সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ ঘুষ চেয়েছিল ১০০ টাকা৷ না দিতে পারার চরম মূল্য দিতে হল দুই যুবককে৷ পুলিশের হাতে বেদম মার খেয়ে মৃত্যু হল দুই যুবকের৷ এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মেইনপুরিতে৷
অভিযোগ, শুক্রবার ভোর চারটে নাগাদ মেইনপুরি দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করে পুলিশের দল৷ সেখানে খালাসি হিসেবে ছিলেন চার ব্যাক্তি৷ সবাইকে আটক করে থানায় আনা হয় এবং প্রচন্ড মারধর করা হয়৷ মারের চোটেই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ৷ যদিও পুলিশের দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে দুই জনের৷
তবে, মৃতদের পরিবারের অভিযোগ৷ ১০০ টাকা ঘুষ না দিতে পারায় পুলিশের মারেই মৃত্যু হয়েছে দুই যুবকের৷ পরে প্রমাণ লোপাটের জন্য কাছের নদীতে ফেলে দেওয়া হয় মৃতদেহগুলি৷ শনিবার ময়নাতদন্তেও মৃতদেহ দুটিতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ দুই হোমগার্ড সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.