Advertisement
Advertisement

Breaking News

রক্ষকই ভক্ষক! এবার পুলিশ অফিসারের বিরুদ্ধে উঠল সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণের ভিডিও করার অভিযোগও উঠেছে ওই অফিসারের বিরুদ্ধে।

Cop booked for rape
Published by: Bishakha Pal
  • Posted:November 18, 2018 3:25 pm
  • Updated:November 18, 2018 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে, রক্ষকই ভক্ষক! এক অধস্তন মহিলা পুলিশকর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠল মুম্বই পুলিশের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে। শনিবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সাব-ইন্সপেক্টরের নাম অমিত শেলার। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে কর্মরত তিনি। অভিযোগ, গত বছর মার্চ মাসে তিনি তাঁর এক জুনিয়র পুলিশকর্মীকে ধর্ষণ করেন। জানা গিয়েছে, ২০১০ থেকে তাঁরা একে অপরকে চেনেন। একই থানায় কাজ করার সুবাদে তাঁদের পরিচয়। পেশাগত জায়গায় তাঁদের সম্পর্ক ভালই ছিল।

নমাজ পড়ায় ‘অপবিত্র’ তাজমহল, শুদ্ধ করতে পুজো বজরং দলের ]

Advertisement

ঘটনার দিন নির্যাতিতাকে নরম পানীয় অফার করেন তিনি। সিনিয়রের দেওয়া পানীয় ফিরিয়ে দেননি ওই মহিলা। স্বাভাবিকভাবেই গ্রহণ করেছিলেন। কিন্তু ওই পানীয়তে কিছু মেশানো ছিল বলে অভিযোগ নির্যাতিতার। ফলে সেই পানীয় খেয়ে বেসামাল হয়ে পড়েন তিনি। তারপরই ওই অফিসার তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়। এও অভিযোগ উঠেছে ধর্ষণের সময় ওই অফিসার তাঁর ভিডিও তোলেন। পরে সেটি দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যেও ওই অফিসারের ছিল। অভিযোগ, ধর্ষণের সেই ভিডিও ফাঁস করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত অফিসার। পানভেল, সিবিডির মতো একাধিক জায়গায় ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী, ধর্ষণের পর অভিযুক্ত অফিসার তাঁকে একাধিকবার মারধর করেছেন বলেও অভিযোগ নির্যাতিতার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

নির্যাতিতার অভিযোগের উপর ভিত্তি করে ওই সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া এসসি/এসটি প্রিভেনশন অ্যাক্টের আওতায়ও ওই অফিসারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। তবে তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। যাদের কাছে সাধারণ মানুষ অভিযোগ জানাতে যায়, তাদের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। তবে পুলিশের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে ওই সাব-ইন্সপেক্টরকে শাস্তি দেওয়া হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

ক্ষমতায় থেকেও মন্দির নির্মাণে ব্যর্থ, মোদি-যোগীকে কটাক্ষ বিজেপি নেতার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement