Advertisement
Advertisement
Farmer

আত্মহত্যার চেষ্টা! কৃষককে উদ্ধার করে কাঁধে চাপিয়ে ২ কিলোমিটার হাঁটলেন পুলিশ

মানবিক এই চিত্র ধরা পড়েছে তেলেঙ্গানায়।

Cop saves farmer's life by carrying him for 2km। Sangbad Pratidin

গ্রাফিক: অরিত্র দেব

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 29, 2024 3:39 pm
  • Updated:February 29, 2024 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক কৃষক। অচৈতন্য অবস্থায় পড়েছিলেন খেতে। সেখান থেকে তাঁকে কাঁধে তুলেই ২ কিলোমিটার পথ পাড়ি দিলেন এক পুলিশকর্মী। অবশেষে পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন সেই কৃষক। মানবিক এই চিত্র ধরা পড়েছে তেলেঙ্গানায়। 

জানা গিয়েছে, বুধবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগরের বেটিগাল গ্রামে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই পারিবারিক কলহে ভুগছিলেন ওই কৃষক। তার জেরেই নাকি আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এদিন নিজের চাষের জমিতেই কীটনাশক খেয়ে নেন ওই ব্যাক্তি। তখনই ঘটনাটি নজরে আসে অন্যান্য কৃষকদের। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।  

Advertisement

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জয়পাল নামে এক পুলিশকর্মী। তিনি এসে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই কৃষক। এর পর কোনও সংকোচ না করেই সঙ্গে সঙ্গে তাঁকে কাঁধে তুলে নেন জয়পাল। দুই কিলোমিটার পথ পেরিয়ে নির্বিঘ্নে হাসপাতলে পৌঁছে দেন ওই কৃষককে। সময়মতো চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে যান কৃষক। এই ঘটনায় জয়পালের তৎপরতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন সকলে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement