Advertisement
Advertisement

Breaking News

সুপ্রিম কোর্টের নির্দেশ, গোধরা জেলে আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের

নির্ধারিত সময়ের মধ্যেই জেলে আত্মসমর্পণ করেছে ১১ জন।

Convicts of Bilkis Bano case surrender as per Supreme Court order | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:January 22, 2024 9:59 am
  • Updated:January 22, 2024 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মসমর্পণ করল বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোধরা (Godhra) জেলে আত্মসমর্পণ করেন ১১ জন। রবিবার রাতের দিকেই ১১ জন জেলে পৌঁছে যান। এদিন রাত বারোটার মধ্যে ধর্ষকদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ জেলে ফিরে আসে ধর্ষকরা। 

[আরও পড়ুন: প্রবল ঠান্ডা, রামমন্দির উদ্বোধনে থাকছেন না ‘বৃদ্ধ’ আডবানী]

আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়ে বিভিন্ন অজুহাত নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছিল বিলকিসের তিন ধর্ষক। তিন অভিযুক্ত গোবিন্দভাই, রমেশ চন্দনা এবং মিতেশ ভাট আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চায়। প্রথম জনের অজুহাত ছিল, তার মা-বাবা অসুস্থ। দেখাশোনা করার লোক নেই। তাই বাড়তি ৪-৬ সপ্তাহ সময় চায়। দ্বিতীয় জনের অজুহাত ছিল, তার ছেলের বিয়ে। আয়োজনের জন্য ৬ সপ্তাহ বাড়তি সময় লাগবে। তৃতীয়জনের অজুহাত ছিল, চাষের ফসল কাটতে বাড়তি ৬ সপ্তাহ সময় লাগবে।

Advertisement

কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, এই আবেদনগুলির মধ্যে গ্রহণযোগ্যতা নেই। যে সব কারণ দেখিয়ে আত্মসমর্পণ পিছোনোর চেষ্টা করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। শুধু এই কারণে কারও জেলযাত্রা আটকানো যায় না।এই নির্দেশে পরেই স্পষ্ট হয়ে যায়, রবিবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে বিলকিস মামলার ১১ জন ধর্ষককে। সুপ্রিম কোর্টের রায় মেনেই রবিবার রাত সাড়ে এগারোটায় গোধরা জেলে ফিরেছে তারা। 

[আরও পড়ুন: ‘ভারততীর্থ’ অযোধ্যায় ডোম রাজার হাতে প্রাণ পাবে শিশু রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement