI (@ANI) June 3, 2023
বেলা ১২.১৮: এবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন তৃণমূলের। কটিয়াহাট বি কে এ পি ইনস্টিটিউশনের মাঠে নবজোয়ারের প্রস্তুতি সভা থেকে মোমবাতি জ্বালিয়ে, কালো ব্যাজ পরে শহিদ বেদিতে ফুল দিয়ে শোকজ্ঞাপন করল আটুরিয়া অঞ্চল তৃণমূল। উপস্থিত বাদুড়িয়ার বিধায়ক আবদুর রহিম দিলু, আটুরিয়ায় তৃণমূল অঞ্চল সভাপতি মোশারজি গাজী-সহ দলীয় স্থানীয় নেতাকর্মী।
বেলা ১২.১৫: দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১.৫৯: হাওড়ায় পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের একদল যাত্রী।
বেলা ১১.৩১: জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে এখনও চলছে উদ্ধারকাজ। সন্ধে পর্যন্ত সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
#WATCH | “Operation is still continuing. So far state govt has announced 238 dead and more than 900 injured. Hopefully, by today evening, we should be able to close the operation. NDRF has nine teams there – seven from Odisha and two from West Bengal. Almost all the live victims… pic.twitter.com/v8Hq15qG0s
— ANI (@ANI) June 3, 2023
বেলা ১১.১৩: রেলের তরফে জানানো হয়েছে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে শেষ উদ্ধারকাজ। শুরু রেললাইন মেরামতি।
#WATCH | The rescue operation has been completed, now we are starting the restoration work. Kawach was not available on this route: Amitabh Sharma, Railways Spokesperson on #BalasoreTrainAccident pic.twitter.com/s8Q0Kb4goE
— ANI (@ANI) June 3, 2023
বেলা ১১.০৮: বালেশ্বরে দু্র্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটকের হাসপাতালেও যাবেন তিনি।
PM Narendra Modi will go to Odisha today. First, he will visit the site of the accident in Balasore and then he will visit the hospital in Cuttack: Sources#BalasoreTrainAccident pic.twitter.com/vzQhN2e5yB
— ANI (@ANI) June 3, 2023
বেলা ১১.০২: বালেশ্বর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
#WATCH | Union Minister Dharmendra Pradhan arrives at Balasore Medical College and Hospital #BalasoreTrainAccident pic.twitter.com/4AA6zM0MDY
— ANI (@ANI) June 3, 2023
বেলা ১১: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই ভয়াবহ দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করলেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা দেওয়া হবে।
সকাল ১০.৫০: ডুমুরজলা থেকে বিশেষ কপ্টারে চড়ে ওড়িশার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#WATCH | West Bengal CM Mamata Banerjee leaves for Odisha’s Balasore
She will take stock of the situation and meet the injured there. #BalasoreTrainAccident pic.twitter.com/qpR8BEadG8
— ANI (@ANI) June 3, 2023
সকাল ১০.৪৫: দুর্ঘটনায় দুঃখপ্রকাশ বিরাট কোহলির।
“Saddened to hear about the tragic train accident in Odisha..,” tweets cricketer Virat Kohli#BalasoreTrainAccident pic.twitter.com/2WnNDJc5Ai
— ANI (@ANI) June 3, 2023
সকাল ১০.২২: ট্রেন দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সকাল ৯.৫৬: আহতদের দেখতে বালেশ্বর জেলা হাসপাতালে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
#WATCH | Odisha CM Naveen Patnaik reaches Balasore District Hospital #BalasoreTrainAccident pic.twitter.com/XzoIil6RDA
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৯.৫৫: উদ্ধারকাজে তৎপর সেনা। ঘটনাস্থলে মোতায়েন ইস্টার্ন কম্যান্ড।
#BalasoreTrainAccident | Indian Army has been deployed to assist in the evacuation and treatment of injured citizens. Army medical and engineering teams with ambulances & support services have been deployed from the Eastern Command. The teams have been routed from multiple bases… pic.twitter.com/dLoYyctjAp
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৯.৪০: পেটের টানে ভিনরাজ্যে যাওয়ার পথে বিপত্তি, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বাংলার অন্তত ৩ যুবকের।
সকাল ৯.৩৩: ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঢামি।
#WATCH | “The train accident in Odisha is heart-rending. I pray to God that may the soul of the deceased rest in peace and the bereaved families have strength in this hour of grief,” says Uttarakhand CM Pushkar Singh Dhami#BalasoreTrainAccident pic.twitter.com/NGX0jbNsxD
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 3, 2023
সকাল ৯.২৬: বালেশ্বর থেকে বাবুঘাটে পৌঁছল জখম যাত্রীবোঝাই বাস। তাঁদের কলকাতার হাসপাতালে ভরতি করা হবে।
সকাল ৯.১৩: হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারালেন ২৩৮ জন। জখম অন্তত ৬৫০ জন। তাঁরা ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
#BalasoreTrainAccident | As per the information received till now, there are 238 casualties. Around 650 injured passengers have been taken to the Hospitals of Gopalpur, Khantapara, Balasore, Bhadrak and Soro: South Eastern Railway pic.twitter.com/L1FClXmEuE
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৮.৫০: দুর্ঘটনার দিকে কড়া নজর নবান্নর। আজ বালেশ্বরে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডুমুরজলা থেকে কপ্টারে যেতে পারেন তিনি।
#BalasoreTrainAccident | West Bengal CM Mamata Banerjee to visit Odisha’s Balasore today to take stock of the situation and meet the injured.
(file photo) pic.twitter.com/FFVQ3zaXN3
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৮.৪৫: দুর্ঘটনার জেরে বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
সকাল ৮.৩৯: দুর্ঘটনাস্থল পরিদর্শনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
#WATCH | Odisha CM Naveen Patnaik arrives at the accident spot in #Balasore where a collision between three trains left 233 dead & around 900 injured. pic.twitter.com/yW5FqhkhA3
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৮.২৩: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের জেরে এনডিআরএফকে ধন্যবাদ জানিয়েছেন রেলমন্ত্রী।
#WATCH | Railways Minister Ashwini Vaishnaw thanks NDRF officials who are actively engaged in the search and rescue operation in #Balasore#OdishaTrainTragedy pic.twitter.com/AcQvmexrr8
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৮.১২: ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল। একদিন শোকপালনের সিদ্ধান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের।
Tamil Nadu Chief Minister MK Stalin declares one-day state mourning following the #BalasoreTrainAccident in Odisha which claimed 233 lives and left 900 injured.
(File photo) pic.twitter.com/XpxiTrHJA7
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৮.০৩: ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্ধারকারী দলের সঙ্গে কথা কেন্দ্রীয় রেলমন্ত্রীর। তিনি জানান, প্রযুক্তিগত কারণ নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে তা তদন্ত করে দেখা হবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বর্তমানে উদ্ধারকাজ এবং ত্রাণই প্রাধান্য।
#WATCH | Our focus is on rescue and relief operations. Restoration will begin after clearance from district administration. A detailed high-level inquiry will be conducted and the rail safety commissioner will also do an independent inquiry: Railways Minister Ashwini Vaishnaw… pic.twitter.com/yfCecv0FxB
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৭.৩৯: কলকাতা সফর বাতিল করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরিবর্তে বালেশ্বরে যাচ্ছেন তিনি।
#BalasoreTrainAccident | Union Minister Dharmendra Pradhan cuts short his visit to Kolkata in West Bengal and leaves for Balasore in Odisha. He is expected to reach the spot in a few hours.
(File photo) pic.twitter.com/9kAAIuvq38
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৭.২২: যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি।
#WATCH | Train accident in Balasore, Odisha | “So far around 900 passengers have been injured & are being treated in various hospitals in Balasore, Mayurbhanj, Bhadrak, Jajpur & Cuttack districts. So far, 233 dead bodies have been recovered. The search & rescue operation is going… pic.twitter.com/dqRTzNde6a
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৭.১২: ঘটনায় দুঃখপ্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
I am deeply saddened by the horrific train accident that took place in #Balasore, Odisha. In view of the horrific train accident, Bharatiya Janata Party (BJP) has postponed all its programs across the country today: BJP national president JP Nadda
(file pic) pic.twitter.com/r8gXKGJDO9
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৬.৪৮: দুর্ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহেল।
Nepal Prime Minister Pushpa Kamal Dahal condoles Odisha train tragedy pic.twitter.com/1Vy9Zm6eHp
— ANI (@ANI) June 3, 2023
সকাল ৬.০৪: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩৩ জন।
Death toll rises to 233 in the horrific train accident in Odisha’s Balasore: Odisha Chief Secretary Pradeep Jena pic.twitter.com/wvTKFA9c2R
— ANI (@ANI) June 3, 2023
ভোর ৫.৩৪: দুর্ঘটনাস্থল থেকে মোট ২০৭ জনের দেহ উদ্ধার। জখম অন্তত ৯০০ জন।
#WATCH | Morning visuals from the spot where the horrific train accident took place in Odisha’s Balasore district, killing 207 people and injuring 900 pic.twitter.com/yhTAENTNzJ
— ANI (@ANI) June 3, 2023
ভোর ৫.১৩: দুর্ঘটনার খবর পেয়েই বালেশ্বরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফকির মোহন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি থাকা বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেন তিনি।
#WATCH | Odisha: West Bengal BJP chief Sukanta Majumdar reaches Fakir Mohan Medical College & Hospital in Balasore where some of the victims of train accident have been admitted pic.twitter.com/UmE9Wzziw0
— ANI (@ANI) June 2, 2023
ভোর ৫.০৫: দুর্ঘটনার জেরে বাতিল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান।
Flagging off function of the Goa-Mumbai Vande Bharat Express cancelled after the horrific train mishap in Odisha’s Balasore: Konkan Railway Official
— ANI (@ANI) June 2, 2023
ভোর ৫: মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনাস্থলে রাজ্যের প্রতিনিধিদল। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ দোলা সেনের।
#WATCH | Balasore, Odisha:..we are really shocked…Our CM (Mamata Banerjee) might come here tomorrow …she has sent our officials… doctors, and trauma ambulance from Kharagpur…”: TMC MP Dola Sen on the train tragedy pic.twitter.com/8mKwSdPSdl
— ANI (@ANI) June 2, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.