Advertisement
Advertisement

Breaking News

Coromandel Express Accident

Coromandel Express Accident: ১৩ মৃতদেহের দাবিদার ৩৬, দিল্লিতে যাচ্ছে DNA নমুনা

করমণ্ডল দুর্ঘটনার তিন সপ্তাহ পার, এখনও শনাক্ত হয়নি ৮১ দেহ।

Coromandel Express Accident: 36 families claim 13 bodies of deceased as their own family members

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 24, 2023 1:32 pm
  • Updated:June 24, 2023 2:12 pm  

নব্যেন্দু হাজরা: ১৩টি দেহের দাবিদার ছত্রিশ পরিবার। মানে, দেহপিছু তিনটি। ওড়িশার বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) তিন সপ্তাহ পার। এখনও ৮১টি দেহ পড়ে রয়েছে ভুবনেশ্বর এইমসের ফ্রিজারে। চলছে দেহ শনাক্তকরণের কাজ। আর তা করতে গিয়েই প্রতিপদক্ষেপেই যেন নিত‌্যনতুন অঙ্ক উঠে আসছে কর্তৃপক্ষের কাছে।

সূত্রের খবর মৃতদেহের মধ্যে ৪১টি দেহের দাবিদার মোট ৮৪জন। ৪০টি মতো দেহ বেওয়ারিশ, তাদের দাবিদার কেউ নেই। ১৩টির দাবিদার সবথেকে বেশি, ৩৬টি পরিবার। দেহ শনাক্তকরণের কাজ করতে ৪১টি মৃতদেহ এবং তার দাবিদার ৮৪ জনের ডিএনএ-র নমুনা পাঠানো হয়েছে দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল‌্যাবেরটরিতে (সিএফএসএল)। সেই রিপোর্ট এলেই হয়তো কিছু দেহ শনাক্তকরণের কাজ হবে। কবে সেই রিপোর্ট আসবে তা অবশ‌্য জানাতে পারছে না এইমস কর্তৃপক্ষ। তবে ১৩ দেহের যে ৩৬ দাবিদার তাঁদের ডিএনএ পরীক্ষার রিপোর্ট দ্রুত চাওয়া হয়েছে। এর মধ্যে আরও বিপত্তি হয়েছে একাধিক মৃত ব‌্যক্তির দাঁত খৈনি, গুটখা খেয়ে নষ্ট হয়ে যাওয়ায়। তাদের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষাতেও সমস‌্যা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ, বোমা বাঁধার সময় মৃত্যু যুবকের]

গত ২ জুন ওড়িশায় বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রায় ৩০০-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়। যার মধ্যে এখনও ৮১ জনের দেহ শনাক্ত হয়নি। মৃত ব্যক্তির সঙ্গে তাঁর দেহের জন‌্য দাবিদার পরিজনের ডিএনএ-র নমুনা মিলিয়ে দেখা হচ্ছে। তা মিলে গেলে দেহটি পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ওড়িশার ভুবনেশ্বর এইমসে এই ডিএনএ নমুনা সংগ্রহের কাজ হয়েছে। নমুনা গিয়েছে দিল্লিতে।

এদিকে রেলসূত্রে খবর, দুর্ঘটনায় শনাক্ত না হওয়া দেহগুলির জন্যে অনেক ক্ষেত্রেই একাধিক দাবিদার আসছেন। সেক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা নিয়ে শুরু হয়েছে জটিলতা। কোনও কোনও দেহের ছ’সাত জন দাবিদারও এসেছেন বলে খবর। ফলে তা নিয়ে রেলকর্তারা পড়েছেন সমস‌্যায়। ভুবনেশ্বর এইমস সূত্রে খবর, মূলত বাংলা ও বিহারেরই মানুষজন এই দেহগুলো শনাক্তকরণের জন‌্য যাচ্ছেন। কিছু লোক আছেন ওড়িশার। তবে তা সামান‌্যই।

[আরও পড়ুন: গুজরাটে হবে ফিনটেক অপারেশন সেন্টার, মোদির সঙ্গে সাক্ষাতের পর বড় ঘোষণা পিচাইয়ের]

এক আধিকারিকের কথায়, হিসাবে দেখা যাচ্ছে, ৪০টি দেহ এতটাই বিকৃত অবস্থায় রয়েছে, যে সেগুলো কেউ শনাক্ত করার দাবিও জানাচ্ছেন না। ফলে এই দেহগুলো পড়েই রয়েছে। এগুলোর আর কোনও ডিএনএ পরীক্ষা এখনই হচ্ছে না। কারণ কেউ দাবি না জানালে পরীক্ষা করার কোনও কারণ নেই। এগুলোর ভবিষ‌্যৎ কী তা পরিষ্কার করে বলতে পারছেন না কেউ। জানানো হয়েছে, প্রশাসন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ‌্য, গত ২ জুন বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়। আপ করমণ্ডল এক্সপ্রেস, মেন লাইন থেকে আচমকাই লুপ লাইনে ঢুকে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় করমণ্ডলের ২১টি বগি লাইনচ্যুত হয়। সেই সময় ডাউন লাইন দিয়ে যাচ্ছিল যশবন্তপুর এক্সপ্রেস। ওই ট্রেনেরও তিনটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রায় ৩০০-র কাছাকাছি যাত্রী মারা গিয়েছেন। তারমধ্যে ৮১ জনের দেহ এখন শনাক্ত না হয়ে পড়ে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement