Advertisement
Advertisement
NEET

এক প্রশ্নের দুই ‘সঠিক’ উত্তর, নিটের বিভ্রান্তি কাটাতে বিশেষজ্ঞ কমিটি গঠন সুপ্রিম কোর্টের

মঙ্গবার দুপুর ১২টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের।

Controversial question in NEET, Supreme Court seeks opinion from IIT panel
Published by: Amit Kumar Das
  • Posted:July 22, 2024 7:53 pm
  • Updated:July 22, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্নফাঁস ঘিরে শোরগোলের মাঝেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের এক প্রশ্ন ঘিরে তুঙ্গে বিতর্ক। পদার্থবিদ্যার ওই বিভ্রান্তিকর প্রশ্ন নিয়ে এবার বিশেষজ্ঞ দলকে তাঁদের মতামত জানানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আগামিকাল অর্থাৎ মঙ্গবার দুপুর ১২টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

সোমবার নিট মামলার শুনানি চলাকালীন আদালতে বিভ্রান্তিকর ওই প্রশ্নের বিষয়টি তোলেন এক পরীক্ষার্থীর আইনজীবী। বলা হয়, পদার্থবিদ্যার একটি প্রশ্নের ‘সঠিক’ উত্তর দুটি। পরীক্ষায় ৭১১ পাওয়া ওই পরীক্ষার্থীর আইনজীবী জানান, ওই বিভ্রান্তিকর প্রশ্নের ২ নম্বর অপশন ও ৪ নম্বর অপশন দুইই সঠিক। বিভ্রান্তির কারণে ওই প্রশ্নটি এড়িয়ে যান মামলকারী। মামলাকারীর বক্তব্য শোনার পর বিচারপতি বলেন, ‘এনসিইআরটির নয়া সংস্করণ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হিসেবে ৪ নম্বর অপশন সঠিক হওয়ার কথা। যারা দ্বিতীয় প্রকল্প পেয়েছেন তাঁদের পুরো নম্বর পাওয়ার কথা নয়।’

Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! দিল্লির পরিবর্তে ম্যাসকটে গেল ইন্ডিগোর বিমান]

এই বিতর্কের জেরে সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দিল্লি আইআইটিকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এই মামলা প্রসঙ্গে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন। তিনি জানান, দুটি সম্ভাব্য সঠিক উত্তর হওয়ায় পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হয়েছে। তিনি বলেন, “২ নম্বর বিকল্পকে সঠিক বলে বিবেচিত করে আপনারাই আপনাদের নিয়ম ভেঙেছেন। কারণ আপনারাই জানিয়েছিলেন এনসিইআরটির পুরনো সংস্করণ অনুসরণ করা হবে না।”

[আরও পড়ুন: বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয়, নীতীশের দলের দাবি খারিজ কেন্দ্রের]

মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ওই দিনই বিশেষজ্ঞ কমিটি এই প্রশ্ন বিতর্ক নিয়ে তাঁদের রিপোর্ট জমা দেবে। এর পর ওই প্রশ্নের সঠিক উত্তর কী সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement