Advertisement
Advertisement

Breaking News

পুলিশকর্মীদের সামনেই মহিলার ‘গুন্ডাগিরি’, ভাইরাল ভিডিও

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও।

Cops watch as Rowdy Delhi woman terrorizes driver
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2017 10:32 am
  • Updated:July 15, 2017 10:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখের সামনে দাঁড়িয়ে রয়েছেন ট্রাফিক সার্জেন। অথচ তাঁদের সামনেই নির্দ্বিধায় আইন নিজের হাতে তুলে নিলেন এক মহিলা। আর তাতে পেয়ে গেলেন পূর্ণ সমর্থনও। এ দেশেই হয়তো এমনটা সম্ভব।

রাজধানী দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন ওঠে। সমীক্ষাও বলছে, কর্মক্ষেত্রে দিল্লির মহিলারাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনাও সেই ছবিই তুলে ধরে। কিন্তু এবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে সামনে এল এক্কেবারে উলটো ঘটনা। দিনের আলোয় এক গাড়ির চালককে বেধড়ক মারধর করছেন এক মহিলা। আর পুলিশ তখন নির্বাক দর্শক। বরং পুলিশের মদতেই যেন চালককে মারতে আরও উৎসাহী হয়ে উঠেছিলেন ওই মহিলা।

Advertisement

[মেয়ে জন্ম দেওয়ায় দেওরের হাতে লাঞ্ছিতা বধূ, ভাইরাল ভিডিও]


দিল্লির মায়াপুরির রাস্তার ঘটনা। গাড়ি থেকে চালককে বের করে এনে তাঁর থেকে লাইসেন্স দেখতে চান ওই মহিলা। সঙ্গের মহিলা তাঁকে সেই লাইসেন্স ছিনিয়ে নিতে ক্রমাগত উসকানি দিতে থাকেন। তবে ঠিক কী কারণে চালকের উপর মহিলা ক্ষুব্ধ তা স্পষ্ট হয়নি। এক পথচারী সেই দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করেন। যেখানে দেখা যাচ্ছে, মহিলার দুই দিকে দুই ট্রাফিক সার্জেন্ট দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁদের সামনেই গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু পুলিশ তাঁকে বাধাও দিচ্ছে না। বরং তাঁর কাণ্ডকারখানায় রাস্তায় জ্যাম তৈরি হয়ে যাওয়ায় সেই যানজট কাটানোর দিকেই মন দিয়েছেন তাঁরা। এদিকে, অসহায় অবস্থায় মহিলাদের কাছে হাত জোড় করেও রেহাই পাচ্ছেন না ওই গাড়ি চালক। পুলিশে সামনেই মহিলার হাতে লাগাতার চড়-থাপ্পড় খেতে হল তাঁকে। এই ভিডিও নিঃসন্দেহে দেশের পুলিশ প্রশাসন নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল। সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি দেখে অনেকেই বলছেন, রাজধানীর বুকে এমন বিশৃঙ্খলা গোটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পক্ষে যথেষ্ট।

[ঐক্যের নজির, উৎসবের জন্য দরগা সাজিয়ে তুলল মন্দির কর্তৃপক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement