Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

‘রামকৃষ্ণ সবচেয়ে বড় অশিক্ষিত, রবীন্দ্রনাথ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’, ফের বিতর্কে দিলীপ

ঠিক কী বলেছেন দিলীপ?

Controversy started over Dilip Ghosh's derogatory comment on Rabindranath Tegore, Ramakrishna | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 8, 2021 1:20 pm
  • Updated:November 8, 2021 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার তথাগত রায়ের আক্রমণের পালটা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) প্রসঙ্গে বেনজির মন্তব্য করে বসলেন মেদিনীপুরের সাংসদ। বললেন, “রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত।”

বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি নেতা তথাগত রায়কে (Tathagata Roy)। রাজ্য বিজেপির নেতাদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি। পালটাও দিয়েছেন দিলীপ। আক্রমণ পালটা আক্রমণ চলছেই। এসবের মাঝেই দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। রবিবার দিল্লি থেকে সেই মন্তব্যের পালটা দেন দিলীপ।

Advertisement

[আরও পড়ুন: COVID-19 Updates: করোনাযুদ্ধে কয়েকধাপ এগোল দেশ, গত ২০ মাসে সুস্থতার হার সর্বোচ্চ]

অশিক্ষিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, “রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র।” এই মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন দিলীপ।

মেদিনীপুরের বিজেপি সাংসদের তীব্র নিন্দা করেছে তৃণমূল শিবির। কটাক্ষের সুরে কেউ কেউ বলেছেন, সত্যিই দিলীপ ঘোষ অশিক্ষিত। সেই কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সভাপতি পদ থেকে। যদিও এসবে গুরুত্ব দিতে নারাজ দিলীপ। উল্লেখ্য, আক্রমণ পালটা আক্রমণের জেরে তথাগত-দিলীপের সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। সম্প্রতি তথাগত রায়কে দল ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন সাংসদ।

[আরও পড়ুন: সাতসকালে রণক্ষেত্র ছত্তিশগড়ের CRPF ক্যাম্প, জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত অন্তত ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement