Advertisement
Advertisement
Delhi Man

পর্নস্টারদের মতো পোশাক পরতে হবে, পর্নে আসক্ত স্বামীর ‘আবদারে’ পুলিশের দ্বারস্থ স্ত্রী

অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের।

Cops Says Delhi Man Addicted To Adult Film Forced Wife To Dress Like Adult Film Stars | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:July 5, 2023 1:14 pm
  • Updated:July 5, 2023 1:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন ছবিতে আসক্ত স্বামীর আজব অত্যাচারে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। অভিযোগকারী তরুণীর দাবি, সঙ্গমের সময় মহিলা পর্নস্টারদের মতো পোশাক পরতে বাধ্য করতেন স্বামী। তা না হলেই তুমুল অশান্তি শুরু হত। দিনের পর দিন চলছিল এই অত্যাচার। এছাড়াও পনের দাবিতে তাঁর উপর স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা অত্যাচার চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০২০ সালে। বিয়ের পরেই বুঝতে পারেন, স্বামী পর্ন ছবিতে আসক্ত। কারণ সঙ্গমের সময় তাঁকে পর্ন ছবির নায়িকাদের কায়দায় পোশাক পরতে বাধ্য করতেন স্বামী। এছাড়াও পনের দাবিতে তাঁর উপর অত্যাচার চলেছে বলেও অভিযোগ বছর ত্রিশের তরুণীর। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, পনের জন্য স্বামী এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যেরা তাঁকে নিয়মিত হেনস্তা করতেন। দিল্লির (Delhi) শাহদারা (Shahdara) এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জর্জ ফ্লয়েড স্মৃতি ফিরল আমেরিকায়, ‘ক্যানসার আক্রান্ত’ মহিলাকে মাটিতে ফেলে নিগ্রহ পুলিশের!]

শাহদারার ডেপুটি কমিশনর রোহিত মিনা জানিয়েছেন, মঙ্গলবার তরুণীর অভিযোগ ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হয়েছে। গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

[আরও পড়ুন: মশাই হবে মারণ অস্ত্র, ভয়ংকর মহামারীতে রাশিয়া ধ্বংসের ছক আমেরিকার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement