Advertisement
Advertisement

Breaking News

অভিযোগকারীকে দিয়ে জুতো পালিশ করাল পুলিশ!

পুলিশ অফিসারের জুতো পালিশ করে তবেই অভিযোগ !

cops-ask-complainant-to-polish-shoes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 5:15 pm
  • Updated:May 30, 2016 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন হারানোয় অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন পঞ্চাশের মানুষটি৷ অভিযোগ নেওয়া হল বটে, তবে বিনিময়ে তাঁকে যা করতে হল তা রীতিমতো আপত্তিকর৷ পুলিশ অফিসারের জুতো পালিশ করে তবেই অভিযোগ জানাতে পারলেন তিনি৷

মুজফরনগরের এ ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সিট্টু নামের ওই ভদ্রলোক মোবাইল হারানোর অভিযোগ লেখাতে গিয়েছিলেন থানায়৷ সেখানে তাঁর পেশা জানতে চাওয়া হয়৷ তিনি জানান জুতো পালিশ করেই উপার্জন করেন তিনি৷ এরপরই তাঁকে জুতো পালিশ করতে বলেন এক অফিসার৷ অভিযোগ লেখানোর তাগিদে তিনি করতে রাজিও হয়ে যান৷ সেই সময় থানায় উপস্থিত এক ব্যক্তি তাঁর জুতো পালিশের ভিডিও তুলে রাখেন৷ সেই ভিডিওই ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে৷ দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পুলিশ অফিসার বসে আছেন ছড়িয়ে ছটিয়ে৷ আর একজনের সামনে বসে হাসতে হাসতেই জুতো পালিশ করছেন সিট্টু৷

Advertisement

এ অভিযোগ উঠতেই পুলিশ সুপার সন্তোষ কুমার জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এ ঘটনা প্রচারের সঙ্গে সঙ্গে পুলিশের মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

দেখুন ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement