Advertisement
Advertisement

Breaking News

দেশভক্তিমূলক অনুষ্ঠানে উড়ল টাকা, ভাইরাল পুলিশকর্মীর কীর্তি

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷

Cop showers cash on schoolgirls
Published by: Sayani Sen
  • Posted:January 29, 2019 4:39 pm
  • Updated:January 29, 2019 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ছোটদের অনুষ্ঠানে টাকা ওড়ানোর অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে৷ নাগপুরের এই ঘটনার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ তা নজর এড়ায়নি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও৷ অভিযুক্ত ওই পুলিশকর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

কন্যা সন্তান পালনের তীব্র আকাঙ্খা, ২ কিশোরীকে ‘অপরহণ’ করে আদরযত্ন

২৬ জানুয়ারি নাগপুরের জেলা পরিষদ স্কুলে একটি সাংস্কৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল প্রমোদ ওয়ালকে৷ অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা একটি দেশভক্তিমূলক গানে নাচতে শুরু করে৷ অভিযোগ, সেই সময় আচমকাই স্টেজে উঠে পড়েন ওই পুলিশকর্মী৷ ছোটদের নাচের সঙ্গে সঙ্গে টাকা ওড়াতে শুরু করেন তিনি৷ তা দেখে অবাক হয়ে যান অভিভাবকরা৷ পুলিশকর্মীর এই কীর্তি সংস্কৃতি বিরোধী বলেও অভিযোগ করেন তাঁরা৷ নাচের তালে তালে টাকা ওড়ানোর দৃশ্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ প্রায় বিদ্যুতের গতিতেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ সমালোচনায় সরব হন নেটিজেনরা৷ ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান অভিভাবকরা৷

Advertisement

ঝাড়খণ্ডের গ্রামে গুলির লড়াই, পাঁচ মাওবাদীকে নিকেশ কোবরা বাহিনীর

পুলিশকর্মীর এহেন দৃষ্টিকটূ আচরণ নজর এড়ায়নি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও৷ ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে শুরু হয় তদন্ত৷ প্রথমে ওই পুলিশকর্মীকে জেরা করা হয়৷ কেন টাকা উড়িয়েছেন তিনি, তদন্তকারীদের এই প্রশ্নে একাধিকবার বিভিন্ন রকম উত্তর দিতে থাকেন তিনি৷ ভিড় সামাল দিতেই স্টেজে উঠে এহেন কাজ করেছেন বলেও জানান ওই পুলিশকর্মী৷ যদিও পুলিশ আধিকারিকরা তাঁর কথা মানতে নারাজ৷ ভিডিওতেই স্পষ্ট যে একেবারে গানের তালেই টাকা ওড়াচ্ছেন তিনি৷ তদন্তের ভিত্তিতেই প্রশাসনের নির্দেশে নাগপুরের পুলিশ কনস্টেবল পদ থেকে বরখাস্ত করা হয়েছে ওই পুলিশকর্মীকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement