Advertisement
Advertisement

Breaking News

Kashmir

পর পর ৩ দিন! কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ফের প্রাণ গেল পুলিশকর্মীর

এই নিয়ে উপত্যকায় ৩ দিনে টার্গেট কিলিংয়ের শিকার হলেন ৩ জন।

Cop shot dead in North Kashmir। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 31, 2023 8:57 pm
  • Updated:October 31, 2023 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে (Jammu and Kashmir) ফের জঙ্গি হামলা। এবার জেহাদিদের গুলিতে প্রাণ গেল এক পুলিশকর্মীর। এই নিয়ে গত ৩ দিনে টার্গেট কিলিংয়ের শিকার হলেন তিনজন। তাঁদের মধ্যে দুজন পুলিশকর্মী। অন্যজন পরিযায়ী শ্রমিক।

পুলিশ সূত্রে জানানো হয়েছে নিহত পুলিশকর্মীর নাম গুলাম মহম্মদ দার। তিনি নিজের বাড়ির কাছে অজ্ঞাত আততায়ীদের গুলি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত গুলাম জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: আপেলের তরকারি! আজব পদ রেঁধে তাক লাগালেন মহিলা, চেখে দেখবেন নাকি?]

এর আগে রবিবার পুলিশকর্মী মসরুর আহমেদ ওয়ানির উপর হামলা চালানো হয়। ইদগাহর মাঠে ক্রিকেট খেলছিলেন তিনি। সেই সময় তাঁকে গুলিতে ঝাঁজরা করে দেয় জঙ্গিরা। এর পর সোমবার পুলওয়ামার তুমচি নওপারা এলাকায় উত্তরপ্রদেশের বাসিন্দা মুকেশ সিং নামের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে জেহাদিরা। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এবার প্রাণ গেল আর এক পুলিশকর্মীর। পর পর তিনদিনে প্রাণ হারালেন তিনজন।

জঙ্গিদের (Terrorist) দৌরাত্ম্যে রক্তাক্ত হয়েই চলেছে ভূস্বর্গ। পরিস্থিতির মোকাবিলায় সোমবার থেকেই গোটা কাশ্মীরে পুলিশ ও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। ভূস্বর্গের রাস্তার প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। শ্রীনগরের সমস্ত প্রধান সড়কের মোড়ে এবং শহর থেকে বাইরে বেরনোর পথগুলিতে বিশেষভাবে সক্রিয় পুলিশ। জঙ্গি দমনে মরিয়া সেনাও।

[আরও পড়ুন: স্ত্রী ভুরু প্লাক করিয়েছেন, ভিডিও কলে দেখেই তালাক স্বামীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement