Advertisement
Advertisement

Breaking News

Assam

নৃশংস! অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুন! প্রমাণ লোপাটে দেহ নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অটোচালককে।

Cops Says Assam Class 8 Student Raped and Murdered, Body Thrown In River | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 3, 2023 1:52 pm
  • Updated:July 3, 2023 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসতা চরম! অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল। প্রমাণ লোপাট করতে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয় দেহ। সম্প্রতি নদী থেকে উদ্ধার হয়েছে ওই দেহ। এরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি অসমের (Assam) কামরূপ জেলার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়ে থানায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বেরিয়েছিল বছর ষোলোর ওই অষ্টম শ্রেণির ছাত্রী। এর পর থেকেই নিখোঁজ ছিল সে। গত শুক্রবার সোনাপুরে দিগারু নদী থেকে দেহ উদ্ধার হয় কিশোরীর। এর পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় এক অটোচালককে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছেন।

Advertisement

[আরও পড়ুয়া: ধাক্কা বিরোধী ঐক্যে, লোকসভায় আপের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত দিল্লি প্রদেশ কংগ্রেসের!]

পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে ওই অটোচালকই। প্রমাণ লোপাটে দিগারু নদীতে দেহ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষুব্ধ স্থানীয়রা থানার সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত এবং কঠিন শাস্তির দাবি জানিয়েছে তাঁরা।

[আরও পড়ুয়া: সুপ্রিম কোর্টে বাড়ল রক্ষাকবচের মেয়াদ, আসানসোল কম্বল কাণ্ডে স্বস্তিতে জিতেন্দ্র-চৈতালি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement